শ্রীলঙ্কাকে হারিয়ে প্রস্তুতি শেষ অস্ট্রেলিয়ার

ভালো শুরু পেলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। তবে কেউই পারলেন না ইনিংস বড় করতে। তাই খুব একটা বড় হলো না লঙ্কানদের ইনিংস। মাঝারি রান তাড়ায় অস্ট্রেলিয়াকে পথ দেখালেন উসমান খাওয়াজা। অবদান রাখলেন অন্য ব্যাটসম্যানরাও। জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল শিরোপাধারীরা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2019, 06:04 PM
Updated : 27 May 2019, 06:04 PM

সাউথ্যাম্পটনে ৫ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার ২৩৯ রান পেরিয়ে গেছে ৩১ বল বাকি থাকতে।

রোজ বৌলে সোমবার টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। প্রথম আট ব্যাটসম্যানের সবাই যান দুই অঙ্কে। বিশের ঘর ছাড়াতে পারেন কেবল দুই জন, ওপেনার লাহিরু থিরিমান্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা।

সেভাবে দলকে টানতে পারেননি কেউ। পঞ্চাশ ছোঁয়ার পর কিছুক্ষণ টিকেননি থিরিমান্নে। ৭ চারে ৫৬ রান করেন এই ওপেনার। মিডল অর্ডারে রানের গতিতে দম দেওয়ার চেষ্টা করা অলরাউন্ডা ডি সিলভা ৪১ বলে করেন ৪৩ রান।

নয় বোলার ব্যবহার করেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাদের আটজনই পান উইকেট।

রান তাড়ায় দ্রুত ফিরেন ফিঞ্চ। এক প্রান্ত আগলে রেখে দলকে টানেন খাওয়াজা। থিতু হয়ে ফিরেন শন মার্শ। প্রমোশন পেয়ে উপরে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি দুই অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস।

দলকে জয়ের কাছে নিয়ে জেফরি ভ্যান্ডারসের বলে স্টাম্পড হয়ে ফিরেন খাওয়াজা। ১০৫ বলে খেলা তার ৮৯ বলের ইনিংস গড়া মাত্র তিনটি চারে। প্যাট কামিন্সকে নিয়ে বাকিটা সারেন অ্যালেক্স কেয়ারি।

দুই প্রস্তুতি ম্যাচে জিতল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা হারল দুই ম্যাচেই। আগামী শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। একই দিন নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৯/৮ (থিরিমান্নে ৫৬, করুনারত্নে ১৬, কুসল পেরেরা ১২, কুসল মেন্ডিস ২৪, ম্যাথিউস ১৭, জিবন ২১, ডি সিলভা ৪৩, থিসারা ২৭, লাকমল ৭*, সিরিবর্দনা ৪*; স্টার্ক ১/৩৮, কামিন্স ১/২৩, রিচার্ডসন ১/৫২, ম্যাক্সওয়েল ১/১৪, স্টয়নিস ০/১১, জ্যাম্পায়া ২/৩৯, লায়ন ১/৪৮, স্মিথ ১/৯)

অস্ট্রেলিয়া: ৪৪.৫ ওভারে ২৪১/৫ (ফিঞ্চ ১১, খাওয়াজা ৮৯, মার্শ ৩৪, ম্যাক্সওয়েল ৩৬, স্টয়নিস ৩২, কেয়ারি ১৮*, কামিন্স ৯*; লাকমল ০/২৬, প্রদিপ ১/২৮, জিবন ০/৫৪, থিসারা ০/৩৫, ডি সিলভা ১/১৭, ভ্যান্ডারসে ২/৫১, সিরিবর্দনা ১/২৮)

ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী