রানের পাহাড় গড়ে নিউ জিল্যান্ডকে হারাল উইন্ডিজ

ব্যাটিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় এক ছন্দে খেলে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে গিয়ে ঝড় তুললেন সবাই। ছন্দে থাকা শেই হোপ তুলে নিলেন সেঞ্চুরি। রানের পাহাড় গড়লো ক্যারিবিয়ানরা। ঝড়ো ব্যাটিংয়ে শতক হাঁকালেন টম ব্লান্ডেল। তারপরও বড় ব্যবধানে হারল নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2019, 07:49 PM
Updated : 29 May 2019, 06:09 AM

প্রস্তুতি ম্যাচে ৯১ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪২১ রান তাড়ায় ৩৩০ রানে থেমে গেছে নিউ জিল্যান্ডের ইনিংস।

ব্রিস্টলে মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ক্রিস গেইল ও এভিন লুইসের ব্যাটে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। ২২ বলে তিন ছক্কা ও চারটি চারে ৩৬ রানের ইনিংসে সুর বেঁধে দেন গেইল। অন্য ওপেনার লুইস ৫৪ বলে ৫০ করে ফিরে যান। 

ছন্দে থাকা হোপ চড়াও হন বোলারদের উপর। ৮৬ বলে খেলেন ১০১ রানের ঝড়ো ইনিংস। ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার কাজে লাগাতে পারেননি সুযোগ। দুই জনই ফিরেন থিতু হয়ে। শেষের দিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। ২৫ বলে খেলেন ৫৪ রানের খুনে ইনিংস।

৫০ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার ট্রেন্ট বোল্ট।

ছবি: ক্রিকেট নিউ জিল্যান্ড।

বড় রান তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। ৩৩ রানের মধ্যে দুই ওপেনারের সঙ্গে ফিরে যান রস টেইলর। ব্লান্ডেলের সঙ্গে ১২০ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নেন উইলিয়ামসন। ৬৪ বলে দুই ছক্কা ও ১১ চারে ৮৫ রান করা অধিনায়ক রান আউট হলে ভাঙে জুটি।

কোনো ওয়ানডে না খেলে বিশ্বকাপে খেলতে যাওয়া ব্লান্ডেল ৮৯ বলে আট চার ও পাঁচ ছক্কায় ফিরেন ১০৬ রান করে। শেষের দিকে ১৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে পরাজয়ের ব্যবধান কমান ইশ সোধি।  

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ব্র্যাথওয়েট ৩ উইকেট নেন ৭৫ রানে। ফ্যাবিয়ান অ্যালেন ২ উইকেট নেন ৪৭ রানে। 

আগামী শুক্রবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নিউ জিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৪৯.২ ওভারে ৪২১ (গেইল ৩৬, লুইস ৫০, হোপ ১০১, ব্রাভো ২৫, হেটমায়ার ২৭, হোল্ডার ৪৭, পুরান ৯, রাসেল ৫৪, ব্র্যাথওয়েট ২৪, নার্স ২১*, রোচ ১; হেনরি ২/১০৭, বোল্ট ৪/৫০, ফার্গুসন ০/৮৬, ডি গ্র্যান্ডহোম ০/১৮, নিশাম ১/৪২, সোধি ০/৪৩, স্যান্টনার ১/৭১)

নিউ জিল্যান্ড: ৪৭.২ ওভারে ৩৩০ (গাপটিল ৫, নিকোলস ১৫, উইলিয়ামসন ৮৫, টেইলর ২, ব্লান্ডেল ১০৬, নিশাম ২০, ডি গ্র্যান্ডহোম ২৩, স্যান্টনার ১৯, সোধি ৩৯, হেনরি ১, ফার্গুসন ২*; কটরেল ১/১৬, হোল্ডার ০/৪৭, রোচ ১/১৮, টমাস ১/৬৬, ব্র্যাথওয়েট ৩/৭৫, অ্যালেন ২/৪৭, নার্স ১/৬০)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯১ রানে জয়ী