ব্যাট করেছেন তামিম, খেলার সিদ্ধান্ত তার ওপরই

হাতে ব্যথা খানিকটা আছে, জায়গাটি ফোলাও আছে কিছুটা। তবে চিড় যেহেতু নেই, শঙ্কাও খুব একটা নেই। শনিবার ওভালের নেটে ব্যাটিং করেছেন তামিম ইকবাল। দল অবশ্য এখনই শতভাগ নিশ্চিত করছে না তার খেলা। সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে তার ওপরই।

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2019, 03:26 PM
Updated : 1 June 2019, 07:56 PM

ফিজিওর দিক থেকে যেহেতু কোনো আপত্তি নেই, রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা আর নেই বললেই চলে।

শনিবার দুপুরে ওভালে যখন সংবাদ সম্মেলনে এলেন মাশরাফি বিন মুর্তজা, নেটে তখন ব্যাটিং শুরু করে দিয়েছেন তামিম। সেটি জানিয়ে বাংলাদেশ অধিনায়ক শোনালেন স্বস্তির খবর।

“তামিম অলরেডি ব্যাটিং করছে। ফিজিওকে নিয়ে ফিটনেস টেস্টও দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত তামিমের, সে কেমন বোধ করছে। কারণ একজন খেলোয়াড় নিজে সবচেয়ে ভালো জানে তার অবস্থা।”

শুক্রবার ব্যাটিং অনুশীলনের সময় বল লেগে হাতে চোট পেয়েছিলেন তামিম। তীব্র ব্যথায় নেট ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যান তখনই। পরে এক্স-রে করা হয় হাতে, তাতে ধরা পড়েনি কোনো চিড়।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে এই ওভালেই ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম, পরের ম্যাচে একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৯৫ রান।