বিশ্বকাপে রায়ডু-পান্তের সঙ্গে ভারতের স্ট্যান্ডবাই শাইনি

বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা না পাওয়া অম্বাতি রায়ডু ও রিশাব পান্তকে অপেক্ষমান তালিকায় রেখেছেন ভারতের নির্বাচকরা। সেখানে জায়গা পেয়েছেন নতুন মুখ নবদীপ শাইনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2019, 01:22 PM
Updated : 17 April 2019, 01:22 PM

গত সোমবার ঘোষিত হওয়া ১৫ সদস্যের দলে কেউ চোট পেলে তার বিকল্প হিসেবে প্রয়োজন অনুযায়ী রায়ডু, পান্ত ও শাইনির যে কাউকে পাঠাবেন নির্বাচকরা।

নেট বোলার হিসেবে ২৬ বছর বয়সী শাইনি মূল দলের সঙ্গেই ইংল্যান্ডে যাবেন। তার সঙ্গে দীপক চাহার, খলীল আহমেদ ও আভেশ খানও আছেন নেট বোলারের তালিকায়।

বিশ্বকাপের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।