বিশ্বকাপে সেরা পাঁচে থাকার লক্ষ্য রুবেলের
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2019 04:32 PM BdST Updated: 17 Apr 2019 08:33 PM BdST
টানা তৃতীয় বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা রুবেল হোসেন লড়ছেন চোট কাটিয়ে মাঠে ফিরতে। পুনর্বাসন প্রক্রিয়া চলার মধ্যে ঠিক করে ফেলেছেন ইংল্যান্ড আসরে নিজের লক্ষ্য। তুলতে চান গতির ঝড়, থাকতে চান সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার সেরা পাঁচে।
গত আসরটা ভালো কেটেছিল রুবেলের। তবে এমনিতে বিশ্বকাপে তার রেকর্ড আহামরি কিছু নয়। ১২ ম্যাচে ৩৯.৫৩ গড়ে নিয়েছেন ১৩ উইকেট। পেসারদের মধ্যে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল মাশরাফি বিন মুর্তজার।
সেরা উইকেট শিকারীদের তালিকায় থাকার কাজটা সহজ হবে না। ২০১৩ সালের পর থেকে দেশের বাইরে ওয়ানডেতে পাঁচ উইকেট নেই বাংলাদেশের কোনো বোলারের। ২০০৬ সালে প্রথমবার দেশের বাইরে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছিলেন মাশরাফি। ২০১৩ সালে আব্দুর রাজ্জাক শ্রীলঙ্কায় ও জিয়াউর রহমান জিম্বাবুয়েতে এই কৃতিত্ব দেখিয়েছিলেন।
ইংল্যান্ডে নেই চার উইকেটও! সেরা মোসাদ্দেক হোসেনের, ৩/১৩। রুবেল সেখানে ৬ ম্যাচে ৫০.৬৬ গড়ে নিয়েছেন ৬ উইকেট। সেরা ২/৫২। তাই লক্ষ্য পূরণ কতটা কঠিন হবে খুব ভালো করেই জানেন অভিজ্ঞ এই পেসার।
“ওই ধরনের কন্ডিশনে জোরে বোলিং করা একটি বড় ব্যাপার। সাফল্য পেতে জোরে বোলিং করতে হয়। আর আমি নিজের কাছে এটা নিজেই চ্যালেঞ্জ হিসেবে নিই সবসময়।”
“আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন থেকে খেলছি। অবশ্যই আমার স্বপ্ন থাকবে বিশ্বকাপে (বোলারদের) পাঁচজনের মধ্যে থাকার। আমাদের নয়টি খেলা আছে। সুতরাং আমার বেশ ভালো সুযোগ থাকবে। মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় থাকে। তবে এই বিশ্বকাপটি যেন স্মরণীয় হয়ে থাকে সেটাই আমার চাওয়া। আর লক্ষ্য বলতে পারেন, দলের প্রয়োজনের সময় উইকেট বের করে নেওয়া।”
গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ ভুগেছিলেন বাংলাদেশের বোলাররা। রুবেল মনে করেন, লম্বা সময় ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকায় এবার পাল্টাবে চিত্রটা।
“ইংল্যান্ডের কন্ডিশনে আমরা অনেক ম্যাচ খেলেছি। আমরা খুব ভালোভাবেই জানি যে, ওখানকার কন্ডিশনে আমাদের কি করতে হবে, বিশেষ করে বোলারদের। ওখানে আমরা প্রস্তুতির অনেক সুযোগ পাবো। অবশ্যই ভালো একটি স্পেল করার আপ্রাণ চেষ্টা করবো। যখনই সুযোগ পাবো আমি বোলিংয়ে সেরাটা দেয়ার চেষ্টা করবো।”
“ইংল্যান্ড বিশ্বকাপ বোলারদের জন্য হবে চ্যালেঞ্জিং। আমাদের এই ধরনের কন্ডিশনে কিভাবে বোলিং করতে হবে, কিভাবে ‘ব্রেক থ্রু’ এনে দিতে হবে সেটা জানতে হবে। বোলাররা যদি প্রতিপক্ষকে কম রানের ভেতরে রাখতে পারে বা উইকেট অনুযায়ী তাড়া করার মতো রান দিতে পারে তাহলে খুব ভালো হবে।
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর