- বিদেশের মাঠে হোয়াইটওয়াশড হওয়ার অভিজ্ঞতা ছিল। এবার দেশের মাটিতেও সেই তেতো স্বাদ পেয়ে গেলেন অধিনায়ক মুমিনুল হক। তার কাজ আরও কঠিন করে তুলেছে পারিপার্শ্বিকতা। সব মিলিয়ে মুমিনুলের উপলব্ধি, অধিনায়কত্ব খুবই চ্যালেঞ্জিং।
- লক্ষ্য নাগালের বাইরে ছিল না। উইকেটও খুব কঠিন নয়। বিধ্বংসী ছিল না প্রতিপক্ষের বোলিংও। সবই মানছেন মুমিনুল হক। তারপরও বাংলাদেশের ব্যাটিংয়ে ধস। ব্যাটসম্যানরা পারলেন না ইনিংস বড় করতে। কারণ তাহলে কি? জানা নেই বাংলাদেশের টেস্ট অধিনায়কের।
- সাকিব আল হাসানের সম্ভাব্য বদলি হিসেবে নাজমুল হাসানের প্রথম পছন্দ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তাকে নেননি নির্বাচকরা। সৌম্য সরকারকে দ্বিতীয় টেস্টের জন্য বেছে নেন তারা। এই প্রসঙ্গ ধরে বিসিবি প্রধান বললেন, দল নির্বাচনের ব্যাপার-স্যাপার বুঝে উঠতে পারছেন না তিনি।
- বঙ্গবন্ধু টেস্ট সিরিজে বাংলাদেশের খেলায় ক্ষুব্ধ বিসিবি প্রধান নাজমুল হাসান। খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়াটা একেবারেই মানতে পারছেন না তিনি। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বললেন, এভাবে চলতে দেওয়া হবে না।
- টেস্টে বাংলাদেশ ক্রিকেটের কঙ্কাল বেরিয়ে এলো আরেকবার। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর হাহাকার শোনা গেল মুমিনুল হকের কণ্ঠে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক স্বীকার করছেন, ২০ বছরে বাংলাদেশের তেমন কোনো উন্নতি তিনি দেখেন না।
- শেষ বিকেলের মরে আসা আলোয় বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। একাই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ আর জয়ের মধ্যে। কিন্তু জয়ের নায়ক নন, দারুণ খেলেও শেষ পর্যন্ত তিনি হয়ে রইলেন ট্র্যাজেডির নায়ক। মিরাজকে ফিরিয়েই অসাধারণ এক জয়ের উল্লাসে মেতে উঠল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে হোয়াইটওয়াশড হলো বাংলাদেশ।
- দারুণ সব স্ট্রোকের ছটা, বলের সঙ্গে পাল্লা দিয়ে রান। দলের পঞ্চাশ, তামিম ইকবালের ফিফটি দারুণ গতিময়তায়। এরপরই সব গড়বড়। দ্রুত তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ।
- ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ বালির বাঁধের মতো গুঁড়িয়ে গেল লাঞ্চের পর। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইনিংস। লাঞ্চের পর ২৩ মিনিটের মধ্যে ৪ উইকেট নিয়ে লক্ষ্য আড়াইশর নিচে রাখল বাংলাদেশ।
- আগের দিন বলই হাতে পাননি আবু জায়েদ। নতুন দিন সকালে ধীরগতির উইকেটেও এই পেসার বাংলাদেশকে এনে দিলেন দুটি উইকেট। কিন্তু দল তাকিয়ে ছিল যাদের দিকে, সেই স্পিনাররা প্রথম সেশনে পারলেন না একটির বেশি উইকেট নিতে। ওয়েস্ট ইন্ডিজের লিড তাই পেরিয়ে গেল দুইশ।
- ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন দুই হাত ভরে পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি ছুঁয়েছেন প্রথম টেস্টে। পরের টেস্টে গড়েছেন দেশের হয়ে লাল বলে দ্রুততম একশ উইকেটের রেকর্ড। এই রেকর্ডের অনুপ্রেরণায় সাফল্যের পথে এগিয়ে যেতে চান মিরাজ। ক্যারিয়ারকে নিয়ে যেতে চান অনেক দূর।
- তৃতীয় দিন শেষ বেলায় দ্রুত ৩ উইকেট হারালেও ম্যাচে এখনও নিজেদেরকেই চালকের আসনে দেখছেন ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়াল। ভালো করেই জানেন, পরদিন সকালে দ্রুত কয়েকটি উইকেট হারালে উল্টে যেতে পারে চিত্রটা। তাই শুরুতে সাবধানী ব্যাটিং চাইলেন এই অফ স্পিনার।
- দ্বিতীয় ইনিংসে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পথেই আছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে স্পিনারদের জন্য টার্ন মিলতে শুরু করায় তিনশ রানের আশেপাশের যে কোনো লক্ষ্যই ছোঁয়া কঠিন হবে বলে মনে করছেন মেহেদী হাসান। একই সঙ্গে চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয় আশাও দেখাচ্ছে তাকে।
- উইকেটে খুব একটা সহায়তা নেই। অধিনায়ক ফিল্ডিং দিয়েছেন ছড়িয়ে-ছিটিয়ে। দুই ব্যাটসম্যান সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে নিচ্ছেন দলকে। মাথা ব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙলেন রাকিম কর্নওয়াল। পাঁচ উইকেট নিয়ে দলকে শতরানের লিড এনে দেওয়ার পর বললেন, ধৈর্যের পরীক্ষায় জিতে এসেছে এই সাফল্য।
- তৃতীয় দিনের শেষ বেলায় দ্রুত টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলেও ঢাকা টেস্টে পিছিয়েই বাংলাদেশ। শতরানের লিডের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিতে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ।
- সম্ভাবনা আগেও তৈরি হয়েছিল অনেকবার। কিন্তু কেউ না কেউ অন্যভাবে আউট হয়েছিলেন। এবার আর তা হলো না, প্রথমবার কোনো ইনিংস বাংলাদেশের সব ব্যাটসম্যান আউট হলেন ক্যাচ দিয়ে।
- অপেক্ষা ছিল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন থেকে। সেদিন হয়নি, হয়নি সেই টেস্টের হতাশার শেষ দিনেও। মিরপুরে এসেও কেটে গেল দুই দিন। অবশেষে তৃতীয় দিন শেষ সেশনে শেষ হলো মেহেদী হাসান মিরাজের প্রতীক্ষা। রেকর্ড গড়ে এই অফ স্পিনার পা রাখলেন ১০০ উইকেটে।
- লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ দারুণ একটি সেশন কাটানোর পর রাকিম কর্নওয়ালের স্পিনে ধস নামল বাংলাদেশের ইনিংসে। স্বাগতিকদের তিনশ রানের নিচে থামিয়ে শতরানের লিড পেল ওয়েস্ট ইন্ডিজ।
- মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিমের দুটি উইকেট উপহারের ফলে অনেক শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশকে টানছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ফিফটি তুলে নেওয়া দুই ব্যাটসম্যান শতরানের জুটিতে এড়িয়েছেন ফলো অন। দলকে উপহার দিয়েছেন প্রথম উইকেটশূন্য সেশন।
- উইকেট ছুঁড়ে আসার কত ঘটনাই তো দেখা যায় ক্রিকেটে। কিন্তু মুশফিকুর রহিম যা করলেন, এমন কিছুর নমুনা বিরল। ব্যাখ্যা পাওয়াও কঠিন। দল লড়ছে ফলো অন এড়াতে, নিজে ফিফটি পেরিয়ে খেলছেন স্বচ্ছন্দে। এমন সময়ে কিনা আত্মঘাতী রিভার্স সুইপ!
- এনক্রুমা বনার ফিরে যাওয়ার সময়ও ওয়েস্ট ইন্ডিজকে তিনশ রানের নিচে থামানোর সম্ভাবনা টিকে ছিল বাংলাদেশের। কিন্তু স্বাগতিকদের হতাশ করে জশুয়া দা সিলভার সঙ্গে শতরানের জুটিতে দলকে চারশ রানের সংগ্রহ এনে দেন আলজারি জোসেফ। দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার আনন্দের পাশাপাশি আছে সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্ক ছুঁতে না পারার হতাশা। তবে, পরে আরও সুযোগ আসবে ভেবে আক্ষেপ ভুলছেন এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান।
- হাতছানি দিচ্ছিল প্রথম টেস্ট সেঞ্চুরি। দূরত্ব তখন কেবল দুটি বাউন্ডারির। কিন্তু এই পথটুকুই আর পেরোতে পারেননি জশুয়া দা সিলভা। এত কাছে গিয়েও সেঞ্চুরি না পাওয়ায় হতাশা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজের কিপার-ব্যাটসম্যান। তার কেবলই মনে হচ্ছে, আউট হওয়ার বলটি যদি আবার ফিরে পেতেন!
- চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশের বোলিংয়ের সঙ্গে মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়েও চলছে সমালোচনা। তবে এখনই তার নেতৃত্ব নিয়ে অধৈর্য হওয়ার কিছু দেখছেন না তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের চোখে, টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিতে মুমিনুলই সবচেয়ে যোগ্য। সময়ের সঙ্গে তিনি হয়ে উঠবেন আরও পরিণত।
- চোখধাঁধানো কয়েকটি শট। চাপ প্রতিপক্ষের ওপর ফিরিয়ে দেওয়া। তামিম ইকবাল ছুটছিলেন দারুণ গতিতে। কিন্তু এক মুহূর্তের খামখেয়ালিতে সেই অভিযানের সমাপ্তি। তাতে বিপদে দলও। দিন শেষে অভিজ্ঞ এই ওপেনারের উপলব্ধি, তার শটটি ঠিক ছিল না।
- দ্বিতীয় দিনে নিজেদের লক্ষ্য পূরণ করে ঢাকা টেস্টে চালকের আসনে বসে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের আপাত লড়াই ফলো অন এড়ানোর-কেন এমন হলো, এর একটা জবাব মিলল তামিম ইকবালের কাছে। বাঁহাতি এই ওপেনার স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতা। একই সঙ্গে কৃতিত্ব দিলেন ক্যারিবিয়ানদেরও।
- কেউ আউট ওয়ানডে ঘরানার শটে, কেউ অপ্রয়োজনীয় শট খেলে। পরিণতি সবার একই, প্রতিপক্ষের জন্য উপহার নিজের উইকেট। তাতে বিপর্যস্ত দল। মিরপুর টেস্টে বাংলাদেশের টপ অর্ডারের যে দুরাবস্থা, সেটির দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল।
- ওয়েস্ট ইন্ডিজের ৮ নম্বর ব্যাটসম্যান আলজারি জোসেফের রান ৮২। সেই জোসেফ যখন নিজের আসল কাজেও সফল হলেন, বল হাতে ফেরালেন তামিম ইকবালকে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের সম্মিলিত রান তখন ৬৯! টপ অর্ডারের করুণ চিত্র ফুটে উঠছে এতেই।
- দারুণ একটি জুটির পর লেজের গুটিয়ে যাওয়া। হতাশার দীর্ঘ প্রহরের পর স্বস্তির কিছুটা সময়। প্রথম ইনিংসের শেষ ভাগ দুই দলের জন্য হলো দুই রকম। জশুয়া দা সিলভা ও আলজারি জোসেফের জুটি ভাঙার পর ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। জুটি ভাঙতে নাকাল বাংলাদেশ শেষ ৪ উইকেট নিতে পারল দ্রুত।
- নতুন দিনেও পুরোনো দিনের ছায়া। প্রথম দিনটি যেমন বাজে বোলিংয়ে শুরু করেছিল বাংলাদেশ, দ্বিতীয় দিনের শুরুর চিত্রও একইরকম। ধারহীন ও এলোমেলো ওয়েস্ট ইন্ডিজের রান বাড়ল অনায়াসেই। সঙ্গে বাড়ল বাংলাদেশের হতাশা।
- নিজের ঘাটতিগুলো খুব ভালো করে জানেন। শক্তির জায়গাগুলোও বোঝেন। কি করা যাবে আর যাবে না, এ নিয়ে তার খুব ভালো ধারণা। ফিটনেস আরও ভালো করার চেষ্টা আছে। আছে আরও উন্নতির। এই সব মিলিয়েই আবু জায়েদ চৌধুরি হয়ে উঠেছেন টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের সেরা অস্ত্র।
- মিরপুরের উইকেটে প্রথম ইনিংসে সাড়ে তিনশ ছাড়ানো রানকে ভালো সংগ্রহ মনে করছেন এনক্রুমা বনার। জশুয়া দা সিলভা ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে ততদূর নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
- সিরিজ বাঁচানোর টেস্টে যেমন উইকেট চেয়েছিল তেমন না পাওয়ার কথা বললেন আবু জায়েদ চৌধুরি। এই পেসারের ধারণা, মিরপুরে স্পিনারদের প্রত্যাশিত টার্ন পেতে আরও অপেক্ষা করতে হবে।
- টস জিতেও প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ খুব বেশি রান করতে না পারায় খুশি আবু জায়েদ চৌধুরি। ঢাকা টেস্ট শুরুর দিনে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশের এই পেসার। জানালেন, ক্যারিবিয়ানদের তিনশ রানের নিচে গুটিয়ে দেওয়ার আশাবাদ।
- চট্টগ্রামে শেষ দিনের হতাশার পর টিম মিটিংয়ে কথার ঝড়। নতুন অনেক পরিকল্পনা। নতুন আশা। সবকিছুর পর মিরপুরে বাংলাদেশের বোলিংয়ে উন্নতির ছাপ মিলেছে বটে। তবে বোলিং কোচ ওটিস গিবসনের মতে, এখনও উন্নতির অনেক বাকি আছে বোলারদের।
- বাংলাদেশের একাদশ নিয়ে ধাঁধা থাকে যেন সবসময়ই। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজও ব্যতিক্রম নয়। একাদশে এক পেসার খেলানো নিয়ে জোর আলোচনা তো চলছেই। সেই একমাত্র পেসার বাছাই নিয়েও জেগেছে নানা প্রশ্ন। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে উত্তর পাওয়া গেল বোলিং কোচ ওটিস গিবসনের কাছ থেকে।
- স্পিনারে ঠাসা বোলিং আক্রমণ। কিন্তু মিরপুর টেস্টের প্রথম দিনে উজ্জ্বল বাংলাদেশের পেস আক্রমণ। স্পিন বোলিংয়ে ৬৪ ওভারে এসেছে ২ উইকেট। পেস বোলিংয়ে প্রাপ্তি ২৬ ওভারে ৩ উইকেট। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসনের অভিমত, দেশের মাঠেও কখনও কখনও একাধিক পেসার খেলানোর সাহস দলকে দেখাতে হবে।
- স্পিনারদের ভালোভাবেই সামাল দিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। তাদের পরীক্ষা নিলেন আবু জায়েদ চৌধুরি। বাংলাদেশের এই পেসারের ছোবল সামলে ঢাকা টেস্টে দলকে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দিতে লড়ছেন এনক্রুমা বনার।
- প্রাথমিক দলেও না থাকা সৌম্য সরকার বদলি হিসেবে স্কোয়াডে এসে একাদশেও ঢুকে গেলেন। কিন্তু শুরু থেকেই যিনি স্কোয়াডে আছেন ওপেনার হিসেবে, সেই সাইফ হাসান চট্টগ্রামের পর মিরপুর টেস্টেও হয়ে রইলেন দর্শক। তার প্রতি কি সুবিচার হলো? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছেন, প্রস্তুতি ম্যাচে আর নেটে টিম ম্যানেজমেন্টের মন ভরাতে পারেননি সাইফ।
- প্রথম ঘণ্টার এলোমেলো বোলিংয়ের পর দ্বিতীয় ঘণ্টায় একটু ঘুরে দাঁড়াতে পেরেছে বাংলাদেশ। ভাঙতে পেরেছে ক্যারিবিয়ানদের জমে যাওয়া উদ্বোধনী জুটি। তবে ওপেনারদের দৃঢ়তায় ঢাকা টেস্টে ভালো শুরু পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
- দ্বিতীয় টেস্টে টস ভাগ্যকে পাশে পেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। অনুমিতভাবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিলেন ব্যাটিং।
- দেশের মাটিতে স্পিন সহায়ক উইকেট বানিয়ে টেস্ট জেতার পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। লম্বা সময়ের ব্যবধানে হলেও চট্টগ্রামে হারের স্বাদ পেয়েছে টানা দুই টেস্টে। লাল বলের ক্রিকেটে পায়ের নিচে মাটির সন্ধানে থাকা দলটি এক অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই। আর যদি সঙ্গী হয় আরেকটি পরাজয়, তাহলে নিশ্চিতভাবেই বড় দৈর্ঘ্যের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে হবে স্বাগতিকদের।
- সাকিব আল হাসানকে চোটের কারণে হারানোর পর দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের জন্য আরেকটি বড় ধাক্কা। এবার নিতম্বের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলামও।
- চার দিন ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হেরে গেছে শেষ দিনের ব্যর্থতায়। ব্যক্তিগতভাবে মুশফিকুর রহিমের জন্যও ভালো কাটেনি টেস্ট। দুই ইনিংসেই আউট হয়েছেন উইকেটে থিতু হয়েও। তবে সব হতাশা পেছনে ফেলে তারা ঘুরে দাঁড়াতে প্রস্তুত, বলছেন দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান।
- ম্যাচের যেকোনো পরিস্থিতিতেই বরফ শীতল চেতেশ্বর পুজারা। দৃঢ় মানসিকতায় উইকেট আঁকড়ে পড়ে থাকাই এই ভারতীয় ব্যাটসম্যানের সহজাত ধরন। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এনক্রুমা বনারও দেখান এমন ঘরানার ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার জানালেন, পুজারাকে আদর্শ মেনেই খেলেছেন ধৈর্যশীল ইনিংস।
- তিন বছরের বেশি সময় পর দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের সুযোগ কাজে লাগাতে উন্মুখ ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে দলের অবিশ্বাস্য জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এনক্রুমা বনার জানেন, কাজটা সহজ হবে না। ঢাকায় আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
- টেস্টের শেষ দিনে ৭ উইকেটে ২৮৫ রানের সমীকরণ ক্যারিবিয়ানরা মিলিয়ে ফেলবে, কল্পনাতেও ছিল না মেহেদী হাসান মিরাজের। তার কল্পনাতীত কাজটিই করে দেখায় প্রতিপক্ষ। কাইল মেয়ার্সের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে রূপকথার এক জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীরা এতো ভালো ব্যাটিং করে ফেলবে, একবারের জন্যও ভাবেনি বাংলাদেশ দল।
- চোট পেয়ে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের বদলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের বাংলাদেশ দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। স্পিনিং অলরাউন্ডারের জায়গায় ব্যাটসম্যান দলে নেওয়ার কারণ, শঙ্কা আছে সাদমান ইসলামকে পাওয়া নিয়েও।
- সাকিব আল হাসানকে নিয়ে চট্টগ্রামে শুরু হওয়া হাহাকার বয়ে এলো ঢাকায়ও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিবকে পাওয়া যায়নি তিন দিন। তার অভাব তীব্রভাবে অনুভব করেছে দল। মিরপুর টেস্টে তো তাকে পাওয়া যাবে না শুরু থেকেই। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের তাই অকপট স্বীকারোক্তি, এই টেস্টেও সাকিবকে মনে পড়বে দলের।
- চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে তাড়া করতে হয়েছিল প্রায় চারশ রান। এতো বড় লক্ষ্যের পেছনে মূল ভূমিকা রেখেছিল প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩০ রান। বোলিং বিভাগে উন্নতি করে ঢাকা টেস্টে প্রতিপক্ষকে ৩০০ রানে বেঁধে রাখার পরিকল্পনা ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্সের।
- প্রতিপক্ষের জন্য যা বড় ধাক্কা, নিজেদের জন্য তা সুবিধাই হওয়ার কথা। ফিল সিমন্স অবশ্য তেমনটা ভাবছেন না। ঊরুর চোটে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান না থাকায় নিজেদের সুবিধা দেখছেন না ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ।
- প্রায় পুরো ম্যাচ চালকের আসনে থেকেও চট্টগ্রাম টেস্টে হেরে যাওয়া বাংলাদেশ খেল আরেকটি ধাক্কা। চোট থেকে সেরে না ওঠায় ঢাকা টেস্টে খেলতে পারবেন না সাকিব আল হাসান।
- অভিজ্ঞদের অনেককে ছাড়া বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলটির পক্ষে বাজি ধরার খুব বেশি লোক হয়তো ছিল না। তবে নিজেদের সামর্থ্যে তাদের আস্থা ছিল অটুট। ক্যারিবিয়ানরা সেটির প্রমাণ দিয়েছে চট্টগ্রাম টেস্টে জিতে। সফরকারীদের জয়ের নায়ক কাইল মেয়ার্স বললেন, সফরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতি যে খোলা চিঠি লিখেছিলেন কিংবদন্তি ক্লাইভ লয়েড, তা বেশ অনুপ্রাণিত করেছিল তাদের।
- কেমন যেন একটা ঘোরের মধ্যে আছেন কাইল মেয়ার্স। রেকর্ড বইয়ে ঝড় তোলা ইনিংস, অবিশ্বাস্য জয় যেন স্পর্শ করতে পারছে না তাকে। উল্টো অবস্থা ক্রেইগ ব্র্যাথওয়েটের, রান তাড়ায় অবিশ্বাস্য জয়ের মাহাত্ম্য খুব ভালোভাবেই উপলব্ধি করছেন তিনি।
- মহামারীকালেও টেস্ট খেলার মাঝে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবুও এই সংস্করণের প্রস্তুতির জন্য তাদের ছিল বাড়তি মনোযোগ। ছিল গতবার হোয়াইটওয়াশড হওয়ার বদলা নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা। শুরু থেকেই ক্যারিবিয়ানরা বলে আসছিল, বাংলাদেশে জিততে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা আর বাস্তবায়ন। স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে চট্টগ্রাম টেস্টে অবিশ্বাস্য জয়ের পর দলটির অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বললেন, আগে থেকে ঠিক করা সেই মন্ত্রেই সাফল্য পেয়েছে তার দল।
- অবিশ্বাস্য এক জয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ড রান তাড়ায় দলকে পথ দেখানো কাইল মেয়ার্স হয়ে গেছেন ইতিহাসের অংশ। অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান যে তিনি!
- বছর তিনেক আগের ঘটনা। ডমিনিকায় একটি অনুশীলন ক্যাম্প করছিলেন কাইল মেয়ার্স। সেই সময়টাতেই হানা দিল হারিকেন মারিয়া। মেয়ার্সের কক্ষের ছাদ উড়ে গেল। বিদ্যুৎ-ফোন-ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন হওয়ায় গোটা দুনিয়া থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে গেলেন মেয়ার্স। বেশ কয়েক ঘণ্টা তার খোঁজ পাওয়া যায়নি। তেমনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটেও তিনি একসময় হারিয়ে যেতে বসেছিলেন। সেই মেয়ার্স টেস্ট অভিষেকেই নিশ্চিত করলেন, তাকে এখন মনে রাখতেই হবে!
- মাঠের ভেতরে যেতে না পারলেও বাইরে সীমানা ঘেষেই দিনভর বসেছিলেন সাকিব আল হাসান। মুমিনুল হককে পরামর্শ দিতে দেখা গেছে তাকে। চা বিরতির পর দল মাঠে নামার আগে সবাইকে উজ্জীবিতও করেন এই অলরাউন্ডার। কিন্তু ২২ গজে তো আর তাকে পাওয়া যায়নি। চট্টগ্রাম টেস্টে হারার পর মুমিনুল বললেন, বোলার সাকিবকে মাঠে মনে পড়েছে তার।
- পরিস্থিতি, পারিপার্শ্বিকতা, সবকিছুই ছিল পক্ষে। চার দিন ম্যাচে এগিয়ে থেকে জয়ের ক্ষেত্রও তৈরি করেছিল বাংলাদেশ। সেই মঞ্চে দাঁড়িয়েই অসাধারণ এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন হারের পর বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলছেন, ক্রিকেট খেলার ধরনই এমন যে অবিশ্বাস্য অনেক কিছুই হয়।
- চট্টগ্রাম টেস্টে কাইল মেয়ার্সের দুর্দান্ত অপরাজিত ডাবল সেঞ্চুরি আর ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য জয়ে ওলট-পালট হয়েছে রেকর্ড বইয়ের অনেক পাতা। অভিষেকেই মেয়ার্স আলাদা জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসে।
- মিড অনে বল পাঠিয়ে দ্রুত একটি রান। এরপর ব্যাট উঁচিয়ে বাতাসে ছোঁড়া। উদযাপন বলতে এইটুকুই। কাইল মেয়ার্সকে দেখে বোঝার উপায় নেই, কী কাণ্ড তিনি ঘটিয়ে ফেলেছেন! মুখের হাসি অবশ্য চওড়া। সেই হাসিতেই খুঁজে নেওয়া যায় ইতিহাস গড়ার প্রতিচ্ছবি। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ২৯ গড়ের ব্যাটসম্যান টেস্ট অভিষেকে রেকর্ডের মালা গেঁথে উপহার দিলেন অসাধারণ এক ডাবল সেঞ্চুরি। অবিশ্বাস্য রান তাড়ায় বাংলাদেশের আশা গুঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ পেল মহাকাব্যিক জয়।
- খেলা শেষ দিন শেষ সেশনে গড়াবে, ভাবতে পেরেছিলেন কজন! অথচ শেষ সেশন শুরু হবে তিনটি সম্ভাবনা নিয়েই। জিততে পারে দুই দলের যে কোনোটি, হতে পারে ড্রও। কাইল মেয়ার্স ও এনক্রমা বনারের জুটি ইতিহাসে জায়গা করে নিয়েছে, বাংলাদেশকে হতাশ করেছে আর ম্যাচ নিয়ে এসেছে রোমাঞ্চকর এক মোড়ে।
- দুটি রিভিউ না নেওয়া। একটি ক্যাচ ফসকে যাওয়া। কয়েকবার অল্পের জন্য ব্যাটের কানা না ছোঁয়া। কয়েকবার কানা ছুঁয়েও একটুর জন্য ফিল্ডারের একটু সামনে পড়া। সুযোগ সৃষ্টি হলো বেশ কিছু। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, উইকেটের পতন নেই একটিও! পুরো একটি সেশন নিরাপদে কাটিয়ে দিলেন কাইল মেয়ার্স ও এনক্রুমা বনার। বাংলাদেশের প্রাপ্তি হাহুতাশ আর হতাশা।
- আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৭ ম্যাচ খেলে ফেলেছে ইংল্যান্ড। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে তারা খেলছে ১৮তম টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের এটি ১৪তম ম্যাচ। অস্ট্রেলিয়ারও ১৪ ম্যাচ হয়ে গেছে। নিউ জিল্যান্ড ও পাকিস্তান খেলেছে ১১টি করে। অথচ বাংলাদেশ খেলতে পেরেছে মোটে তিনটি। এত কম টেস্ট খেলার সুযোগ পাওয়া নিয়ে হতাশা জানালেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
- টানা দুই টেস্টে সেঞ্চুরি? অনেকেই চমকে উঠতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের আগে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে এক বছর আগে। কজনেরই বা মনে আছে সেই টেস্টের মুমিনুল হকের সেঞ্চুরি! তবে কোচ তো আর এটি ভুলতে পারেন না। বাংলাদেশের প্রধান কোচ মনে করিয়ে দিলেন, মুমিনুলের এটি টানা দ্বিতীয় সেঞ্চুরি। অধিনায়কের ফর্মে দলের উচ্ছ্বাসের কথাও জানালেন কোচ।
- চট্টগ্রাম টেস্ট অনেকটাই বাংলাদেশের দিকে হেলে আছে। তবে নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে ম্যাচ বাঁচানোর সম্ভাবনা দেখছেন রাকিম কর্নওয়াল। পঞ্চম দিনের প্রথম ঘণ্টা ঠিকঠাক কাটিয়ে দিয়ে, সেশন ধরে এগিয়ে ম্যাচ বাঁচানোর ছক কষছেন এই অলরাউন্ডার।
- উইকেটে উড়ছে ধুলো। বাউন্স অসমান। কিছু বল নিচু হচ্ছে বিপজ্জনকভাবে। টার্ন তো আছেই। এমন পিচে প্রায় চারশ রান তাড়া করা বা চার সেশনের বেশি টিকে থাকা যেন অসম্ভবের পায়ে মাথা কুটে মরা। ওয়েস্ট ইন্ডিজ তবু হাল ছাড়ছে না। মেহেদী হাসান মিরাজের তিন শিকারে টপ অর্ডার ভেঙে পড়লেও ক্যারিবিয়ানরা লড়াই টেনে নিয়েছে শেষ দিনে।
- বাংলাদেশের লিড ছুটছিল চারশর দিকে। দ্রুত কয়েকটি উইকেটে হঠাৎ ছন্দপতন। এরপর এলো ইনিংস ঘোষণা। চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ৩৯৫ রান।
- একটি টেস্টের ব্যতিক্রম শেষে চেনা ধারার প্রত্যাবর্তন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুমিনুল হকের ফিফটি ছোঁয়া মানেই সেঞ্চুরি! বাংলাদেশ অধিনায়ক উপহার দিলেন এই মাঠে তার সপ্তম সেঞ্চুরি।
- শরীর তাক করা বাউন্সারে শ্যানন গ্যাব্রিয়েলের হুঙ্কার, কেমার রোচের বৈচিত্রের চেষ্টা আর দুই প্রান্তে স্পিনার, প্রথম সেশনে মুমিনুল হকের সামনে কাজে লাগল না ক্যারিবিয়ানদের কোনো কৌশলই। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ অধিনায়ক সুবাস পাচ্ছেন সেঞ্চুরির। বাংলাদেশের লিড পেরিয়ে গেছে তিনশ।
- দলের লিড বাড়ানো আর ব্যক্তিগত মাইলফলক, চতুর্থ দিনের যাবতীয় লক্ষ্য পূরণের প্রথম ধাপ পেরোলেন মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক স্পর্শ করলেন ফিফটি।
- ২১৮ রানের লিড হয়ে গেছে। চাইলে আর ৩২ রান করেই ইনিংস ঘোষণা করে দিতে পারে বাংলাদেশ। তাইজুল ইসলাম যে মনে করছেন, ২৫০ রানই যথেষ্ট জয়ের জন্য! তবে এই বাঁহাতি স্পিনার জানালেন, এই ‘যথেষ্ট’ রানে তৃপ্ত না হয়ে দল করতে চায় আরও ৫০-১০০ রান বেশি।
- অফিসিয়ালি ক্যাচ ছাড়ার তালিকায় ইয়াসির আলি চৌধুরির নাম থাকবে না। বলে হাত ছোঁয়াতে না পারলে তো আর ‘ক্যাচ ড্রপ’ হিসেবে গণ্য হয় না! তবে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা যারা দেখেছেন, তারা জানেন, ফরোয়ার্ড শর্ট লেগে কতগুলি সুযোগ হাতছাড়া করেছেন ইয়াসির।
- বাংলাদেশের বোলিংয়ের স্বস্তি অনেকটা উবে গেল ব্যাটিংয়ে নেমে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ দিকে উইকেটের যে স্রোত, প্রবল বেগে ধেয়ে এসে তা ভাসিয়ে দিল বাংলাদেশের টপ অর্ডারও। বড় লিডের পরও তাই দিনশেষে অস্বস্তির কাঁটার খোঁচাখুচি।
- স্পিন চতুষ্টয় নিয়ে শুরু করা ম্যাচের তৃতীয় সকালে বাংলাদেশ হয়ে গেল স্পিন ত্রয়ীর দল। ঊরুর চোটে দর্শক হয়ে রইলেন স্পিনারদের শিরোমণি সাকিব আল হাসান। তবে ক্যারিবিয়ানদের ভোগালেন বাকি তিন জন। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান মিলে দলকে এনে দিলেন বড় লিড।
- কুঁচকির চোট কাটিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। কিন্তু নতুন চোটে তাকে নিয়ে জেগেছে নতুন শঙ্কা। ঊরুতে চোট পাওয়ার পর আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে।
- এক সেশনে ৩ উইকেট, সেশনটি তাই হওয়ার কথা বাংলাদেশের। কিন্তু সেটি বলার জো নেই। ওয়েস্ট ইন্ডিজ যে রান তুলে ফেলেছে ১১৪! চার-চারটি সুযোগ নিতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ তাই ফলো অন এড়ানোর পথে।
- চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগেই বড় ধাক্কা বাংলাদেশ দলের জন্য। শুক্রবার খেলার শুরুর সময় মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান।
- দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন দলকে। বয়সভিত্তিক ক্রিকেটের ধাপ পেরিয়ে রাঙিয়েছেন টেস্ট অভিষেক। এবার পেলেন প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ। মেহেদী হাসান মিরাজের এই অর্জনে উচ্ছ্বসিত জনপ্রিয় ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ও সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ।
- নিজের ব্যাটিং প্রতিভার প্রতি সুবিচার করছেন না মেহেদী হাসান মিরাজ, অভিযোগ শোনা যায় প্রায়। দল তার ব্যাটিংকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেই প্রশ্নও ওঠে নিয়মিত। কিন্তু মিরাজের কাছে ভাবনাটা এতটা সোজাপাপ্টা নয়। তিনি দেখেন বাংলাদেশ দলের বাস্তবতা, দলে জায়গার লড়াইয়ে নিজেকে এগিয়ে রাখার তাড়না। টেস্ট সেঞ্চুরির পরও তাই বোলিং সত্ত্বাই মিরাজের কাছে পাচ্ছে সর্বোচ্চ গুরুত্ব।
- স্পিনাররা এখনও উইকেট থেকে খুব একটা সহায়তা পাচ্ছেন না। ফুটমার্ক থেকে দুয়েকটা বল তীক্ষ্ণ বাঁক নিচ্ছে বটে, তবে এখনও উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক। তাই লিড নেওয়ার সম্ভাবনা দেখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
- নিজের প্রথম সেঞ্চুরির অপেক্ষায় এক ব্যাটসম্যান। তখন যদি উইকেটে যান শেষ ব্যাটসম্যান, ভয় তার খানিকটা লাগার কথা বটে! আর সেঞ্চুরির কাছে থাকা ব্যাটসম্যান যদি হয় কাছের বন্ধু, তাহলে তো ভয়ের সঙ্গে রোমাঞ্চ-উত্তেজনা, সব অনুভূতি মিলিয়েই জট পাকানোর কথা ভেতরে। মেহেদী হাসান মিরাজের সঙ্গে উইকেটে যোগ দেওয়ার পর এমন অবস্থাই ছিল মুস্তাফিজুর রহমানের।
- শিষ্যর কাছে গুরুর চাওয়া একটি সেঞ্চুরি। শিষ্য নিজের মনেই হাসেন। ব্যাটিং অর্ডারের এত নিচে নেমে সেঞ্চুরি তো সম্ভব নয়। গুরু তবু সাহস দেন। উজ্জীবিত শিষ্য সত্যিই সেঞ্চুরি উপহার দিয়ে ফেলেন! প্রথম টেস্ট সেঞ্চুরির পর মেহেদী হাসান মিরাজ শোনালেন তার প্রথম কোচ আল মাহমুদের কাছ থেকে পাওয়া সেই প্রেরণার গল্প।
- বেশ কিছুদিন আগে থেকে মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাটিং অনুশীলন করছিলেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট সিরিজের আগে তাকে কিছু পরামর্শ দেন তামিম ইকবাল। টেস্টের দ্বিতীয় দিনে উইকেটে যাওয়ার পর গুরুত্বপূর্ণ পরামর্শ পান সাকিব আল হাসানের কাছ থেকে। প্রথম টেস্ট সেঞ্চুরির পর মিরাজ কৃতজ্ঞতাভরে জানালেন, সিনিয়রদের কাছ থেকে পাওয়া প্রেরণার কথা।
- মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে নতুন বলে আগুন ঝরা বোলিং উপহার দিলেন মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে জোর ধাক্কা লাগল শুরুতেই। তবে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের দৃঢ়তায় শেষ পর্যন্ত দিনটা খানিকটা স্বস্তিতে শেষ করতে পারল ক্যারিবিয়ানরা।
- ২০১৩ সালের এপ্রিলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যুব টেস্টে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক মোসাদ্দেক হোসেনের পাশাপাশি ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ১৫ বছর বয়সী এক ব্যাটসম্যান। সময়ের পরিক্রমায় সেদিনের সেই কিশোর দেশকে দুটি যুব বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে, বয়সভিত্তিক ক্রিকেটে আলোড়ন তুলে, টেস্ট আবির্ভাব রাঙিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটেও এখন পরিচিত মুখ। কিন্তু আরেকটি সেঞ্চুরি ছিল অধরা। অবশেষে এতটা পথ পেরিয়ে, আশা-হতাশা ছড়িয়ে, আবার তিনি পেলেন শতরানের স্বাদ। মেহেদী হাসান মিরাজ!
- সিঙ্গেল নেওয়ার সময় শূন্যে লাফানো আর মুষ্ঠিবদ্ধ হাত বাতাসে ছুঁড়লেন এক দফায়। দ্বিতীয় রান নেওয়ার সময় আরেক দফায়। এরপর যেন ডানা মেলে দিয়ে ভেসে চললেন। একটু থেমে সিজদাও দেওয়া হয়ে গেল। মেহেদী হাসান মিরাজের উদযাপন যেন শেষই হচ্ছিল না। প্রথম টেস্ট সেঞ্চুরির অনির্বচনীয় স্বাদ বলে কথা!
- ওয়ানডে সিরিজ যেখানে শেষ হয়েছিল, টেস্ট সিরিজ সেখান থেকেই শুরু করলেন সাকিব আল হাসান। ফিফটি দিয়ে শেষ হয়েছিল রঙিন পোশাকের সিরিজ, সাদা পোশাকের সিরিজের প্রথম ম্যাচেই উপহার দিলেন আরেকটি ফিফটি।
- চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে জোমেল ওয়ারিক্যানের শিকার ৩ উইকেট। তিনটিই থিতু হয়ে যাওয়া ব্যাটসম্যানের। তার বোলিংয়েই বাংলাদেশের স্কোর নাগালের বাইরে যেতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের তিন শিকারের মধ্যে এই বাঁহাতি স্পিনার সবচেয়ে এগিয়ে রাখছেন মুশফিকুর রহিমের উইকেটকে।
- প্রথম দিনে ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করার সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি ব্যাটসম্যানরা। দিন শেষে বাংলাদেশের রানও তাই নেই খুব ভালো অবস্থানে। দল অবশ্য এখনই বড় স্কোরের আশা ছাড়ছে না। সাকিব আল হাসান ও লিটন দাস যে এখনও উইকেটে আছেন!
- ২৩৫ মিনিট উইকেটে বিচরণ। ১৫৪ বলের মুখোমুখি। প্রথম দিনে দলের সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে খারাপ নয় সাদমান ইসলামের পারফরম্যান্স। ১৪ মাস পর টেস্ট খেলতে নেমে এমন পারফরম্যান্সে ভালো লাগাও আছে তার। তবে ২৫ বছর বয়সী ব্যাটসম্যান অতৃপ্ত ইনিংসটি আরও বড় করতে না পারায়।
- চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের সবচেয়ে আলোচিত ঘটনা সম্ভবত সাদমান ইসলামের আউট। এই বাঁহাতি ওপেনার কেন রিভিউ নিলেন না, এই প্রশ্ন সবার। দিনের খেলা শেষে জানা গেল কারণ। সাদমানের কাছে মনে হচ্ছিল, তিনি নিশ্চিত আউট!
- টস জয়, আগে ব্যাটিং, স্বস্তিময় শুরু। প্রায় ১ বছর পর টেস্ট খেলতে নেমে আর কী চাই! রৌদ্রোজ্জ্বল দিনে বাংলাদেশের শুরুটা হলো ঝলমলে। হাতছানি দারুণ একটি দিনের। কিন্তু তা মিলিয়ে গেল নিজেদের দায়ে। সময় যত গড়াল, হারাতে থাকল ব্যাটিংয়ের আলো। কিছু বাজে শট আর রিভিউ না নেওয়ার বিস্ময়কর কাণ্ড মিলিয়ে সম্ভাবনাময় দিনটি শেষ পর্যন্ত হয়ে গেল ম্লান।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি দিয়ে টেস্ট ক্যারিয়ারের শুরু। তাদের বিপক্ষে আবার পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু হলো সাদমান ইসলামের ক্যারিয়ারের নতুন অধ্যায়। টেস্টে ফেরার ম্যাচেই দারুণ এক ফিফটি উপহার দিলেন বাঁহাতি এই ওপেনার।
- প্রথম সেশনের দুই উইকেটের সঙ্গে দ্বিতীয় সেশনেও যোগ হলো জোড়া ধাক্কার হতাশা। বাজে শটে অধিনায়ক মুমিনুল হকের বিদায়। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের পর সাদমান ইসলাম ও মুশফিকুর রহিমের যৌথ ভাবনায় রিভিউ না নেওয়া। সব মিলিয়ে আরেকটি সেশন ভালো হতে হতেও হয়ে উঠল না বাংলাদেশের জন্য।
- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের সবশেষ টেস্টে কোনো স্পেশালিস্ট পেসার ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। এবার অন্তত একজন পেসার আছে! সঙ্গে একাদশে স্পিনার চারজন। কাঙ্ক্ষিত টস জয়ও পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে মুমিনুল হক বেছে নিয়েছেন ব্যাটিং।
- টেস্ট ম্যাচের দিন সকালে উইকেট দেখে একাদশ চূড়ান্ত করা নতুন কিছু নয়। তবে সাধারণত বোলিং আক্রমণের ক্ষেত্রে কিংবা বাড়তি ব্যাটসম্যান বা বোলার নেওয়ার সিদ্ধান্তের জন্যই শেষ মুহূর্ত পর্যন্ত সেই অপেক্ষা করা হয়। বাংলাদেশ সেদিক থেকে মনে হয় একটি রেকর্ডই করে ফেলল। দুই ওপেনারের মধ্যে কে খেলবেন, এটাও নাকি ঠিক করা হবে ম্যাচের দিন সকালে!
- বাংলাদেশ দলের অনুশীলন তখন শেষ দিকে। বাংলাদেশ দলের অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরনকে ক্যাচিং অনুশীলন করাচ্ছিলেন তামিম ইকবাল। সেটি নিয়ে সবার সে কী হাসাহাসি! অধিনায়ক মুমিনুল হক তখন বসে আছেন মাঠের মাঝখানে উইকেটের পাশে, সঙ্গে কোচ রাসেল ডমিঙ্গো। হয়তো দুজন কথা বলছিলেন সম্ভাব্য একাদশ নিয়ে, কৌশল নিয়ে। একটু পর নেটের পাশে চেয়ারে গোল হয়ে বসলেন দলের প্রায় সবাই। চলল আড্ডা, হাসি, মজা।
- উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি, ওজন ১৪০ কেজি। রাকিম কর্নওয়ালকে দেখলে সবার আগে নজর কাড়ে তার শারীরিক আকৃতিই। তবে ২২ গজে নামলে তিনি ক্রিকেট স্কিল দিয়েই ভুলিয়ে দিতে বাধ্য করেন অন্য সবকিছু। অফ স্পিনে তিনি দুর্দান্ত, ব্যাট হাতে কার্যকর। বুধবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন এই কর্নওয়াল।
- আচমকা পাওয়া নেতৃত্ব, বুঝে ওঠার আগেই একের পর এক বড় হারের ধাক্কা। টেস্ট অধিনায়কত্বের শুরুটায় টালমাটাল ছিলেন মুমিনুল হক। তবে ম্যাচ বেশি খেলতে না পারলেও এখন সময় গড়িয়েছে অনেক। বদলেছে প্রেক্ষাপট। এবার নিজের ঘরানা তৈরি করতে চান মুমিনুল। তার পছন্দ আক্রমণাত্মক অধিনায়কত্ব।
- একসময় যেটির পরিচিত ছিল পয়মন্ত মাঠ, সেখানেই রচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতাগুলোর একটি। নবীন আফগানিস্তানের কাছে টেস্টে হার! দুঃস্বপ্নের হারের সেই মঞ্চেই আবার খেলতে নামার আগে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলছেন, ওই হার তার ভাবনায়ও নেই।
- আছে সংশয়, আছে প্রশ্ন। টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুল হকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও কম নেই। তবে নিজেকে গড়ে তোলার ও মেলে ধরার সময়টা তাকে দিতে চান রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের প্রধান কোচের মতে, মুমিনুলের নেতৃত্বে উন্নতির জন্য সিনিয়র ক্রিকেটারদের সমর্থন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- গত ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি, এই পথচলায় বদলে গেল দৃশ্যপট। এক বছর আগে মুস্তাফিজুর রহমানকে টেস্টের জন্য উপযুক্ত মনে হয়নি রাসেল ডমিঙ্গোর। তার সামনে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ। সেই চ্যালেঞ্জ জয় করেই কোচের ভাবনা বদলে দিয়েছেন মুস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের একাদশ ভাবনায় এই বাঁহাতি পেসার বিবেচনায় আছেন প্রবলভাবে। ভবিষ্যতের জন্যও টেস্টে তাকে এখন গুরুত্বপূর্ণ মনে করছেন ডমিঙ্গো।
- কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফিরে তিন দিন অনুশীলন হয়ে গেছে। বোলিং অনুশীলন, লম্বা সময় ব্যাটিং অনুশীলন, ফিটনেস ট্রেনিং সবই চলছে। তবে এখনও শতভাগ ম্যাচ ফিট নন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য জোর দিয়েই বললেন, টেস্টের আগে সাকিব ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী তারা।
- প্রস্তুতি ম্যাচে পাওয়া গেছে বার্তা। টেস্ট ম্যাচে দেখা যেতে পারে রাকিম কর্নওয়ালের স্পিন ভেল্কির পূর্ণতা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট নিশ্চিত, কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রাম টেস্টে ভালো বোলিং করবেন কর্নওয়াল।
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে রচিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নতুন এক অধ্যায়। এই সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ রেফারি হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। আইসিসি এলিট প্যানেলের অংশ না হলেও কোভিড পরিস্থিতি তাকে করে দিয়েছে সুযোগ। বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ রেফারিও তিনিই। ইতিহাস গড়া টেস্টের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ৪৬ বছর বয়সী সাবেক পেস বোলিং অলরাউন্ডার শোনালেন তার রোমাঞ্চ, এই পর্যায়ে উঠে আসা, এগিয়ে চলা আর ভবিষ্যৎ ভাবনা।
- সতীর্থরা যখন ফিল্ডিংয়ে, রাকিম কর্নওয়াল তখন মাঠের বাইরে পায়চারি করছেন সহকারী কোচের সঙ্গে। সাদমান ইসলাম ও ইয়াসির আলির জুটি জমে উঠল, তখনও মাঠে নামতে দেখা গেল না কর্নওয়ালকে। এই অফ স্পিনার শেষ পর্যন্ত মাঠে নামলেন বটে, তবে ম্যাচ শেষে সাদমানদের সঙ্গে করমর্দন করতে!
- মসৃণ অ্যাকশন, সহজাত গতি আর উইকট শিকারি প্রবণতা মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে হাসান মাহমুদ এখন উজ্জ্বল সম্ভাবনার প্রতিচ্ছবি। সেই ছবিতে সাদা বলের ঝিলিক যেমন আছে, তেমনি লাল বলের আবিরও দেখছেন হাবিবুল বাশার। জাতীয় দলের এই নির্বাচকের মতে, হাসানের কাছ থেকে সব সংস্করণেই ভালো কিছু পাবে বাংলাদেশ।
- দেশের মাঠে টেস্টে বাংলাদেশের একাদশে দুই পেসার খেলানোই ভার। এক পেসার দেখা যায় প্রায়ই। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও উইকেট হওয়ার কথা স্পিন সহায়ক। অথচ বাংলাদেশের স্কোয়াডে পেসার ৫ জন! দল ঘোষণার পরদিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ব্যাখ্যা করলেন এটির কারণ।
- বাংলাদেশ দলের এ দিন বিশ্রাম। কিন্তু সাকিব আল হাসান তো চোটের কারণে কদিন বিশ্রামেই ছিলেন। দলের অনুশীলন না থাকলেও তাই রোববার নেটে নিজেকে ঝালিয়ে নিলেন এই অলরাউন্ডার। তার সঙ্গে ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিজিও জুলিয়া কালেফাতো।
- ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা ওয়ানডে সিরিজে বাংলাদেশের টুকটাক হতাশা যা আছে, তার একটি বড় অংশ হয়তো লিটন দাসের পারফরম্যান্স। রঙিন পোশাকের সেই বিবর্ণ সিরিজ ভুলে তিনি এখন তাকাচ্ছেন সামনে। স্টাইলিশ এই ব্যাটসম্যান সাফল্যে রাঙাতে চান টেস্ট সিরিজ।
- প্রথম ইনিংসের মতো প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসেও অনিয়মিত স্পিনারদের সামনে খেই হারাল ক্যারিবিয়ান ব্যাটিং। তবে এবার তাদের একটা স্বস্তি, রান পেলেন জন ক্যাম্পবেল ও এনক্রুমা বনার।
- বিসিবি একাদশের হয়ে তিন দিনের ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছিঁড়ল না সৈয়দ খালেদ আহমেদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের চূড়ান্ত দলে জায়গা হয়নি এই পেসারের। প্রাথমিক দলে থাকাদের মধ্যে মূল দলে নেই আরেক জন, কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
- শুরুতে নেটে ৩৫ মিনিটের মতো ব্যাটিং। এরপর সেন্টার উইকেটে ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং মিনিট ১৫। কুঁচকির চোট কাটিয়ে প্রথম দিনের অনুশীলনে বেশ লম্বা সময় ব্যাটিং ঝালিয়ে নিলেন সাকিব আল হাসান।
- ম্যাচের প্রথম দিনে রিচার্ড ইলিংওয়ার্থ ছিলেন দর্শক। দ্বিতীয় দিনে তিনি মাঠে নেমে গেলেন আম্পায়ারিং করতে। শরফুদ্দৌলা ইবনে শহীদ ছিলেন আগে থেকেই। বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে টেস্ট ম্যাচের প্রস্তুতি নিয়ে রাখছেন দুই আম্পায়ারও।
- টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের জন্য স্পিন মঞ্চ সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। তবে স্পিন বিষে ক্যারিবিয়ানরাও যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটির কিছুটা নমুনা দেখিয়ে দিলেন রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যান। প্রস্তুতি ম্যাচে এই দুজনের স্পিনে হুড়মুড় করে ভেঙে পড়ল বিসিবি একাদশের ব্যাটিং।
- চট্টগ্রাম টেস্টে তামিম ইকবালের উদ্বোধনী জুটির সঙ্গী কে? বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে হয়তো উত্তর বের করতে হবে অনুশীলন দেখেই। প্রস্তুতি ম্যাচ নামক নির্বাচনী মহড়ায় যে ব্যর্থ হলেন সাইফ হাসান ও সাদমান ইসলাম!
- ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রস্তুতি ম্যাচ, বিসিবি একাদশের বেশ কজনের জন্য এটি দল নির্বাচনী ম্যাচ। মাঠে থাকা দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সামনে সুযোগটি দারুণভাবে কাজে লাগালেন সৈয়দ খালেদ আহমেদ। নতুন বলে গতি-বাউন্স আর পুরনো বলে খানিকটা রিভার্স সুইংয়ের ঝলক দেখিয়ে তার শিকার ৩ উইকেট। রিশাদ হোসেন আপাতত টেস্ট দলের ধারেকাছে নেই। তবে ৫ উইকেট নিয়ে এই লেগ স্পিনারও ছাপ রাখলেন নিজের অগ্রগতির।
- পেস বোলার মানেই যেন অযত্ন, অবহেলা। উইকেট নয় তাদের বন্ধু, পাশে থাকে না নিজ দলও। কখনও নতুন বল পুরনো করার দায়িত্ব মেলে স্রেফ, কখনও সেটিও নয়। বাংলাদেশের ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটে এটিই যখন চিরায়ত চিত্র, ব্যতিক্রম সেখানে সিলেট। পেসারদের তারা তৈরি করে দেয় নিজেদের মেলে ধরার মঞ্চ। এ কারণেই সিলেটের তিন পেসার এখন বাংলাদেশের টেস্ট দলের অংশ, বলছেন তিন জনের একজন আবু জায়েদ চৌধুরি।
- ওয়েস্ট ইন্ডিজের সকালের স্বস্তি মিলিয়ে দেল দুপুরে। ব্যাটিংয়ের শুরুটা ভালো করলেও বিসিবি একাদশের অনভিজ্ঞ ও অনিয়মিত স্পিনারদের বোলিংয়েই নাকাল ক্যারিবিয়ান ব্যাটিং। পেসার সৈয়দ খালেদ আহমেদও নির্বাচকদের জানান দিলেন বার্তা। সব মিলিয়ে প্রস্তুতি ম্যাচে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ।
- ফিল সিমন্সের চোখে ওয়ানডে দলের চেয়ে অভিজ্ঞতা, প্রস্তুতি ও সামর্থ্যে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল। তাই একপেশে ওয়ানডে সিরিজের পর টেস্টে লড়াইয়ের আশায় ক্যারিবিয়ান কোচ। তার ধারণা, বাংলাদেশ দলেরও জানা আছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
- টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বড় একটা স্বস্তির খবর পেল বাংলাদেশ দল। সাকিব আল হাসানের কুঁচকির চোট গুরুতর নয়। দুই-তিন দিনের মধ্যে তাকে অনুশীলনে দেখা যাবে বলে জানালেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরি।
- এক নেটে টানা বোলিং করে গেলেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। বৃহস্পতিবার অনুশীলনে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানালেন তারা, দারুণ বোলিং করলেন, ফাঁকে ফাঁকে হাসি-মজায় মাতলেন, পোজ দিলেন ছবির জন্য। অপূর্ণতা কেবল সেখানে সাকিব আল হাসানের না থাকা। ওয়ানডেতে কুঁচকিতে চোট পাওয়া সাকিব স্ক্যান করানোর পর বিশ্রামে ছিলেন হোটেলেই। তবে এ দিন মাঠে না থাকলেও তাইজুলদের রোমাঞ্চ সাকিবকে ঘিরেই। তিনি ফেরায় যে আবার পূর্ণ হচ্ছে বাংলাদেশের স্পিন চতুষ্টয়!
- একটি নেটে ব্যাট করছিলেন ইবাদত হোসেন চৌধুরি। আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে ব্যাটিং কোচ জন লুইস তাকে টুকটাক পরামর্শ দিচ্ছিলেন। লুইসের পাশেই ছিলেন লিটন দাস। চিৎকার করে তিনি ইবাদতকে বললেন, ‘ইবা, স্টান্সে একটু নিচু হয়ে দাঁড়া।’ ঠিক পাশের নেটে তখন দুর্দান্ত একটি স্ট্রেট ড্রাইভ খেললেন সৈয়দ খালেদ আহমেদ। শট দেখে মুগ্ধতায় তালি দিয়ে উঠলেন সবাই। কোচ রাসেল ডমিঙ্গো বললেন, “ফ্যান্টাস্টিক শট, মাই বয়…।” পাশের আরেকটি নেটে মুশফিকুর রহিম তখন ব্যস্ত গ্রানাইটের স্লাবে ‘থ্রো ডাউন’ খেলতে।
- বয়স ২৩, টেস্ট ম্যাচ ১৬। এই বয়সে আর এই কটি ম্যাচেই যেন নিজস্বতা তৈরি করে ফেলেছেন রিশাভ পান্ত। হয়ে উঠেছেন মানদণ্ড। এই যেমন জার্মেইন ব্ল্যাকউড নিজেকে দেখেন পান্তের ঘরানার ব্যাটসম্যান হিসেবে। বোলারদের ওপর ছড়ি ঘুড়িয়েই বাংলাদেশে সফল হতে চান ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান।
- নিজের অর্জনের তৃপ্তি আছে। সঙ্গে বাড়তি আনন্দ কাছের বন্ধুর প্রাপ্তিও। মুস্তাফিজুর রহমানের সেরা দশে উঠে আসার খবর দারুণ দোলা দিচ্ছে মেহেদী হাসান মিরাজের মনে। এই অফ স্পিনারের মতে, এমন কিছু খুব প্রয়োজন ছিল মুস্তাফিজের।
- চট্টগ্রামে বুধবার সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তাপ। ক্রিকেটীয় উত্তেজনা এ দিন তাই ছিল মিইয়ে। দুই দলেরই হোটেল থেকে বের হওয়া নিষেধ। এমন নিস্তরঙ্গ দুপুরেই হঠাৎ বাংলাদেশ দলে আনন্দের ঢেউ হয়ে এলো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের খবর। বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে বাংলাদেশের দুই জন; চারে মেহেদী হাসান মিরাজ, আটে মুস্তাফিজুর রহমান। দুই বন্ধুকে অভিনন্দন, শুভেচ্ছায় ভাসালেন সতীর্থরা।
- “দিনের শেষ। দুই স্লিপ, গালি, শর্ট লেগ, স্কয়ার লেগ…পারলে টিকে থাকো মো…”, চিৎকার করে বললেন রাসেল ডমিঙ্গো। এই ‘মো’ মানে মুমিনুল হক। টেস্ট অধিনায়ককে এই নামেই ডাকেন বাংলাদেশের প্রধান কোচ। শেষ বলটি করলেন স্বয়ং ডমিঙ্গো, আর্ম থ্রোয়ারে তীব্র গতির ডেলিভারি। মুমিনুল খেলতে পারলেন না ঠিকমতো, তবে আউটও হলেন না। ব্যাটের পাশ দিয়ে অফ স্টাম্প ঘেঁষে বেরিয়ে গেল বল। ডমিঙ্গো চোখ নাচিয়ে বললেন, “লাকি ইউ!”
- উইকেটে নিশ্চিতভাবেই স্পিনারদের জন্য থাকবে সুবিধা। তবে কেমার রোচের বিশ্বাস, কাজে লাগাতে জানলে সুবিধা পাবেন পেসাররাও। আর এভাবে বাংলাদেশের মাটিতে টেস্টে সাফল্য পেতে পারেন তারাও। এর জন্য ঠিক কি করতে হবে, জানালেন ক্যারিবিয়ান এই পেসার।
- প্রাথমিক দলে জায়গা হয়। মূল স্কোয়াডেও ঠাঁই মেলে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ারে গিয়ে শেষ ধাপ আর পার হতে পারছেন না ইয়াসির আলি চৌধুরি। তবে তাতে ভেঙে পড়ছেন না তিনি। মনের জোরে তরুণ এই ব্যাটসম্যান ছুটে চলেছেন স্বপ্ন পূরণের পথে।
- ফোনে কণ্ঠ শোনা গেল ঘুম জড়ানো। মাহমুদউল্লাহ বললেন, “বেশ কিছুদিন পর বাচ্চাদের কাছে পেয়েছি, ওদেরকে নিয়ে শুয়ে একটু চোখ লেগে গিয়েছিল।” ওয়ানডে সিরিজ শেষ করে সোমবার রাতেই চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে গেছেন মাহমুদউল্লাহ। সঙ্গে নিয়ে গেছেন দারুণ কিছু স্মৃতি। দলের ৩-০ ব্যবধানের জয়, সেই জয়ে তার নিজের গুরুত্বপূর্ণ অবদান। দুর্দান্ত এক ঝড়ো ইনিংস!
- চ্যালেঞ্জ যখন কম, নিজেকে অনুপ্রাণিত করার কাজটিও অনেক সময় হয়ে পড়ে কঠিন। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের একটা বড় লড়াই ছিল নিজেদের সঙ্গেও। সেখানে যেভাবে নিজেদের মেলে ধরেছেন ক্রিকেটাররা, মাঠে যে তাড়নার প্রকাশ তারা ফুটিয়ে তুলতে পেরেছেন, তাতে তৃপ্ত অধিনায়ক তামিম ইকবাল।
- নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই প্রতিপক্ষককে হোয়াইটওয়াশ। সব ম্যাচেই সহজ জয়। ব্যাট হাতে নিজের পারফরম্যান্সও খারাপ নয়। সব মিলে দুর্দান্ত শুরু বলাই যায়। তবুও কিছু চাওয়া অপূর্ণই থেকে গেছে তামিম ইকবালের। ব্যাটিংয়ে প্রথম পাঁচ ব্যাটসম্যানের কারো কাছ থেকে একটা সেঞ্চুরি চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
- গিয়েই শট খেলা সহজ নয়, এমন উইকেটে শুরু থেকে রানের গতিতে দম দিয়েছেন। মাহমুদউল্লাহকে দিয়েছেন শুরুতে সময় নেওয়ার সুযোগ। শেষ করে আসতে না পারায় একটু আক্ষেপ আছে বটে, তবে সব মিলে বেশ খুশি মুশফিকুর রহিম। দলের প্রয়োজনের সময় রান করাটাই বেশি উপভোগ্য বাংলাদেশের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানের কাছে।
- পারফরম্যান্সে আরও উন্নতি। ব্যাটিং-বোলিং আরও গোছানো। ঝুলিতে আরও ১০ পয়েন্ট। শেষ ম্যাচে এরকম বেশ কিছু চাওয়া নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। পূরণ হলো সেগুলোর বেশির ভাগই। মাঠে খুব একটা পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজটি পূর্ণ ৩০ পয়েন্ট নিয়েই শেষ করল বাংলাদেশ।
- চার অভিজ্ঞ ব্যাটসম্যান এনে দিলেন লড়াইয়ের পুঁজি। মিলিত চেষ্টায় বোলাররা সারলেন বাকিটা। প্রায় তিনশ রানের লক্ষ্যকে সেভাবে চ্যালেঞ্জই জানাতে না পারা ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
- প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তবে বোলারদের সামর্থ্যে কমতি দেখছেন না দলটির সহকারি কোচ রডি ইস্টউইক। বিশেষ করে বাঁহাতি স্পিনার আকিল হোসেনের বোলিং বেশ মনে ধরেছে তার।
- চেনা মুখগুলোই করেছে ক্যারিবিয়ানদের সবচেয়ে বড় সর্বনাশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন প্রথম দুই ম্যাচে ভুগিয়েছে সফরকারী ব্যাটসম্যানদের। এতো জানাশোনা থাকার পরও এই দুই জনকে সামলাতে না পারায় আক্ষেপ ঝরল ওয়েস্ট ইন্ডিজের সহকারি কোচ রডি ইস্টউইকের কণ্ঠে।
- নেটে স্পিনারদের বেরিয়ে এসে উড়িয়ে মারার অনুশীলন করছিলেন তামিম ইকবাল। কিন্তু বলের পিচে না গিয়েই শট খেললেন কয়েকবার। ব্যাটিং কোচ জন লুইস বারবার তাকে বলছিলেন, বলের কাছে গিয়ে খেলতে। ম্যাচের আগের দিন অনুশীলনে বাংলাদেশ অধিনায়ক যেমন চেষ্টা করছিলেন বলের কাছে যেতে, শেষ ম্যাচে বাংলাদেশ দলেরও তেমনি চাওয়া থাকবে সব লক্ষ্য পূরণের কাছে যাওয়ার।
- তাসকিন আহমেদের বাঁ হাতে চোটের জায়গাটা এখনও কাপড়ের মতো কিছু একটা দিয়ে মোড়ানো। সেটি নিয়েই তিনি বেশ আগ্রাসী বোলিং করলেন নেটে। অনুশীলনে শরিফুল ইসলামের আগুন ঝরানো বোলিং তো এখন নিয়মিত দৃশ্য। নেটে মেহেদি হাসানও অফ স্পিনে বেশ ভোগালেন ব্যাটসম্যানদের। এক পাশের নেটে লম্বা সময় বোলিং করে গেলেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডের আগে অনুশীলনে চলল যেন নিজেদের মেলে ধরার প্রতিযোগিতা। শেষ পর্যন্ত সুযোগ মিলবে কজনের?
- প্রতিটি ম্যাচই হতে হবে অর্থবহ, সবকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ চালুর পেছনে এটিই ছিল আইসিসির মূল ভাবনা। সেটির কার্যকারিতা ভালোভাবেই ধরা পড়ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। সিরিজ জয় নিশ্চিত হওয়ার আগে বেশির ভাগ আলোচনা থাকত হোয়াইটওয়াশ ঘিরে। এখন ‘হোয়াইটওয়াশ’ শব্দটির নাম-গন্ধ নেই, আকাঙ্ক্ষাজুড়ে কেবল আরও ১০ পয়েন্ট।
- প্রথম দুই ম্যাচে লড়াইয়ের জন্য স্কোরবোর্ডে যথেষ্ট রান পাননি বোলাররা। উভয় ম্যাচে দল গুটিয়ে গেছে দেড়শর নিচে। হোয়াইটওয়াশড হওয়া এড়াতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটসম্যানদের এগিয়ে আসার আহ্বান জানালেন ফিল সিমন্স। এবার অন্তত ২৩০-২৫০ রান চান ওয়েস্ট ইন্ডিজ কোচ।
- দলে নতুন মুখের ছড়াছড়ি। আছে অভিজ্ঞরাও, গত কয়েক মাসে যারা টেস্ট খেলার মাঝেই আছে। এসবের ভিড়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সের আশার পালে মূলত দোলা দিচ্ছে কঠিন কন্ডিশনে লম্বা সময় ধরে দল প্রস্তুতির মধ্যে থাকায়। তাই আসছে টেস্ট সিরিজ নিয়ে ভালো কিছুর আশা করছেন সিমন্স।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ সিরিজের প্রথম ম্যাচে হয়েছিল একটি মাইলফলক, দ্বিতীয় ম্যাচে আরেকটি। সিরিজ জয়ের পর ড্রেসিং রুমে কেক কেটে একসঙ্গেই উদযাপন করা হলো মুশফিকুর রহিমের দুটি মাইলফলক।
- অভিষেকের পর প্রায় তিন বছর হতে চললেও ওয়ানডেতে এখনও জায়গা যেন থিতু নয় মেহেদী হাসান মিরাজের। তাকে চ্যালেঞ্জ জানাতে এগিয়ে আসছেন অনেক তরুণ। তবে তাদের নিয়ে একদমই ভাবছেন না মিরাজ। তার প্রতিযোগিতা নিজের সঙ্গেই।
- মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ। কাকে রেখে কাকে খেলাবে? তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিনরা বাইরে বসে আছেন। শরিফুল ইসলামও দরজায় কড়া নাড়ছেন। দলে জায়গা পেতে সতীর্থদের এই লড়াই উপভোগ করছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
- সিরিজ শুরুর আগেই মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই পাচ্ছেন বাড়তি আত্মবিশ্বাস। পারফরম্যান্সেও তা ফুটিয়ে তুললেন তরুণ এই অফ স্পিনার। করলেন ক্যারিয়ার সেরা বোলিং। ম্যাচ সেরা হয়ে খুশিতে ভাসছেন মিরাজ।
- সংখ্যার নিক্তিতে উন্নতি আছে। প্রথম ম্যাচে ১২২ রানের পর এবার ১৪৮। তবে বাস্তবতায় ক্যারিবিয়ান ব্যাটিংয়ে দুই ম্যাচে দেখা গেছে একই দশা। উইকেট যদিও দ্বিতীয় ম্যাচে ছিল যথেষ্টই ভালো। সেই উইকেটে অল্পতে গুটিয়ে যাওয়ায় হতাশ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মেদ।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দলে নেই প্রতিষ্ঠিত কোনো অফ স্পিনার কিংবা বাঁহাতি স্পিনার। টেস্ট সিরিজের প্রাথমিক দলে থাকা পাঁচ জন জায়গা পেয়েছেন ১৪ সদস্যের দলে।
- ৭-১-২৯-১, ওয়ানডেতে যে কোনো মানদণ্ডেই বেশ ভালো বোলিং। তবে প্রতিপক্ষ যখন ১২২ রানে গুটিয়ে যায়, সতীর্থরা যখন আলো ছড়ায় আরও বেশি, তখন অমন বোলিংয়েও খানিকটা অতৃপ্তি অস্বাভাবিক নয়। প্রথম ম্যাচের পর সেই আক্ষেপের জায়গাটুকু ছিল মেহেদী হাসান মিরাজের। সেই হতাশা পেছনে ফেলে বাংলাদেশের অফ স্পিনার এবার করলেন ক্যারিয়ার সেরা বোলিং।
- একই উইকেটে খেলা হলেও কন্ডিশনের কারণে বোলারদের জন্য ছিল না খুব একটা সহয়তা। বল ভালোভাবেই এলো ব্যাটে। কিন্তু মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমানদের দারুণ লাইন-লেংথের সামনে খুব একটা লড়াই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। টানা দ্বিতীয় ম্যাচে তারা গুটিয়ে গেল দেড়শর নিচে। অধিনায়ক তামিম ইকবালের ফিফটিতে সহজেই সেই রান পেরিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে একটি রেকর্ডে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়েছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে একাদশে থেকেই তিনি স্পর্শ করলেন মাশরাফির আরেকটি রেকর্ড।
- সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩৩.২ ওভারে ১৪৯/৩ (ওয়েস্ট ইন্ডিজ ৪৩.৪ ওভারে ১৪৮)
- স্বস্তি আছে, তৃপ্তি নেই। অনায়াস জয়ের ছাপ আছে, কিন্তু দাপট নেই। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও খামতি ছিল অনেক, ঘাটতি ছিল বেশ। এবার অপেক্ষা তাই মন ভরানো জয়ের। নিজেদের মাঠে, চেনা কন্ডিশনে অনভিজ্ঞ ও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়া। সেই দাপুটে পারফরম্যান্সে সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ।
- ম্যাচের দ্বিতীয়ভাগে বিশাল টার্ন পাচ্ছিলেন আকিল হোসেন। কম পাননি জেসন মোহাম্মেদও। আলজারি জোসেফের চোখে এখনও লেগে আছে সেটা। ক্যারিবিয়ান এই পেসারের ধারণা, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও একইরকম উইকেট পাবেন তারা।
- ৬ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট। বেশ ভালো বোলিং ফিগার। তবে খুব আলোচনার মতো কিছু নয়। এমন বোলিং তো মুস্তাফিজুর রহমানের কাছ থেকে প্রত্যাশিতই! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার বোলিংয়ে তবু মিশে থাকল বাড়তি উচ্ছ্বাস আর আশার উপকরণ। অনেক আলোচনা আর অপেক্ষা শেষে, হা-হুতাশের অনেক প্রহরের পর অবশেষে আভাস মিলছে, ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে আনা রপ্ত করতে শুরু করেছেন এই বাঁহাতি পেসার।
- প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে আলো অনেকটাই কেড়ে নিয়েছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের মহাতারকার পাশে ঝলমলে পারফরম্যান্সে ঠিকই নজর কেড়েছেন নবীন একজন। অভিষেক ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে হাসান মাহমুদ আগমণী বার্তা জানিয়েছেন বেশ জোরেসোরেই। বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসনের মতে, কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন তরুণ এই পেসার।
- ক্যারিবিয়ান ক্রিকেটে আকিল হোসেনকে নিয়ে কেন এত আলোচনা, অভিষেক ওয়ানডেতেই সেটি দেখিয়ে দিলেন এই বাঁহাতি স্পিনার। দারুণ বোলিংয়ে গড়লেন রেকর্ড। তবে ব্যক্তিগত প্রাপ্তি তার কাছে চাপা পড়ে যাচ্ছে দলের ব্যর্থতার হতাশায়।
- অনেক লড়াই করে পেয়েছিলেন প্রিয় তিন নম্বর পজিশন। দুর্দান্ত ব্যাটিংয়ে জায়গাটা একরকম নিজের করে নিয়েছিলেন। আর কোনো পজিশনে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান অতোটা সফল নন। তবুও সে জায়গা ছেড়ে একধাপ নিচে ব্যাট করতে হচ্ছে সাকিব আল হাসানকে। বাঁহাতি এই ব্যাটসম্যান জানালেন, নিজের আগে দলকে প্রাধান্য দেন বলেই জায়গা ছেড়েছেন।
- মাত্র ১২২ রান তাড়া করতে খেলতে হলো প্রায় ৩৪ ওভার। হারাতে হলো চার উইকেট। ব্যাটিংয়ে সাদামাটা পারফরম্যান্সের জন্য উইকেটকেই দায় দিলেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের মতে, কন্ডিশনের জন্য ব্যাটিং হয়ে গিয়েছিল কঠিন।
- লম্বা বিরতি ব্যাটিংয়ে কিছুটা ছাপ ফেলেছে, কিন্তু বোলিংয়ে যেন আগের জায়গাতেই আছেন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে বাঁহাতি স্পিনার নিয়েছেন ৪ উইকেট। ইনিংস শেষে এক প্রতিক্রিয়ায় জানালেন, স্রেফ ঠিক জায়গায় বোলিং করে যাওয়ায় মিলেছে উইকেট।
- ফুলেল মঞ্চে দাঁড়িয়ে সিরিজের উদ্বোধন ঘোষণা করলেন বিসিবি সভাপতি। মাঠের নানা প্রান্ত থেকে ওড়ানো হলো বেলুন। আতশবাজির স্ফুলিঙ্গের ছটায় শুরু হলো ম্যাচ। কিন্তু উৎসবের আবহে শুরু হওয়া ম্যাচ রঙিন হলো না বর্ণিল ক্রিকেটের প্রদর্শনীতে। ব্যাটিংয়ে ধুঁকল দুই দলই। লড়াইয়ে ছড়াল না উত্তাপ। জয়ের স্বস্তিটা অবশ্য পেল বাংলাদেশ। দারুণ বোলিংয়ে জয়ের নায়ক নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা সাকিব আল হাসান।
- বিসিবির ঘোষণা এসেছিল আগের দিনই। ম্যাচের আগে দেখা গেল বাস্তবায়ন। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে শুরুর আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাল দুই দল।
- ওয়েস্ট ইন্ডিজের নতুন চেহারার দলে একাগাদা ক্রিকেটারের অভিষেক অনুমিতই ছিল। একাদশ ঘোষণার পর দেখা গেল, অর্ধেকের বেশি খেলছেন প্রথম ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে অভিষেক হলো ক্যারিবিয়ানদের ৬ জনের।
- ফেরার ম্যাচ রাঙিয়ে রাখলেন সাকিব আল হাসান। দারুণ বোলিংয়ে নিলেন ৪ উইকেট। অভিষেকে ৩ উইকেট পেলেন হাসান মাহমুদ। বোলারদের দাপটে ছোট লক্ষ্য পেল বাংলাদেশ। ছোট পুঁজি নিয়েও দারুণ লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রত্যাশিত জয় দিয়েই সিরিজি শুরু করল তামিম ইকবালের দল।
- মিরপুরের পিচে খুব একটা রান আশা করছে না ওয়েস্ট ইন্ডিজ। আড়াইশ রানের আশেপাশে থাকলেও জোর লড়াই সম্ভব, ধারণা সফরকারীদের। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে স্কোরবোর্ডে ২৬০-২৬৫ রান তোলার লক্ষ্য অধিনায়ক জেসন মোহাম্মদের।
- নিয়মিত অধিনায়ক হিসেবে পথচলা শুরুর আগেই বোধহয় রেকর্ড একটা করে ফেলেছেন তামিম ইকবাল। অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম টস করার জন্য এতটা অপেক্ষা আর কাকে করতে হয়েছে! তার ১০ মাস ১২ দিনের অপেক্ষার অবসান অবশেষে হতে যাচ্ছে। ফুরোচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য দেশের ক্রিকেটের সুদীর্ঘ প্রতীক্ষাও। ২০২৩ বিশ্বকাপে চোখ রেখে নতুন করে শুরু হচ্ছে ওয়ানডেতে বাংলাদেশের যাত্রা, যে অভিযানের মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’ গড়ে তোলা।
- পরিকল্পনার পালা চলছে, নানা ছক কাটা হচ্ছে। ২০২৩ বিশ্বকাপে চোখ রেখে দল গুছিয়ে নেওয়া হচ্ছে নতুন ভাবে। গোছানো দলের একটি বড় বৈশিষ্ট্য লম্বা সময় দায়িত্বে থাকা থিতু একজন অধিনায়ক। তামিম বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন তো? তিনি আশা যেমন দেখালেন, তেমনি উল্টো কিছুর শঙ্কাও উড়িয়ে দিলেন না।
- চোট-আঘাত নেই। নেই কোনো নিষেধাজ্ঞা, বিশ্রাম, ছুটি। বাংলাদেশ ওয়ানডে খেলছে, কিন্তু এই কারণগুলো ছাড়া মাশরাফি বিন মুর্তজা হয়ে আছেন দর্শক, গত প্রায় দুই দশকে দেখা যায়নি এমন কিছু। দল থেকে বাদ পড়ার হতাশা তার থাকা স্বাভাবিক। তবে ব্যক্তিগত খেদ পাশে রেখে দল আর দেশের জয়গানই গাইছেন মাশরাফি। শুভ কামনা জানালেন তার উত্তরসূরি তামিম ইকবালকেও।
- ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতা ও বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাবেন তামিম-সাকিব-মুশফিকরা।
- ক্রিকেট অনুসারী-দর্শকরা তো বটেই, ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের কাছেও বড় চমক হয়ে এসেছে সৌম্য সরকারকে ফিনিশারের ভূমিকায় খেলানোর ভাবনা। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, সৌম্যকে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে অনেক আগেই।
- সমালোচনার পরিমাণ মাপার কোনো যন্ত্র আপাতত নেই, তবে তামিম ইকবাল ঠিকই মেপে ফেলেছেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মতে, তার মতো সমালোচনা বাংলাদেশের ক্রিকেটে আর কাউকে সইতে হয়নি। আক্ষেপ-অভিযোগ করে বললেন কিনা, তা অবশ্য বোঝা গেল না। কারণ স্পষ্ট করে এটাও জানিয়ে দিলেন, অধিনায়ক হিসেবে আপাতত প্রশংসা-সমালোচনা, সবই তিনি গ্রহণ করে নেবেন সাদরে।
- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ফেরার সিরিজ দিয়ে শুরু হচ্ছে আরেক লড়াই। আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হচ্ছে তাদের। এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচ, প্রতিটি পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ তা ভালো করেই জানেন তামিম ইকবাল। বাছাই পর্ব এড়িয়ে সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলতে প্রতিটি পয়েন্টের জন্য লড়াইয়ের কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
- লাল বলের ক্রিকেটের মাঝেই থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। সেখানে বাংলাদেশ প্রস্তুতি সারবে স্রেফ কয়েকটা অনুশীলন সেশন দিয়ে, যা আদর্শ মনে হচ্ছে না রাসেল ডমিঙ্গোর। তাই অনুশীলন সেশনের সময় বাড়িয়ে কমাতে চাইছেন ঘাটতি।
- দুই দিক থেকে হ্যাটট্রিক জয়ের সামনে দাঁড়িয়ে থাকা দলকে সাবধান করে দিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার বিশ্বাস, নিজেদের প্রমাণ করতে মরিয়া তরুণ ক্যারিবিয়ান ক্রিকেটাররা ছুড়ে দেবে কঠিন চ্যালেঞ্জ। লড়াইয়ে জিততে তাই প্রথম বল থেকেই খেলতে হবে নিজেদের ক্রিকেট।
- মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ ও মুমিনুলের হকের পর চতুর্থ অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে পাচ্ছেন রাসেল ডমিঙ্গো। সিরিজ শুরুর আগে ওয়ানডে অধিনায়ক মাঠের বাইরে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, তাতে খুশি বাংলাদেশের প্রধান কোচ।
- পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক একটি সিরিজকেই প্রস্তুতির উপলক্ষ হিসেবে নিতে হচ্ছে রাসেল ডমিঙ্গোকে। লম্বা সময় পেসাররা খেলার বাইরে থাকায় নিউ জিল্যান্ড সফরের জন্য তাদের তৈরি করার কাজ কিছুটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই সারতে চান বাংলাদেশের প্রধান কোচ।
- প্রিয় পজিশন তিন নম্বরে ফিরে আলো ছড়ানো সাকিব আল হাসানকে আবার নেমে যেতে হচ্ছে মিডল অর্ডারে। সম্ভাবনাময় তরুণ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে এই পজিশনে সুযোগ দিতে চান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
- গত বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজকে পার হতে হয়েছিল বাছাইপর্বের বৈতরণী। সেই পথে আর যেতে চায় না দুবারের বিশ্বকাপ জয়ীরা। খেলতে চায় সরাসরি বিশ্বকাপে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে সেই পথে এগিয়ে যেতে চান বলে জানালেন ক্যারিবিয়ানদের প্রধান কোচ ফিল সিমন্স।
- বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে স্পিন চতুষ্টয়ের হাতে নাকাল হওয়ার স্মৃতি এখনও তাজা। তাইতো প্রতিপক্ষের এবারের দলে ছয় পেসার থাকলেও ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সের ভাবনা জুড়ে সেই স্পিনই।
- যুব বিশ্বকাপ জেতা শরিফুল ইসলাম প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে যেন খুশিতে ভাসছেন। এরই মধ্যে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলা হাসান মাহমুদ ও মেহেদি হাসানের নজর আরেক সংস্করণে অভিষেকে। বাংলাদেশ ওয়ানডে দলের তিন তরুণ জানালেন তাদের ভাবনার কথা।
- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশেষ জার্সির পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জার্সিতে থাকবে মুক্তিযুদ্ধে বাঙালির স্মারক চিহ্ন।
- কোনো কারণে তামিম ইকবাল মাঠে না থাকলে দায়িত্ব পালন করবেন কে? নির্দিষ্ট কোনো নাম এখনও ঠিক করেনি বিসিবি। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ধারণা দিলেন, অধিনায়কের অনুপস্থিতিতে সিনিয়রদের কেউ কাজটা চালিয়ে নিবেন।
- অবিশ্বাস্য এক বিশ্বকাপ কাটানোর পর থেকে সাকিব আল হাসানের খেলা হয়নি আন্তর্জাতিক ম্যাচ। নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেও ছিলেন ছন্দের খোঁজে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবকে স্বরূপে দেখার আশা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। দেশসেরা অলরাউন্ডারের কাছে প্রত্যাশা খুব ভালো পারফরম্যান্স।
- লম্বা বিরতির পর অনেকটা শূন্য থেকেই শুরু করতে হবে বাংলাদেশ দলকে। মিনহাজুল আবেদীন এর সঙ্গে মিলিয়ে নিচ্ছেন ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতিকে। দুইয়ে মিলে নতুন, পরিকল্পিত এক সূচনার দিকে তাকিয়ে প্রধান নির্বাচক। এর শুরুটা হলো সম্ভাবনাময় তিন তরুণকে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডেকে।
- নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানের ব্যাটে দেখা যাচ্ছিল না চেনা ধার। ইনিংসগুলো থেমে যাচ্ছিল দুয়েকটা শটের ঝলক দেখিয়েই। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দিলেন ছন্দে ফেরার আভাস। রান দেখা গেল তামিম ইকবালের ব্যাটেও।
- ধারাবাহিকভাবে দারুণ বোলিংয়ে নিজের দাবি জানিয়ে রাখা হাসান মাহমুদ পেলেন প্রত্যাশিত ডাক। তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন আরেক পেসার শরিফুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান।
- দলে অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, কিন্তু প্রতিভার কমতি দেখছেন না সুনিল আমব্রিস। এই ওপেনিং ব্যাটসম্যানের বিশ্বাস, ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারলে বাংলাদেশের উইকেটেও মিলবে সাফল্য। তরুণ সতীর্থদের তাই সহজাত ক্রিকেট খেলার পরামর্শ দিলেন তিনি।
- নতুন বল হাতে ছুটলেন কেমার রোচ, সুইং করে একটু ভেতরে ঢুকে আঘাত হানল প্যাডে। প্রথম বলেই এলবিডব্লিউ ক্রেইগ ব্র্যাথওয়েট। মরা উইকেটেও প্রাণ জাগালেন রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল। মন্থর উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়ার পথ দেখালেন অভিজ্ঞ দুই পেসার।
- প্রেক্ষাপট ভিন্ন কিন্তু মূল ঘটনা একই। এক যুগের ব্যবধানে আবার বাংলাদেশের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। সেবার কেমার রোচ ছিলেন তরুণ গতিময় এক পেসার, এখন তিনি টেস্টে ক্যারিবিয়ানদের বড় এক অস্ত্র। ২০০৯ সালের সেই সিরিজের সঙ্গে এবারের সিরিজের বেশ মিল দেখছেন রোচ।
- মাঠের লড়াই শুরুর আগে আরেকটি ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। করোনাভাইরাস পজিটিভ হয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দলটির লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র।
- পূর্ণ শক্তির দল যেখানে হেরে গেছে টানা দুটি সিরিজ, সেখানে খর্ব শক্তির দল নিয়েও আশায় বুক বাঁধছেন জেসন মোহাম্মেদ। আড়াই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যান ঠিক করেছেন দুটি লক্ষ্য; বাংলাদেশে দলের ব্যর্থতার বৃত্ত ভাঙা আর পূর্ণ শক্তির ক্যারিবিয়ান দলেও নিজের জায়গা করে নেওয়া।
- প্রস্তুতি ম্যাচ এবার শুধু নিজেদের ঝালাই করাই নয়, অনেকটা দল নির্বাচনী ম্যাচও। দলে ফেরার লড়াইয়ে থাকা আর নবীনদের জন্য নিজেদের জানান দেওয়ার ম্যাচ। সেই পরীক্ষায় প্রথম সুযোগেই নিজেকে দারুণভাবে মেলে ধরলেন হাসান মাহমুদ। প্রথম প্রস্তুতি ম্যাচে তরুণ পেসারের শিকার ৪ উইকেট।
- বোম্বে টেস্ট, ১৯৬৬। সিমুর নার্সের চোটে প্রথম টেস্ট শুরুর এক ঘণ্টারও কম সময় আগে জানলেন হবে অভিষেক। টার্নিং উইকেটে ভারতের স্পিন আক্রমণ সামলে দেখালেন নিজের সামর্থ্য। জোড়া ফিফটি দিয়ে শুরু হলো এক কিংবদন্তির পথ চলা। বাংলাদেশ সফরে উত্তরসূরিদের কাছে এমন কিছু দেখার অপেক্ষায় ক্লাইভ লয়েড।
- দলে নেই একগাদা তারকা। ক্রেইগ ব্র্যাথওয়েটের তবু আত্মবিশ্বাসের কমতি নেই। ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক তার দলকে কম শক্তির মনেই করেন না! মাঠের বাইরে ভালো পরিকল্পনা আর মাঠে তা বাস্তবায়নের বিশ্বাস, এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশকে হারানোর আশা করছেন ব্র্যাথওয়েট।
- তিন নেটের একটাতে একা মেহেদী হাসান মিরাজ। স্পট বোলিংয়ে কাটল অনেকটা সময়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বুধবার অনুশীলনে তিনি ঝালাই করে নিলেন নিজের লাইন, লেংথ। ক্যারিবিয়ানদের সামনে পেয়ে একটা জায়গা তার আগেই ঠিক হয়ে গেছে, আত্মবিশ্বাস। এবার বোলিংয়ের ঘাটতিটুকু পূরণ করে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে নেমে যেতে প্রস্তুত মিরাজ।
- ঢাকায় পা রাখার পর ক্যারিবিয়ানদের কোয়ারেন্টিনে আপাতত চলছে হোটেলবন্দি পর্ব। অখণ্ড এই অবসরে কোচ ফিল সিমন্স ছক কাটছেন বাংলাদেশে সিরিজ জয়ের। যদিও সেরা অস্ত্রের অনেকগুলোই তার হাতে নেই। জয় তবু জরুরি। এই সিরিজ দিয়েই যে ২০২৩ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই শুরু হচ্ছে তাদের!
- আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
- বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নেওয়া জেসন হোল্ডার, কাইরন পোলার্ডদের কড়া সমালোচনা করেছেন ফ্র্যাঙ্কলিন রোজ। সিনিয়র খেলোয়াড়দের এমন সিদ্ধান্তে বিরক্ত ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার। দলের প্রতি ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এ বিষয়ে বোর্ডের অবস্থানেরও সমালোচনা করেছেন তিনি।
- চোট থেকে ফেরার পর করোনাভাইরাস পরিস্থিতিতে খুব একটা খেলার সুযোগ না মিললেও টেস্ট দলে ফেরার পথে এক ধাপ এগিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এই পেসার। সেখানে তার সঙ্গী কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন
- পাহাড়ে সেনাবাহিনীর ছেড়ে যাওয়া ক্যাম্পে পুলিশ মোতায়েন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফের ভোট বর্জনের পথে বিএনপি, ‘যাচ্ছে না’ ইউপি নির্বাচনে
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন