পাকিস্তান বিশ্বকাপ দলে ওয়াহাব-আমির-আসিফ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2019 03:21 PM BdST Updated: 20 May 2019 05:10 PM BdST
টানা হারের মধ্যে থাকা পাকিস্তান বিশ্বকাপ দলে এনেছে তিন পরিবর্তন। দুই পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের সঙ্গে ব্যাটসম্যান আসিফ আলিকে ডেকেছে তারা। আগে ঘোষণা করা দল থেকে বাদ পড়েছেন জুনাইদ খান, ফাহিম আশরাফ ও আবিদ আলি।
গত ১৮ এপ্রিল বিশ্বকাপ দল ঘোষণা করেছিল পাকিস্তান। সে সময় আলোচনায় না থাকা ওয়াহাবের দলে ফেরা চমক হয়ে এসেছে। ৩৩ বছর বয়সী বাঁহাতি এই পেসার প্রায় দুই বছর আগে দেশের হয়ে সবশেষ ওয়ানডেতে খেলেছিলেন। বছর খানেক আগে তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। সবশেষ দুই সিরিজে পাকিস্তানের বোলিং ইউনিটের ব্যর্থতায় সেই ওয়াহাবকেই দলে ফেরাতে হলো।
প্রধান নির্বাচক ইনজাম-উল-হক জানান, রিভার্স সুইং করানোর সামর্থ্যের জন্য দলে ফেরানো হয়েছে ওয়াহাবকে।
২০১৭ সালের ৪ জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সবশেষ ওয়ানডে খেলেন তিনি। বেঞ্চে বসে দেখেন দলের ট্রফি জয়। এই বছরটা লিস্ট ‘এ’ ক্রিকেট ভালো কাটছে তার। ৫ ম্যাচে ২০.৭০ গড়ে নিয়েছেন ১০ উইকেট, ওভার প্রতি দিয়েছেন ৪.৬০ রান।
ফল হওয়া সবশেষ ১০ ম্যাচে হেরে বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান। এই সময়ে ডেথ ওভারের বোলিং ভুগিয়েছে দলটিকে। ইনজামাম আশা করছেন, ওয়াহাবের অভিজ্ঞতা আর পুরান বলে তার দক্ষতা পাকিস্তানকে ডেথ ওভারে বোলিংয়ে উন্নতি করায় সহায়তা করবে।
ইংল্যান্ড সিরিজকে দেখা হচ্ছিল আমিরের জন্য অগ্নি পরীক্ষা হিসেবে। প্রথম ম্যাচে একাদশে ছিলেন না তিনি। চিকেনপক্সে আক্রান্ত হয়ে জন্য খেলা হয়নি পরের চার ম্যাচে। ওয়ানডেতে সময়টা বাজে কাটছে তার। সবশেষ ১০ ওয়ানডেতে ১৪৮ গড়ে নিয়েছেন দুই উইকেট। তবে ইকোনমি ছিল দারুণ ৪.৫৮।
“জুনাইদ ও আশরাফ বাদ পড়ে গেছে, তার মানে এই নয় যে, ওরা ভালো নয়। তবে আমরা মনে করেছি, আমির ও ওয়াহাবের মতো খেলোয়াড়রা এই কন্ডিশনে ওদের চেয়ে বেশি মানানসই। এই কারণে আমরা ওদের বেছে নিয়েছি।”
ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে ফিফটি করেন আসিফ। বড় শট খেলার সামর্থ্য দেখিয়ে জায়গা করে দেন বিশ্বকাপ দলে। অন্য দিকে অভিষেকে সেঞ্চুরি করা আবিদ জায়গা হারালেন দুই ম্যাচের ব্যর্থতায়।
পাকিস্তান দলে উইকেটরক্ষক একজন- অধিনায়ক সরফরাজ। ইনজামাম জানান, তার কাভার হিসেবে বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন মোহাম্মদ রিজওয়ান।
আগামী ২৩ মে পর্যন্ত আইসিসিকে না জানিয়ে বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো। এরপর থেকে পরিবর্তন আনতে নিতে হবে আইসিসির অনুমতি।
বিশ্বকাপের পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ