প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকেই থাকবেন সাকিব

আইপিএলের মাঝপথ থেকে দেশে ফিরতে এরই মধ্যে সাকিব আল হাসানকে চিঠি পাঠিয়েছে বিসিবি। আগামী ২২ এপ্রিল বিশ্বকাপ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, সেদিন কিংবা তার পর দিন দলের সঙ্গে যোগ দিবেন সাকিব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 10:43 AM
Updated : 16 April 2019, 05:40 PM

গত সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকে থাকতে চিঠি দেওয়া হচ্ছে সাকিবকে। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আকরাম জানান, শুরু থেকেই ক্যাম্পে থাকবেন সাকিব।  

“গতকাল তাকে বোর্ড থেকে চিঠি পাঠিয়েছি, সে ২২ বা ২৩ তারিখে দলের সাথে যোগ দিবে।”

ম্যাচ খেলতে পারছেন না বলেই সাকিবের প্রস্তুতি নিয়ে আছে খানিকটা দুর্ভাবনা। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর কেবল হায়দরাবাদের হয়ে উদ্বোধনী ম্যাচটিই খেলেছেন বাংলাদেশের ওয়ানডে সহ-অধিনায়ক।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, তিন নম্বরে সাকিবকে ভেবে দল সাজিয়েছেন তারা।

“এমনিতে এখন তিন নম্বরে সাকিবকে আমরা খেলিয়ে থাকি, তবে কোচ এবং অধিনায়কের ওপর আলোচনা করে এটি ঠিক করা হবে।”

“২২ তারিখ থেকে প্রস্তুতি ক্যাম্প যখন শুরু হবে তখন কিন্তু পরিকল্পনা শুরু করবেন কোচ। বিশ্বকাপে বা ত্রিদেশীয় সিরিজে আমরা কিভাবে শুরু করবো সেটি নিয়ে পরিকল্পনা করবেন। তখনই কিন্তু সিদ্ধান্ত হবে যে কোচ কাকে কিপিং করাবেন বা টপ অর্ডারে কাকে ব্যাটিং করাবেন।”