- বাংলাদেশ দলের সঙ্গে দুই বছর কাজ করে কোচ হিসেবে আরও সমৃদ্ধ হয়েছেন বলে মনে করছেন নিল ম্যাকেঞ্জি। নিজেকে এখন আরও পরিণত ভাবছেন দক্ষিণ আফ্রিকার উঠতি ক্রিকেটারদের ব্যাটিং দেখভালের দায়িত্ব পাওয়া এই কোচ।
- নতুন দায়িত্ব নিলেন নিল ম্যাকেঞ্জি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হাই পারফরম্যান্স ম্যানেজমেন্টে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক ব্যাটিং পরামর্শক।
- বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে আর থাকছেন না নিল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণে পদত্যাগ করেছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। বিসিবি অবশ্য তাকে ভবিষ্যতে পাওয়ার আশা ছাড়ছে না বলে জানালেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
- জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস যেভাবে সেঞ্চুরি করেছেন, তা মুগ্ধ করেছে নিল ম্যাকেঞ্জিকে। বাংলাদেশের ব্যাটিং কোচ মনে করেন, লিটনের ব্যাটে আরও সেঞ্চুরি আসছে।
- ক্যাম্পে, অনুশীলনে ব্যাটসম্যানদের সঙ্গে প্রচুর সময় কাটান নিল ম্যাকেঞ্জি। বাংলাদেশের ব্যাটিং কোচের প্রচেষ্টায় কোনো কমতি এমনিতে চোখে পড়ে না। তার পরও কেন বাংলাদেশের ব্যাটিংয়ের এই দুর্দশা, ম্যাকেঞ্জি নিজেও বুঝতে পারছেন না। পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটসম্যানদের মধ্যে অভিপ্রায় ও তৎপরতা না দেখে হতাশ ব্যাটিং কোচ।
- ক্রিজে অনেকটা সময় থাকলেও সেভাবে বড় শট খেলতে দেখা যায়নি তামিম ইকবালকে। এক প্রান্ত আগলে রাখার দিকেই ছিল মনোযোগ। আরেকটু বেশি শট খেলতে বাঁহাতি এই ওপেনারকে সতীর্থদের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন নিল ম্যাকেঞ্জি।
- ধারাবাহিকতার অভাব আর ভালো শুরুটা বড় করতে না পারা বাংলাদেশের ব্যাটসম্যানদের সব সময়ের সমস্যা। এর সমাধানে দারুণ পরিশ্রম করা নিল ম্যাকেঞ্জি দেখছেন না খুব একটা উন্নতি। ব্যাটিং কোচ এবার নিয়েছেন নতুন কৌশল। সুযোগ নষ্ট না করার ব্যাপারে স্বার্থপর হতে বলেছেন ব্যাটসম্যানদের।
- ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে টেস্টের সময়ও খুব করে চান বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে সেটি সম্ভব হয় না দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যানের সঙ্গে বোর্ডের চুক্তি কেবল সাদা বলের ক্রিকেটের জন্য বলে। বিসিবি খুব চেষ্টা করছে লাল বলের ক্রিকেটের জন্যও ম্যাকেঞ্জিকে রাজি করাতে। তাতে সাফল্যের আভাস মিলেছে, প্রথমবারের মতো টেস্টে শিষ্যদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন তিনি।
- ম্যাচ শেষ করতে না পারায় হতাশ ছিলেন আফিফ হোসেন। বাঁহাতি এই ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফেরার সময় তার হতাশাটুকু বুঝতে পেরেছিলেন নিল ম্যাকেঞ্জিও। আর তা থেকেই ব্যাটিং কোচ বুঝতে পেরেছেন, আফিফের মাঝে বিশেষ কিছু একটা আছে।
- বাংলাদেশের ক্রিকেটারদের যা প্রতিভা ও সামর্থ্য, তাতে প্রতিটি ম্যাচই জয়ের সুযোগ আছে বলে মনে করেন নিল ম্যাকেঞ্জি। তবে বাংলাদেশের ব্যাটিং কোচের মতে, এখানে নিজেদের কাজটা কঠিন করে তোলা হয় নিজেদের দিয়েই। তার মতে, সব পক্ষ মিলেই বিশ্বাস জোগানো উচিত ক্রিকেটারদের।
- ভোরে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল সিলেটে। রাত থেকেই স্টেডিয়ামের আকাশ ছিল মেঘে ঢাকা। ছিল ম্যাচের সময় বৃষ্টির শঙ্কা। বাংলাদেশ টস জিতে নিল ব্যাটিং। তবে ব্যাটসম্যানরা পারল না লড়াইয়ের পুঁজি এনে দিতে। ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি মনে করেন, ব্যাটসম্যানের এই ব্যর্থতার জন্য ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া দায়ী নয়।
- শর্ট বল একসময় বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য ছিল আতঙ্কের প্রতিশব্দ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনাশ হয়েছে ক্যারিবিয়ানদের শর্ট বলেই। তবে সেখানে অতীতের ধারা দেখছেন না নিল ম্যাকেঞ্জি। শর্ট বলের ভয় নয়, বরং বাংলাদেশের ব্যাটিং কোচ দেখছেন অতি আত্মবিশ্বাস। আগুনে বোলিংয়ের জবাবে আগুনে ব্যাটিং করতে গিয়েই ভুগেছে বাংলাদেশ।
- ওয়েস্ট ইন্ডিজের পেসারদের গতি ব্যবহার করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। পরিস্থিতি না বুঝে চড়াও হতে গিয়ে বিলিয়ে এসেছে উইকেট। ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি মনে করেন, অতি আগ্রাসী ব্যাটিং প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের জন্য কাল হয়েছে।
- বল স্টেডিয়াম পার হয়ে যাক বা আছড়ে পড়ুক গ্যালারিতে, কিংবা সীমানা পার হোক কোনো রকমে, রান মিলবে ছয়ই। পেশী শক্তিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা পিছিয়ে থাকতে পারে, তবে লড়াইয়ে পেছনে দেখতে চান না নিল ম্যাকেঞ্জি। শট খেলার সময় ভালো পজিশনে যাওয়া, গ্যাপ বের করা, বুদ্ধিমত্তা আর স্কিল হিটিং, এসব দিয়ে বাংলাদেশের ব্যাটিং কোচ পুষিয়ে দিতে চান পাওয়ার হিটিংয়ের ঘাটতি।
- মাত্রই কদিন হলো দলের সঙ্গে যোগ দিয়েছেন নিল ম্যাকেঞ্জি। ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছেন সামান্য একটু। তবে যতটুকু করেছেন, তাতেই মু্গ্ধ তামিম ইকবাল। বাংলাদশের নতুন ব্যাটিং কোচের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে মুখিয়ে আছেন দেশ সেরা ব্যাটসম্যান।
- খবরটি একরকম নিশ্চিতই ছিল। এল আনুষ্ঠানিক ঘোষণাও; বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিচ্ছেন নিল ম্যাকেঞ্জি। দিন দুয়েক আগে বিসিবির প্রধান নির্বাহী বলেছিলেন, রোববারের মধ্যে যোগ দেবেন ব্যাটিং পরামর্শক। তবে সেটি পিছিয়ে যাচ্ছে দুই দিন।
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল
- ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
- পুলিশি অভিযানের মধ্যে ঢাকায় ১০ তলা থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু
- পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
- ৯০ লঞ্চ পদ্মা পাড়ে, ঢাকার সদরঘাট শূন্য
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন