- বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া জেপি দুমিনিকে দলে নিয়েছে রাজশাহী কিংস।
- চট্টগ্রামে টানা তিন ম্যাচে হারার পর জয়ে ফিরল চিটাগং ভাইকিংস। ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে তৃতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করল মুশফিকুর রহিমের দল। লড়াকু ফিফটিতেও ঢাকার টানা চতুর্থ হার ঠেকাতে পারলেন না অধিনায়ক সাকিব আল হাসান।
- দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখলেন রংপুর রাইডার্সের বোলাররা। বাকিটা সহজেই সারলেন ব্যাটসম্যানরা। ফিফটি করলেন রাইলি রুশো। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স খেললেন আরেকটি ভালো ইনিংস। রাজশাহী কিংসকে হারিয়ে শেষ চার নিশ্চিত করল গতবারের চ্যাম্পিয়নরা।
- রান উৎসবের ম্যাচে দাপট দেখালেন ব্যাটসম্যানরা। তবে নিজের শেষ দুই ওভারে দারুণ বোলিংয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের নৈপুণ্যে রোমাঞ্চকর ম্যাচে চিটাগং ভাইকিংসকে হারাল রাজশাহী কিংস।
- জেসন রয়ের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পাওয়া সিলেট সিক্সার্স জিতল অনায়াসে। রাজশাহী কিংসের হয়ে লড়াই করতে পারলেন কেবল ফজলে মাহমুদ। সোহেল তানভির, মোহাম্মদ নওয়াজদের দারুণ বোলিংয়ে জয়ে ফিরল ওয়াকার ইউনুসের শিষ্যরা।
- মুশফিকুর রহিমের ব্যাটে রান আসছেই। চিটাগং ভাইকিংসের জয়রথ ছুটছেই। আরেকটি ম্যাচ জেতানো ইনিংস খেললেন মুশফিক। মোসাদ্দেক হোসেন দেখালেন যেন তার সেরা সময়ের ঝলক। রাজশাহীর চ্যালেঞ্জিং স্কোর অনেকটা অনায়াসে পেরিয়ে গেল চিটাগং।
- যেমন খেলছিলেন তাতে একাদশে জায়গা প্রাপ্য ছিল না বলে মনে করেন লরি ইভান্স। সবশেষ চার ইনিংসে মাত্র তিন রান করলেও ইংলিশ ব্যাটসম্যানের উপর আস্থা রাখে রাজশাহী কিংস। ইভান্স দিলেন তার দারুণ প্রতিদান, বিপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গড়ে দিলেন জয়ের ভিত।
- কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম দেখায় গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেয়েছিলেন লরি ইভান্স। এবার শহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, থিসারা পেরেরাদের ওপর চড়াও হয়ে রাজশাহী কিংসের ওপেনার তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংলিশ ডানহাতি ব্যাটসম্যানের হাত ধরে এলো বিপিএলের এবারের আসরের প্রথম শতক।
- আগের ৫ ম্যাচে রান ছিল ১৩। তার পরও এই ম্যাচ খেলার সুযোগ পেলেন লরি ইভান্স, এটাই ছিল বিস্ময়কর। কিন্তু আরও বড় চমক লুকিয়ে ছিল তার ব্যাটে। বাজে ফর্মকে পেছনে ফেলে এই ইংলিশ ব্যাটসম্যান এবারের বিপিএলকে উপহার দিলেন প্রথম সেঞ্চুরি। রায়ান টেন ডেসকাট দেখালেন অলরাউন্ড পারফরম্যান্স। দুর্দান্ত বোলিং করলেন কামরুল ইসলাম রাব্বি। রাজশাহী পেল দারুণ এক জয়।
- তার ব্যাটিংয়ের ঘরানা টি-টোয়েন্টির সঙ্গে যায় না। এই ধারণার চক্করে ৫ বছরেরও বেশি সময় ধরে মার্শাল আইয়ুব সুযোগই পেলেন না এই সংস্করণে। দীর্ঘ বিরতির পর যখন পেলেন সেই সুযোগ, মার্শাল যেন নিজেকে চেনালেন নতুন করে। তার সতীর্থ আরাফাত সানি অবশ্য অবাক নন। তার মতে, নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছে বলেই সুন্দর খেলেছেন মার্শাল।
- মায়ের নামাঙ্কিত জার্সি পরে মাঠে নেমেছিল রাজশাহী কিংসের ক্রিকেটাররা। ম্যাচের আগে তাদের কণ্ঠে ছিল প্রত্যয়, জয় দিয়ে উপলক্ষ্যটি উৎসর্গ করতে চান মায়েদের। সেই প্রতিজ্ঞার প্রতিফলন দেখা গেল পারফরম্যান্সে। হারিয়ে দিল তারা অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা ঢাকা ডায়নামাইটসকে।
- বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফীস। ছিলেন টেস্ট ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক। ভাবা হচ্ছিল, ভবিষ্যৎ অধিনায়ক। সেই পথ থেকে পরে সরে গেছেন অনেক দূরে। নিজের সেই সম্ভাবনাই এখন মেহেদী হাসান মিরাজের মাঝে দেখছেন শাহরিয়ার।
- সঙ্গী টানা চারটি হারের ক্ষত। সম্বল ১২৮ রান। ভরসা ছিল কেবল উইকেট, দ্রুত রান তোলা যেখানে বেশ কঠিন। উইকেটের সেই সাহায্য দারুণভাবে কাজে লাগালেন বোলাররা। তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহর স্পিন হয়ে উঠল দুর্বোধ্য। পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল খুলনা টাইটানস।
- হওয়ার কথা ছিল না এক রানও। ওভার থ্রো থেকে প্রতিপক্ষ পেয়ে গেলো দুই রান। ছুটে গিয়ে বলের নাগাল না পাওয়া বোলার মেহেদী হাসান মিরাজ ফিল্ডিংয়ের ভান করে বাড়ালেন বিপদ। পেনাল্টি থেকে রংপুর রাইডার্স পেয়ে গেলো আরও ৫ রান। ক্ষণিকের জন্য মেজাজ হারিয়ে এই কাণ্ড ঘটিয়ে বসা রাজশাহী অধিনায়ক স্বীকার করলেন ভুল। প্রতিশ্রুতি দিলেন ভবিষ্যতে এমন না করার।
- ৪ ওভারে রান দিয়েছেন ১৭, উইকেট নেই একটিও। নায়ক তবু মুস্তাফিজুর রহমানই। বাঁহাতি এই পেসারের শেষ দুই ওভারের দুর্দান্ত বোলিংয়ের জবাব পেল না ব্যাটসম্যানরা। রংপুর রাইডার্সের মুঠো থেকে জয় বের করে আনল রাজশাহী কিংস।
- আঁটসাঁট বোলিংয়ে রাজশাহী কিংসকে কম রানে থামালেন শহিদ আফ্রিদি। ছক্কা হাঁকিয়ে তিনিই দলকে এনে দিলেন জয়। মেহেদী হাসানের মিরাজের দলকে হারিয়ে জয়ে ফিরল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- চতুর্থ দিন আর অষ্টম ম্যাচ। অবশেষে এবারের বিপিএল দেখল বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ফিফটি। তবে নামটি চমক জাগানিয়া। প্রথম ফিফটি আসবে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে, কজন ভাবতে পেরেছিলেন! এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিও। ম্যাচ শেষে রাজশাহী কিংস অধিনায়ক জানালেন, গত এশিয়া কাপ ফাইনালের ব্যাটিং আত্মবিশ্বাসী করে তুলেছে তাকে।
- আঁটসাঁট বোলিংয়ে লক্ষ্যটা ছোট রাখলেন দুই বাঁহাতি পেসার ইসুরু উদানা ও মুস্তাফিজুর রহমান। তিনে নেমে চমক দেখালেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে খুলনা টাইটানসকে হারিয়ে বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম জয় পেল রাজশাহী কিংস।
- ২০১৬ যুব বিশ্বকাপে শেষ কোনো দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আড়াই বছর পর কোনো ম্যাচে অধিনায়কত্ব করা এই তরুণ অলরাউন্ডার জানালেন, ভুল থেকে দ্রুত শিখতে চান তিনি। বিপিএলের বড় মঞ্চে ঝালিয়ে নিতে চান নিজের নেতৃত্ব।
- শিশির পড়া বল স্কিড করলো কিছুটা। দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাটে বল এলো দ্রুত। শুরুর দিকে রাজশাহী কিংসের বোলিংও হলো এলোমেলো। তার সুবিধা তুলে নিলেন হজরতউল্লাহ জাজাই। তার টর্নেডো ইনিংসে লড়াইয়ের পুঁজি পেল ঢাকা ডায়নামাইটস। এরপর রুবেল হোসেনের দারুণ বোলিংয়ে রাজশাহীকে উড়িয়ে দিয়ে বিপিএল শুরু করেছে সাকিব আল হাসানের দল।
- দুটি যুব বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও তাকে দেখেন অনেকে। সময়ের সঙ্গে নেতৃত্বগুণ কতটা সমৃদ্ধ হচ্ছে, সেটি প্রমাণের একটি মঞ্চ পেলেন মেহেদী হাসান মিরাজ। এবারের বিপিএলে নেতৃত্ব দেবেন রাজশাহী কিংসকে। তরুণ এই অলরাউন্ডার এটিকে বলছেন বড় সুযোগ।
- টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিগুলোর সবচেয়ে কাঙ্ক্ষিত কোচদের একজন ড্যানিয়েল ভেটোরি। এবার তার পা পড়তে যাচ্ছে বিপিএলের আঙিনায়। সাবেক নিউ জিল্যান্ড অধিনায়ককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রাজশাহী কিংস। আগামী দুই মৌসুমের জন্য ভেটোরির সঙ্গে চুক্তি করেছে বিপিএলের দলটি।
- সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্য আর লুইস রিসের ঝড়ো ব্যাটিংয়ে জয় দিয়ে বিপিএল শেষ করেছে চিটাগং ভাইকিংস। ফিল্ডিং-বোলিং-ব্যাটিং ব্যর্থতায় বড় হার দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে রাজশাহী কিংস।
- একবার-দুবার নয়, পাঁচবার জীবন পেলেন সুনিল নারাইন। সৌভাগ্যের রথে চড়ে খেললেন ঝড়ো এক ইনিংস। বল হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। রাজশাহী কিংসকে উড়িয়ে শেষ চার নিশ্চিত করল ঢাকা ডায়নামাইটস।
- বাঁচা-মরার ম্যাচে জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান। ড্যারেন স্যামি, মুশফিকুর রহিম অবদান রাখলেন ব্যাটিংয়ে। টি-টোয়েন্টি অভিষেকে বোলিংয়ে আলো ছড়ালেন কাজী অনিক। চিটাগং ভাইকিংসকে হারিয়ে শেষ চারের আশা টিকিয়ে রাখল রাজশাহী।
- দিনের প্রথম ম্যাচে বিশাল রান তাড়া করে জিতে শীর্ষে উঠে গিয়েছিল ঢাকা ডায়নামাইটস। সেটিকেই যেন চ্যালেঞ্জ করল খুলনা টাইটানস। রাতের ম্যাচেই মেতে উঠল রান উৎসবে। রাজশাহী কিংসকে উড়িয়ে পুনরুদ্ধার করল শীর্ষস্থান।
- ড্যারেন স্যামি ১৪ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে রাজশাহী কিংসকে এনে দিয়েছেন লড়াইয়ের পুঁজি। ৯ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন মোহাম্মদ সামি। আল আমিন হোসেন মনে করছেন, পাকিস্তানের পেসার গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য।
- টর্নেডো ইনিংসে ব্যবধান গড়ে দিলেন ড্যারেন স্যামি। মুস্তাফিজুর রহমানের ফেরার ম্যাচ জয় দিয়ে রাঙাল রাজশাহী কিংস। তামিম ইকবালের ফিফটির পরও ভুলতে বসা হারের স্বাদ পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- মোহাম্মদ সাইফ উদ্দিনের দিনের শুরুটা ছিল দারুণ। ২ ওভারে ৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। শেষটায় তার ওপর দিয়ে বয়ে গেল ড্যারেন স্যামি ঝড়। ইনিংস শেষে মাঠ ছাড়ার সময় সঙ্গী হল অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। বিপিএলের এক ওভারে সর্বোচ্চ রান!
- চোট কাটিয়ে সম্পূর্ণ প্রস্তুত মুস্তাফিজুর রহমান। কোনো সমস্যা ছাড়াই বল করছেন পূর্ণ গতিতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে এবারের বিপিএলে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন রাজশাহী কিংসের বাঁহাতি এই পেসার।
- ডোয়াইন স্মিথের ফুলটস ডিপ মিড উইকেট দিয়ে উড়ালেন আরিফুল হক। জয় চলে এল হাতের নাগালে। আবার ফুলটস, এবার ফাইন লেগ দিয়ে বাউন্ডারির দিকে পাঠিয়ে জয় উদযাপন করতে ছুটলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। বারবার রঙ পাল্টানো ম্যাচে খুলনা টাইটানসকে এনে দিলেন দারুণ এক জয়।
- আগের দিন ম্যাচ জেতানো ইনিংস। পরদিন জেতাতে না পারলেও প্রতিভার ঝলক দেখিয়েছেন আরও একবার। মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন জাকির হাসান, যাতে মোহিত ড্যারেন স্যামি। রাজশাহী কিংসের অধিনায়ক জাকিরের ভবিষ্যত দেখছেন বাংলাদেশ জাতীয় দলে।
- শুরুতে এভিন লুইসের ঝড়, শেষে কাইরন পোলার্ডের টর্নেডো। দুইশ ছাড়ানো পুঁজি নিয়ে বোলিংয়ের শুরু ও শেষে আবু হায়দারের ছোবল। মাঝে শহিদ আফ্রিদির দুর্দান্ত বোলিং। রাজশাহী কিংসকে উড়িয়ে ঢাকা ডায়নামাইটস পেল আরও একটি দারুণ জয়।
- মাত্রই দারুণ একটি চার মেরেছিলেন। পরের বলে আবারও একই প্রচেষ্টা। এবার মিড উইকেটে ক্যাচ। জাকির হাসান ফিরছিলেন মাথা নিচু করে। থামালেন আম্পায়ার। অপেক্ষা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের। জানা গেল, বলটি ছিল ‘নো বল’। বেঁচে গেলেন জাকির। বুঝে গেলেন, দিনটি তার!
- এর আগে ১০টি টি-টোয়েন্টি খেলেছিলেন। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন ৫ বার। সর্বোচ্চ রান ছিল ৯। সেই জাকির হোসেন এবারের বিপিএলে প্রথম খেলতে নেমেই তুললেন ঝড়। সঙ্গে দারুণ ব্যাট করলেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ছোটখাটো গড়নের তিন ব্যাটসম্যানের সৌজন্যে রাজশাহী কিংস পেল বড় জয়।
- রশিদ খান আর মোহাম্মদ নবির স্পিনে গুঁড়িয়ে গেছে রাজশাহী কিংস। আফগান দুই স্পিনারের দারুণ বোলিংয়ের পর বাকিটা সহজেই সেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অর্ডার।
- মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামিদের আঁটসাঁট বোলিংয়ে হাতের নাগালেই লক্ষ্য পেয়েছিল রাজশাহী কিংস। মাঝারি পুঁজি নিয়ে রংপুর রাইডার্সকে লড়াই করতে দেননি মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটসম্যানের দারুণ ফিফটিতে বিপিএলের চলতি আসরে প্রথম জয় পেয়েছে গতবারের রানার্সআপরা।
- দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী একমাত্র অধিনায়ক। সীমিত সামর্থ্যের প্রায় পুরোটা কাজে লাগানো পরিশ্রমী ক্রিকেটার। দারুণ প্রাণবন্ত ও আমুদে এক চরিত্র। বিশ্বজুড়ে সবচেয়ে দর্শকপ্রিয় ক্রিকেটারদের একজন। ড্যারেন স্যামি বিপিএল খেলছেন তৃতীয়বারের মত। টানা দ্বিতীয়বার রাজশাহী কিংসের কাণ্ডারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্যারিবিয়ান অলরাউন্ডার কথা বললেন তার ক্রিকেট, জীবন দর্শন, বোধ ও ভাবনা নিয়ে।
- আবারও উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের উড়ন্ত সূচনা। আরেকটি শতরানের জুটি। টর্নেডো ব্যাটিংয়ে এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। শিশির ভেজা বলকে সামাল দিয়ে বোলারদের হাসি। সিলেট সিক্সার্সের আরও একটি জয়!
- হার দিয়ে এবারের বিপিএলে যাত্রা শুরু রাজশাহী কিংস। তবে গতবারের রানার্সআপ দলটির শরীরী ভাষায় হতাশার লেশমাত্র নেই। সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলনে দারুণ প্রাণবন্ত সবাই। কঠোর অনুশীলনের ফাঁকেই হাসি-তামাশা-মজায় ফুটে উঠল সুখী পরিবারের প্রতিচ্ছবি।
- কেসরিক উইলিয়ামসের শর্ট বলে কাট করলেন মোহাম্মদ মিঠুন। কাভারে ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে অসাধারণ ক্যাচ নিলেন লুক রাইট। খানিকপর রবি বোপারার ব্যাট থেকে বল গেল পয়েন্টে। সহজ ক্যাচ। এবার ছেড়ে দিলেন সেই রাইটই! তার দুর্দান্ত ক্যাচে জেগেছিল রাজশাহীর কিংসের আশা। তার ক্যাচ মিসেই আশার শেষ। বর্তমান রানার্সআপদের হারিয়ে রংপুর রাইডার্স শুরু করল জয়ে।
- কোচ সরওয়ার ইমরানের সঙ্গে মাঠে দীর্ঘসময় কথা বললেন ড্যারেন স্যামি। অনুশীলনেও দেখিয়ে দিচ্ছিলেন নানা কিছু। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসার আগে ‘লেটস গো বয়েজ’ বলে তিনিই ডাকলেন সবাইকে। সংবাদ সম্মেলনটি ছিল অধিনায়কত্ব ঘোষণার। কিন্তু আগেই বোঝা যাচ্ছিল, রাজশাহী কিংসের নেতৃত্বে কে।
- খুলনা বিভাগের ছেলে মাশরাফি বিন মুর্তজা এবার রংপুরের নেতা। খুলনারই আরেক সন্তান সাকিব আল হাসান ঢাকার দায়িত্বে। ঢাকা বিভাগের মাহমুদউল্লাহ খুলনার অনুপ্রেরণাদায়ী অধিনায়ক। প্রতি দলেই অন্য বিভাগের বা জেলার ক্রিকেটারের ছড়াছড়ি। পেশাদার ক্রিকেটে সেটা খুব বিস্ময়করও নয়। কিন্তু নিজ এলাকার জন্য কতটা অনুভূতি কাজ করে ক্রিকেটারদের?
- বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার রাজশাহী কিংসের হয়ে খেলবেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
- মাঝের তিন আসর সিলেট আর বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা মুশফিকুর রহিম ফিরেছেন রাজশাহীতে। বিপিএলের পঞ্চম আসরে বাংলাদেশের টেস্ট অধিনায়ক খেলবেন রাজশাহী কিংসের হয়ে।
- টুর্নামেন্ট জুড়ে বল হাতে ছিলেন অসাধারণ। ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে করেছেন রান। মাঠের ভেতরে বাইরে সতীর্থদের কাছে ছিলেন অনুপ্রেরণাদায়ী। সব মিলিয়ে ফরহাদ রেজার পারফরম্যান্সে মুগ্ধ ড্যারেন স্যামি। রাজশাহী কিংস অধিনায়ক বলছেন, জাতীয় নির্বাচকদের সুদৃষ্টি পাওয়া উচিত এই অলরাউন্ডারের।
- কাগজে-কলমে শক্তির বিচারে অনেকটাই পিছিয়ে থাকা রাজশাহী কিংস হলো বিপিএলের রানার্সআপ। সুযোগ থাকলে পরের বছর এই দল নিয়ে খেলতে চান ড্যারেন স্যামি। নতুন কিছু খেলোয়াড় এনে অধিনায়ক পূরণ করতে চান শূন্যতা।
- শেষ উইকেটটি নিয়েই ডানা মেলে দিলেন আন্দ্রে রাসেল। মাঠের ভেতর-বাইরে থেকে ছুটে আসলো সতীর্থরা। সাকিব আল হাসান তখন ছুটছেন উল্টো দিকে। আগে তো দখলে নিতে হবে স্মরণীয় সাফল্যের একটি স্মারক! ছুটে গিয়ে তুলে নিলেন স্টাম্প। যোগ দিলেন সতীর্থদের উৎসবে। বৃত্ত বানিয়ে চলল আনন্দনৃত্য। ঢাকা ডায়নামাইটসের শিরোপা উৎসব।
- ব্যাটে ছিল না রান, মাঠের বাইরের আচরণ প্রশ্নবিদ্ধ। গুরুতর শৃঙ্খলাভঙ্গের ঘটনায় গুণেছেন বড় জরিমানা। সাব্বির রহমান ছিলেন দুঃসময়ের বৃত্তে। দ্বিতীয় কোয়ালিফায়ারে সেই সাব্বির খেলেছেন দায়িত্বশীল ইনিংস। যেটি মুগ্ধ করেছেন ড্যারেন স্যামিকে। রাজশাহী কিংস অধিনায়ক শোনালেন সাব্বিরের দুঃসময়ে তার ও দলের অন্যদের ভূমিকার গল্প।
- ফাইনালে যাওয়ার দ্বিতীয় সুযোগটাও কাজে লাগাতে পারল না খুলনা টাইটানস। মাহমুদউল্লাহর দলের ব্যাটিং ব্যর্থতায় ধরা ছোঁয়ার মধ্যে লক্ষ্য পাওয়া রাজশাহী কিংস জিতেছে সহজেই।
- হারার আগে হার নয়। শেষের আগে হাল ছাড়া নয়। ম্যাচের পরিস্থিতি যখন বিরুদ্ধ, ড্যারেন স্যামির এগিয়ে চলার মন্ত্র এটিই। মহেন্দ্র সিং ধোনির মত ম্যাচকে টেনে নিতে চান শেষ মুহূর্ত পর্যন্ত। তবে এবার ব্যতিক্রম। শেষ পর্যন্ত টেনে নেওয়া নয়, বরং আগেই ম্যাচ শেষ করতে চেয়ে সফল স্যামি। এ দিন তার অনুপ্রেরণা ছিল সতীর্থ জেমস ফ্র্যাঙ্কলিনের কথা।
- বিপিএলে আসার পর সেদিন ছিল ড্যারেন স্যামির প্রথম অনুশীলন। রাজশাহী কিংস অধিনায়ক পরে মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমের। কথা হচ্ছিল ক্যারিবিয়ানদের আনন্দদায়ী সব উদযাপন নিয়ে। স্যামি বলেছিলেন, “কেসরিক উইলিয়ামসের উদযাপন দেখেছো তোমরা? মজা পাবে!”
- জয় নিশ্চিত হতেই ডাগ আউট থেকে ছুটে আসছিলেন রাজশাহীর ক্রিকেটার। হাত দিয়ে ইশারায় সবাইকে থামালেন ড্যারেন স্যামি। রাজশাহী অধিনায়ক নানাভাবে ভঙ্গি করলেন পোজ দেওয়ার। আর কাল্পনিক ক্যামেরায় ছবি তুলতে থাকলেন সতীর্থরা। অনন্য উদযাপন!
- এসেই রাজশাহী কিংসের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে গেছেন আফিফ আহমেদ। তরুণ এই অলরাউন্ডারের কাছে আবারও ম্যাচ জেতানো পারফরম্যান্স চান অধিনায়ক ড্যারেন স্যামি। চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালও মনে করছেন, আফিফের পারফরম্যান্সের পুনরাবৃত্তি বারবার দেখা যাবে।
- প্রথম ম্যাচে চার ছক্কায় ৪০, পরের তিন ম্যাচে একদম নিশ্চুপ। এবারের বিপিএল এখনও সেভাবে দেখেনি ক্রিস গেইলের তাণ্ডব। তবে কে জানে, এটি হয়ত ঝড়ের ঠিক আগের শান্ত প্রকৃতি। ঝড় ওঠার শঙ্কা আছে বলেই গেইলকে নিয়ে আলাদা করে ভাবছেন রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামি।
- “প্রত্যাশা বোলিংয়ে বেশি থাকবে না। আমি মেইনলি ব্যাটসম্যান। ব্যাটিং আগে, তারপর আমার বোলিং” …সংবাদ সম্মেলনে যখন বলছেন আফিফ হোসেন, পাশে বসে চোখ বড় বড় করে তাকিয়ে জেমস ফ্র্যাঙ্কলিন। আফিফ কথা বলছিলেন বাংলায়, তবে ‘মেইনলি ব্যাটসম্যান’ শুনেই অবাক কিউই অলরাউন্ডার। আফিফের বিপিএল সতীর্থের জন্যও কথাটি চমক। ফ্র্যাঙ্কলিন যেন আকাশ থেকে পড়লেন, “তুমি মূলত ব্যাটসম্যান।”
- টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম দুই বলেই চার হজম করার পর আফিফ হোসেন যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন তাতে মুগ্ধ জেমস ফ্র্যাঙ্কলিন। নিউ জিল্যান্ডের এই অলরাউন্ডার মনে করছেন, বিপুল প্রত্যাশার চাপেও ভেঙে পড়বেন না এই তরুণ।
- রূপকথা বুঝি একেই বলে! এই বিপিএলের খেলোয়াড় তালিকায় তার নাম ছিল না। থাকার কথাও নয়। মাত্র তো খেলছেন অনূর্ধ্ব-১৯ দলে। যুব দলের হয়ে অনুশীলন আর প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সেই তাকে দলে নিয়েছিল রাজশাহী কিংস। সেই আফিফ হোসেন প্রথম ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়!
- দারুণ এক ওভারে ম্যাচ বরিশাল বুলসের দিকে হেলিয়ে দিলেন রায়াদ এমরিট। ডেভিড মালানের ব্যাটে লড়াইয়ের পুঁজি পাওয়া মুশফিকুর রহিমের দল জিতল সামিত প্যাটেলের ঝড় থামিয়ে।
- জেমস ফ্র্যাঙ্কলিনের দারুণ ব্যাটিংয়েও প্রতিশোধ নেওয়া হল না রাজশাহী কিংসের। বোলারদের আঁটসাঁট বোলিংয়ে ধরা ছোঁয়ার মধ্যে লক্ষ্য পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে সহজেই, ৮ উইকেটে।
- বিপিএলের ম্যাচে সাব্বির রহমানকে ব্যাটের খোঁচা দেওয়ায় শাস্তি হিসেবে আগামী দুই ম্যাচ খেলতে পারবেন না রংপুর রাইডার্সের আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। অখেলোয়াড়সুলভ আচরণের কারণে জরিমানা গুণতে হচ্ছে সাব্বিরকেও। পাশাপাশি জরিমানা হয়েছে রংপুরের অলরাউন্ডার লিয়াম ডসনের।
- দলের নামই রাজশাহী কিংস। তবে মাঠের পারফরম্যান্সে তো সব দিন সবাই রাজা হতে পারে না। প্রয়োজনীয়তাই জন্ম দেয় রাজার। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে যেমন প্রয়োজন পড়েছিল। অধিনায়ক ড্যারেন স্যামি বলছেন, এদিন তাদের ‘কিং’ ছিলেন ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ।
- অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন জাত অলরাউন্ডার। টেস্ট দলে আসার পর যেন শুধুই অফ স্পিনার। বিপিএলেও দেখা যাচ্ছিল শুধু বোলার পরিচয়টিই। অবশেষে পাওয়া গেল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দেখা। ব্যাট হাতে দারুণ একটি ইনিংস খেলার পর দারুণ খুশি এই তরুণ।
- মেহেদী হাসান মিরাজকে সতীর্থ হিসেবে পেয়ে রোমাঞ্চের কথা জানিয়েছিলেন বাংলাদেশে আসার আগেই। এখানে এসেও জানিয়েছেন মিরাজের কাছে প্রত্যাশার কথা। টুর্নামেন্ট জুড়ে বারবার বলেছেন ভালো লাগার কথা। দুর্দান্ত ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর আবার মিরাজকে নিয়ে মুগ্ধতার কথা জানালেন ড্যারেন স্যামি।
- দুজনের কথার লড়াই চলছিল প্রথম ইনিংস থেকেই। পরে সেটি রূপ নিল কদর্য এক অধ্যায়ে। আউট হয়ে ফেরার সময় রাজশাহীর সাব্বির রহমানকে ব্যাট দিয়ে খোঁচা মেরে বসলেন রংপুরের আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ!
- দুই দলের ইনিংসই ছিল ধ্বংসস্তুপ। সেখান থেকেই মাথা তুলে দাঁড়াল এক দল, কিন্তু আরেক দল খুঁজে পেল না কোনো ফিনিক্স পাখি। ভস্ম থেকেও তাই উড়ল রাজশাহী, ধ্বংসস্তুপ থেকে আর উঠে দাঁড়াতে পারল না রংপুর।
- নিকোলাস পুরান ও মাহমুদউল্লাহর বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙতে মরিয়া ছিলেন ড্যারেন স্যামি। বোলিংয়ে কাকে আনবেন এনিয়ে যখন দ্বিধায় ছিলেন রাজশাহী কিংসের অধিনায়ক তখনই এগিয়ে আসেন সাব্বির রহমান। মেহেদী হাসান মিরাজকে আক্রমণে রাখার পরামর্শ দেন তিনি।
- দুই দলের প্রথম দেখায় শেষ ওভারে তালগোল পাকিয়ে হেরেছিল রাজশাহী কিংস। এবার ড্যারেন স্যামির বিধ্বংসী এক ইনিংসে মধুর প্রতিশোধ নিয়েছে দলটি। মাহমুদউল্লাহর খুলনা টাইটানসকে ৯ রানে হারিয়েছে তারা।
- ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সামিত প্যাটেল-মুমিনুল হকের ব্যাটে মনে হচ্ছিল জয়টা সহজেই আসছে। শেষে সেটাই ভীষণ কঠিন হয়ে যায় রাজশাহী কিংসের জন্য। অধিনায়ক ড্যারেন স্যামি জানিয়েছেন, তিনি ভেবেছিলেন আবার বোধহয় তালগোল পাকালেন তিনি।
- ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয়ের পর ম্যাচ সেরার আনুষ্ঠানিক পুরস্কার পেয়েছেন সামিত প্যাটেল। তবে রাজশাহী কিংস সেরা পারফরমারের পুরস্কারটা দিয়েছে বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান মুমিনুল হককে।
- বিপিএলের চলতি আসরে দুটি জয় পেল রাজশাহী। দুবারই জয়ের নায়ক সামিত প্যাটেল। দুবারই পরাজিত দল ঢাকা ডায়নামাইটস। সবাই মিলেও এক জনের সঙ্গে পেরে না উঠা দলের জন্য খুব হতাশার মনে করছেন অধিনায়ক সাকিব আল হাসান।
- ডাগ আউটে ফিরেও প্যাড পরেই বসে ছিলেন ড্যারেন স্যামি। চোখে-মুখে অবিশ্বাস। মাঠের বাইরে সাব্বির-মুমিনুলরাও হতবিহ্বল। আরও একটি ম্যাচ কি বেরিয়ে যাবে মুঠো থেকে! শঙ্কা জেগেছিল প্রবলভাবেই। দূর হলো শেষ ওভারের দুটি চারে। ফরহাদ রেজার চারে ফিরে এল বিশ্বাস। মেহেদী হাসান মিরাজের বাউন্ডারিতে জয়। শেষ ওভারের ফাড়া কাটিয়ে জিতল রাজশাহী কিংস।
- বিপিএলে ইনিংস উদ্বোধন উপভোগ করছেন মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন, রান পেলে নির্ভার থেকে খেলা যায়।
- এই প্রথম কোনো দলকে দেড়শ’ ছাড়ানো লক্ষ্য দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই প্রথম জয় পেল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। টানা পাঁচ হারের পর রাজশাহী কিংসকে ৩২ রানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
- দৃঢ়তাভরা ইনিংস খেলেছেন এনামুল হক। গতির ঝড় তোলা তাসকিন আহমেদ নিয়েছেন ৫ উইকেট। তবে চিটাগং ভাইকিংসের মোহাম্মদ নবিই পার্থক্য গড়ে দিয়েছেন বলে মনে করছেন রাজশাহী কিংসের অলরাউন্ডার সামিত প্যাটেল।
- খুনে মেজাজে ব্যাটিং করে রাজশাহী কিংসের বিপক্ষে মোহাম্মদ নবি খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। পরে গতির ঝড় তুলে ক্যারিয়ার সেরা বোলিং করা তাসকিন আহমেদ নিলেন ৫ উইকেট। টানা চার হারের পর জয়ের দেখা পেল চিটাগং ভাইকিংস।
- খুলনা টাইটানসের বিপক্ষে শেষ ওভারে হার মেনেছিল রাজশাহী কিংস। এবার বরিশাল বুলসের বিপক্ষেও একই অভিজ্ঞতা হওয়ার পর দলের টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান জানিয়েছেন, শেষ ওভারের সমাধান খুঁজছেন তারা।
- আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়ার আগে থেকেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সাব্বির রহমান পরিচিত টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে। নিজের আগমনী বার্তা টি-টোয়েন্টি দিয়েই জানিয়েছিলেন তিনি। বরিশাল বুলসের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলে রাজশাহী কিংসের এই ব্যাটসম্যান জানালেন এই সংস্করণে তার আত্মবিশ্বাসের কথা।
- সাব্বিরের ব্যাটের তাণ্ডবে মাঠের নানা প্রান্ত উড়ে যাচ্ছিলো বল। আর শাহরিয়ার নাফীসের মনে হচ্ছিল, এ দিন হয়ত দুইশ’ রানও যথেষ্ট হতো না। শেষ পর্যন্ত সাব্বিরকে ফিরিয়েছে বরিশাল, জিতেছে ম্যাচও। তবে ইনিংসটিতে মুগ্ধতা যায়নি শাহরিয়ারের। দেশের মাটিতে এ রকম ইনিংস দেখেননি, বলেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
- চার-ছক্কা বৃষ্টির ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দিল মিতব্যয়ী একটি ওভার। সাব্বির রহমানের অসাধারণ সেঞ্চুরিতে রানের পাহাড় টপকে জয়ের আশা জাগিয়েছিল রাজশাহী কিংস। কিন্তু মেলাতে পারল না তারা শেষ ওভারে ৯ রানের সমীকরণ। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে জিতল বরিশাল বুলস।
- সবেই শুরু করলেন মেহেদী হাসান মিরাজ। তবে ১৯ বছর বয়সী এই অলরাউন্ডারের ক্রিকেটে বহু বছরের পরিপক্কতা দেখছেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক মনে করছেন, বহু দূর যাবেন মিরাজ।
- কুমার সাঙ্গাকারার উইকেট নিয়েই মেহেদী হাসান মিরাজ ছুটলেন ড্যারেন স্যামির দিকে। লাফ দিয়ে উঠে গেলেন কোলে! আগের ম্যাচেও দেখা গেছে তার উইকেটের পর সবার আগে ছুটে এসেছেন স্যামি। মিরাজ বললেন, রাজশাহী কিংসের অধিনায়কের সঙ্গে দারুণ জমে গেছে তার ও গোটা দলের।
- নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই বড় দুটি শিকার ধরেছেন মেহেদী হাসান মিরাজ। আউট করেছেন কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানকে। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এই দুই উইকেটের মধ্যে মিরাজ এগিয়ে রাখছেন লঙ্কান কিংবদন্তির উইকেটকে।
- ক্যারিয়ারে প্রথম অর্ধশতক করেও ঢাকা ডায়নামাইটসকে জেতাতে পারেননি মোসাদ্দেক হোসেন। মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিং আর সামিত প্যাটেলের অলরাউন্ড নৈপুণ্যে তারকাখচিত ঢাকাকে হারিয়েছে রাজশাহী কিংস।
- খুলনা টাইটানসের বিপক্ষে রাজশাহী কিংসের ম্যাচের শেষ ওভারটা দেখে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের কথা মনে পড়েছে সাব্বির রহমান। এই তরুণ জানিয়েছেন, ব্যর্থতা ভুলে না গিয়ে এখান থেকে শিখতে চান তারা।
- অলরাউন্ডার মেহেদী হাসানকে ১০ নম্বরে ব্যাটিংয়ে পাঠানোর ব্যাখ্যা দিয়েছেন সাব্বির রহমান। রাজশাহী কিংসের এই টপ অর্ডার ব্যাটসম্যান জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অত নিচে ব্যাটিংয়ে নেমেছিলেন মিরাজ।
- আল আমিন হোসেনের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে বিপিএলে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন আবুল হাসান।
- বেরিয়ে গিয়ে ব্যাটে-বলে করতে পারলেন না নাজমুল অপু। বেলস ওড়ালেন উইকেটকিপার নিকোলাস পুরান। উড়লেন মাহমুদউল্লাহও, ডানা মেলে ভেসে গেলেন যেন দূর দিগন্তে। খুলনা টাইটানস অধিনায়ককে পায় কে! অসাধারণ এক শেষ ওভারে দলকে নাটকীয় জয় এনে দিলেন এই অলরাউন্ডার।
- থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। টসটা তবু সময় মতো হয়েছিল। ছোট্ট উদ্বোধন পর্বও হয়েছে ঠিকঠাক। খেলা যখন শুরু হবে তখনই বিপত্তি। বৃষ্টিতে শুরু হলো না খেলা। শেষ পর্যন্ত আর ম্যাচই হলোই না।
- নতুন দল, বিদেশি ক্রিকেটার হয়েও অধিনায়ক। ড্যারেন স্যামির কাজটা এমনিতেই কঠিন। রাজশাহী কিংসের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই কাজটি আরও কঠিন হয়ে যাচ্ছে। প্রতিপক্ষ যে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স!
- মিরপুর টেস্টে অসাধারণ বোলিং করে বাংলাদেশকে জেতালেন মেহেদী হাসান মিরাজ। পরদিনই টুইটারে মিরাজের ছবি শেয়ার করে ড্যারেন স্যামি লিখলেন, “রোমাঞ্চকর এই প্রতিভার সঙ্গে মাঠে নামতে তর সইছে না!”
- এক আসর বিরতির পর বিপিএলে ফিরেছে রাজশাহী। মালিকানার পরিবর্তনে বদলে গেছে নাম। দুরন্ত রাজশাহী থেকে এখন রাজশাহী কিংস। প্রথম আসরে খুব উচ্চাভিলাষী দল তারা গড়েনি। তবে রাজশাহী কিংসের নেতৃত্ব একজন ‘রাজার’ কাঁধেই- দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী একমাত্র অধিনায়ক ড্যারেন স্যামি।
- বিপিএলে ফেরা রাজশাহী দলকে এবার নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি। প্লেয়ার্স ড্রাফটে নাম না থাকলেও দলটি পরে দলে টেনেছে পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমলকেও।
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ