- অনেক প্রতীক্ষার পর এবার মিলেছে নিউ জিল্যান্ডকে তাদেরই মাটিতে হারানোর স্বাদ। মাউন্ট মঙ্গানুইয়ের সেই জয় তাই পুরো বাংলাদেশের কাছেই অনেক আরাধ্য। দারুণ এই প্রাপ্তির মাঝে এতদিনের একটা সুবিধা হাতছাড়া হয়ে গেছে বলে মনে হচ্ছে মুমিনুল হকের। এখন আর দেশের বাইরে কোনো দলকে অসতর্ক অবস্থায় পাওয়া যাবে না বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
- নিল ওয়্যাগনারের যে বাউন্সার সতীর্থদের জন্য ছিল বিভীষিকা, সেটাই লিটন দাসের জন্য যেন ছিল চারের আমন্ত্রণ। অনায়াসে চমৎকার সব পুল শটে মারছিলেন একের পর এক বাউন্ডারি। বাইরে থেকে সতীর্থরা ভাবছিলেন, এত সহজে কীভাবে খেলছেন লিটন। তার সাবলীল ব্যাটিং দেখে অধিনায়ক মুমিনুল হকের মনে হচ্ছিল, বাড়তি সময় পাচ্ছেন এই সতীর্থ।
- একটি সেঞ্চুরির জন্য কত অপেক্ষা। তবে সেটি পেয়ে যাওয়ার পর দ্বিতীয়টির জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না লিটন দাসের। স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে ছুঁলেন তিন অঙ্ক, দেখালেন নিউ জিল্যান্ডে রানের পথ।
- নান্দনিকতা ও নিয়ন্ত্রণ, কতৃত্ব আর কাব্যিক শটের মহড়া, সবকিছুই ফুটে উঠল একটি ইনিংসে। দল বড় হারের পথে। ম্যাচ তিন দিনেই খতম হওয়ার দিকে। প্রতিপক্ষের পেস আক্রমণের একের পর এক থাবা। সবকিছু একদিকে, লিটন কুমার দাস যেন ভিন্ন এক ভুবনে। কখনও তিনি শিল্পী। হ্যাগলি ওভালের সবুজ ক্যানভাসে আঁকলেন তুলি আঁচড়। কখনও তিনি রাজা। প্রবল দাপটে আছড়ে ফেললেন ‘শত্রুর’ সব বাধা!
- একটি অসাধারণ ক্যাচ, একটি বাজে শট আর একটি খুনে বাউন্সার, এই তিন চোটে আহত বাংলাদেশের লড়াইয়ের চেষ্টা। আগের দিনের চেয়ে যদিও অনেকটাই গোছানো হলো ব্যাটিং, তবে প্রথম সেশনের প্রতিরোধ ভেঙে পড়ল দ্বিতীয় সেশনে। নিউ জিল্যান্ডের সামনে তাই হাতছানি তিন দিনেই ম্যাচ জয়ের।
- টেস্ট অভিষেকে একটা ইতিহাসের অংশ হয়ে গেছেন মোহাম্মদ নাঈম শেখ। বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেটার তিনি। কিন্তু ব্যাট হাতে শতরান বা ভালো ইনিংস খেলে উপলক্ষ্য রাঙানো তো বহুদূর, রানই করতে পারলেন না বাঁহাতি এই ওপেনার।
- আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাত সকালেই স্পর্শ করেছেন মাইলফলক। ডাবল সেঞ্চুরি ছুঁয়ে এখনও ক্রিজে টিকে আছেন টম ল্যাথাম। তবে এরপরও প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও ইবাদত হোসেনের হাত ধরে চার উইকেট তুলে নিয়ে লড়াই করছে ম্যাচে ফিরতে।
- বিশেষ কোনো অর্জন আর প্রাপ্তি বিশ্বাস জোগায় নতুন ইতিহাস গড়ার। দীর্ঘদিনের বন্ধ আগল খুলতে পারলে তা খুলে দেয় নতুন সম্ভাবনার দুয়ার। বাংলাদেশের সামনে এখন তেমন কিছুরই হাতছানি। নিউ জিল্যান্ডে প্রথমবার টেস্ট জয়ের পর লক্ষ্য এবার সিরিজ জয়।
- বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া ঘরোয়া ক্রিকেটে সাকিব আল হাসানের খেলা বিরল ব্যাপার। সেই তিনিই এবার খেলবেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে। এরপর বিপিএল তো আছেই। সাকিব এই দুই ঘরোয়া টুর্নামেন্টকে দেখছেন আফগানিস্তানের বিপক্ষে আগামী মাসের সিরিজের জন্য প্রস্তুতি হিসেবে।
- দিন দুয়েক ধরে জ্বর ছিল। চিকিৎসকের পরামর্শে কোভিড পরীক্ষা করিয়ে মিনহাজুল আবেদীন পেলেন দুঃসংবাদ। কোভিড পজিটিভ হয়েছেন সাবেক এই অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক।
- একটিই তো ম্যাচ, অথচ কত অর্জনের হাতছানি। এমন পরিস্থিতিতে অতি রোমাঞ্চে তালগোল পাকিয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে তেমন কিছু ঘটতে দেয়নি বাংলাদেশ। কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়ে তাসকিন আহমেদ বললেন, আগেভাগে জয় নিয়ে ভাবেননি তারা। কেবল প্রক্রিয়া ঠিক রেখে খেলে গেছেন সামর্থ্যের বেশি দিয়ে।
- শেষ দিনে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা ছিলেন রস টেইলর। দিনের শুরুতেই কাঙ্ক্ষিত সেই উইকেট বাংলাদেশকে এনে দিলেন ইবাদত হোসেন চৌধুরি। এই ম্যাচে দলের চাওয়া যেমন পূরণ করলেন তিনি, তেমনি অবসান হলো দেশের ক্রিকেটের দীর্ঘদিনের এক অপেক্ষারও।
- বাংলাদেশে সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঠিক সেই সময়টায় ১২ হাজার কিলোমিটার দূরে মাউন্ট মঙ্গানুইতে যা হলো, তাতে কেটে গেল বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক আঁধার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন, দেশের মাঠে অপ্রতিরোধ্য দল, যাদেরকে তাদের মাঠে কখনোই কোনো সংস্করণে হারাতে পারেনি বাংলাদেশ, এতদিনের সেই অধরা ভুবন নিউ জিল্যান্ডে ধরা দিল বহুকাঙ্ক্ষিত এক স্বপ্নময় জয়।
- প্রথম দিনের শেষ সেশনে ছিল ম্যাচে ফেরার ইঙ্গিত, দ্বিতীয় দিনে ফেরার সেই অভিযান পেল পূর্ণতা। মাউন্ট মঙ্গানুই টেস্টে ব্যাটে-বলে ঝলমলে একটি দিন কাটাল বাংলাদেশ। সকালের সেশনে বোলারদের দারুণ সাফল্য আর পরে মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দৃঢ়তায় দুই দিন শেষে শক্ত অবস্থানে দল।
- বলা হয়, টেস্টে ব্যাটিংয়ের জন্য সেরা সময় দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন। এই সময়েও বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ পরীক্ষা নিলেন নিল ওয়্যাগনার। ভাঙলেন সফরকারীদের উদ্বোধনী জুটি। তবে বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দিলেন মাহমুদুল হাসান ও নাজমুল হোসেন শান্ত। এতে অবশ্য ভাগ্যেরও একটু ছোঁয়া ছিল।
- প্রথম দিনের পাঁচ উইকেটে সাদমান ইসলামের ক্যাচ ছিল একটি। মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় সকালে নিউ জিল্যান্ডের আরও তিন ব্যাটসম্যানকে মুঠোবন্দি করলেন সাদমান ইসলাম। তাতে বাংলাদেশের এই ওপেনারের নাম লেখা হয়ে গেল রেকর্ড বইয়ে।
- আগের দিন ভালো বোলিং করলেও পাননি কোনো উইকেট। দ্বিতীয় দিন দারুণ বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ ধরলেন তিন শিকার। অফ স্পিনারের হাত ধরে প্রথম সেশনেই নিউ জিল্যান্ডকে থামিয়ে দিল বাংলাদেশ।
- ‘দল চূড়ান্ত হয়ে গেছে’, একাদশের প্রশ্নে হাসতে হাসতে বললেন মুমিনুল হক। তবে তা খোলাসা করতে চান না বাংলাদেশ অধিনায়ক। ম্যাচের আগের দিন বা আরও আগে দল বা একাদশ ঘোষণার যে রীতি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার, কিংবা যে পথে এখন হাঁটছে ভারত, সেটির অনুসারী হতে নারাজ বাংলাদেশ। কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য বোলিং আক্রমণের সম্ভাব্য ছবিটা তুলে ধরার চেষ্টা করলেন।
- অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুই বছর আগে নিউ জিল্যান্ড সফরের অভিজ্ঞতা আছে মাহমুদুল হাসানের। সেবার যুব ওয়ানডে সিরিজে এক ম্যাচে করেছিলেন সেঞ্চুরি, আরেকটি ৯৯। এবার জাতীয় দলের হয়ে প্রথম সফরের শুরুটাও খারাপ হলো না তার। প্রস্তুতি ম্যাচে তরুণ ব্যাটসম্যান করলেন ফিফটি। টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলন ভালোভাবে সেরে নিলেন মুশফিকুর রহিমও।
- বৃষ্টি আর ভেজা মাঠ মিলিয়ে খেলা শুরু হতে দেরি। খেলা শুরুর পরও দফায় দফায় বৃষ্টির হানা। তাতে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের অনেকটাই গেল ভেস্তে। খেলা যেটুকু হলো, সেখানে দারুণ বোলিং উপহার দিলেন তাসকিন আহমেদ ও আবু জায়েদ চৌধুরি।
- বাংলাদেশ দল কোয়ারেন্টিন থেকে কয়েকদিন আগে ছাড়া পেলেও অপেক্ষায় ছিলেন একজন। অবশেষে তিনিও পেলেন মুক্তি। কোভিড নেগেটিভ হয়ে তাওরাঙ্গায় দলের সঙ্গে যোগ দিলেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ।
- কেটে গেছে শঙ্কা। নিউ জিল্যান্ডে সবশেষ করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে বাংলাদেশ দলের সবার। কোয়ারেন্টিন পর্ব শেষে তাদের অনুশীলনে ফেরার পথ খুলে গেছে।
- নিউ জিল্যান্ডে শনাক্ত হওয়া প্রথম ওমিক্রন ধরনে আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই বিমানে থাকায় বাড়তি সতর্কতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। তবে লম্বা সময় পেরিয়ে তারা এখন কোয়ারেন্টিনের শেষ ধাপে দাঁড়িয়ে। সবশেষ পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর অপেক্ষা করছেন মাঠে ফেরার জন্য।
- নিউ জিল্যান্ডে যাওয়ার পর দুই দফা কোভিড পরীক্ষায় ‘নেগেটিভ’ হন বাংলাদেশ দলের সবাই। তবে তৃতীয় দফা পরীক্ষায় এলো দুঃসংবাদ। কোভিড ‘পজিটিভ’ হয়েছেন দলে স্পিন কোচ রঙ্গনা হেরাথ।
- বাংলাদেশের পরের সিরিজ থেকে ছুটি পেয়েছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার যাচ্ছেন না নিউ জিল্যান্ড সফরে।
- বিসিবি সভাপতি নাজমুল হাসানের বক্তব্যের পর খুব বেশি সময় নেননি সাকিব আল হাসান। নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে বোর্ডে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন এই অলরাউন্ডার।
- দেশের উইকেটেই বড় দৈর্ঘ্যের ক্রিকেটে যার সামর্থ্য নিয়ে আছে প্রশ্ন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে আরও কঠিন পরীক্ষার জন্য। তুমুল আলোচনার জন্ম দিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়া মোহাম্মদ নাঈম শেখ আছেন নিউ জিল্যান্ড সফরের বাংলাদেশ দলে।
- সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিল আগেই। প্রাপ্তির সুযোগ তারপরও কম ছিল না। ৪-১ ব্যবধানে হারের চেয়ে ৩-২ ব্যবধানের হার তো অনেক সম্মানের! শেষ ম্যাচ জিতে সেই লক্ষ্য পূরণ করার তৃপ্তি নিয়ে বাংলাদেশ সফর শেষ করতে পারছেন নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
- জয় তো অনেক ধরনেরই হয়। সব জয়ের উচ্ছ্বাস-তৃপ্তি একরকম নয়। বাংলাদেশের এই জয়টিই যেমন। উইকেট টার্নিং ও মন্থর বটে, কিন্তু ভয়ঙ্কর তো আর নয়! নিজেদের চেনা আঙিনায় ৯৪ রান তাড়া করতেও যদি ধুঁকতে হয়, অপেক্ষা করতে হয় শেষ ওভার পর্যন্ত, অনেক প্রশ্নও তখন ভীড় করতে শুরু করে। ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বস্তিও পেল বাংলাদেশ। কিন্তু শান্তি মনে হয় খুব একটা পেল না।
- অস্ট্রেলিয়াকে ৬২ রানে, নিউ জিল্যান্ডকে ৬০ রানে গুটিয়ে দিয়ে কী বিব্রতকর স্বাদই না দিয়েছে বাংলাদেশ। এবার নিজেদের মাঠে নিজেরাই সেই দুঃস্বপ্নের শিকার। তবে হতাশার এই ঘোর দ্রুত কাটিয়ে পরের ম্যাচেই জয়ে ফিরতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ।
- সিরিজ শুরুর আগের সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ও চতুর্থ ম্যাচে কিপিং করার কথা মুশফিকুর রহিমের। কিন্তু রোববার তৃতীয় ম্যাচে কিপিং গ্লাভস হাতে দেখা গেল নুরুল হাসান সোহানকেই। ভাগাভাগি করে কিপিংয়ের নমুনা তাই দেখা গেল না আপাতত।
- রেকর্ড, মাইলফলক, অর্জন, এসব সাকিব আল হাসানের প্রতিশব্দ হয়ে গেছে বেশ আগেই। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত কিছুতে তিনি প্রথম, কত রেকর্ডের তিনি চূড়ায়, হিসাব রাখাই কঠিন। অর্জনে সমৃদ্ধ এই ক্যারিয়ারে আরও দারুণ দুটি মাইলফলকের দুয়ারে দাঁড়িয়ে সাকিব।
- ২ বলে প্রয়োজন ১৩ রান। ম্যাচ বাংলাদেশের মুঠোয়। তখনই মুস্তাফিজুর রহমান করে বসলেন ‘নো বল’, টম ল্যাথাম সেটি পাঠালেন বাউন্ডারিতে। আচমকাই ম্যাচে উত্তেজনা, ২ বলে ৮ রান তো খুবই সম্ভব! শেষ পর্যন্ত অবশ্য পারলেন না ল্যাথাম। অসাধারণ ইনিংস খেলেও নিউ জিল্যান্ড অধিনায়ক থমকে গেলেন কাঙ্ক্ষিত ঠিকানার কাছাকাছি গিয়ে। শঙ্কা উড়িয়ে বাংলাদেশ পেল আরেকটি জয়ের স্বস্তি।
- প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ের দুঃস্বপ্নের মধ্যে একটি সুখবর পেল নিউ জিল্যান্ড। কোভিড নেগেটিভ হওয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিন অ্যালেন। মিরপুরের উইকেটে আগ্রাসী এই ওপেনার জ্বলে উঠবেন, আশা তাদের কোচ গ্লেন পকন্যালের।
- সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন মাহমুদউল্লাহ। ঘটনাক্রমে পাওয়া সেই দায়িত্বের পথ ধরেই তিনি এখন দেশের সফলতম টি-টোয়েন্টি অধিনায়ক। এই অলরাউন্ডার ছাড়িয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজাকে।
- কিছুটা শঙ্কা, অনিশ্চয়তা, খানিকটা দোলাচল, এসবকে সঙ্গী করেই নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে হবে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটারকে। সিরিজের মাঝপথেই যে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল! রাসেল ডমিঙ্গো অবশ্য বলছেন, এই সিরিজের আগেই বিশ্বকাপ দল ঘোষণা করলে ভালো হতো। তবে সেটা না হলেও সম্ভাব্য বিশ্বকাপ দল তৈরি হয়েই আছে, জানালেন বাংলাদেশ কোচ।
- নিউ জিল্যান্ড সিরিজে বাংলাদেশের উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হচ্ছে দুই কিপারকে। প্রথম দুই ম্যাচে দায়িত্বটি পাচ্ছেন নুরুল হাসান সোহান, পরের দুই ম্যাচে মুশফিকুর রহিম। ওই ম্যাচগুলোতে দুজনের পারফরম্যান্স বিশ্লেষণ করে চূড়ান্ত করা হবে শেষ ম্যাচের কিপার।
- গতি বেন সিয়ার্সের শক্তি, গতিই সম্পদ। গতি দিয়ে তিনি ছেলেবেলা থেকে নজর কেড়েছেন নিউ জিল্যান্ডের ক্রিকেটে। সামনে ছুটেছেন গতির রথেই। সেই পথ তাকে নিয়ে এসেছে জাতীয় দলে। কিন্তু তার সম্ভাব্য অভিষেকের মঞ্চ যেটি, সেটি তো গতিময় বোলারদের বধ্যভূমি! নিজের করণীয় তাই এর মধ্যেই বুঝে ফেলেছেন সিয়ার্স। মিরপুরের উইকেটে স্মার্ট বোলিং করতে চান তরুণ এই কিউই ফাস্ট বোলার।
- নিউ জিল্যান্ডের স্পিনারদের জন্য উপমহাদেশ সফর ও স্পিন সহায়ক উইকেটে খেলতে পারা অনেকটা স্বর্গে চক্কর দেওয়ার মতোই। বাংলাদেশের মন্থর ও টার্নিং উইকেটে বল করার সম্ভাবনায় তাই রোমাঞ্চিত এজাজ প্যাটেল। তবে উইকেট সহায়ক মানেই রাজত্ব করার নিশ্চয়তা নয়, সেটিও জানেন তিনি। নিউ জিল্যান্ডের এই বাঁহাতি স্পিনার মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পিন খেলে অভ্যস্ত।
- শেষ দুবারের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা এমনিতেই ভালো নয় নিউ জিল্যান্ডের। তারওপর কদিন আগে তাসমান সাগর পাড়ের আরেক দেশ অস্ট্রেলিয়াকে হেরে যেতে দেখেছে বাজে ভাবে। এরপরও এখানকার কন্ডিশন থেকে শুরু করে সবকিছু নিউ জিল্যান্ডের খুব ভালোভাবে বিশ্লেষণ না করার কোনো কারণ দেখেন না বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
- হাতের তালুর মতো চেনা মাঠ। বেশিরভাগ সময় এখানেই খেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাই অস্ট্রেলিয়া সিরিজে না খেললেও মুশফিকুর রহিম ও লিটন দাসের মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন অ্যাশওয়েল প্রিন্স। ব্যাটিং কোচের মতে, এই দুই ব্যাটসম্যানের দলে ফেরা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- থানায় অভিযোগ করেছিল তরুণ, জেল থেকে বেরিয়ে খুন করল সন্ত্রাসীরা
- টিভি সূচি (রোববার, ২২ মে ২০২২)
- দনবাসে ধার বেড়েছে রুশ আক্রমণের, যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান ইউক্রেইনের
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ