আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্নারকে পেতে আশাবাদী অস্ট্রেলিয়া

চোটে পড়া নির্ভরযোগ্য ওপেনার ডেভিড ওয়ার্নারকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পেতে আশাবাদী অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2019, 12:06 PM
Updated : 31 May 2019, 12:06 PM

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আফগানদের মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল। ডান পায়ের পেশির সমস্যায় ভুগছেন ওয়ার্নার। শুক্রবার ফিটনেস টেস্টের পর প্রথম ম্যাচে তার খেলা বা না খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিজ্ঞ ওপেনারকে পেতে নিজের আগ্রহের কথা ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

“সকালে সে কিভাবে নড়াচড়া করে দেখার পর আজকে (শুক্রবার) আমরা খুব ভালো একটা ধারণা পাব,”

গত বিশ্বকাপে আফগানদের বিপক্ষে ১৭৮ রানের একটি ইনিংস রয়েছে ওয়ার্নারের। বল টেম্পারিং কাণ্ডে নিষেধাজ্ঞার পর এই প্রথম ওয়ানডে খেলবেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ওয়ার্নার দলে থাকলে একাদশে জায়গা হবে না উসমান খাওয়াজা বা শন মার্শের। চলতি বছর এখন পর্যন্ত ওয়ানডেতে সবচেয়ে বেশি রান খাওয়াজার। শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে করেন ৮৯। অন্যদিকে দুই প্রস্তুতি ম্যাচেই ভালো শুরুটা বড় করতে পারেননি মার্শ। অবশ্য স্পিন বোলিং ভালো খেলার জন্য সুনাম আছে তার।