ছিটকে গেলেন জাই রিচার্ডসন, অস্ট্রেলিয়া বিশ্বকাপ দলে কেন রিচার্ডসন

নিজের প্রথম বিশ্বকাপে খেলতে ফিটনেস পরীক্ষায় উতরাতে হতো জাই রিচার্ডসনকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পারলেন না তরুণ এই পেসার। তার জায়গায় কেন রিচার্ডসনকে ফিরিয়েছে শিরোপাধারীরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2019, 07:03 PM
Updated : 8 May 2019, 07:04 PM

পাকিস্তানের বিপক্ষে খেলার সময় গত মার্চে কাঁধে চোট পেয়েছিলেন ২২ বছর বয়সী জাই। সময় মতো সেরে না ওঠায় বুধবার তাকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বিকলে জানান, যতোটা প্রয়োজন ছিল ততটা ফিট এখনও হয়ে উঠতে পারেননি জাই।

“অবশ্যই এটা দল ও জাইয়ের জন্য খুব হতাশাজনক খবর। … সর্বশেষ মূল্যায়ন ও নেটে বোলিংয়ের চেষ্টা থেকে এটা পরিষ্কার যে যত দ্রুত উন্নতি প্রয়োজন ছিল ততটা করতে পারেনি জাই। নির্বাচকদের সঙ্গে আলোচনা করে তাকে আমরা দল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই।”

২০ ওয়ানডেতে ২৯ উইকেট নেওয়া কেন আগে থেকেই ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে ছিলেন। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা জশ হেইজেলউডকে পেছনে ফেলে তিনি জায়গা করে নিয়েছেন দলে।

বিশ্বকাপের অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাওয়াজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল,  মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, ন্যাথান কোল্টার-নাইল, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জ্যাম্পা, ন্যাথান লায়ন।