সাকিবকে ফিরতে চিঠি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে সাকিব আল হাসানকে চিঠি দিচ্ছে বিসিবি। তবে আইপিএল থেকে সাকিব ফিরবেন কি-না বা প্রস্তুতি কিভাবে নেবেন, তার সঙ্গে কথা বলার পর ঠিক করবে বোর্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2019, 11:23 AM
Updated : 15 April 2019, 11:24 AM

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে সাকিব এখন ভারতে। তবে চলতি আসরে দলটির প্রথম ম্যাচের পর থেকে দর্শক হয়েই আছেন বাংলাদেশের অলরাউন্ডার। ম্যাচ খেলার সুযোগ পাননি আর।

ম্যাচ খেলতে পারছেন না বলেই সাকিবের প্রস্তুতি নিয়ে আছে খানিকটা দুর্ভাবনা। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর কেবল হায়দরাবাদের হয়ে ম্যাচটিই খেলেছেন বাংলাদেশের ওয়ানডে সহ-অধিনায়ক।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে দু-একদিনের মধ্যেই। আগামী সোমবার থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, ক্যাম্পের শুরু থেকেই সাকিবকে চায় বোর্ড।

“আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে। এখনই চিঠিটা দিয়ে দিতে। তার পর দেখা যাক, সে কী সাড়া দেয়।”

“আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে, সে আমাদের ক্যাম্পে আসবে কী আসবে না, এটা নিয়ে কথা হয়নি। আমার মনে হয়েছে, ক্যাম্প শুরু হচ্ছে, ওকে চিঠি দেওয়া দরকার যেন সে যোগ দিতে পারে।”