চলতি বিশ্বকাপে ধারাভাষ্যে অভিষেক হয়েছে টেন্ডুলকারের। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচের ইনিংস বিরতিতে আসরে রশিদ খান পার্থক্য গড়ে দিতে পারেন বলে জানান তিনি।
“আমি মনে করি, সে এই টুর্নামেন্টে অঘটন ঘটাতে প্রভাব রাখবে।”
“যদি আমার তাকে কিছু বলতেই হয়, আমি বলব, ‘দেখো, এটাকে একটা টেস্ট ম্যাচ বলে মনে করো। কারণ এমনকি টি টোয়েন্টি সংস্করণেও, তুমি উইকেট নিতে সক্ষম কারণ তুমি কব্জি দিয়ে যা করো তা ব্যাটসম্যানরা পড়তে পারেনি। তুমি সেটা করো, আক্রমণাত্মক একটা ফিল্ডিং সাজাও এবং মিড-অন ও মিড-অফের ওপর দিয়ে তুলে মারার জন্য ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ ছুড়ে দাও।‘”
শনিবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রশিদের আফগানিস্তান।
এছাড়া ব্যাটিং এ অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও বোলিংয়ে ইংলিশ পেসার জফরা আর্চার ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন বলে মন্তব্য করেন টেন্ডুলকার।