তামিমের হাতে বলের ছোবল

ঊরুর ওপরের অংশের চোট মাত্রই কাটিয়ে উঠেছেন। নেটে নেমেই আরেক দফা চোট পেলেন তামিম ইকবাল। শুক্রবার ওভালে বাংলাদেশের অনুশীলনে ব্যাটিংয়ের সময় বাঁ হাতে চোট পেয়েছেন বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2019, 12:09 PM
Updated : 31 May 2019, 01:13 PM

মাঠের এক পাশের সেন্টার উইকেটে ব্যাট করছিলেন তামিম। থ্রো ডাউন খেলছিলেন আর্ম থ্রোয়ারে। আচমকাই একটি বল ছোবল দেয় বাঁ বাহুতে। এগিয়ে যান ফিজিও তিহান চন্দ্রমোহন। খানিকটা কথা বলে তখনই মাঠে ছেড়ে ড্রেসিং রুমে ফেরেন তামিম।

খানিক পর সংবাদ সম্মেলনে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ যা জানালেন, তাতে খানিকটা শঙ্কার আভাস ছিল।

“মাত্রই হাতে চোট পেয়েছে। এখনও কিছু সেভাবে বোঝা যাচ্ছে না। পর্যবেক্ষণ করা হচ্ছে, এখনই কোনো আপডেট দেওয়া সম্ভব নয়। রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু দুর্ভাবনার ব্যাপার হলো, বল হাতে লাগা মাত্রই সে নেট থেকে বেরিয়ে এসেছে।”

তবে আরও ঘণ্টাখানেক পর দলের ম্যানেজার খালেদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, আপাতত চোট গুরুতর বলে মনে হচ্ছে না।

“ওর চোট নিয়ে এখনই মন্তব্য করা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে তামিম বেশ ভালোই বোধ করছে। সে নিজে বলছে যে স্ক্যান করানোর প্রয়োজন নেই। তবে সতর্কতা হিসেবে আমরা আজকেই হয়তো স্ক্যান করাব।”

গত সোমবার কার্ডিফে ফিল্ডিং অনুশীলনের সময় ঊরুর ওপরের দিকে টান লেগেছিল তামিমের। সতর্কতা হিসেবে পরদিন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলানো হয়নি এই ওপেনারকে।