- তামিম ইকবালের ব্যাটে ওয়ানডের আগ্রাসন। সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ফিফটি। রান পেলেন নুরুল হাসান সোহানও। ৮০ ওভার হওয়ার আগেই দলের রান তাই পেরিয়ে গেল তিনশ। সারা দিনে বোলাররা নিতে পারলেন কেবল ১ উইকেট।
- ২০২৩ বিশ্বকাপের আগে ওয়ানডে দলে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না তামিম ইকবাল। তবে নিউ জিল্যান্ডে ব্যর্থতার পর টুকটাক কিছু বদলের সম্ভাবনার কথা বললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানে নতুন হাওয়ার ছোঁয়ার চেয়ে পুরনো আশ্রয়ে ফেরার সম্ভাবনাই বেশি।
- কখনও ক্যাচ ফসকানো, কখনও স্টাম্পিং বা রান আউটের সুযোগ হাতছাড়া। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের এসব ভুলের দৃশ্য খুব নিয়মিত। তবে তার ওপরই আস্থা রাখছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মতে, কিপিং ছাড়া বা না ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার মুশফিকের আছে।
- নিউ জিল্যান্ডে যাচ্ছেতাই পারফরম্যান্স বাংলাদেশ দলের। চারপাশে সমালোচনার ঝড়। তামিম ইকবাল বলছেন, বাইরের আলোচনার মূল্য তাদের কাছে একটুও নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক কথা বললেন দলের ফিল্ডিং, মুশফিকের কিপিং, তার নিজের স্ট্রাইক রেট, দল নিয়ে পরিকল্পনাসহ সাম্প্রতিক আরও অনেক প্রসঙ্গে।
- সাকিব আল হাসানকে চার নম্বরে খেলানোর পরীক্ষা আপাতত শেষ বলেই ইঙ্গিত দিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন, পরের সিরিজেই সাকিবকে তিন নম্বরে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি, সৌম্য সরকারকে ‘ফিনিশার’ বানানোর ভাবনা থেকেও দল সরে এসেছে বলে আভাস দিলেন তামিম।
- ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার পথে একজন সঙ্গী পেলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গে নিউ জিল্যান্ড থেকে ফিরে আসছেন হাসান মাহমুদও। পিঠের চোট নিয়ে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তরুণ এই পেসার।
- বোলিংয়ে শুরুটা হয়েছিল দারুণ কিন্তু ধরে রাখা যায়নি ধারাবাহিকতা। নিউ জিল্যান্ডের উইকেটে তিনশ রানের লক্ষ্য তাড়া করা অসম্ভব কিছু নয়। কিন্তু ৭ ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে সেই চেষ্টাও করতে পারেনি বাংলাদেশ। সব কিছু মিলিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার জন্য কেবল নিজেদেরই দুষছেন অধিনায়ক তামিম ইকবাল।
- সফরে টানা তৃতীয় ম্যাচে টস হারলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আগের দুই ম্যাচে ফিল্ডিং নিলেও এবার ব্যাটিং নিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
- নিউ জিল্যান্ডে ব্যাটিংয়ের একটি টেমপ্লেট পেয়েছে বাংলাদেশ। শুরুতে সাবধানী, শেষটায় ঝড়। দ্বিতীয় ওয়ানডেতে এই কৌশলে জয় প্রায় পেয়েই যাচ্ছিল সফরকারীরা। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে একই ধরনের ব্যাটিং চান বাংলাদেশের ব্যাটিং কোচ জন লুইস।
- নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের দুঃস্বপ্ন ভুলে পরের ম্যাচে লড়াই করেছে বাংলাদেশ। সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো পাওয়া যেত অনির্বচনীয় জয়ের স্বাদ। তা হয়নি, তবে এই ম্যাচে লড়াইয়ের পুঁজি গড়ে দেওয়া তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই দুই ব্যাটসম্যানের।
- পুরস্কার বিতরণীতে সঞ্চালক বললেন, প্রথম ম্যাচ থেকে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। তামিম ইকবাল তাতে খুব একটা পাত্তা দিলেন না। ম্যাচ শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময়ও উঠল সেই প্রসঙ্গ। সেখানেও খুব একটা আগ্রহ দেখালেন না তিনি। বাংলাদেশ অধিনায়কের আক্ষেপ, জয়ের এমন সুযোগ তো বারবার আসে না!
- ব্যাটসম্যানরা লড়ার মতো রান এনে দিয়েছে। বোলাররা লড়াই করেছে। তবু ধরা দেয়নি জয়। গুরুত্বপূর্ণ সময়ে পরপর দুটি সহজ ক্যাচ ছাড়লে তো আর ম্যাচ জেতা যায় না। ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে হাহাকার সতীর্থদের ক্যাচ ছাড়ার হতাশায়।
- জিমি নিশামের ব্যাট ছুঁয়ে বল উইকেটের পেছনে। সহজ ক্যাচ অযথা ডাইভ দিতে গিয়ে ছেড়ে দিলেন মুশফিকুর রহিম। টম ল্যাথামের টাইমিংয়ের গড়বড়ে সহজ ক্যাচ, ধরতে পারলেন না বোলার মেহেদি হাসান নিজেই। পরপর দুই ওভারে সুযোগ হাতছাড়া, বাংলাদেশের আশার সমাধি সেখানেই। ল্যাথাম আর নিশাম মিলেই নিউ জিল্যান্ডকে এগিয়ে নিলেন জয়ের পথে। অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক ল্যাথাম।
- আগের ম্যাচের হতাশা পেছনে ফেলতে প্রয়োজন ছিল ব্যাটিং দৃঢ়তা। অধিনায়ক তামিম ইকবাল সামনে থেকে পথ দেখালেন দায়িত্বশীল ব্যাটিংয়ে। ক্যারিয়ার সেরা ইনিংসে মোহাম্মদ মিঠুন মেটালেন সময়ের দাবি। বাংলাদেশ গড়তে পারল লড়ার মতো রান।
- বাংলাদেশের ব্যাটিং রেকর্ডে অনেকগুলো ‘প্রথম’ জন্ম হয়েছে যার ব্যাট থেকে, সেই তামিম ইকবাল গড়লেন আরেকটি কীর্তি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন ওয়ানডেতে ফিফটির ফিফটি।
- দল হারলে সেখান থেকে ইতিবাচক কিছু খুঁজে নেওয়ার রীতি বাংলাদেশের ক্রিকেটে চলে আসছে অনেক দিন থেকেই। এবার অন্তত একটু ব্যতিক্রম পাওয়া গেল। নিউ জিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে হারার পর অধিনায়ক তামিম ইকবাল বললেন, এই ম্যাচ থেকে সামনে বয়ে নেওয়ার মতো তেমন কিছু নেই।
- কখনও ওপেনার, কখনও ফিনিশার। কখনও তিন নম্বর, কখনও পেস বোলিং অলরাউন্ডার। বিভিন্ন সময়ে নানা ভূমিকায় সৌম্য সরকারকে নেওয়া হয়েছে বাংলাদেশ দলে। অধিনায়ক তামিম ইকবাল এবার জানালেন সৌম্যর আরেকটি পরিচয়, যে ভূমিকায় তাকে নেওয়া হয়েছে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।
- নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের ব্যাটিংয়ে দলের গর্বের জায়গায় চোট লেগেছে বলে মনে করেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের দাবি, দলের ব্যাটিং সামর্থ্যের সত্যিকার প্রতিফলন পড়েনি। ব্যর্থতার দায়ও নিজেদের কাঁধে নিচ্ছেন তিনি।
- সিরিজ শুরুর আগে বাংলাদেশের কোচ-অধিনায়কের কণ্ঠে বারবার একই কথা, দলের পেস আক্রমণ নিয়ে তারা রোমাঞ্চিত। কিন্তু বোলারদের জন্য কিছু পুঁজি তো দিতে হবে ব্যাটসম্যানদের! নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের হার একরকম নিশ্চিত হয়ে যায় বোলাররা বল হাতে নেওয়ার আগেই। এতটাই বাজে ছিল ব্যাটিং।
- প্রতিপক্ষ অধিনায়কের মাইলফলকের ম্যাচ, অভিনন্দন তো জানাতেই হয়। তবে তার বেশি ভালো চাওয়া মানে তো নিজেদের বিপদ ডেকে আনা! তামিম ইকবাল তাই টম ল্যাথামকে শুভেচ্ছা জানিয়েও মজা করে বললেন, শুভ কামনা সবটুকু নয়।
- ওটাগো হারবারের কোল ঘেঁষে নান্দনিক সৌন্দর্যের আধার ‘সিগনাল হিল।’ ডানেডিন শহরের আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রেই ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন হলো শুক্রবার। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল মুগ্ধতাভরা কণ্ঠে বললেন, ‘খুব সুন্দর জায়গা, দলের সবাইকে নিয়ে আসতে হবে।’ সৌন্দর্যের কথা বললে অবশ্য গোটা নিউ জিল্যান্ডই যেন স্বর্গ। তবে স্বপ্নের মতো এই দেশ মাঠের ক্রিকেটে বাংলাদেশের জন্য বরাবরই দুঃস্বপ্নের।
- সীমিত ওভারের ক্রিকেটে পারফরম্যান্সে বাংলাদেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু নেতা হয়ে উঠতে কেবল পারফরম্যান্সই তো যথেষ্ট নয়। বাঁহাতি এই পেসারের ব্যক্তিত্ব ও আচরণে তাই ইতিবাচক কিছু পরিবর্তন দেখতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
- সৌম্য সরকারকে সাতে খেলানোর পরীক্ষার আপাতত সমাপ্তি বলে ধরে নেওয়া যায়। বাঁহাতি এই ব্যাটসম্যানকে আবার টপ অর্ডারে বিবেচনা করা হচ্ছে বলে জানালেন তামিম ইকবাল। রান খরার কারণ আলোচনায় থাকা আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্তর ওপর দলের আস্থার কথাও আরেকবার জানিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
- সাকিব আল হাসান না থাকা মানেই একাদশ গোছানোয় টানাপোড়েন। বোলার একজন বাড়তি নেওয়া হবে নাকি ব্যাটসম্যান? এবারও সেই পরীক্ষার সামনে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক তামিম ইকবাল অবশ্য জানিয়েই দিলেন, কোন পথে এগোবেন তারা। বোলিং শক্তিতে কোনো ঘাটতি রাখতে চায় না দল।
- নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক দেশে ফিরবেন ওয়ানডে সিরিজ খেলেই। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে বিরতি নিচ্ছেন বলে জানিয়েছেন টি-টোয়েন্টিতে দেশের সফলতম ব্যাটসম্যান।
- করোনাভাইরাসের টিকা পাওয়ার ক্ষেত্রে দূরদর্শী ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যমে দেশের সফলতম ব্যাটসম্যান ও সিনিয়র এই ক্রিকেটার বললেন, টিকার ক্ষেত্রে বাংলাদেশ জাতি হিসেবে গর্ব করতে পারে।
- ২৪ ঘণ্টার সাড়ে ২৩ ঘন্টাই থাকতে হচ্ছে ঘরবন্দি হয়ে। কঠিন এই পরীক্ষার ছয় দিন কেটে গেছে। বাকি আর একদিন। নিউ জিল্যান্ডে সাত দিনের রুম কোয়ারেন্টিন শেষ করে জিম ও মাঠে অনুশীলন শুরুর জন্য মরিয়া হয়ে আছেন তামিম ইকবাল ও তার দল।
- সফরের আগে ক্যাম্প বা অনুশীলন নেই। প্রথাগত মিডিয়া সেশনও নেই। বিদায় বেলায় বিমানবন্দরে ক্রিকেটারদের কাছাকাছি যাওয়াও কঠিন সংবাদকর্মীদের। সবই মহমারীকালিন বাস্তবতা। গত কয়েক মাসে এরকম অনেক কিছুর সঙ্গেই পরিচয় হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। অপেক্ষা এবার নতুন অভিজ্ঞতার, মহামারীকালে প্রথম সফর! সেই সফর এমন দেশে, দ্বিপাক্ষিক লড়াইয়ে যেখানে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।
- ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দা হানড্রেড’-এ দল পাননি বাংলাদেশের কেউ। ড্রাফটে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের আট ক্রিকেটার।
- নিউ জিল্যান্ড সফরের আগে করোনাভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়।
- ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দা হানড্রেড’-এর ড্রাফটে আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একশ বলের এই টুর্নামেন্টের ড্রাফটে গতবারও ছিলেন বাংলাদেশের এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। করোনাভাইরাসের প্রকোপে সেই আসর আর হয়নি।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল, লিটন দাস ও তাইজুল ইসলাম। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই তিন জনের।
- দারুণ সব স্ট্রোকের ছটা, বলের সঙ্গে পাল্লা দিয়ে রান। দলের পঞ্চাশ, তামিম ইকবালের ফিফটি দারুণ গতিময়তায়। এরপরই সব গড়বড়। দ্রুত তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ।
- চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশের বোলিংয়ের সঙ্গে মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়েও চলছে সমালোচনা। তবে এখনই তার নেতৃত্ব নিয়ে অধৈর্য হওয়ার কিছু দেখছেন না তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের চোখে, টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিতে মুমিনুলই সবচেয়ে যোগ্য। সময়ের সঙ্গে তিনি হয়ে উঠবেন আরও পরিণত।
- চোখধাঁধানো কয়েকটি শট। চাপ প্রতিপক্ষের ওপর ফিরিয়ে দেওয়া। তামিম ইকবাল ছুটছিলেন দারুণ গতিতে। কিন্তু এক মুহূর্তের খামখেয়ালিতে সেই অভিযানের সমাপ্তি। তাতে বিপদে দলও। দিন শেষে অভিজ্ঞ এই ওপেনারের উপলব্ধি, তার শটটি ঠিক ছিল না।
- দ্বিতীয় দিনে নিজেদের লক্ষ্য পূরণ করে ঢাকা টেস্টে চালকের আসনে বসে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের আপাত লড়াই ফলো অন এড়ানোর-কেন এমন হলো, এর একটা জবাব মিলল তামিম ইকবালের কাছে। বাঁহাতি এই ওপেনার স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতা। একই সঙ্গে কৃতিত্ব দিলেন ক্যারিবিয়ানদেরও।
- কেউ আউট ওয়ানডে ঘরানার শটে, কেউ অপ্রয়োজনীয় শট খেলে। পরিণতি সবার একই, প্রতিপক্ষের জন্য উপহার নিজের উইকেট। তাতে বিপর্যস্ত দল। মিরপুর টেস্টে বাংলাদেশের টপ অর্ডারের যে দুরাবস্থা, সেটির দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল।
- প্রথম সেশনের দুই উইকেটের সঙ্গে দ্বিতীয় সেশনেও যোগ হলো জোড়া ধাক্কার হতাশা। বাজে শটে অধিনায়ক মুমিনুল হকের বিদায়। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের পর সাদমান ইসলাম ও মুশফিকুর রহিমের যৌথ ভাবনায় রিভিউ না নেওয়া। সব মিলিয়ে আরেকটি সেশন ভালো হতে হতেও হয়ে উঠল না বাংলাদেশের জন্য।
- চ্যালেঞ্জ যখন কম, নিজেকে অনুপ্রাণিত করার কাজটিও অনেক সময় হয়ে পড়ে কঠিন। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের একটা বড় লড়াই ছিল নিজেদের সঙ্গেও। সেখানে যেভাবে নিজেদের মেলে ধরেছেন ক্রিকেটাররা, মাঠে যে তাড়নার প্রকাশ তারা ফুটিয়ে তুলতে পেরেছেন, তাতে তৃপ্ত অধিনায়ক তামিম ইকবাল।
- নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই প্রতিপক্ষককে হোয়াইটওয়াশ। সব ম্যাচেই সহজ জয়। ব্যাট হাতে নিজের পারফরম্যান্সও খারাপ নয়। সব মিলে দুর্দান্ত শুরু বলাই যায়। তবুও কিছু চাওয়া অপূর্ণই থেকে গেছে তামিম ইকবালের। ব্যাটিংয়ে প্রথম পাঁচ ব্যাটসম্যানের কারো কাছ থেকে একটা সেঞ্চুরি চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
- ব্যাট হাতে নিজের সেরা থেকে এখনও দূরে। বল হাতে সেরার কাছাকাছি। দুটি মিলিয়ে সাকিব আল হাসানই সিরিজের সেরা। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ম্যাচ অব দা সিরিজ বাংলাদেশের অলরাউন্ডার। দেশের হয়ে একটি জায়গায় নিজেকে তুলে নিলেন এককভাবে সবার ওপরে।
- পারফরম্যান্সে আরও উন্নতি। ব্যাটিং-বোলিং আরও গোছানো। ঝুলিতে আরও ১০ পয়েন্ট। শেষ ম্যাচে এরকম বেশ কিছু চাওয়া নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। পূরণ হলো সেগুলোর বেশির ভাগই। মাঠে খুব একটা পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজটি পূর্ণ ৩০ পয়েন্ট নিয়েই শেষ করল বাংলাদেশ।
- নেটে স্পিনারদের বেরিয়ে এসে উড়িয়ে মারার অনুশীলন করছিলেন তামিম ইকবাল। কিন্তু বলের পিচে না গিয়েই শট খেললেন কয়েকবার। ব্যাটিং কোচ জন লুইস বারবার তাকে বলছিলেন, বলের কাছে গিয়ে খেলতে। ম্যাচের আগের দিন অনুশীলনে বাংলাদেশ অধিনায়ক যেমন চেষ্টা করছিলেন বলের কাছে যেতে, শেষ ম্যাচে বাংলাদেশ দলেরও তেমনি চাওয়া থাকবে সব লক্ষ্য পূরণের কাছে যাওয়ার।
- তাসকিন আহমেদের বাঁ হাতে চোটের জায়গাটা এখনও কাপড়ের মতো কিছু একটা দিয়ে মোড়ানো। সেটি নিয়েই তিনি বেশ আগ্রাসী বোলিং করলেন নেটে। অনুশীলনে শরিফুল ইসলামের আগুন ঝরানো বোলিং তো এখন নিয়মিত দৃশ্য। নেটে মেহেদি হাসানও অফ স্পিনে বেশ ভোগালেন ব্যাটসম্যানদের। এক পাশের নেটে লম্বা সময় বোলিং করে গেলেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডের আগে অনুশীলনে চলল যেন নিজেদের মেলে ধরার প্রতিযোগিতা। শেষ পর্যন্ত সুযোগ মিলবে কজনের?
- প্রতিটি ম্যাচই হতে হবে অর্থবহ, সবকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ চালুর পেছনে এটিই ছিল আইসিসির মূল ভাবনা। সেটির কার্যকারিতা ভালোভাবেই ধরা পড়ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। সিরিজ জয় নিশ্চিত হওয়ার আগে বেশির ভাগ আলোচনা থাকত হোয়াইটওয়াশ ঘিরে। এখন ‘হোয়াইটওয়াশ’ শব্দটির নাম-গন্ধ নেই, আকাঙ্ক্ষাজুড়ে কেবল আরও ১০ পয়েন্ট।
- মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ। কাকে রেখে কাকে খেলাবে? তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিনরা বাইরে বসে আছেন। শরিফুল ইসলামও দরজায় কড়া নাড়ছেন। দলে জায়গা পেতে সতীর্থদের এই লড়াই উপভোগ করছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
- বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক হিসেবে তামিম ইকবালের যাত্রা শুরু হয়েছে জয় দিয়ে। তবে এখনই তার অধিনায়কত্ব নিয়ে কথা বলতে চান না সাকিব আল হাসান। তামিমের নেতৃত্বের বিচার করতে বললেন তিনি এক বছর পর।
- মাত্র ১২২ রান তাড়া করতে খেলতে হলো প্রায় ৩৪ ওভার। হারাতে হলো চার উইকেট। ব্যাটিংয়ে সাদামাটা পারফরম্যান্সের জন্য উইকেটকেই দায় দিলেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের মতে, কন্ডিশনের জন্য ব্যাটিং হয়ে গিয়েছিল কঠিন।
- নিয়মিত অধিনায়ক হিসেবে পথচলা শুরুর আগেই বোধহয় রেকর্ড একটা করে ফেলেছেন তামিম ইকবাল। অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম টস করার জন্য এতটা অপেক্ষা আর কাকে করতে হয়েছে! তার ১০ মাস ১২ দিনের অপেক্ষার অবসান অবশেষে হতে যাচ্ছে। ফুরোচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য দেশের ক্রিকেটের সুদীর্ঘ প্রতীক্ষাও। ২০২৩ বিশ্বকাপে চোখ রেখে নতুন করে শুরু হচ্ছে ওয়ানডেতে বাংলাদেশের যাত্রা, যে অভিযানের মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’ গড়ে তোলা।
- পরিকল্পনার পালা চলছে, নানা ছক কাটা হচ্ছে। ২০২৩ বিশ্বকাপে চোখ রেখে দল গুছিয়ে নেওয়া হচ্ছে নতুন ভাবে। গোছানো দলের একটি বড় বৈশিষ্ট্য লম্বা সময় দায়িত্বে থাকা থিতু একজন অধিনায়ক। তামিম বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন তো? তিনি আশা যেমন দেখালেন, তেমনি উল্টো কিছুর শঙ্কাও উড়িয়ে দিলেন না।
- চোট-আঘাত নেই। নেই কোনো নিষেধাজ্ঞা, বিশ্রাম, ছুটি। বাংলাদেশ ওয়ানডে খেলছে, কিন্তু এই কারণগুলো ছাড়া মাশরাফি বিন মুর্তজা হয়ে আছেন দর্শক, গত প্রায় দুই দশকে দেখা যায়নি এমন কিছু। দল থেকে বাদ পড়ার হতাশা তার থাকা স্বাভাবিক। তবে ব্যক্তিগত খেদ পাশে রেখে দল আর দেশের জয়গানই গাইছেন মাশরাফি। শুভ কামনা জানালেন তার উত্তরসূরি তামিম ইকবালকেও।
- ক্রিকেট অনুসারী-দর্শকরা তো বটেই, ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের কাছেও বড় চমক হয়ে এসেছে সৌম্য সরকারকে ফিনিশারের ভূমিকায় খেলানোর ভাবনা। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, সৌম্যকে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে অনেক আগেই।
- সমালোচনার পরিমাণ মাপার কোনো যন্ত্র আপাতত নেই, তবে তামিম ইকবাল ঠিকই মেপে ফেলেছেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মতে, তার মতো সমালোচনা বাংলাদেশের ক্রিকেটে আর কাউকে সইতে হয়নি। আক্ষেপ-অভিযোগ করে বললেন কিনা, তা অবশ্য বোঝা গেল না। কারণ স্পষ্ট করে এটাও জানিয়ে দিলেন, অধিনায়ক হিসেবে আপাতত প্রশংসা-সমালোচনা, সবই তিনি গ্রহণ করে নেবেন সাদরে।
- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ফেরার সিরিজ দিয়ে শুরু হচ্ছে আরেক লড়াই। আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হচ্ছে তাদের। এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচ, প্রতিটি পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ তা ভালো করেই জানেন তামিম ইকবাল। বাছাই পর্ব এড়িয়ে সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলতে প্রতিটি পয়েন্টের জন্য লড়াইয়ের কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
- মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ ও মুমিনুলের হকের পর চতুর্থ অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে পাচ্ছেন রাসেল ডমিঙ্গো। সিরিজ শুরুর আগে ওয়ানডে অধিনায়ক মাঠের বাইরে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, তাতে খুশি বাংলাদেশের প্রধান কোচ।
- সবশেষ বাংলাদেশ সফরে সাকিব আল হাসান ও তামিম ইকবালের বিপক্ষে বেশ ভুগতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এবারের মাঠের লড়াই শুরুর আগে তাদেরকেই সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স।
- নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানের ব্যাটে দেখা যাচ্ছিল না চেনা ধার। ইনিংসগুলো থেমে যাচ্ছিল দুয়েকটা শটের ঝলক দেখিয়েই। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দিলেন ছন্দে ফেরার আভাস। রান দেখা গেল তামিম ইকবালের ব্যাটেও।
- ২০২০ সালে যাবতীয় হতাশা, অপ্রাপ্তি, যন্ত্রণাকে পেছনে ফেলে আর প্রাপ্তিকে সঙ্গী করে নতুন বছরে তাকিয়ে গোটা বিশ্ব। বাংলাদেশের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানালেন নতুন আশা নিয়ে।
- টানা তিন ম্যাচে ৩০ ছুঁয়ে বিদায় নিয়ে নিজের ওপর বিরক্ত তামিম ইকবাল। দলের অধিনায়ক বলেই শুধু নয়, ব্যাটিংয়ের বড় ভার যখন তার কাঁধে, সেখানে বারবার থিতু হয়ে আউট হয়ে যাওয়াকে ফরচুন বরিশাল অধিনায়ক বলছেন অপরাধের সামিল।
- ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে ছক্কা, নাসুম আহমেদের বলে ওই শটেই মিলল নতুন ঠিকানা। ৬ হাজার টি-টোয়েন্টি রান পূরণ করলেন তামিম ইকবাল। এই মাইলফলকে পা রাখা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনিই।
- চার ছক্কায় ম্যাচ হারানোর হতাশা পেছনে ফেলে দারুণ বোলিং উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে জ্বলে উঠলেন কামরুল ইসলাম রাব্বি। নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংয়ের পর তামিম ইকবালের দুর্দান্ত অপরাজিত ইনিংসে জিতল ফরচুন বরিশাল।
- টি-টোয়েন্টিতে এক-দুইটা ওভারেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। তা-ই হয়েছে খুলনা ও বরিশালের ম্যাচে। মেহেদী হাসান মিরাজের করা ম্যাচের শেষ ওভারে আরিফুল হকের চার ছক্কা গড়ে দিয়েছে ব্যবধান। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে স্বাভাবিকভাবেই হতাশ তামিম ইকবাল। তবে সতীর্থদের চেষ্টায় খুশি বরিশাল অধিনায়ক।
- অনুশীলনে ব্যস্ত তিনটি দল। তাদের পালা শেষ না হতেই মাঠে এসে অনুশীলনের প্রস্তুতি শুরু অন্য দুই দলের। গত কয়েক দিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের নিয়মিত চিত্র এটি। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের অনেকের সঙ্গেই অনেকের দেখা অনেক দিন পর। অনুশীলনে ঘাম ঝরানোর ফাঁকে চলতে থাকে কুশলাদি জিজ্ঞাসা, গল্প-আড্ডা। ক্রিকেটারদের এই মেলা জানান দিচ্ছে নতুন এক ক্রিকেট উৎসবের।
- নিষেধাজ্ঞা শেষ হয়েছে, অনুশীলন-প্রস্তুতির পালা চলছে। সাকিব আল হাসানের প্রত্যাবর্তন পর্বে এবার নতুন অধ্যায় সংযুক্তির অপেক্ষা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর দিনে মঙ্গলবার এই অলরাউন্ডার ফিরছেন ময়দানি লড়াইয়ে। দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চোখে দিনটি সাকিবের জন্য তো বটেই, দেশের ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ দিন।
- নিয়মিত দায়িত্ব পাওয়ার পর অধিনায়ক হিসেবে তামিম ইকবালের পথচলাই শুরু হয়নি এখনও। এখনই যেন অনেকে শুনতে পাচ্ছেন ব্যর্থতার সুর। তার নেতৃত্বের অধ্যায় শুরুর আগেই অনেকের মনে জমা হচ্ছে সংশয় ও প্রশ্নের ভীড়। তামিম নিজের অবশ্য তাতে বিচলিত নন বলেই দাবি করলেন। দেশের সফলতম ব্যাটসম্যানের চাওয়া, নেতৃত্বের বিচার করার আগে যেন যথেষ্ট সময় দেওয়া হয়।
- দীর্ঘ বিরতির পর প্রায় আন্তর্জাতিক মানের বোলিং খেলার স্বস্তি আছে। ব্যাট হাতে তিন ম্যাচে ভালো শুরুর সন্তুষ্টিও আছে। পাশাপাশি আছে ইনিংস বড় করতে না পারা আর দলের শিরোপা না পাওয়ার আক্ষেপ। সব মিলিয়ে মিশ্র অনুভূতি নিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অভিযান শেষ করে ফিরেছেন তামিম ইকবাল।
- টানা তৃতীয় ম্যাচে সম্ভাবনা জাগিয়েও ইনিংস বড় করতে পারলেন না তামিম ইকবাল। পিএসএলের ফাইনালে তার দল লাহোর কালান্দার্সও পেল না বড় সংগ্রহ। বাবর আজমের ফিফটিতে শিরোপা জয়ের উৎসবে মাতল করাচি কিংস।
- আরও একবার ঝড়ো শুরু করলেন তামিম ইকবাল। কিন্তু আবারও ব্যর্থ হলেন ইনিংস বড় করতে। তবে ডেভিড ভিসার অলরাউন্ড নৈপুণ্যে পিএসএলের ফাইনালে উঠল লাহোর কালান্দার্স।
- দারুণ কয়েকটি শট খেলে ইঙ্গিত দিলেন বড় কিছুর। কিন্তু ইনিংস টেনে নিতে পারলেন না তামিম ইকবাল। মোহাম্মদ হাফিজের চমৎকার ইনিংসে পিএসএলে টিকে থাকল তার দল লাহোর কালান্দার্স।
- দেশ থেকে দুই দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট নিয়ে করাচি যাওয়ার পর আবার পরীক্ষা হয়েছে দুই দফায়। এরপর অনুমতি মিলেছে হোটেল কক্ষ থেকে বের হওয়ার। করাচিতে দুই দিনের কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার লাহোর কালান্দার্সের প্রস্তুতি ম্যাচে খেলেছেন তামিম ইকবাল।
- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে লটারিতে প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয়ে জেমকন খুলনা দলে নিয়েছে সাকিব আল হাসানকে। এরপর ফরচুন বরিশাল ডেকেছে তামিম ইকবালকে।
- সপ্তাহের পর সপ্তাহ অনুশীলনে নিজের অজান্তেই অনেক সময় গড়বড় হয়ে যায় টেকনিকের অনেক জায়গায়। সেসব ধরার জন্য তামিম ইকবাল নেটে আমন্ত্রণ জানালেন তার ‘মেন্টর’ ও ঘরোয়া ক্রিকেটের সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। গলদ খানিকটা ধরাও পড়ল। সেটি শোধরানো নিয়েই চলল দুজনের কসরত।
- পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ ধাপে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। তামিম খেলবেন লাহোর কালান্দার্সে, মাহমুদউল্লাহ মুলতান সুলতানসে।
- এক তামিম বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান, আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর পেরিয়ে এখন দেশের ওয়ানডে অধিনায়ক। আরেক তামিম মাত্রই দেশের ক্রিকেটে পথচলা শুরু করেছেন অমিত সম্ভাবনা নিয়ে। দুজনই বাঁহাতি ব্যাটসম্যান, দুজনই ওপেনার। দুই তামিম এবার ২২ গজে জুটি বাঁধবেন প্রেসিডেন্ট’স কাপে। তরুণ তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি গড়ার ভাবনায় দারুণ রোমাঞ্চিত সিনিয়র তামিম ইকবাল।
- বন্ধুত্বের আবহের মাঝে লড়াইয়ের ঝাঁঝ কতটা থাকবে? প্রশ্নটি অস্বাভাবিক নয়। নিজেদের মধ্যেই গড়া তিন দল, ম্যাচ অনুশীলন যেখানে মূল ভাবনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের আশা সেখানে কমই থাকে। তবে তিন অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্তর কণ্ঠে লড়াই জমিয়ে তোলার প্রত্যয় ঠিকই শোনা গেল। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি তিন অধিনায়কেরই চাওয়া প্রেসিডেন্ট’স কাপের শিরোপা জয়।
- ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার দেখা গেছে ক্রিকেটারদের অনেককে। দেশের শীর্ষ ক্রিকেটাররা এবার সম্মিলিতভাবে আহবান জানালেন নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে ও নারীদের সম্মান করতে।
- তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম ও লোগো চূড়ান্ত করেছে বিসিবি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার শুরু হতে যাওয়া টুর্নামেন্টের নাম বিসিবি প্রেসিডেন্ট’স কাপ।
- টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর থেকে জাতীয় পর্যায়ে কোনো দলে অধিনায়কত্ব করতে খুব একটা আগ্রহী নন মুশফিকুর রহিম। এবার তিন দলের ওয়ানডে সিরিজের জন্যও নেতৃত্ব দিতে ইচ্ছুক নন অভিজ্ঞ এই ক্রিকেটার, জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহর পাশাপাশি তাই প্রস্তুতিমূলক এই সিরিজের আরেক দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
- ব্যাট-বলের লড়াইয়ের উত্তেজনা আবার ফিরে আসতে শুরু করেছিল। স্কিল ঝালাইয়ের পাশাপাশি চলছিল নানা পরিকল্পনাও। রোমাঞ্চ নিয়ে শ্রীলঙ্কা সফরের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আপাতত এসবের সমাপ্তি। সফর স্থগিত হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ক্রিকেটাররা। তবে বাস্তবতাও তারা অনুধাবন করছেন। তাই হতাশায় মুষড়ে না পড়ে নতুন আশা নিয়েই সামনে তাকিয়ে মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।
- বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরই উঠে এলো লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণের প্রসঙ্গ। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়ে দিলেন, বাংলাদেশের ক্রিকেটারদের এই টুর্নামেন্টে খেলার কোনো সম্ভাবনা তিনি দেখেন না।
- শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার মাঝে নিজেদের প্রস্তুতিতে নতুন মাত্রা এনেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন করেছেন মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।
- নতুন পোশাক, নতুন শুরু আর পুরনো উচ্ছ্বাস! করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ ৬ মাস অস্বস্তিময় অপেক্ষার পর আবার দলীয় অনুশীলনে ফিরলেন ক্রিকেটাররা। আবারও একসঙ্গে স্ট্রেচিং-রানিং, ফুটবল খেলে গা-গরম আর স্কিল ট্রেনিংয়ের সেই ধারাবাহিকতা। চেনা আবহে ফিরতে পেরে ক্রিকেটারদের শরীরী ভাষায় যেমন, তেমনি কণ্ঠেও ফুটে উঠল উচ্ছ্বাস।
- ফিটনেস ট্রেনিং চলছে। ইনডোর ও ইনডোরের বাইরের নেটে ব্যাটিং-বোলিংও শুরু হয়েছে বেশ আগেই। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিপর্ব এবার এগিয়ে গেল আরেক ধাপ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে সোমবার থেকে শুরু হলো ব্যাটিং অনুশীলন।
- কিছুটা সংশয় আর শঙ্কা নিয়ে ব্যাটিংয়ে ফিরেছিলেন তামিম ইকবাল। ৫ মাসের বিরতিতে অনেক কিছুতেই মরচে পড়ার কথা। কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বিস্ময়ভরে দেখলেন, খুব একটা খারাপ নয় ব্যাটিংয়ের অবস্থা! অনুশীলনে ফেরার পর আপাতত তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠা।
- দুই দিন বিরতির পর ক্রিকেটারদের একক অনুশীলন আবার শুরু হচ্ছে রোববার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন করে অনুশীলনে যুক্ত হচ্ছেন তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।
- লন্ডন থেকে শনিবার সকালে দেশে ফিরেছেন তামিম ইকবাল। সেখানে অনেকগুলো পরীক্ষা করানো হয়েছে তার। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন, সবগুলো রিপোর্ট পেতে লেগে যাবে এক সপ্তাহ থেকে ১০ দিনের মতো। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার রোগ কতটা গুরুতর।
- গত মাস তিনেক ধরে পেটের ব্যথা ভোগাচ্ছে তামিম ইকবালকে। সম্প্রতি সেটি বেড়ে গেছে আগের চেয়ে। দেশে চিকিৎসক দেখিয়েও সমস্যা পুরোপুরি বোঝা যায়নি। উন্নত চিকিৎসার জন্য তাই শনিবার লন্ডন যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলার ডাক পেয়েছিলেন তামিম ইকবাল। একটি ফ্র্যাঞ্চাইজি থেকে ৯০ হাজার ডলারের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ‘না’ বলে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
- দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে সীমানায় দারুণ সব ক্যাচ নিয়েছেন তামিম ইকবাল। গুরুত্বপূর্ণ কিছু ক্যাচ ছাড়ার ঘটনাও আছে। তারপরও তাকে বরাবরই সীমানায় নিরাপদ ফিল্ডার ভেবে এসেছে বাংলাদেশ দল। তবে তামিমকে বাংলাদেশের ইতিহাসের সেরা ফিল্ডার বললে অনেকেরই বিস্মিত হওয়ার কথা। সেই চমকই উপহার দিয়েছেন মাহমুদউল্লাহ।
- জুনায়েদ সিদ্দিক থেকে আফতাব আহমেদ, কিংবা এই সময়ের সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত, বিভিন্ন পজিশনের বিবেচনায় উঠে এলো অনেকের নামই। কিন্তু অলরাউন্ড ফিল্ডার হিসেবে তামিম ইকবাল সবচেয়ে এগিয়ে রাখলেন নাসির হোসেনকে। একটু সংযুক্তি অবশ্য আছে, তামিমের চোখে সেরা, কাঁধের চোট পাওয়ার আগের নাসির।
- করোনাভাইরাসের এই দুর্যোগের সময়ে দীর্ঘদিন ধরে বন্ধ চট্টগ্রামের ক্রিকেট একাডেমিগুলো। কোচদের আয়ও তাই বন্ধ। তাদের অনেকের দিন কাটছে কষ্টে। কোচদের অ্যাসোসিয়েশন থেকে স্থানীয় অনেকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহায়তা মেলেনি। খবর পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের সন্তান জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
- আধ ঘণ্টার আলোচনা দুজনের। তামিম ইকবালের সঙ্গে সেই সময়টুকু কাটিয়ে একটি স্থির সিদ্ধান্তে পৌঁছে গেছেন সঞ্জয় মাঞ্জরেকার। এই ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ব্যাটসম্যানের ভবিষ্যদ্বাণী, বাংলাদেশের নেতৃত্বে দারুণ করবেন তামিম ইকবাল।
- ভারতের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট লড়াই মানেই এখন তুমুল উত্তেজনা। কখনও কখনও তা ছাড়িয়ে যায় ক্রিকেটের সীমানা। ক্রিকেট মাঠ থেকে লড়াইয়ের ঝাঁঝ ছড়িয়ে পড়ে যেন গোটা দেশেই। তামিম ইকবালও বলছেন, ভারতের বিপক্ষে জয় মানেই দারুণ কিছু। তবে তার সেই ভাবনা পুরোপুরিই ক্রিকেটীয়, যেখানে আছে সেরা দলকে হারানোর তৃপ্তি।
- ব্যাটে রান আসছে, আর কোনো কিছু নিয়ে ভাবার দরকার নেই। একসময় এমনটিই ছিল তামিম ইকবালের মানসিকতা। সময়ের সঙ্গে সেই ভাবনা বদলেছে। আরও পরে, যখন দেখেছেন ফিটনেস নিয়ে বিরাট কোহলির খাটুনি, নিজেকে দেখে তখন লজ্জা পেতেন তামিম। বাংলাদেশের ওপেনার পণ করেছিলেন, কোহলির পর্যায়ে যেতে না পারলেও পথটা অনুসরণ করবেন।
- বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ‘ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর’ নিযুক্ত করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও দেশের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবালকে।
- দেশে থাকলে ঈদে বরাবরই বগুড়ায় চলে যান মুশফিকুর রহিম। আগে কখনোই ঢাকায় ঈদ করা হয়নি। করোনাভাইরাস পরিস্থিতিতে এবার সেই অভিজ্ঞতাও হয়ে গেল। জাতীয় দলের সিনিয়র এই ক্রিকেটার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করেছেন ঘরে থাকতে। ঈদ শুভেচ্ছায় সবাইকে নিরাপদে থাকার বার্তা দিয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসানরা সবাই।
- কেউ মাশরাফিয়ান, কেউ সাকিবিয়ান, কেউবা মুশফিকিয়ান বা রিয়াদিয়ান। এমনকি মিরাজিয়ানও চোখে পড়ে। প্রিয় তারকার সঙ্গে নিজেদের পরিচয় মিশিয়ে দেন তারা। কিন্তু তাদের অনেককেই দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁদা ছোড়াছুড়ি করতে। এক ক্রিকেটারের ভক্ত অন্য ক্রিকেটার বা তার ভক্তদের গালিগালাজ বা খাটো করায় মেতে ওঠেন প্রায়ই। এসব বন্ধ করতে ভক্তদের প্রতি অনুরোধ করলেন জাতীয় দলের চার সিনিয়র ক্রিকেটার।
- অসংখ্য চোটের ছোবল আর অনেক আঘাতে মাশরাফি বিন মুর্তজা হয়ে গেছেন স্রেফ মিডিয়াম পেসার। অনেকেরই জানা নেই, কিংবা মনে থাকে না, একসময় তিনি ছিলেন গতি তারকা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারদের একজন তিনি। সেই স্মৃতি কিছুটা ফিরিয়ে আনলেন তামিম ইকবাল। মাশরাফির কাছ থেকে তামিম শুনলেন সবচেয়ে গতিময় স্পেলের গল্প।
- উইকেটের সামনে-পেছনে এমনিতেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় মুশফিকুর রহিমকে। তবে মাঠের বাইরেও তার ওপরে থাকে আরেকটি গুরু দায়িত্ব। ক্রিকেটাররা যখন আয়োজন করে নিজেরা রান্না করেন, সেখানে মূল রাঁধুনি থাকেন তিনি।
- যে অস্ত্রে তামিম ইকবাল নানা সময়ে ঘায়েল করে আসছেন দলের অনেককে, সেটিই এবার বুমেরাং হয়ে ফিরে এলো তার কাছে! তাকে বিপাকে ফেলে দিল মাহমুদউল্লাহর প্রশ্ন, ডুবন্ত নৌকা থেকে একজনকে বাঁচানোর সুযোগ থাকলে কাকে বাঁচাবেন, মাশরাফি বিন মুর্তজা নাকি মুশফিকুর রহিম? ফাঁদে আটকা পড়ে অসহায় কণ্ঠে তামিম দিলেন উত্তর।
- দেড় যুগের সঙ্গী ব্রেসলেট নিলামে তুলে যে ৪২ লাখ টাকা এসেছে, সেটিকে উপযুক্ত জায়গায় কাজে লাগানোর পরিকল্পনা চূড়ান্ত করেছেন মাশরাফি বিন মুর্তজা। বড় একটি অংশ খরচ করা হবে তার নিজ জেলা নড়াইলে। এছাড়া ঢাকার ৮০ জন ক্রিকেট কোচকে, ডাকসু ও রক্তদাতাদের সংগঠনে দেওয়া হবে কিছু অংশ।
- বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের সঙ্গে শো করার পর দেশের ক্রিকেটারদের নিয়ে শো করার আয়োজন করা হলো, তামিম ইকবালকে সেই প্রশ্ন নিজের স্বভাবসুলভ মজার ঢংয়ে করলেন মাশরাফি বিন মুর্তজা। উত্তরও মজা করেই দিলেন তামিম ইকবাল।
- তুমুল আলোচিত ও জনপ্রিয় লাইভ শোর শেষ পর্বে দেশের পাঁচ সিনিয়র ক্রিকেটারের একসঙ্গে আড্ডা চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু ‘পঞ্চপান্ডব’ বলে খ্যাত এই পাঁচ জনের একজনকে পাওয়া যাচ্ছে না। তামিমের অতিথি হচ্ছেন না সাকিব আল হাসান। তবে সাকিবের না থাকা নিয়ে বেশি আলোচনা চান না তামিম।
- ক্রাইস্টচার্চ হামলার পর পেরিয়ে গেছে ১৪ মাস। স্মৃতির ক্ষত সেরে উঠেছে সময়ের প্রলেপে। তবে ওই হামলার পর নিউ জিল্যান্ডের মানুষের যে ভালোবাসা পেয়েছে বাংলাদেশ দল, তা এখনও তরতাজা তামিম ইকবালের মনে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক দলের পক্ষ থেকে নিউ জিল্যান্ডের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কেন উইলিয়ামসনের মাধ্যমে।
- বাংলাদেশে অনেকবার এসেছেন ওয়াসিম আকরাম। কখনও খেলতে, কখনও ধারাভাষ্য দিতে। যতবারই এসেছেন, নতুন ভালো লাগা নিয়ে ফিরেছেন। এই কিংবদন্তি পেসার জানিয়েছেন, বাংলাদেশ সব সময় তার হৃদয়ের খুব কাছের।
- কেমন হতো ওয়াসিম আকরামের সঙ্গে বাংলাদেশের এখনকার ব্যাটসম্যানদের লড়াই? পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসারের ধারণা, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সঙ্গে লড়াই হতো জমজমাট।
- প্রতিভা তো আছেই, সঙ্গে যোগ হয়েছে প্রক্রিয়া। অনন্যসাধারণ ‘মেথড।’ দুটির সমন্বয়েই আজ ব্যাট হাতে ২২ গজে রাজত্ব করে চলেছেন বিরাট কোহলি। তার সেই ‘মেথড’, অনুশীলনের প্রক্রিয়া নিয়ে আগ্রহ ও আলোচনা তুমুল। ভারতীয় অধিনায়ক এবার নিজেই তার প্রস্তুতি পর্বের কথা শোনালেন তামিম ইকবালকে।
- করোনাভাইরাস পরিস্থিতির কারণে সময়টা খুবই কঠিন। তবে বিরাট কোহলির চাওয়া, এই পরিস্থিতির ভেতরও হাসিমুখে ঈদ উদযাপন করুক বাংলাদেশের মানুষ। ভারতীয় অধিনায়ক বাংলাদেশের সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
- মাঠে তারা প্রবল প্রতিপক্ষ। কিন্তু মাঠের বাইরে, বৃহত্তর ছবিটা ভাবতে গেলে বিরাট কোহলি ছাড়িয়ে গেছেন প্রতিদ্বন্দ্বিতার সীমানা। হয়ে উঠেছেন ক্রিকেট খেলার শৌর্যের প্রতীক, সবার জন্য উদাহরণ। এই জায়গাটিতেই কোহলিকে নিয়ে গর্ব করেন অন্য ক্রিকেটাররা, বলছেন তামিম ইকবাল।
- রান তাড়ার তাড়না থাকে। দলকে জেতানোর তাগিদ কাজ করে। অনেক সময় তাতিয়ে দেয় প্রতিপক্ষও! বিরাট কোহলি বলছেন, উইকেটকিপারদের স্লেজিং অনেক সময় বাড়তি প্রেরণা হিসেবে কাজ করে তার মধ্যে। উদাহরণ দিয়েছেন মুশফিকুর রহিমকে দিয়ে।
- বাংলাদেশের হয়ে তামিম ইকবালের নিজের আছে বেশ কিছু দুর্দান্ত ইনিংস। তবে তার দেখা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের অন্যতম সেরা ইনিংস গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসের করা ৯৪। লিটন নিজে অবশ্য ইনিংসটিতে তার নিজের চেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন ওই ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসানকে।
- বাংলাদেশের ব্যাটিংয়ের অনেক রেকর্ড যে দুই তরুণ সতীর্থ এক সময়ে নিজেদের করে নিবেন, অনেকবার বলেছেন তামিম। দেশের সফলতম ব্যাটসম্যান এবার বললেন তাদের সামনেই। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জানিয়ে দিলেন, সৌম্য সরকার ও লিটন দাসের সামর্থ্যে তার কত আস্থা। সম্ভাবনায় দুই তরুণ ব্যাটসম্যানকে কতটা উঁচুতে রাখেন তিনি।
- তুই যেভাবে নেতৃত্ব দিচ্ছিস, মাঝে মধ্যে মনে হয় আমাদেরও না দুয়েকটা ঝাড়ি মেরে দিস- মুমিনুল হককে বলছিলেন তামিম ইকবাল। কম যান না টেস্ট অধিনায়ক মুমিনুলও; মনে করিয়ে দিলেন, সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মাঠে ঝাড়ি দেন কেবল তামিমকেই!
- সমর্থকদের মধ্যে আবেগ ও রোমাঞ্চ জাগিয়ে তুলতে হবে, তবেই প্রাণবন্ত হবে টুর্নামেন্ট। নিজের আইপিএল অভিজ্ঞতা থেকে বিপিএল নিয়ে এই পরামর্শ দিলেন রোহিত শর্মা। আইপিএলের সফলতম দলের অধিনায়কের মতে, দর্শকদের গুরুত্ব না দিলে তারাও ক্রিকেটকে গুরুত্ব দেবে না।
- উইকেটে থিতু হয়ে যাওয়া রোহিত শর্মার চেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান এই সময়ের ক্রিকেটে সম্ভবত আর নেই। সীমিত ওভারের ক্রিকেটে ইনিংস বড় করায় তার জুড়ি নেই। বিশেষ করে, সেঞ্চুরির পর যেখানে ফুরিয়ে আসে প্রায় সব ব্যাটসম্যানের জ্বালানি, রোহিত সেখান থেকেই যেন শুরু করেন নতুন উদ্যমে। নিয়মিত কীভাবে বড় ইনিংস খেলেন রোহিত, মজার ছলে তার কাছে সেই রহস্য জানতে চাইলেন তামিম ইকবাল।
- ক্রিকেট বিশ্বের যে কোনো প্রান্তে গেলেই মাঠে প্রবল দর্শক সমর্থন পেয়ে থাকে ভারত। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মত দেশগুলিতে অনেক সময় স্বাগতিক দর্শকের চেয়েও বেশি দেখা যায় ভারতীয় দর্শক। তবে রোহিত শর্মা ব্যতিক্রম দেখেছেন বাংলাদেশে। ভারতের তারকা ব্যাটসম্যান বলছেন, বাংলাদেশে তারা একদমই সমর্থন পান না।
- প্যাট কামিন্সের একেকটি শট কাঁপন ধরাচ্ছিল বুকে। পিন পতন নীরবতা নেমে আসছিল স্টেডিয়ামে। আবার জশ হেইজেলউড স্ট্রাইকে এলেই গ্যালারিতে ফিরছিল প্রাণ। বল প্যাডে লাগলেই সমস্বরে চিৎকার! রোমাঞ্চ-উত্তেজনার ঢেউ বয়ে যাচ্ছিল যেন। শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারির সেই ঢেউয়ে ভাসছিলেন মেহেদী হাসানও। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের সাক্ষী হতে তিনি এসেছিলেন মাঠে। শেষ জুটির সেই রুদ্ধশ্বাস সময়ে শঙ্কা-সম্ভাবনার দোলাচলে দুলছিলেন তিনি প্রবলভাবে। শেষ পর্যন্ত মাঠ ছেড়েছিলেন ইতিহাসের স্বাক্ষী হয়ে।
- এক সময় বাংলাদেশ দল নির্ভর করত দু-একজন ক্রিকেটারের ওপর। তাদেরকে থামাতে পারলেই নিশ্চিত হয়ে যেত জয়। এখন বদলে গেছে বাস্তবতা, এই দলে পারফরমার অনেক। ফাফ দু প্লেসির চোখে, আগের বাংলাদেশ দলের সঙ্গে এখনকার বাংলাদেশ দলের সবচেয়ে বড় পার্থক্য এটিই।
- আইপিএলে নিয়মিত খেলছেন ফাফ দু প্লেসি। খেলেছেন বিগ ব্যাশ, সিপিএল ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টেও। তবে বিপিএলে খেলেননি এখনও। সামনের বিপিএলে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানকে নিজের দলে দেখতে চান তামিম ইকবাল। দু প্লেসিও জানিয়েছেন, বিপিএল খেলতে তিনি আগ্রহী।
- ক্যারিয়ারের শুরুর দিকে আগ্রাসী ক্রিকেট দিয়ে নজর কেড়েছিলেন তামিম ইকবাল। ফাস্ট বোলারদের সামনে ছিলেন ভয়ডরহীন, বেরিয়ে এসে শট খেলে গুঁড়িয়ে দিতে চাইতেন। তবে একবার তিনি উল্টো ভয় পেয়েছিলেন কোনো বোলারকে খেলতে, যখন বল হাতে ছুটে আসতে দেখেছিলেন শোয়েব আখতারকে।
- ২৭৩ রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই শতরান। ইংল্যান্ডের জয় মনে হচ্ছিল নাগালে। অ্যালেস্টার কুক ও বেন ডাকেট যখন দৃঢ় পায়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে, মিরপুরের গ্যালারি থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছিলেন অনেক দর্শক। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে আসাদুল হকও ভাবছিলেন, চলেই যাবেন। কিন্তু মনের সায় মিলল না। মনের কোথাও উঁকি দিচ্ছিল জয়ের স্বপ্ন। আসাদুল থেকে গেলেন এবং শেষ পর্যন্ত স্বাক্ষী হলেন বাংলাদেশের অসাধারণ এক জয়ের।
- তামিম ইকবাল শুধু বাংলাদেশের সেরা ব্যাটসম্যানই নন, ক্যাচ নেওয়ার ক্ষেত্রে আউটফিল্ডে সবচেয়ে নির্ভরযোগ্য ফিল্ডারদের একজন। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্যাচগুলোর বেশ কয়েকটি তার। তবে ক্যাচ ছাড়ার নজিরও আছে কিছু। এর একটি ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। সেদিন ক্রিস ওকসের ক্যাচ ছাড়ার পর নাকি মাটির সঙ্গে মিশিয়ে যেতে ইচ্ছে করছিল তামিমের।
- এটা কি সত্যি, নাকি মায়াবী বিভ্রম! একটু আগেও ড্রেসিং রুমে যার হাত ছিল গলার সঙ্গে স্লিংয়ে ঝোলানো, সেই তামিম ইকবাল ব্যাট হাতে নেমে গেছেন মাঠে! চোখের সামনে দেখেও যেন বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে পড়ে যান ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজ। দুই বছর আগে এশিয়া কাপের ম্যাচে তামিমের সেই বীরোচিত কীর্তির আবেগ নাড়িয়ে দিয়েছিল পারভেজের পেশাদারিত্বের দেয়াল। সেদিন তার মন ভরিয়ে দিয়েছিল দলকে খাদের কিনারা থেকে টেনে তোলা মুশফিকের অসাধারণ ইনিংসও।
- একজন বাংলাদেশের সফলতম অধিনায়ক, নেতৃত্বের গৌরবময় অধ্যায় শেষে মাত্রই ছেড়েছেন দায়িত্ব। আরেকজন তার উত্তরসূরি, দায়িত্ব পেয়েছেন পূর্বসূরির সাফল্যের ধারাকে আরও সামনে এগিয়ে নেওয়ার। এমন দুইজন যখন কথা বলছেন লম্বা সময়, নেতৃত্বের আলোচনা তো থাকবেই। মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের অনলাইন আড্ডায়ও অনেকটা সময় জুড়ে থাকল নেতৃত্ব। তামিমকে মাশরাফি পরামর্শ দিলেন, কোন পথে এগিয়ে চলা উচিত।
- মাশরাফি বিন মুর্তজা যখন অধিনায়ক ছিলেন, তার হোটেল কক্ষ সবার জন্য ছিল অবারিত। ২৪ ঘণ্টা সেখানে প্রবেশাধিকার ছিল সবার। অধিনায়কের কক্ষ ছিল আড্ডা, হাসি, মজার কেন্দ্রস্থল। এখন মাশরাফি আর অধিনায়ক নেই। ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’, গানের সুর যেন এখনই শুনতে পাচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের তাই আকুতি, মাশরাফির রুমের আড্ডাটা যেন থাকে।
- ক্রিকেটের সব ভাইদের গল্পটা স্টিভ ওয়াহ, মার্ক ওয়াহদের মত হয় না। নাফিস ইকবাল ও তামিম ইকবাল যেমন আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি একসঙ্গে। তবে ক্রিকেট মাঠে একসঙ্গে রূপকথা রচনা করতে না পারলেও মাঠের বাইরে তাদের আছে চমকে দেওয়া গল্প। দুজনকেই খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় মাশরাফি বিন মুর্তজা জানালেন, নাফিসের অবিশ্বাস্য ত্যাগের কারণেই আজকের এই পর্যায়ে আসতে পেরেছেন তামিম।
- নামের পাশে থাকতে পারত ৭-৮ হাজার রান। পরিসংখ্যান হতে পারত আরও সমৃদ্ধ। কিন্তু নিজের অর্জনের হাতছানিকে মাহমুদউল্লাহ উপেক্ষা করেছেন দলের কথা ভেবে। মাশরাফি বিন মুর্তজার মতে, দলের জন্য খেলতে গিয়ে নিজের ক্যারিয়ারের অনেক রান হারিয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেটের জন্য এমন ত্যাগ আর কেউ করেনি।
- সময়ের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন আন্দ্রে রাসেল। দুনিয়া জুড়ে তাবত বোলারদের মনে ভীতির সঞ্চার হয় ব্যাট হাতে তাকে ক্রিজে দেখলে। সেই রাসেলই খুব একটা সুবিধা করতে পারেন না মাশরাফি বিন মুর্তজার সামনে। কীভাবে এমন বিপজ্জনক ব্যাটসম্যানকে মিইয়ে রাখতে পারেন মাশরাফি? জানালেন তিনি নিজেই।
- মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বের শেষ ম্যাচ শেষে তাকে কাঁধে তুলে মাঠ প্রদক্ষিণ করেছিলেন তামিম ইকবাল। সেটি নিয়ে তামিমের গর্বের শেষ নেই। মাশরাফির গর্বও তামিমদের নিয়েই। সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের সঙ্গে খেলতে পারাকে নিজের বড় প্রাপ্তি মানেন বাংলাদেশের সফলতম অধিনায়ক।
- মাশরাফি বিন মুর্তজা দলকে যেখানে রেখে যাচ্ছেন, সেখান থেকে এগিয়ে নেওয়ার আত্মবিশ্বাস আছে তামিম ইকবালের। কিন্তু বাংলাদেশের সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়কের একটি সম্পদ খুব করে পেতে চান নতুন অধিনায়ক। মাশরাফির সঙ্গে থাকা জ্বিন!
- শেষ দিকে দ্রুত রান তোলা, ফিনিশারের ভূমিকা পালন করা, টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে মহাগুরুত্বপূর্ণ এই দায়িত্ব মাহমুদউল্লাহর। তার বিকল্প এখনও চোখে পড়ে না সেভাবে। কিন্তু কার সম্ভাবনা আছে ভালো ফিনিশার হয়ে ওঠার? মাহমুদউল্লাহ শোনালেন একজনকে নিয়ে আক্ষেপ আর তিনজনের সম্ভাবনার কথা।
- মাহমুদউল্লাহর ক্যারিয়ার পরিসংখ্যান খুব সমৃদ্ধ নয়। নামের পাশে নেই ৫-৬ হাজার রান বা অনেক সেঞ্চুরি। তবে দলের জন্য একজন মাহমুদউল্লাহ কতটা গুরুত্বপূর্ণ, সেটিই উঠে এলো তামিম ইকবালের কণ্ঠে। বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান জানালেন, যেভাবে দলের জন্য নিঃস্বার্থভাবে খেলেন মাহমুদউল্লাহ, তাকে নিয়ে গর্ব করেন দলের সবাই।
- ২০১৮ সালের জানুয়ারিতে মিরপুরে বাংলাদেশকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারানোর পর তামিম ইকবালের সঙ্গে মজা করেছিলেন শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে। তামিম তখন বলেছিলেন, শ্রীলঙ্কায় গিয়েই লঙ্কানদের হারিয়ে আসবেন তারা। মাস দুয়েক পর বাংলাদেশ ঠিকই করেছিল সেটি। দুই বছর পর স্মরণীয় সেই ঘটনা শোনালেন তামিম।
- বাংলাদেশ থেকে আইপিএলে নিয়মিত খেলেছেন কেবল সাকিব আল হাসান। বিশ্বের সবচেয়ে আলোচিত টি-টোয়েন্টি লিগে আর সেভাবে লম্বা সময় খেলতে পারেননি কেউ। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের তো এখনও সুযোগই হয়নি। তবে তামিম ইকবালের বিশ্বাস, কেবল ভাগ্য পাশে নেই বলেই আইপিএল খেলতে পারছেন না মাহমুদউল্লাহ।
- কিশোর বয়স থেকেই বয়সভিত্তিক বিভিন্ন দলে একসঙ্গে খেলেছেন দুজন। নানা সময়ে ছিলেন রুমমেট। সময়ের পরিক্রমায় মুশফিকুর রহিম ও তামিম ইকবাল হয়ে উঠেছেন ঘনিষ্ঠ বন্ধু। এখনও দুজনের খুনসুটি চলে প্রায়ই, অন্য সবার মতো তাদের মধ্যেও হয় ঝগড়া, কথা কাটাকাটি। মিলও হয়ে যায় দ্রুত। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওভালের ড্রেসিং রুমের তেমনই একটি ঘটনা শোনালেন তামিম।
- আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রতীক হয়ে উঠেছেন মহেন্দ্র সিং ধোনি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যেমন বিরাট কোহলি। বিপিএলে ক্রিকেটারদের জন্য তেমন কিছুর সুযোগই নেই। ধোনিদের উদাহরণ দিয়েই তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দাবি, বিপিএলেও একই দলে অন্তত ৩ বছর থাকার সুযোগ রাখা হোক।
- কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর ফিটনেস, এসব দিক থেকে গত কয়েক বছর ধরেই ক্রিকেট বিশ্বে আদর্শ মনে করা হয় বিরাট কোহলিকে। তবে তামিম ইকবাল মনে করেন, বাইরের দেশে তাকানোর প্রয়োজন নেই। পরিশ্রমের ক্ষেত্রে মুশফিকুর রহিমও হতে পারেন বাংলাদেশের সব ক্রিকেটারের জন্য অনুকরণীয়।
- বাংলাদেশ দলের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, আর মুশফিকুর রহিমের প্রতিপক্ষ ছিল কেবলই লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে! ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের দুর্দান্ত ইনিংস ও স্মরণীয় জয়ের ম্যাচটি নিয়ে মজা করে এটিই বলেছেন সেই ম্যাচের আরেক নায়ক তামিম ইকবাল।
- মুশফিকুর রহিমের ইতিহাস গড়া ব্যাট নিলাম থেকে কিনতে আগ্রহী তামিম ইকবাল, যদি তার সাধ্যের মধ্যে পাওয়া যায়। মুশফিক সামর্থ্যবান সবাইকে আহবান জানালেন, অসহায়দের সহায়তার জন্য যত বেশি সম্ভব মূল্যে ব্যাটটি কিনতে।
- একসময় ক্রিকেটের চেয়ে ব্যাডমিন্টন বেশি ভালো লাগত মুশফিকুর রহিমের। কিন্তু সুযোগ হয়নি সেই খেলায় ক্যারিয়ার গড়ার। বিকেএসপিতে ক্রিকেটের পাশাপাশি সুযোগ পেয়েছিলেন ফুটবলেও। বেছে নেন ক্রিকেট। সেখানে শুরুতে ব্যাটিংয়ের পাশাপাশি করতেন পেস বোলিং। পরে থিতু হন কিপিংয়ে।
- “আমি-আপনি তো নিজের খারাপ জিনিস ফেইসবুকে লিখি না, দেশেরটা কেন লিখব?”, প্রশ্নটি তামিম ইকবালের। করোনাভাইরাসের প্রকোপের এই দুঃসময়ে দেশের নেতিবাচক দিকগুলিকে নিজেদের মধ্যে রেখে ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার আহবান জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক।
- করোনাভাইরাসের এই সঙ্কটের শুরু থেকেই অসহায় মানুষদের সহায়তা করে আসছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক এবার দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন খেলার ক্রীড়াবিদদের পাশে। এই দুর্যোগের সময় অসহায় অবস্থায় পড়েছেন, এমন ক্রীড়াবিদদের এককালীন অর্থ সহায়তা করেছেন তামিম।
- প্রতিপক্ষের সেরা অস্ত্রের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলতে গিয়ে গড়বড় নিজের মনস্তত্ত্বেই! সেই গ্যাড়াকলে পড়েছিলেন তামিম ইকবাল। নিজের ফাঁদে আটকা পড়ে হাঁসফাঁস করেছেন দিনের পর দিন। ২০১১ সালের জিম্বাবুয়ে সফরে ব্রায়ান ভিটোরিকে ‘অর্ডিনারি’ বলার পর দুঃসহ অভিজ্ঞতার কথা এখনও ভুলতে পারেন না তামিম।
- ক্রিকেটারদের লোকে শুধু ক্রিকেট দিয়েই বিবেচনা করে, কিন্তু বড় মনের মানুষ হওয়াটাই তো বেশি গুরুত্বপূর্ণ! বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে দিয়ে সেই উদাহরণ তুলে ধরেছেন তামিম ইকবাল। নারায়ণগঞ্জে অসহায় মানুষদের সহায়তায় নিরলস কাজ করার জন্য নাজমুলকে স্তুতিতে ভাসিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
- ফুটবল মৌসুমে খুলনা অঞ্চলে খ্যাপ খেলে বেড়ান সামিউল ইসলাম। ক্ষিপ্রতার কারণে খুলনার ফুটবলে তার নাম হয়ে গেছে ‘এমবাপে।’ সেই তিনিই গত অক্টোবরে চমকে দিলেন অ্যাথলেটিকস ট্র্যাকে। জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে নেমেই দ্রুততম মানব! তবে প্রতিভাবান এই ক্রীড়াবিদের প্রতি সুবিচার করেনি জীবন। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি সময়ে তার পরিবারের দিন কাটছিল খেয়ে-না খেয়ে। পত্রিকায় সেই খবর দেখে তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
- স্বপ্নের নায়ককে প্রথমবার কাছ থেকে দেখলে অনেক সময় কল্পনা আর বাস্তবতার ঘোর লেগে যায়। চোখের সামনে দেখেও বিশ্বাস হতে চায় না। তামিম ইকবালের হয়েছিল সেই অবস্থা। ছেলেবেলায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহাম্মদ রফিককে দেখে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন তামিম। হয়েছিল মজার এক অভিজ্ঞতা।
- মাঠের ডাক তো আছেই। মন ছুটে যায় সেই টানে। ঘরে পড়ে থাকা ব্যাট-বল যেন আগের চেয়ে বেশি আকর্ষণ করছে। ক্রিকেটের বাইরে বন্ধু-আড্ডা-ঘোরাফেরা তো আছেই। এই অস্বাভাবিক সময়ে স্বাভাবিক সবকিছুর টান যেন আরও প্রবলভাবে অনুভব করছেন ক্রিকেটাররা। ঘরবন্দি এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনকে মানানো। কঠিন সেই কাজ কে কিভাবে করছেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেই গল্প শোনালেন ক্রিকেটারদের কয়েক জন।
- সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা ক্রিকেটাররা নিয়মিতই করছেন। তবে সেটুকুতেই থেমে থাকছে না করোনাভাইরাসের বিরুদ্ধে তাদের লড়াই। ২৭ ক্রিকেটার মিলে উদ্যোগ নিচ্ছেন তহবিল গঠন করে আর্থিক সহায়তার।
- ক্রিকেটীয় সংস্কৃতি গড়ে না ওঠার হাহাকার। পেশাদারীত্বের ঘাটতিতে আক্ষেপ। টেস্ট মর্যাদা পাওয়ার ২০ বছর পরও এসবকে সঙ্গী করেই এগিয়ে চলছে দেশের ক্রিকেট। সমস্যাগুলো সামগ্রিক, তবে দায়িত্বের জায়গা থেকে নিজের কাজটুকু করে যেতে চান তামিম ইকবাল। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক দেখতে চান ক্রিকেটারদের মাঠের বাইরের সংস্কৃতি ও পেশাদারীত্বের উন্নতি।
- দুজনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। বয়সের ব্যবধান ছাপিয়ে দুজনের বন্ধুত্বের গভীরতাও অনেক। জাতীয় দলের সফরগুলিতে গল্প, আড্ডা, ঘোরাঘুরিতে একসঙ্গে অনেক সময় কাটান মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। দুজনকে এবার মিলিয়ে দিয়েছে দায়িত্বও। মাশরাফির নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে নতুন উচ্চতায় উঠেছিল বাংলাদেশ। সেই মশাল এখন এগিয়ে নেওয়ার ভার তামিমের ওপর। অভিজ্ঞ ওপেনারের বিশ্বাস, এই অভিযানে তিনি সবসময় ছায়া হিসেবে পাবেন মাশরাফিকে।
- নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করার সময় কোনো সময়সীমা বলেননি বিসিবি প্রধান নাজমুল হাসান। নিজের ছাপ রাখতে লম্বা সময়ের জন্য দায়িত্ব চান বাঁহাতি ওপেনার। তার মতে, দীর্ঘ সময় নেতৃত্বে থাকলে ব্যবধান গড়ে দেওয়া সম্ভব হয়।
- শুরু থেকে ঝড় তোলা কিংবা এক প্রান্ত আগলে রাখা, দুই ভূমিকাতেই বেশ সফল তামিম ইকবাল। এখন কোন ভূমিকায় দেখা যাবে বাঁহাতি এই ব্যাটসম্যানকে? কেমন হবে তার অধিনায়কত্বের দর্শন? এমনিতে মাঠে আক্রমণাত্মক থাকতে পছন্দ করেন তিনি। তবে পরিস্থিতি দেখে, নিজেদের শক্তির জায়গা বুঝে মাঠে করণীয় ঠিক করবেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
- ২০১৫ সালে ভীষণ চাপের মধ্যে থাকা তামিম ইকবালকে আগলে রেখেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া বাঁহাতি ওপেনারের এখন নিজেকেই সামলাতে হবে সব চাপ। তামিম জানালেন, ব্যাটিং আর নেতৃত্ব নিয়ে সমালোচনা মানতে তিনি প্রস্তুত। তবে অধিনায়ক হিসেবে সবেই শুরু করায় মানিয়ে নিতে কিছুটা সময় চাইলেন তিনি।
- মিরপুর একাডেমি মাঠের বাইরে দাঁড়িয়ে কয়েক জনের সঙ্গে গল্প করছিলেন শাহরিয়ার নাফীস। সেদিকে এগিয়ে যেতেই হাত বাঁকিয়ে কনুই বাড়িয়ে দিলেন সিনিয়র এই ক্রিকেটার। মুখে তার হাসি, “হ্যান্ডশেক করা যাবে না ভাই, এলবো দিয়ে করা নিরাপদ।” খানিক পর অনুশীলনের জন্য এলেন তামিম ইকবাল। মাঠে যার সঙ্গে দেখা হচ্ছে, তিনিও কনুই বাড়িয়ে ছুঁইছেন আরেক জনের কনুই। তামিমের ভাষায়, এটি ‘এলবোশেক!’
- জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে তামিম ইকবালকে। তার জায়গায় মোহাম্মদ নাঈম শেখকে খেলানোর কথা ভাবছে দল।
- ওয়ানডে সিরিজে দুজনের ব্যাটে ভেঙেছে একের পর এক রেকর্ড। তামিম ইকবাল ও লিটন দাস জুটি টি-টোয়েন্টি সিরিজও শুরু করল রেকর্ড গড়ে। ২০ ওভারের ক্রিকেটে নিজেদের সেরা উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ।
- চলতি পথে চড়াই-উৎরাই আসবে। উচ্ছ্বাসের জোয়ার যেমন আসবে, তেমনই বয়ে যাবে দুঃসময়ের প্লাবন। সবকিছুর জন্য মানসিক প্রস্তুতি নিয়েই ওয়ানডে নেতৃত্বের পথে যাত্রা শুরু করছেন তামিম ইকবাল।
- বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। সদ্য বিদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্থলাভিষিক্ত হলেন অভিজ্ঞ এই ওপেনার।
- টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরির জন্য অপেক্ষায় থাকতে হয়েছিল প্রায় এক দশক। দ্বিতীয়টির অপেক্ষা চলছে গত চার বছর ধরে। ২০ ওভারের ক্রিকেটে কবে আসবে আরেকটি সেঞ্চুরি? মাহমুদউল্লাহর বিশ্বাস, শিগগিরই! বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের ধারনা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তামিম ইকবালের ব্যাটে ফুরাতে পারে অপেক্ষা।
- “এবারের রেকর্ড ২-৩ বছরেই ভেঙে যাবে। হতে পারে আগামী বছরও”- আগের ম্যাচে রেকর্ড ইনিংসের পর বলেছিলেন তামিম ইকবাল। পরের বছর নয়, পরের ম্যাচেই ভেঙে গেছে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে বাঁহাতি এই ওপেনারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। রেকর্ডটা ভেঙেছেন যিনি, সেই লিটন দাস ম্যাচ শেষে জানালেন তামিমই রেকর্ডের কথা মনে করিয়ে দিয়েছিলেন তাকে।
- এই ম্যাচের আবেদন বদলে গেছে আগের দিনই। যে ম্যাচের আবহে মিশে নেতা মাশরাফি মুর্তজার বিদায়ের সুর, সেখানে বাকি সব পারিপার্শ্বিকতাই তো গৌণ! লিটন দাস ও তামিম ইকবাল যেন নেমেছিলেন প্রিয় অধিনায়ককে বিদায়ী শ্রদ্ধার্ঘ্য দেওয়ার প্রতিজ্ঞা করেই। রেকর্ড বই চুরমার করা রান উৎসবে দুজন রাঙালেন উপলক্ষ। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা দিনটি পূর্ণতা পেল অধিনায়কের পঞ্চাশতম জয়ের অনন্য অর্জনে।
- সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড হয়ে গিয়েছিল আগেই। তামিম ইকবাল ও লিটন দাসের জুটি পরে উঠে গেল আরেক উচ্চতায়। এই দুজনের ব্যাটে ওয়ানডেতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি পেল বাংলাদেশ।
- বাঁহাতি স্পিনার শন উইলিয়ামসকে বেরিয়ে এসে মিড উইকেটে ছক্কায় ওড়ালেন তামিম ইকবাল। এই ছক্কায় ধরা দিল মাইলফলক। তামিম ও লিটন দাসের জুটি ভাঙল প্রায় ২১ বছরের পুরনো রেকর্ড। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ।
- বিশ্বকাপ প্রস্তুতির জন্য ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে খেলেননি। দেশের প্রধান ওয়ানডে টুর্নামেন্টে মুশফিকুর রহিম এবার খেলবেন শিরোপাধারী আবাহনী লিমিটেডের হয়ে। দলবদলের পর অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যান জানালেন দলের শিরোপা ধরে রাখায় অবদান রাখতে উজাড় করে দিবেন নিজেকে।
- মুশফিকুর রহিম যখন ক্যারিয়ার শুরু করেছিলেন, একটি জয় পেতেও হাপিত্যেশ করতে হতো বাংলাদেশ দলকে। সেই মুশফিকই এখন একশ ওয়ানডে জয়ের সাক্ষী!
- তামিম ইকবাল যেটি নিয়ে রোমাঞ্চিত, মাশরাফি বিন মুর্তজা সেটি নিয়েই নির্লিপ্ত। অথচ অর্জনটিতে জড়িয়ে মাশরাফিরই নাম। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে দাঁড়িয়ে আছেন জয়ের ফিফটির দুয়ারে। অধিনায়কের সেই কীর্তির বিশালত্ব ছুঁয়ে যাচ্ছে তামিমকে। কিন্তু মাশরাফির কাছে এটি তেমন কিছুই নয়!
- শুরুতে বাউন্ডারির স্রোত। স্ট্রাইক রেটে ঝড়ের গতি। তামিম ইকবালের ব্যাটিংয়ে অনেকেই শুনতে পেয়েছেন বদলে যাওয়ার গান। কিন্তু তিনি নিজে খুঁজে পাননি নতুন কোনো সুর। অভিজ্ঞ ওপেনারের দাবি, আপন সুরেই ছুটেছেন তিনি। কেবল ফল মিলেছে ভিন্ন।
- আগের রেকর্ড টিকে ছিল প্রায় ১১ বছর। তামিম ইকবালের ধারণা, তার এবারের রেকর্ড ভেঙে যাবে দ্রুতই। সম্ভাব্য যারা গড়তে পারেন নতুন রেকর্ড, তাদের মধ্যে মুশফিকুর রহিম তো আছেনই, তামিমের ভোট পাচ্ছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তও।
- দেড়শ হয়ে গিয়েছিল ৪৫ ওভারে। পরের ওভারের প্রথম বলেই ছক্কা। দুইশ বেশ দূর, তবে সম্ভাবনা খানিকটা উঁকি দিচ্ছিল ঠিকই। তামিম ইকবাল অবশ্য পারেননি কাছাকাছি যেতে। ম্যাচের পরদিন জানালেন, ডাবল সেঞ্চুরির কথা মাথায়ও আসেনি তার।
- ১৫৪ ছাড়িয়ে এবার ১৫৮। রেকর্ড বইয়ে বুলাওয়েয়োর ইনিংস পেছনে পড়ে গেছে সিলেটের ইনিংসে। তবে দুই ইনিংসেরই নির্মাতা তামিম ইকবাল এগিয়ে রাখছেন আগের ইনিংসটিকেই। এবারের ইনিংস সর্বোচ্চ হলেও সেরা নয় বাংলাদেশের সফলতম ব্যাটসম্যানের কাছে।
- ব্যাটে রান খরা, চারপাশে সমালোচনা; সব মিলিয়ে তামিম ইকবাল ছিলেন প্রবল চাপে। তবে অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যানের উপর আস্থা হারাননি মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, রান না করলেও তামিম দলের ‘স্পেশাল’ খেলোয়াড়।
- ব্যাট হাসছিল না। পাচ্ছিলেন না বড় ইনিংসের দেখা। প্রথম ওয়ানডেতে মন্থর ব্যাটিং নিয়ে হয়েছিল প্রবল সমালোচনা। পরের ম্যাচেই তামিম ইকবাল খেললেন অসাধারণ এক ইনিংস। দেড়শ ছাড়ানো ইনিংসে গড়লেন একাধিক রেকর্ড। বাংলাদেশের ওপেনারের মতে, দিনটি ছিল তার।
- আউট হওয়ার পর চোখেমুখে ফুটে উঠল বিরক্তি। ব্যাটের দিকেও তাকাচ্ছিলেন বারবার, বল লাগেনি ঠিক জায়গায়। হতাশ হয়ে ফিরছিলেন তামিম ইকবাল। অথচ ততক্ষণে তার নাম উঠে গেছে রেকর্ড বইয়ে! তুমুল সমালোচনা ও প্রচণ্ড চাপ সামলে তামিম খেললেন রেকর্ড গড়া ইনিংস। বাংলাদেশের রান আবারও উঠল রেকর্ড উচ্চতায়।
- ছুটে গিয়ে আকাশে উড়াল দেওয়া নয়। হাত উঁচিতে তোলা তো বহুদূর, হেলমেটটি পর্যন্ত খুললেন না। নেই দুরন্ত কোনো উদযাপন। স্রেফ হালকা একটু ব্যাট তোলা, কোনোরকমে এবং কয়েক সেকেন্ডের জন্য। ব্যস, সেঞ্চুরির উদযাপন এটুকুই। তামিম ইকবাল হয়তো বোঝাতে চাইলেন, ব্যাট যখন কথা বলছে, বাড়তি আর কিছুর প্রয়োজন নেই!
- ডনাল্ড টিরিপানোর বলে র্যাম্প শটে দারুণ এক বাউন্ডারি। ইনিংসের ত্রয়োদশ বাউন্ডারি তামিম ইকবালকে নিয়ে গেল ক্যারিয়ারের পথচলায় নতুন এক ঠিকানায়। এই চারে পূর্ণ করলেন ৭ হাজার রান। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন এই কীর্তি।
- এক প্রান্তে লিটন দাস যখন ছুটছিলেন, আরেক প্রান্তে তামিম ইকবাল তখন ধুঁকছিলেন! জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দুই ওপেনারের ছিল দুই চিত্র। তামিমের ব্যাটিংয়ের সেই ধরন নিয়ে উঠছে প্রশ্ন। অতীতে অনেকবারই কোচ-অধিনায়ক বলেছেন, এক প্রান্ত আগলে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে তামিমকে। তবে তেমন কোনো নির্দেশনা এখন নেই, জানালেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।
- বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে চলার সময় তামিম ইকবালের দিকে অশোভন ইঙ্গিত করায় আটক করা হয়েছে এক দর্শককে। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘটেছে এই অপ্রীতিকর ঘটনা।
- মিডল অর্ডারে অনেক দিন ধরেই তিনি দলের সবচেয়ে বড় ভরসা। বিপদে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার কাজটা নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। তার নিবেদন, নিষ্ঠা, একাগ্রতা সতীর্থদের জন্য উদাহরণ। তার ব্যাটিংয়ের ভক্তের সংখ্যাও কম নয়। তবে নিজের ব্যাটিং অতোটা টানে না মুশফিকুর রহিমকে। তার নজর কাড়ে তামিম ইকবালের ড্রাইভ কিংবা সাকিব আল হাসানের কাট।
- জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর আগে দুই জনের মধ্যে ব্যবধান ছিল বেশ। কিন্তু ফিফটির আগে তামিম ইকবালের বিদায় আর মুশফিকুর রহিমের বড় ইনিংস মিলিয়ে হাতবদল হলো জায়গা। তামিমকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন মুশফিকের।
- বেশ ভালোভাবে সামলে নিচ্ছেন শুরুর কঠিন চ্যালেঞ্জ। এরপরই ঘটছে বিপত্তি, হারিয়ে ফেলছেন খেই। বাংলাদেশের ব্যাটসম্যানদের সেই চিরচেনা রূপ। রাওয়ালপিন্ডি টেস্টে তামিম-মাহমুদউল্লাহরা প্রথম ইনিংসের ভুলের পুনরাবৃত্তি করলেন দ্বিতীয় ইনিংসেও। নিজেদের দোষ অকপটে স্বীকার করে নিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। জানালেন, এমন ব্যাটিংয়ে হতাশ পুরো দল।
- পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বিসিএলে কেবল এক রাউন্ড খেলার সুযোগ ছিল ক্রিকেটারদের সামনে। সেটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তামিম ইকবাল। ভালো করেছেন মুমিনুল হক, মাহমুদউল্লাহ, লিটন দাসরাও। তাদের ব্যাটিং আশা দেখাচ্ছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।
- পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। তবে ব্যাট হাতে রান পেয়েছেন তামিম ইকবাল। র্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়েছে; ১১ ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
- সোহরাওয়ার্দী শুভর এক ওভারে মাত্রই দুটি ছক্কা মেরেছেন তামিম ইকবাল। এর পরপরই অনেকটা হুট করে ইনিংস ঘোষণা করে দিলেন পূর্বাঞ্চল অধিনায়ক মুমিনুল হক। উইকেটে থাকা তামিম একটু যেন অবাক হলেন। ইশারায় কিছু বলতেও যেন চাইছিলেন মুমিনুলকে। পরে জানালেন, তার দৃষ্টি ছিল সাড়ে তিনশতে।
- উদযাপন দেখে বোঝার উপায় নেই, মাইলফলকটি বিশেষ কিছু। সেঞ্চুরির পর যেমন, ডাবল সেঞ্চুরি বা আড়াইশর পর, এমনকি তিনশ ছোঁয়া ও রেকর্ড গড়ার পরও উদযাপন একদমই সাদামাটা। স্রেফ একটু ব্যাট তোলা। সেটিও খুব উঁচিয়ে নয়, লম্বা সময় ধরেও নয়। তবে উদযাপন যেমনই হোক, তামিম ইকবাল বললেন, তার হৃদয়ের খুব কাছে থাকবে অপরাজিত ৩৩৪ রানের রেকর্ড গড়া ইনিংস।
- সিঙ্গেল নিয়ে পা রেখেছিলেন তিনশ রানের উচ্চতায়, দৌড়ে ১ রান নিয়েই তামিম ইকবাল গড়লেন রেকর্ড। যার রেকর্ড ছাড়িয়ে গেলেন, সেই রকিবুল হাসান ফিল্ডিং করছিলেন কাছেই। প্রাণখোলা হাসিতে ছুটে এসে সবার আগে তামিমকে অভিনন্দন জানালেন রকিবুল। কিছু একটা বলছিলেনও তখন। সেটি জানা গেল দিনের খেলা শেষে। রকিবুল বলছিলেন, “লারার রেকর্ড ভেঙে ফেল!”
- ইনিংস ঘোষণা এলো অনেকটা হুট করেই, তামিম ইকবাল একটু অবাকই হলেন। ভেবেছিলেন রেকর্ড ইনিংসটিকে আরও বড় করার আরেকটু সময় হয়তো পাবেন। তবে দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে ইনিংস ছেড়ে দিলেন পূর্বাঞ্চল অধিনায়ক মুমিনুল হক। যে আশায় ইনিংস ঘোষণা, সেটি অবশ্য পূরণ হয়েছে অনেকটাই। তুলে নিতে পেরেছেন তারা প্রতিপক্ষের ৩ উইকেট।
- মিরপুরে তামিম ইকবাল করেছেন ট্রিপল সেঞ্চুরি, চট্টগ্রামে শাহরিয়ার নাফীস সেঞ্চুরি। বিসিএলে শনিবার দুই মাঠে বাংলাদেশের দুই ব্যাটসম্যান ক্যারিয়ারের পথচলায় পেরিয়েছেন উল্লেখযোগ্য দুটি মাইলফলক। প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম সাত হাজার রান পূর্ণ করেছেন, শাহরিয়ার আট হাজার।
- সব ফিল্ডার বৃত্তের ভেতরে, ঠেকাতে হবে একটি রান। তামিম ইকবালের তখন একটি রানই চাই! শুভাগত হোমের বল মিড উইকেটের দিকে ঠেলে ঠিকই আদায় করে নিলেন সিঙ্গেল। তামিমের নাম খোদাই হয়ে গেল রেকর্ড বইয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে করলেন ট্রিপল সেঞ্চুরি। পরে গড়লেন সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও।
- দিন শেষে নামের পাশে অপরাজিত ২২২ রান। ক্যারিয়ার সেরা ইনিংস। তবু জানা হলো না তামিম ইকবালের অনুভূতি। দিনের খেলা শেষে পূর্বাঞ্চলের ওপেনার বললেন, “সময় হলেই কথা বলব।” সেই সময় কখন হবে, বলা কঠিন। তবে মুমিনুল হক তাকিয়ে আছে একটা সময়ের দিকে। দলের ইনিংস যতক্ষণ চলবে, পূর্বাঞ্চলের অধিনায়ক ততক্ষণই উইকেট দেখতে চান তামিমকে। তাহলে তো ট্রিপল সেঞ্চুরি হবেই!
- সেই ২০১৪ সালে বিসিএলে দুটি ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল। ইনিংস মিলিয়ে করতে পারেননি একশ। ৬ বছর পর আবার বিসিএলে খেলতে নেমে সেই তামিম করলেন ডাবল সেঞ্চুরি। খেললেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস। একই দিনে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। পূর্বাঞ্চলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটে পিষ্ট হয়েছে মধ্যাঞ্চলের বোলিং।
- পাকিস্তানে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতির সুযোগ বিসিএলের একটি রাউন্ড। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তামিম ইকবাল ও মুমিনুল হক। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেছেন তামিম। মুমিনুলের ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি।
- টি-টোয়েন্টি ক্রিকেটের ভেতরেই ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। স্কোয়াডের প্রায় সবাই ছিলেন ছন্দে। তবুও পাকিস্তানে তেমন কিছু করতে পারেনি মাহমুদউল্লাহর দল। সফরে কেবল তামিম ইকবালের ব্যাটিংটাই অধিনায়কের কাছে প্রাপ্তি।
- ক্রিজে অনেকটা সময় থাকলেও সেভাবে বড় শট খেলতে দেখা যায়নি তামিম ইকবালকে। এক প্রান্ত আগলে রাখার দিকেই ছিল মনোযোগ। আরেকটু বেশি শট খেলতে বাঁহাতি এই ওপেনারকে সতীর্থদের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন নিল ম্যাকেঞ্জি।
- ব্যাটিংয়ে ১০-১৫ রান কম, বোলিংয়ে বেশ কিছু বাজে বল, ফিল্ডিংয়ে হাত থেকে ছুটেছে ক্যাচ, কাজে লাগানো যায়নি কয়েকটি রান আউটের সুযোগ-প্রথম টি-টোয়েন্টির এই ভুলগুলো ঠিক করে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। একই সঙ্গে উইকেট ঠিকঠাক বুঝে খেলতে চায় সেই অনুযায়ী।
- মাশরাফি মুর্তজা টি-টোয়েন্টি খেলেন না, নিরাপত্তা শঙ্কায় যাচ্ছেন না মুশফিকুর রহিম, নিষেধাজ্ঞার জন্য নেই সাকিব আল হাসান। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ বুঝতে পারছেন, পাকিস্তান সফরে তাদের নিতে হবে বাড়তি দায়িত্ব। অধিনায়ক জানালেন, সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছেন তারা।
- সদ্য সমাপ্ত বিপিএলে তামিম ইকবালের ব্যাটিংয়ের ধরন নিয়ে চর্চা হয়েছে অনেক। পাকিস্তান সফরে জাতীয় দলের হয়ে তাকে দেখা যাবে কোন চেহারায়? ব্যাপারটি ভাবাচ্ছে রাসেল ডমিঙ্গোকে। বাংলাদেশ দলের কোচ জানালেন, আগামী দিন দুয়েক তামিমের ভূমিকা নিয়ে ভাববেন তিনি।
- ধারাবাহিকতা যথেষ্ট ভালো। গড় দুর্দান্ত। কিন্তু একটু ভ্রু কুঁচকে যেতে পারে তামিম ইকবালের স্ট্রাইক রেট দেখে। খুব খারাপ নয়, তবে এই যুগের টি-টোয়েন্টির সঙ্গে কতটা মানানসই, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে মোহাম্মদ সালাউদ্দিনের প্রশ্ন নেই। ঢাকা প্লাটুন কোচ বরং এই অভিজ্ঞ ওপেনারের ওপর খুশি দলের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারায়।
- শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টানলেন তামিম ইকবাল। বিস্ফোরক ইনিংসে রানের গতিতে দম দিলেন আসিফ আলী। ঢাকা প্লাটুনের বোলিং-ফিল্ডিং হলো আরও ভালো। আঁটসাঁট বোলিংয়ে পাঁচ উইকেট নিলেন ওয়াহাব রিয়াজ। ছয় ক্যাচ নিয়ে বিপিএলে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়লেন বদলি কিপার জাকের আলী। ব্যাটে-বলে আলো ছড়িয়ে দুর্দান্ত এক জয় পেল মাশরাফি বিন মুর্তজার দল।
- মুশফিকুর রহিমের সঙ্গে তামিম ইকবালের চলছে দারুণ এক দ্বৈরথ। বিপিএলের রানে কে কাকে ছাড়িয়ে যেতে পারেন! আপাতত সেই লড়াইয়ে এগিয়ে তামিম। প্রতিযোগিতায় ২ হাজার রানের মাইলফলক সবার আগে স্পর্শ করলেন এই ওপেনার।
- অসুসস্থতার জন্য বিপিএলের চট্টগ্রাম পর্বে এখনও মাঠে নামতে পারেননি তামিম। এই সুযোগে তাকে পেছনে ফেলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটা নিজের করে নিলেন মুশফিকুর রহিম।
- কুঁচকির ব্যথা বেশ ভোগাচ্ছে তামিম ইকবালকে। এটা নিয়ে মোটেও চিন্তা করছেন না বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তবে দেশসেরা ওপেনারের জ্বর নিয়ে আছেন ভাবনায়। তার শঙ্কা, বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বে হয়তো নাও মাঠে দেখা যেতে পারে তামিমকে।
- এনামুল হক করলেন ফিফটি। অবদান রাখলেন অন্যরাও। ঢাকা প্লাটুন পেল বড় সংগ্রহ। রান তাড়ায় দলের বাজে শুরুর পর লড়াই করলেন মোসাদ্দেক হোসেন। অধিনায়কের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ের পরও টানা তৃতীয় হার এড়াতে পারল না সিলেট থান্ডার।
- বাজে সময় পেছনে ফেলে রানে ফিরলেন তামিম ইকবাল। তুলে নিলেন ফিফটি। ব্যাটিংয়ে ঝড় তোলার পর বল হাতে থিসারা পেরেরা নিলেন পাঁচ উইকেট। কুমিল্লা ওয়ারিয়র্সকে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেল ঢাকা প্লাটুন।
- এবারের বঙ্গবন্ধু বিপিএল তাদের কাছে ক্রিকেটে ফেরার মঞ্চ। মাশরাফি বিন মুর্তজা ফিরলেন পাঁচ মাস পর। তামিম ইকবাল ক্রিকেটের বাইরে ছিলেন দুই মাস। প্রত্যাবর্তনের ম্যাচটা ভালো যায়নি দুজনের কারোরই। হেরেছে তাদের দল ঢাকা প্লাটুন। তবে লম্বা সময় বাইরে থাকায় খানিকটা অস্বস্তি থাকা অস্বাভাবিক মনে করছেন না মাশরাফি।
- পাঁচ সিনিয়র ক্রিকেটারের কারোরই সাধারণত বিপিএলে এক দলে খেলার সুযোগ হয় না। বঙ্গবন্ধু বিপিএল সেই সুযোগ করে দিয়েছে। একই দলে আছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। এনামুল হক মনে করছেন, অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের উপস্থিতি অনেক বেশি উজ্জীবিত রাখবে ঢাকা প্লাটুনকে।
- ম্যাচে একজন কম নিয়ে খেলার অনুভূতি হচ্ছে মুমিনুল হকের। সাকিব আল হাসান ও তামিম ইকবাল না থাকায় বাংলাদেশ অধিনায়কের মনে হচ্ছে, একসঙ্গে তিন খেলোয়াড় হারিয়েছেন তিনি।
- নিষেধাজ্ঞার জন্য ছিটকে যাওয়া সাকিব আল হাসান ও পারিবারিক কারণে ছুটি নেওয়া তামিম ইকবালকে জয় উৎসর্গ করেছে বাংলাদেশ দল।
- দেশের সফলতম ব্যাটসম্যানের সঙ্গে এখনও সেভাবে কাজ করার সুযোগ হয়নি রাসেল ডমিঙ্গোর। আগের সিরিজে স্বেচ্ছায় বিশ্রামে ছিলেন তামিম ইকবাল। ভারত সফরে নেই সন্তানসম্ভবা স্ত্রীকে সঙ্গ দেওয়ার জন্য। বাঁহাতি এই ওপেনারের পরিস্থিতি বুঝতে পারছেন বাংলাদেশের প্রধান কোচ। তবে পরের সিরিজে তামিমকে দলে চাই-ই তার।
- সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছেন যে জুয়াড়ির সঙ্গে আলাপচারিতার সূত্র ধরে, সেই দিপক আগারওয়াল প্রস্তাব দিয়েছিলেন তামিম ইকবালকেও। তবে তামিম তাৎক্ষণিক তা জানান বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাকে। পরে আইসিসির দুর্নীতি দমন বিভাগকে সেই প্রমাণ দেখান বাংলাদেশের ওপেনার।
- দুর্ভাগ্য বুঝি একেই বলে! ভারত সফর থেকে নিজের নবযাত্রার আশায় ছিলেন তামিম ইকবাল। দেশের বাইরে গিয়ে নিবিড়ভাবে ফিটনেস ট্রেনিং, শারীরিক ও মানসিকভাবে চাঙা হয়ে ওঠা, দেশে ফিরে ব্যাটিং নিয়ে খাটুনি, সব প্রস্তুতিই ছিল তার। কিন্তু যেতে পারছেন না সেই সফরেই! হতাশা কিছুটা আছে তামিমের। তবে আফসোস খুব বেশি নেই। এই মুহূর্তে ক্রিকেটের চেয়ে পরিবারের টানই অনুভব করছেন বেশি।
- শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ভারত সফরে বাংলাদেশ পাচ্ছে না তামিম ইকবালকে। পারিবারিক কারণে এই সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ ওপেনার। সন্ধ্যায় এক বিবুতিতে বিসিবি নিশ্চিত করেছে, নিজেকে ভারত সফর থেকে সরিয়ে নিয়েছেন তামিম।
- ভারত সফরের আগে স্রেফ দুটি রাউন্ড ম্যাচ খেলার সুযোগ। সেটিও পুরোপুরি পেলেন না তামিম ইকবাল। অনুশীলনে পাঁজরে চোট পেয়ে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে খেলছেন না অভিজ্ঞ এই ওপেনার।
- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ ছয় ক্রিকেটারের নাম শুরু থেকেই ছিল। এবার জানা গেল, ‘দা হানড্রেড’-এর ড্রাফটে আছেন বাংলাদেশের মোট ১১ জন ক্রিকেটার।
- শতরানের উদ্বোধনী জুটি। ম্যাড়ম্যাড়ে সমাপ্তির দিকে ম্যাচ। হঠাৎ করেই ম্যাচের রঙ বদলে দিলেন মাহমুদউল্লাহ। দুই ওভারের মধ্যে তিন উইকেট নিয়ে ফেরালেন উত্তেজনা। সেই তিন শিকারের মধ্যে ছিল ফিফটির কাছাকাছি থাকা তামিম ইকবালের উইকেটও। শেষ পর্যন্ত অবশ্য সেই নাটকীয়তা থাকেনি লম্বা সময়। জাতীয় লিগের দ্বিতীয় স্তরে চট্টগ্রাম ও ঢাকা মেট্রোর ম্যাচটি হয়েছে ড্র্।
- প্রথম বল থেকে খেলছিলেন আস্থার সঙ্গে। রানের খাতা খুলেছিলেন প্রথম ওভারেই ফ্লিক করে দারুণ এক চার হাঁকিয়ে। শট নির্বাচনে ছিলেন সাবধানী। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় কাটিয়ে দিয়েছিলেন কঠিন সময়। যখন মনে হচ্ছিল, বড় ইনিংসের জন্য প্রস্তুত, ঠিক সেই সময়ে বাজে এক শটে আউট হয়ে গেলেন তামিম ইকবাল।
- দা হানড্রেডের ড্রাফটে বাংলাদেশ থেকে সাকিব আল হাসানের সঙ্গে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। আছেন মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মুস্তাফিজুর রহমানও।
- চট্টগ্রাম টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তামিম ইকবালের অভাব অনুভব করবেন সাকিব আল হাসান। তবে বাঁহাতি এই ওপেনারের বিকল্প নিয়ে কোনো দুর্ভাবনা নেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের।
- আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিরতি নিতে চান তামিম ইকবাল। বিসিবির কাছে আবেদন জানিয়ে এর মধ্যে চিঠিও দিয়েছেন দেশের সফলতম ব্যাটসম্যান।
- ক্যারিয়ারের দুঃসময়ে সাকিব আল হাসানকে পাশে পেলেন তামিম ইকবাল। সাকিবের বিশ্বাস, বাজে সময় কাটিয়ে উঠবেন এই ওপেনার। তবে আগে প্রয়োজন কিছু সময় খুব ভালো করে বিশ্রামে থাকা।
- সিরিজ জয়ের আশা এক পর্যায়ে রূপ নিয়েছিল হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টায়। কিন্তু সেই চেষ্টার প্রতিফলনই পড়ল না মাঠে। তিনটি ম্যাচের একটিতেও শ্রীলঙ্কার কাছে পাত্তা পেল না বাংলাদেশ। ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল নিজের ও দলের সব ব্যর্থতা মেনে নিলেন।
- সিরিজ জয়ের আশা শেষ হয়ে গেছে প্রথম দুই ম্যাচেই। শেষ ম্যাচ এখনই কেবল আনুষ্ঠানিকতার। তবে সেই ম্যাচ থেকেও প্রাপ্তির সুযোগ দেখছেন তামিম ইকবাল। একটি ম্যাচ জিতে অন্তত কিছু একটা প্রাপ্তি নিয়ে ফিরতে চান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
- অনেক প্রত্যাশা নিয়ে গিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত কোচের দায় কতটা? শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠল সেই প্রশ্ন। ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল দাঁড়ালেন কোচের পাশে। জানালেন, সম্ভব সবকিছুই চেষ্টা করেছেন কোচ।
- বিশ্বকাপ থেকে দুঃসময়ের যে চক্রে আটকে পড়েছেন তামিম ইকবাল, সেটি থেকে বের হতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে গিয়ে এই সিরিজেও হয়ে রয়েছেন নিজের ছায়া। তবে নিজের ওপর বিশ্বাস হারাচ্ছেন না দেশের সফলতম ব্যাটসম্যান। শিগগিরই ফিরতে চান আপন চেহারায়।
- দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ তামিম ইকবাল। হতাশ তিনি প্রথম দুই ম্যাচে দলের সার্বিক পারফরম্যান্সে। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাই কাজ করার সুযোগ দেখছেন অনেক জায়গায়।
- শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে হেরে যাওয়া ম্যাচে মন্থর ওভার রেটের জন্য শাস্তি হয়েছে বাংলাদেশের।
- ওয়ানডেতে নেতৃত্বের অভিষেকে নিজে ব্যর্থ ব্যাট হাতে। ব্যর্থ দলও। বড় ব্যবধানের হারে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। নিজের ও দলের ব্যর্থতা মেনে নিয়েই সামনে তাকাচ্ছেন তামিম ইকবাল। সামনে থেকে নেতৃত্ব দিয়েই দলকে সিরিজে ফেরাতে চান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
- দুইশর বেশি ওয়ানডে খেলেছেন তামিম ইকবাল। ক্যারিয়ার পেরিয়ে গেছে এক যুগ। শুক্রবার তবু পেতে যাচ্ছেন নতুন এক স্বাদ। ওয়ানডেতে প্রথমবার নেতৃত্ব দেবেন দেশকে। তবে নিজের নেতৃত্বের অভিষেক নিয়ে খুব বেশি রোমাঞ্চ তাকে ছুঁয়ে যাচ্ছে না। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের ভাবনা দল নিয়ে। শুরুটা ভালো করে ম্যাচ জিতে এগিয়ে যেতে চান সিরিজ জয়ের দিকে।
- শ্রীলঙ্কায় সবশেষ ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার এক ধাপ এগোতে না পারার কোনো কারণ দেখেন না তামিম ইকবাল। তবে পূর্ণ শক্তির দল না পাওয়ায় সিরিজ অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে বলে মনে করেন ভারপ্রাপ্ত অধিনায়ক।
- চোটের জন্য মাশরাফি বিন মুর্তজা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
- গত বিশ্বকাপের পর থেকে এই বিশ্বকাপের আগ পর্যন্ত আড়াই হাজারের বেশি ওয়ানডে রান করেছেন ৫৭.০৬ গড়ে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন সফল। কিন্তু বিশ্বকাপ আসতেই আবার বিবর্ণ তামিম ইকবাল। ৮ ইনিংসে কেবল ১ ফিফটিতে ২৯.৩৭ গড়ে করেছেন ২৩৭ রান। প্রত্যাশা একটুও পূরণ করতে পারেননি, বলছেন নিজেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় নিজের পারফরম্যান্সের ব্যবচ্ছেদে মনস্তাত্ত্বিক সমস্যাকেই ব্যর্থতার মূল কারণ বললেন এই ওপেনার। শোনালেন ফেরার প্রত্যয়।
- ক্যাচ নেওয়ার ক্ষেত্রে আউটফিল্ডে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফিল্ডারদের একজন তামিম ইকবাল। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্যাচগুলোর বেশ কয়েকটি তার। সেই তামিম যেভাবে সহজ ক্যাচ ছেড়েছেন, তা অবাক করেছে স্টিভ রোডসকে। চিরন্তন সত্যটি তাই আবার বলছেন বাংলাদেশ কোচ, ভুল সব মানুষেরই হয়।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটাই এমন ছোট মাঠে হতে হলো! টনটনের মাঠে ঢুকে ক্রিকেটারদের কয়েকজন বলাবলি করছিলেন এসব। একটু দূর থেকে শুনছিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক কণ্ঠ হাঁকালেন জোরে, “ছক্কা মেরে গ্যালারি পার করলে কি ১২ রান দেবে নাকি ৬ রানই!”
- ফেভারিটের প্রশ্নে এই যুগের ক্রিকেটাররা কূটনৈতিক উত্তরের পথে হাঁটেন বেশিরভাগ সময়। এবার একটু ব্যতিক্রম দেখা গেল তামিম ইকবালকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে নিজেদের ফেভারিট মানতে কোনো আপত্তি নেই বাংলাদেশের ওপেনারের।
- সেমি-ফাইনালে যেতে হলে আরও কয়টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে? কোন দল জিতলে বা হারলে বাংলাদেশের সুবিধা? সমর্থকদের মধ্যে এই আলোচনা তুমুল। তবে এখনই সেই হিসাব কষছে না দল। আপাতত ভাবনা তাদের কেবল পরের ম্যাচ নিয়েই।
- উইকেট সবুজ। আকাশ থেকে ঝরছে পানি। আর নেটে ঝরছে আগুন! গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই চলছিল টনটনের নেটে বাংলাদেশের ব্যাটিং-বোলিং। পেস বান্ধব কন্ডিশনে আগুনে বোলিং খেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রস্তুতি নিচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের শর্ট বলের তোপ সামলানোর।
- বিশ্বকাপের পারফরম্যান্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি বিন মুর্তজার সমালোচনা আহত করেছে তামিম ইকবালকে। বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদান কতটা, সমালোচকদের সেটি মাথায় রাখতে বলেছেন দেশের সফলতম ব্যাটসম্যান। দেশের বাইরে সাবেক ক্রিকেটার যারা প্রশ্ন তুলেছেন, তাদের জন্য তামিমের পরামর্শ, নিজের ক্যারিয়ারের দিকে ফিরে দেখা।
- দলের অনুশীলন সকাল ১০টা থেকে। তামিম ইকবাল ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে হাজির আগেই। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গে কথা বলতে দেখা গেল লম্বা সময় ধরে। পরে নেটে ব্যাটিং করলেন আরও লম্বা সময়, থ্রো ডাউন করলেন ম্যাকেঞ্জি। নেটেও ব্যাটিংয়ের ফাঁকে দুজনের কথা হচ্ছিল প্রচুর। দৃশ্যগুলো যা বলছে, পরে সেটি উঠে এলো মাশরাফি বিন মুর্তজার কণ্ঠেও। বাংলাদেশ অধিনায়ক জানালেন, সেরা চেহারায় ফিরতে সব চেষ্টাই করছেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান।
- হাতে ব্যথা খানিকটা আছে, জায়গাটি ফোলাও আছে কিছুটা। তবে চিড় যেহেতু নেই, শঙ্কাও খুব একটা নেই। শনিবার ওভালের নেটে ব্যাটিং করেছেন তামিম ইকবাল। দল অবশ্য এখনই শতভাগ নিশ্চিত করছে না তার খেলা। সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে তার ওপরই।
- বলের ছোবল ছাপ রেখে গেছে হাতে। ব্যথা কমেনি এখনও। তবে সুখবর দিয়েছে এক্স-রে রিপোর্ট। কোনো চিড় ধরা পড়েনি তামিম ইকবালের হাতে।
- ঊরুর ওপরের অংশের চোট মাত্রই কাটিয়ে উঠেছেন। নেটে নেমেই আরেক দফা চোট পেলেন তামিম ইকবাল। শুক্রবার ওভালে বাংলাদেশের অনুশীলনে ব্যাটিংয়ের সময় বাঁ হাতে চোট পেয়েছেন বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান।
- পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার কথা না থাকলেও ভারতের বিপক্ষে খেলতে পারেন সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে খানিকটা ম্যাচ অনুশীলনের সুযোগটি নিতে চান এই অলরাউন্ডার। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের খেলা নিশ্চিত নয়।
- স্টিভ রোডসের পছন্দ ডানহাতি ও বাঁহাতি কম্বিনেশন। দেশ ছাড়ার আগে সরাসরিই বলে এসেছেন বাংলাদেশ কোচ। ওপেনিংয়ে কম্বিনেশনে এই বৈচিত্র নিয়ে ইদানিং আলোচনাও হচ্ছে প্রচুর। তবে এই ডান-বাঁয়ের জুটিতে বিশ্বাস নেই তামিম ইকবালের। ভরসা রাখতে চান কার্যকারিতায়। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান দেখালেন ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গার জুটির উদাহরণ।
- মাঝব্যাটে লাগছিল কম বলই। টাইমিং হচ্ছিল না ঠিকমতো। মাঝব্যাটে লাগলেও খুঁজে পাচ্ছিলেন না গ্যাপ। জাল ছিঁড়তে না পেরে তেঁড়েফুড়ে শট খেলে উইকেট বিলিয়ে আসা খুবই সহজ। কিন্তু জেমি সিডন্সের কাছ থেকে তামিম ইকবাল শিখেছিলেন কঠিন পথ। লড়াই করে পড়ে থাকা। সেই শিক্ষাই কাজে লাগাচ্ছেন তামিম।
- দলের কোচিং স্টাফদের সঙ্গে সম্পর্কের রসায়ন খুব গুরুত্বপূর্ণ তামিম ইকবালের জন্য। পারস্পরিক আস্থা ও নির্ভর করতে পারা যে সম্পর্কের উপাদান। জেমি সিডন্সের সঙ্গে তার সম্পর্ক ছিল দারুণ। চন্দিকা হাথুরুসিংহের সঙ্গেও। এখন জমে গেছে নিল ম্যাকেঞ্জির সঙ্গে। বাংলাদেশের ব্যাটিং কোচের সঙ্গে অনেক সময় কাটান তামিম। অনেক পরামর্শ নেন, কাজ করেন নিবিড়ভাবে। ইদানিং দুজনের আলোচনায় প্রায়ই থাকে দুটি ব্যাপার, ডট বল কমানো ও স্ট্রাইক রেট বাড়ানো।
- ৮০ রান ছুঁয়েও একশর আগে আউট হওয়ার অনুভূতি অদ্ভুত। দলে উল্লেখযোগ্য অবদানের তৃপ্তি থাকে। মাইলফলকের কাছে গিয়ে না পাওয়ার আক্ষেপও থাকে। সেই মিশ্র অনুভূতির দোলাচল টের পাচ্ছেন তামিম ইকবাল। পেয়েছেন অনেকবারই। তবে দিন শেষে, প্রাপ্তিটুকুই তার কাছে বড়। আক্ষেপের ভাগ জমা রেখেছেন ক্যারিয়ার শেষের জন্য।
- তামিম ইকবাল যখন ধুঁকছেন, সৌম্য সরকার তখন ছুটছেন। ব্যাটিংয়ে তো বটেই, মানসিকতায়ও। দ্রুত রান তুলে শুধু তামিমের ওপর চাপই কমাননি সৌম্য, সাহস দিয়েছেন কথায়ও। ভরসা পেয়ে নিজেকে ফিরে পেয়েছেন তামিম। দুজনের দারুণ রসায়নেই গড়া হয়েছে রেকর্ড জুটি। জিতেছে দল।
- ওয়ানডেতে তখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সুযোগ এলো ১৯৯৮ সালে ভারতে ত্রিদেশীয় সিরিজে। কেনিয়ার বিপক্ষে লক্ষ্য ২৩৭। রান তাড়ায় বাজি খেলল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আতহার আলি খানের সঙ্গে ওপেনিংয়ে নামানো হলো মোহাম্মদ রফিককে। দুজনের ব্যাটে গড়া হলো নতুন ইতিহাস। ১৩৭ রানের উদ্বোধনী জুটি গড়ে দিল জয়ের ভিত। ২১ বছর পর সেই জুটিকে ছাড়িয়ে গেলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
- চ্যালেঞ্জ মোকাবেলায় কোনটা বেশি প্রয়োজন সবচেয়ে ভালো বোঝেন তামিম ইকবাল। তাই ঢাকা প্রিমিয়ার লিগে না খেলে সতেজ থেকে নিজেকে প্রস্তুত করছেন বিশ্বকাপের জন্য। শিষ্যর এই কৌশলে ভীষণ খুশি স্টিভ রোডস। বাংলাদেশের প্রধান কোচের কাছে বাঁহাতি ওপেনার অন্যদের জন্য অসাধারণ এক উদাহরণ।
- ওয়ানডে ক্রিকেটে সমীহ জাগানিয়া শক্তি হয়ে উঠলেও একটি জায়গায় বাংলাদেশের বড় ঘাটতি আছে এখনও। বড় রান তোলা বা তাড়া করা রপ্ত করতে পারেনি দল। আগামী বিশ্বকাপে সাফল্য পেতে হলে এখানে উন্নতির বিকল্প দেখছেন না তামিম ইকবাল।
- ইংল্যান্ড তামিম ইকবালকে খালি হাতে ফিরিয়েছে কমই। অবসর কাটানোর জন্য তার অন্যতম প্রিয় শহর লন্ডন। ক্রিকেট ক্যারিয়ারেও ইংল্যান্ডে প্রাপ্তির পাল্লা ভারি যথেষ্টই। তবে অতীত সাফল্যকে ভবিষ্যৎ সাফল্যের নিশ্চয়তা মনে করছেন না তামিম। জানেন, বিশ্বকাপে শুরু করতে হবে একদমই নতুন করে।
- লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি। সৌম্য সরকারের অর্জনের বিশালত্ব ছুঁয়ে যাচ্ছে তামিম ইকবালকে। আন্তর্জাতিক ক্রিকেটে কাজটা যদিও অনেক কঠিন। তামিম তবু উদ্বেধনী জুটিতে আশার আলো দেখছেন নতুন করে। শুধু সৌম্য নন, তামিম আশাভরে তাকিয়ে লিটন দাসের দিকেও।
- বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আশীর্বাদ হবে নাকি অভিশাপ? তামিম ইকবাল ইতিবাচক দিকই দেখছেন বেশি। তার চোখে নেতিবাচক দিক হতে পারে কেবল একটিই। সেই নেতিবাচকতার সম্ভাব্য ছোবল এড়ানোর পথও বাতলে দিলেন বাংলাদেশের সিনিয়র এই ক্রিকেটার।
- লম্বা ব্যাটিং সেশন তো ছিলই। ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গেও ছিল আলাদা সেশন। তাতে মধ্য বৈশাখের প্রচণ্ড গরমে ঘেমে-নেয়ে একাকার তামিম ইকবাল। মিরপুরে অনুশীলন শেষে যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি, প্রথমেই উঠল আবহাওয়ার প্রসঙ্গ। ইংল্যান্ডে যা থাকবে এখানের চেয়ে ভিন্ন। তামিমের অবশ্য বিশ্বাস, এখানে ঝরানো ঘামই প্রস্তুত করে তুলছে ইংল্যান্ডে ভালো করতে।
- জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হয়ে গেছে বিশ্বকাপের দল। এখন দল নিয়ে আলোচনার খুব বেশি সুযোগ দেখেন না তামিম ইকবাল। সময় এখন ক্রিকেটারদের মানসিক প্রস্তুতিতে সহায়তা করার। দেশসেরা ওপেনারের মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে মানসিক প্রস্তুতি হয়ে উঠতে পারে খুব গুরুত্বপূর্ণ।
- নতুন বাংলা বছরের প্রথম দিনটিতে আড়মোড়া ভাঙলেন তামিম ইকবাল। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার অভিযানে দেশের সফলতম ব্যাটসম্যান শুরু করলেন ব্যাটিং অনুশীলন। নিউ জিল্যান্ড সফর থেকে ফেরার পর এই প্রথম ব্যাটিং করলেন তামিম।
- নিউ জিল্যান্ডে গিয়ে সফরকারী দলগুলি সবচেয়ে বেশি ভোগে নতুন বল সামলাতে। ইতিহাসেই আছে সেটির প্রমাণ। এবার সেখানে গিয়েই তামিম ইকবাল ও সাদমান ইসলামের সৌজন্যে টানা তিন ইনিংসে অর্ধশত রানের উদ্বোধনী জুটি পেয়েছে বাংলাদেশ। ধরা দিয়েছে বিরল এক অর্জন।
- ইনিংস ব্যবধানে হারলেও নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছেন তিন ব্যাটসম্যানই।
- বিরুদ্ধ কন্ডিশন, সবুজাভ উইকেটে আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ, প্রতিপক্ষের দারুণ পেস আক্রমণ-চোখ রাঙানি ছিল অনেক কিছুর। সব সামলে তামিম ইকবালের সৌজন্যে বাংলাদেশের শুরুটা হলো দুর্দান্ত। কিন্তু বাজে শটের প্রতিযোগিতায় আশা জাগানিয়া শুরু শেষ হলো হতাশায়। হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে সেই আক্ষেপ দিনের নায়ক তামিমের কণ্ঠে।
- ওয়ানডে সিরিজ কেটেছে দুঃস্বপ্নের মতো। টেস্ট সিরিজের শুরুটা হলো স্বপ্নময়। তবে তা কেবল তামিম ইকবালের জন্যই। দেশ সেরা ব্যাটসম্যানের স্ট্রোকের দ্যুতিতে বাংলাদেশের শুরুটাও হলো উদ্ভাসিত। কিন্তু অন্যদের ব্যর্থতায় সেই ইনিংসই ডুবল আঁধারে। বাটিং হতাশার স্রোত পরে গিয়ে মিশল বোলিংয়েও।
- ম্যাচ ১০০ ওভারের। কিন্তু ম্যাচের ভাগ্য অনেকটা গড়া হয়ে যাচ্ছে প্রথম ১০ ওভারেই। তামিম ইকবাল নিজে পারেননি প্রথম দুই ম্যাচে, দলের সর্বনাশও দেখছেন সেখানেই। অভিজ্ঞ ওপেনার ঘুরে দাঁড়ানোর সমাধান মনে করেন শুরুর প্রতিরোধেই।
- আলো ঝলমলে মঞ্চ। কোটি জোড়া কৌতুহলি চোখ। রোমাঞ্চের অনেক উপকরণে ঠাসা উপলক্ষ্য। হাতছানি বড় প্রাপ্তির। সেই মঞ্চেই নায়কোচিত নৈপূণ্য। ঔজ্জ্বল্যে ধাঁধিয়ে দেওয়া চারপাশ। সাফল্যের রঙে মাখামাখি। কত দিন-রাত এমন স্বপ্নে বিভোর হয়েছেন তামিম ইকবাল! বিপিএলের ফাইনাল ছিল তার সেই স্বপ্ন পূরণের একটি দিন।
- প্রশ্নটি শেষও করতে দিলেন না সাকিব আল হাসান, মাঝ থেকেই কেড়ে নিয়ে বললেন, “আমার দেখা ওর সেরা ইনিংস।” উত্তর শুনে থমকে যেতে হলো। ঘরোয়া ম্যাচের একটি সেঞ্চুরি, সেটিই তামিম ইকবালের ক্যারিয়ারের সেরা ইনিংস! সাকিব পরে যুক্তি দিয়েই উপস্থাপন করলেন নিজের অভিমতকে।
- বিস্ফোরক ইনিংস খেলে চোখ ধাঁধিয়ে দিয়েছেন। ঝড় বইয়ে দিয়েছেন রেকর্ড বইয়েও। তবে এসব কিছুই নয়, তামিম ইকবালের কাছে সবচেয়ে বড় অর্জন আরেকটি। বড় মঞ্চে আলো ছড়িয়েছেন বাংলাদেশের একজন ক্রিকেটার, এটিই সবচেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের নায়ককে।
- অসাধারণ এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। বলতে গেলে একাই গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। কিন্তু সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল সবার আগে কৃতিত্ব দিলেন মাশরাফি বিন মুর্তজাকে! জানালেন, বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের কৌশল কাজে লাগিয়েই এবার সফল হয়েছেন বিপিএলে।
- সেভাবে জ্বলে উঠছিল না তামিম ইকবালের ব্যাট। ভালো শুরুটা প্রায় সময়ই বড় করতে পারছিলেন না বাঁহাতি এই ওপেনার। সফল হলেন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিপিএলের ফাইনালে। দাপুটে ব্যাটিংয়ে করলেন দারুণ এক সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডে নিজেকেই ছাড়িয়ে গেলেন তামিম।
- প্রথম বিপিএল ফাইনাল, প্রথম শিরোপার সুবাস। উপলক্ষ্য এলো, জ্বলে উঠলেন তামিম ইকবাল। ব্যাট হাতে হয়ে উঠলেন অপ্রতিরোধ্য। বিস্ফোরক ব্যাটিংয়ে উড়িয়ে দিলেন ঢাকার বোলিং। চোখধাঁধানো সব শটে উপহার দিলেন অসাধারণ এক সেঞ্চুরি। দারুণ সব কীর্তিতে গাঁথলেন রেকর্ডের মালা। অতিমানবীয় ইনিংসে কুমিল্লাকে উপহার দিলেন শিরোপা।
- ফাইনালে ওঠার ম্যাচে ১৫ বলে অপরাজিত ৩৪ রানের ম্যাচ জেতানো ইনিংস। আরও কয়েকটি ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাফল্যে উল্লেখযোগ্য অবদান শামসুর রহমানের। অথচ এই ব্যাটসম্যানকে দলে নিতেই চাননি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অকপটে তা স্বীকার করে শামসুরকে দলে নেওয়ার কৃতিত্ব কোচ পুরোটাই দিলেন তামিম ইকবালকে।
- নিউ জিল্যান্ড সফর শেষে বিশ্বকাপকে সামনে রেখে নিবিড়ভাবে কাজ করতে চান ফিটনেস আরও ভালো করতে। এবার তাই ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে চান না তামিম ইকবাল। লিগ থেকে অব্যাহতি চেয়ে দেশের সফলতম ব্যাটসম্যান এর মধ্যেই চিঠি দিয়েছেন বিসিবিকে।
- নেতৃত্ব নেবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন টুর্নামেন্ট শুরুর আগেই। তবে আশ্বস্ত করেছিলেন, সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন, দলে সম্পৃক্ত থাকবেন সর্বোতভাবে। দলের স্বত্বাধিকারীদের কথা দিয়েছিলেন, এবার ফাইনাল খেলবেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই কথা রাখতে পেরে উচ্ছ্বসিত তামিম ইকবাল। নিজের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ থাকলেও রোমাঞ্চিত তিনি প্রথমবার বিপিএলের ফাইনালে উঠতে পেরে।
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও একটি মাইলফলকে বাঁহাতি ওপেনার পৌঁছে গেলেন বাংলাদেশের সবার আগে। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তামিম ছুঁয়েছেন ৫ হাজার রান।
- এক সিরিজ আগেই ৩৪৯ রান করার পরও নিউ জিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়ে যাওয়া ইমরুল কায়েসের মানসিক অবস্থা বুঝতে পারছেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার সতীর্থকে ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করার পরামর্শ দিলেন।
- সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মাঝে তামিম ইকবাল এই তরুণের পাশে দাঁড়ালেন। দলের অন্যতম সিনিয়র এই ক্রিকেটারের আশা, অন্য মানুষ হয়ে ফিরবেন সাব্বির।
- উদ্বোধনী জুটির ব্যর্থতায় অধীর হয়ে তামিম ইকবালের ফেরার অপেক্ষায় ছিলেন সাকিব আল হাসান। অবসান হয়েছে অপেক্ষার। চোট কাটিয়ে ফেরা দেশসেরা ওপেনারের সঙ্গে টেস্ট দলে ফিরেছেন দুই পেসার আবু জায়েদ চৌধুরী ও তাসকিন আহমেদ।
- টানা দুই ম্যাচে শূন্য রানে আউট। যে কোনো পর্যায়ের ক্রিকেটেই টানা শূন্য প্রথমবার। শঙ্কা হ্যাটট্রিক শূন্যের। খুলনা টাইটানসের ম্যাচের আগে ভীষণ নার্ভাস ছিলেন তামিম ইকবাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ তখন বুঝিয়েছেন তামিমকে। নিজের ক্যারিয়ারের শূন্য রানের গল্প থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন শহিদ আফ্রিদি। ভয়কে জয় করে শেষ পর্যন্ত ম্যাচ সেরা হয়েছেন তামিম।
- সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে ড্রেসিং রুমে ফেরার পথে তামিম ইকবাল বললেন, “এত পরিসংখ্যানের খবর রাখেন, এটা জানেন তো?” জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তার মুখে হাসি, “জীবনে প্রথমবার যে কোনো পর্যায়ের ক্রিকেটে টানা দুই ম্যাচে শূন্য করলাম!” একটু আগেই বলে এসেছেন, তার ব্যাটিং একদমই ভালো হচ্ছে না। তবে হাসিতেই জানিয়ে দিলেন, দুর্ভাবনাও খুব একটা করছেন না।
- কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম চার ব্যাটসম্যানকে ফেরানো মাশরাফি বিন মুর্তজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তামিম ইকবালের উইকেট। কারণ, বাঁহাতি এই ওপেনার যে কোনো সংস্করণে খুব ভালোভাবে সামলান মাশরাফিকে।
- ২০১০ সালে তামিম ইকবাল করেছিলেন ১ হাজার ৬৪৬ রান। এক পঞ্জিকাবর্ষে যা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। সদ্য সমাপ্ত বছরে তাকে ছাড়িয়ে মুশফিকুর রহিম করেছেন ১ হাজার ৬৫৭ রান। এই রেকর্ড কেবল একটি উপলক্ষ্য, আরও অনেক কিছুতেই দুজনকে মেলে একই বন্ধনীতে। বাংলাদেশের সবসময়ের সেরা দুই ব্যাটসম্যান মনে করা হয় দুজনকে, দুজনের সম্পর্কও দারুণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একসঙ্গে বসে দুজন কথা বললেন দুজনের ক্যারিয়ার, অর্জন, বন্ধুত্ব ও সম্পর্কের রসায়ন নিয়ে।
- লিটন দাসের চোট আর ইমরুল কায়েসের শূন্য রানে বিদায়ে শুরুতেই চাপে পড়া বাংলাদেশকে শতরানের জুটিতে পথ দেখালেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দারুণ এই জুটিতে একটি জায়গায় সবার উপরে উঠে গেলেন তারা। ওয়ানডেতে দেশের হয়ে সবচেয়ে বেশি তিন অঙ্ক ছোঁয়া জুটি গড়ার কীর্তি এখন এই দুই জনের।
- স্কোরকার্ড বলছে, মাশরাফি বিন মুর্তজার বলে ড্যারেন ব্রাভোর ক্যাচটি নিয়েছেন তামিম ইকবাল। তবে ক্যাচটি এতটাই দুর্দান্ত ছিল যে স্বয়ং বোলার মাশরাফি বলছেন, উইকেটটির কৃতিত্ব প্রাপ্য আসলে তামিমের।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একই সঙ্গে ওপেনিংয়ের চার ব্যাটসম্যান তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে খেলানোর ব্যাখ্যা দিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক জানালেন ছন্দে থাকা মোহাম্মদ মিঠুনকে একাদশের বাইরে কারণ।
- শেই হোপ ও রোস্টন চেইসের ফিফটিতে বড় সংগ্রহ গড়েও সফরে নিজেদের প্রথম জয় পাওয়া হল না ওয়েস্ট ইন্ডিজের। তামিম ইকবাল ও সৌম্য সরকারের দাপুটে দুই সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে তাদের সহজেই হারিয়েছে বিসিবি একাদশ।
- দুর্দান্ত এক ইনিংসে ওয়ানডে সিরিজের প্রস্তুতি সারলেন তামিম ইকবাল। চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা বাঁহাতি এই ওপেনার খুনে মেজাজের ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন প্রস্তুতি ম্যাচে।
- ম্যাচ শেষ হতেই চোটের জন্য দলে না থাকা তামিম ইকবালের দিকে ছুটলেন মেহেদী হাসান মিরাজ। বুকে জড়িয়ে ধরলেন সতীর্থকে। সংবাদ সম্মেলনের পর জানালেন কারণটা। চট্টগ্রাম টেস্টের পর বাঁহাতি ওপেনারের ফোনে কেটে গিয়েছিল হতাশা। দারুণভাবে উদ্বুদ্ধ হয়ে খেলতে নেমেছিলেন ঢাকা টেস্ট। ১২ উইকেট পাওয়ার পর তাই তামিমের কথাই সবার আগে মনে পড়ে মিরাজের।
- দল অপেক্ষায় ছিল তার ফেরার। তিনি নিজেও মরিয়া ছিলেন ফিরতে। অবশেষে শেষ হয়েছে সেই যন্ত্রণাময় প্রতীক্ষা। দুই দফা চোট কাটিয়ে বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন তামিম ইকবাল।
- একটির পর একটি ম্যাচ বাইরে থাকতে হচ্ছে। তামিম ইকবাল পুড়ছেন হতাশায়। দেশের সফলতম ওপেনারের লক্ষ্য আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরা। তার আগে খেলতে চান ৬ ডিসেম্বরের প্রস্তুতি ম্যাচে।
- দুই দিনের নেট সেশন আশার সঞ্চার করেছিল অনেকটাই। কিন্তু স্ক্যান রিপোর্ট সেই আশার প্রদীপ নিভিয়েই দিল এক রকম। চোটের নাটকীয় উন্নতি না হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তামিম ইকবালকে পাচ্ছে না দল।
- প্রথম ইনিংসে প্রথম ওভারে আউট একজন। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ওভারে। বাংলাদেশের উদ্বোধনী জুটির সমস্যা আরও প্রকট হয়ে ফুটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। অধিনায়ক সাকিব আল হাসান তাই অসহায় হয়ে তাকিয়ে চোট কাটিয়ে তামিম ইকবালের ফেরার দিকে।
- যতটা ভাবা হয়েছিল, চোট দেখা দিল তার চেয়েও গুরুতর রূপে। অনুশীলনের সময় হওয়া সাইড স্ট্রেইনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নিশ্চিতভাবেই থাকছেন না তামিম ইকবাল। শঙ্কা আছে পরের টেস্টের আগে তার ফিট হওয়া নিয়েও।
- মাঠের বাইরে থেকে দলের হার দেখা একটু বেশিই কঠিন। কিছু করতে না পারার অসহায়ত্ব কাজ করে। সঙ্গ দিতে না পারার অপরাধবোধ কাজ করে। তামিম ইকবালের সেই অভিজ্ঞতা হলো সিলেট টেস্টের সময়। তবে চোট নিয়ে দলের বাইরে থাকা ব্যাটসম্যানের নিশ্চিত বিশ্বাস, মিরপুর টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল।
- সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে যখন ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, নির্বাচকদের তখনই মনে পড়েছে তামিম ইকবালের কথা। খোঁজখবর নিয়েছেন তার। বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে ফিরে জাতীয় দলের ফিজিও বিমানবন্দর থেকে সরাসরি চলে এসেছেন মিরপুর একাডেমি মাঠে, নেটে তামিমের ব্যাটিং দেখতে। তবে তামিম নিজের ভাবনায় অবিচল। হালকা নেট শুরু করেছেন কেবল, তার নিজের ভাষায় যেটি ‘সেমি ব্যাটিং’। আপাতত লক্ষ্য, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের আগে পুরো ফিট হয়ে ওঠা।
- চিকিৎসকরা মনে করছেন, চোট যথেষ্টই গুরুতর। তবে প্রায় দেড় যুগে অসংখ্য চোটের সঙ্গে লড়াই করে নিজের শরীর সম্পর্কে ভালো ধারণা হয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার। আঙুলের চোটকে ততটা বড় মনে করছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। চোট আছে তার উরুতেও। আপাতত খুব একটা গুরুতর মনে করা হচ্ছে না এটিকেও।
- এশিয়া কাপের শিরোপা লড়াইয়ের ফয়সালা হয়নি এখনও। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছে ক্রিকেট মানে সব সময় কেবল ব্যাট-বলের লড়াই নয়। প্রথম ম্যাচে ভাঙা আঙুল নিয়ে যখন ব্যাটিংয়ে নেমে গেলেন তামিম ইকবাল, মাশরাফির কাছে ট্রফি জয় হয়ে গেছে তখনই!
- এশিয়া কাপের প্রথম ম্যাচে এক হাতে ব্যাটিংয়ের বীরোচিত কীর্তি নিয়ে আলোচনা চলছে এখনও। তবে সেই চোটেই শেষ হয়ে গেছে সফর, মঙ্গলবার সকালে রওনা হচ্ছেন দেশের পথে। যাওয়ার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তামিম ইকবাল বলে গেলেন, কতটা বিষন্ন মনে ফিরছেন দেশে। শোনালেন সেদিনের ব্যাটিং বীরত্বের নানা বাঁকের গল্প, চারপাশের প্রতিক্রিয়া নিয়ে তার অনুভূতি আর সামনের কঠিন সময় নিয়ে প্রতিজ্ঞা আর চ্যালেঞ্জের কথা।
- ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন তামিমের এই কীর্তি লোকের সবসময় মনে রাখা উচিত। সংবাদ সম্মেলনেও অনেক কথা হয়েছে তামিমকে নিয়ে। এরপরও বুঝি মাশরাফি বিন মুর্তজার মনে হলো, এটুকুই যথেষ্ট নয়। নিজের ফেইসবুক পেইজে আবারও ভাসালেন প্রশংসায়।
- চোট নিয়েও ব্যাট হাতে নেমে যাওয়া। এক হাতে ব্যাটিং করে মুশফিকুর রহিমকে সঙ্গ দেওয়া। এশিয়া কাপের প্রথম ম্যাচে যে বীরত্বগাথা রচনা করেছেন তামিম ইকবাল, সেটিকে মাশরাফি বিন মুর্তজার কাছে মনে হচ্ছে স্মরণীয় কিছু। অধিনায়কের চাওয়া, লোকে যেন মনে রাখে তামিমের এই বীরোচিত কীর্তি।
- তামিম ইকবালের চোট পাওয়ার দৃশ্যটা ক্রিজের অন্য প্রান্ত থেকে দেখেছিলেন মুশফিকুর রহিম। বাঁহাতি ওপেনার ব্যাটিংয়ে ফিরবেন বিশ্বাস হচ্ছিল না তার। কিন্তু দলের প্রয়োজনে সবাইকে অবাক করে দিয়ে এক হাতে ব্যাটিং করতে ক্রিজে এলেন তামিম। সতীর্থের এই বীরত্বে উজ্জীবিত হয়ে শেষটায় ঝড় তোলেন মুশফিক।
- উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়ে এশিয়া কাপই শেষ হয়ে গেছে তামিম ইকবালের। বাঁ হাতের কব্জিতে চিড় ধরায় অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই উদ্বোধনী ব্যাটসম্যানের। তবে বিস্ময় ছড়িয়ে দলের প্রয়োজনে চোট নিয়েও ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নামেন তামিম।
- বাংলাদেশ দল যখন দুবাইয়ে দ্বিতীয় দিনের অনুশীলনের অপেক্ষায়, তামিম ইকবাল তখন অনুশীলন করছে মিরপুরে। মঙ্গলবার সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাট করলেন বাঁহাতি ওপেনার। নিজের যাওয়া নিয়ে তখনও ছিলেন দুর্ভাবনায়। তবে অনিশ্চয়তা কেটে গেছে সন্ধ্যায়। অবশেষে ভিসা পেয়েছেন তামিম।
- আঙুলের ফোলা কমেছে। ব্যথা আছে এখনও, তবে একটু কমেছে। তবু বেড়েছে দুশ্চিন্তা। চোট নিয়ে একটু স্বস্তি ফিরলেও তামিম ইকবাল অস্বস্তিতে আছেন আরেকটি দিক থেকে। চোট আর ভিসা জটিলতা মিলিয়ে নিজের প্রস্তুতি যে হচ্ছে না ভালোভাবে।
- প্রধান নির্বাচক বলেছিলেন, আঙুলে একটু ব্যথা। দলসূত্রে জানা গেল, চোট আরেকটু গুরুতর। ছোট্ট চিড় ধরা পড়েছে তামিম ইকবালের ডান হাতের অনামিকায়। এশিয়া কাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।
- পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুবাই ও আবু ধাবিতে খেলার অভিজ্ঞতা আছে তামিম ইকবালের। এবার এশিয়া কাপ হবে এই দুই ভেন্যুতেই। দলের প্রস্তুতিপর্ব ও পরিকল্পনায় নিজের অভিজ্ঞতা থেকে যতটা পারা যায় সাহায্য করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
- ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দেও রয়ে গেছে অস্বস্তির একটি কাঁটা। আরও একটি সিরিজ শেষ হয়ে গেল। সমাধান হলো না উদ্বোধনী জুটির সমস্যার। তামিম ইকবাল খুঁজে পেলেন না থিতু একজন সঙ্গী। তামিম নিজে অবশ্য হতাশ নন তাতে। তার বিশ্বাস, দ্রুতই পেয়ে যাবেন যোগ্য একজন সঙ্গী।
- মাত্রই কদিন হলো দলের সঙ্গে যোগ দিয়েছেন নিল ম্যাকেঞ্জি। ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছেন সামান্য একটু। তবে যতটুকু করেছেন, তাতেই মু্গ্ধ তামিম ইকবাল। বাংলাদশের নতুন ব্যাটিং কোচের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে মুখিয়ে আছেন দেশ সেরা ব্যাটসম্যান।
- ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে গুঁড়িয়ে যাওয়া পর বাংলাদেশ দল মানসিকভাবে ছিল বিধ্বস্ত। আত্মবিশ্বাসে তলানিতে থাকা সেই দলকে চাঙা করে তোলেন মাশরাফি বিন মুর্তজা। টেস্ট সিরিজের হতাশা পেছনে ফেলে ওয়ানডে সিরিজ জয়ে ওয়ানডে অধিনায়কের বড় অবদান দেখছেন তামিম ইকবাল।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে দারুণ অবদান সাকিব আল হাসান ও তামিম ইকবালের। মাঠে তাদের সাফল্যের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছে দুই বাঁহাতি ব্যাটসম্যান।
- এক প্রান্তে তামিম ইকবাল খেলছিলেন দুর্দান্ত; কিন্তু যোগ্য সঙ্গ মিলছিল না অন্য প্রান্তে। সাকিব আল হাসান অষ্টম ওভারে ক্রিজে আসার পর সে সমস্যা মিটে যায়। শুরু থেকে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হওয়া বাংলাদেশ অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন তামিম।
- যুক্তরাষ্ট্রে পা রেখে সাকিব আল হাসান বলেছিলেন, প্রবাসী বাংলাদেশিদের সমর্থন নিয়ে এখানে মজায় খেলবে দল। মাঠে সেই মজা জমল ভালোই। দারুণ ব্যাটিং বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন সাকিব। তামিম ইকবাল খেললেন দুর্দান্ত ইনিংস। শেষ দিকে স্নায়ুর চাপে জিতলেন বোলাররা। জিতল বাংলাদেশ।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের নায়ক তামিম ইকবাল আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ত্রয়োদশ স্থানে। দুই সেঞ্চুরি আর একটি ফিফটি তাকে এনে দিয়েছে ক্যারিয়ার সেরা ৭৩৭ রেটিং পয়েন্ট।
- তিন ম্যাচে দুই সেঞ্চুরি। একটি ফিফটি। প্রথম ও শেষ ম্যাচের ম্যান অব দা ম্যাচ। সিরিজের সেরা। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের সিরিজ জয়ের অন্যতম কারিগর তামিম ইকবাল। রান করে যেমন, তেমনি আলোচনার জন্ম দিয়েছে তার ব্যাটিংয়ের ধরনও। তামিমকে তৃপ্তি দিচ্ছে নিজের ব্যাটিংয়ের সেই ধরনই। দলের চাওয়া যে পূরণ করতে পেরেছেন!
- আরেকটি শোকগাঁথা দৃশ্যায়নের ভয় ঘিরে ধরেছিল। রোভম্যান পাওয়েলের দুর্বিনীত ব্যাটে ঘনীভূত হচ্ছিল শঙ্কার মেঘ। ফিরে ফিরে আসছিল আগের ম্যাচের হৃদয় ভাঙার টাটকা স্মৃতি। তবে সব দ্বিধা, সংশয় আর ভয়কে উড়িয়ে বাংলাদেশ এবার রচনা করল বিজয় কাব্য। শেষ ম্যাচের দারুণ জয়ে ধরা দিল বহু কাঙ্ক্ষিত সিরিজ জয়।
- ওয়ানডে ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির রেকর্ডে এমনিতে তৃপ্তির চেয়ে অস্বস্তিই বেশি থাকার কথা। তবে সেই ইনিংস যদি গড়ে দেয় দলের জয়ের ভিত, এনে দেয় ম্যাচ সেরার সম্মান, তব গর্ব করা যায় বৈকি! তামিম ইকবালের বাড়তি তৃপ্তি আরেকটি জায়গায়। ধুঁকতে হয়েছে লম্বা সময়। তবু লড়াই চালিয়ে গেছেন ইনিংসের শুরু থেকে শেষ!
- এক সময় তিনি ছিলেন দেশের সবচেয়ে আগ্রাসী ব্যাটসম্যানের একজন। সময় আর অভিজ্ঞতায় সেটা বদলেছে বটে, তার পরও তার ব্যাটে প্রায়ই ছোটে স্ট্রোকের ফোয়ারা। সেই তামিম ইকবালের ব্যাটেই এখন দুই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির রেকর্ড!
- ১৪৬ বলে সেঞ্চুরি, ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের মন্থরতম। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬০ বল খেলার রেকর্ড, কিন্তু রান মাত্র ১৩০। তবু তামিম ইকবালের অচেনা ইনিংসই হয়ে উঠল মহামূল্য। সাকিব আল হাসানের সঙ্গে তার দুইশ রানের জুটি গড়ে দিল জয়ের ভিত। মাশরাফি বিন মুর্তজার বোলিং আর নেতৃত্ব দেখাল পথের দিশা। টেস্ট সিরিজের গুমোট হাওয়া সরিয়ে বাংলাদেশ পেল স্বস্তির জয়।
- প্রথম সকালের মেঘলা আকাশ কিংবা অ্যান্টিগার সবুজ ২২ গজ, নিজেদের অনভ্যস্ততা কিংবা প্রতিপক্ষের দারুণ বোলিং, বাজে পারফরম্যান্সে ঢাল চাইলে পাওয়া যায়। তবে ব্যর্থতা ঢাকতে সেসব কোনো বর্ম হাতড়ে ফিরছেন না তামিম ইকবাল। বাংলাদেশের ওপেনার অকপটে মেনে নিচ্ছেন নিজেদের ব্যর্থতা। প্রতিশ্রুতি দিচ্ছেন ঘুরে দাঁড়ানোর।
- চোট কাটিয়ে ফিরে আলজারি জোসেফ কাঁপিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। তবে দলের অভিজ্ঞরা ঠিকই সেরে নিয়েছেন প্রস্তুতি। স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। মাহমুদউল্লাহ সেঞ্চুরি করেছেন ওয়ানডের গতিতে। প্রায় ১০ মাস পর লাল বলে খেলতে নেমে রান পেয়েছেন সাকিব আল হাসানও।
- আফসোস আমরা ভিডিওটা দেখার আগেই পুরো বিশ্ব দেখে ফেললো, মুখে হাসি নিয়ে যেন একটু আক্ষেপ নিয়ে বললেন সালমা খাতুন। সেই ভিডিও তারা দেখবেনই বা কি করে, সে সময়ে তো তারা ব্যস্ত ছিলেন মহিলা এশিয়া কাপ শিরোপা জয় উদযাপনে।
- লর্ডসে ফেরাটা সুখকর হল না তামিম ইকবালের। হারিকেন রিলিফ টি-টোয়েন্টিতে বিশাল লক্ষ্য তাড়ায় বিশ্ব একাদশের হয়ে লড়লেন কেবল থিসারা পেরেরা। এভিন লুইস, মারলন স্যামুয়েলসের বিস্ফোরক ব্যাটিংয়ের পর স্যামুয়েল বদ্রি, আন্দ্রে রাসেলের দারুণ বোলিংয়ে অনায়াস জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা।
- বিশ্ব একাদশে খেলার সুযোগ, সেটিও ক্রিকেট তীর্থ লর্ডসে। এমন আয়োজনের অংশ হতে পারাই যথেষ্ট গৌরবের। তবে শুধু অংশগ্রহণেই তৃপ্ত থাকতে চান না তামিম ইকবাল। বাংলাদেশের ওপেনারের চাওয়া ভালো খেলা। পাশাপাশি চান আয়োজনের সাফল্য।
- অনেক দিন পর হুট করে এখন তামিম ইকবালকে দেখলে চমকে যেতে পারেন অনেকেই। ওজন কমিয়েছেন অনেক। ঝরঝরে শরীর। গত মাস দুয়েক ফিটনেস নিয়ে যে কঠোর পরিশ্রম করেছেন, সেটিরই প্রতিফলন। নিজেই বলছেন এখন তিনি আগের চেয়ে অনেক বেশি ফিট।
- বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে চলায় বড় অবদান দলের সিনিয়র ক্রিকেটারদের। প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ের আটে ওঠায় তারা উচ্ছ্বসিত স্বাভাবিকভাবেই। তবে এটিকে তারা দেখছেন স্রেফ একটি ধাপ হিসেবে। দলকে দেখতে চান আরও এগিয়ে যেতে। বাংলাদেশকে সবচেয়ে বেশি টেস্ট জয়ে নেতৃত্ব দেওয়া মুশফিকুর রহিম কথা বলেছেন মঙ্গলবার একটি অনুষ্ঠানে। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ তাদের ভাবনার কথা জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
- ব্যাট তুলে রাখার আগে যে কোনো এক সংস্করণে অন্তত ১০ হাজার রান করতে চান তামিম ইকবাল। নতুন ভবিষ্যত সফরসূচি পরিকল্পনা (এফটিপি) তার সেই লক্ষ্য পূরণের আশার পালে দিয়েছে নতুন হাওয়া।
- সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় ধাঁধা লেগ স্পিন। আফগানিস্তানের রশিদ খানের স্পিন হতে পারে তাদের জন্য বড় পরীক্ষা। দারুণ বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো অফ স্পিনার মুজিব উর রহমানও পারেন চ্যালেঞ্জ ছুড়ে দিতে। দুই জনই বিপিএলে খেলে যাওয়ায় তাদের সামর্থ্য জানেন তামিম ইকবাল। দুই জনের জন্যই তার রয়েছে অগাধ শ্রদ্ধা।
- অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ১৯৯২ সালের ফরম্যাটে ফিরেছে বিশ্বকাপ। সব দলের বিপক্ষে খেলার সুযোগ থাকায় খুশি তামিম ইকবাল। তবে বাঁহাতি এই ওপেনার মনে করছেন, নক আউটের পথ কঠিন হবে এবার।
- সিলেটে ক্যাম্প, এরপর দক্ষিণ আফ্রিকা সফর ও ব্যস্ত মৌসুম। অথচ এমন সময়েই কিনা দুটি ব্যাট চুরি হয়ে গেল রুমানা আহমেদের। মন খারাপ নিয়ে বাংলাদেশ নারী দলের ওয়ানডে অধিনায়ক কথাটি জানিয়েছিলেন তামিম ইকবালকে। তামিম রুমানার মন ভালো করে দিলেন নিজের সেরা ব্যাটগুলোর একটি উপহার দিয়ে।
- বিশ্ব একাদশের হয়ে গত বছর পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম ইকবাল। এবার খেলবেন ঘূর্ণিঝড়ে আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার জন্য। তবে বাংলাদেশ থেকে এবার তিনি একাই নন; বিশ্ব একাদশে খেলবেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানও।
- ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দুই জয় মাশরাফি বিন মুর্তজার কাছে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা দুই ম্যাচ। প্রথম ম্যাচে জয়ের নায়ক মুশফিকুর রহিম। পরেরটি মাহমুদউল্লাহ। দুই ম্যাচেই সুরটা বেঁধে দিয়েছিলেন তামিম ইকবাল। মাশরাফি মনে করছেন, ফাইনালে জিততে হলে শুরুতে জ্বলে উঠতে হবে বাঁহাতি ওপেনারকে।
- ইনিংসের শুরুতে নেই বিস্ফোরক কোনো ব্যাটসম্যান। মাঝে নেই ঝড় তোলার কেউ। প্রতিপক্ষের বোলিংকে তুলোধুনো করার জন্য শেষেও নেই তেমন কেউ। টি-টোয়েন্টি ক্রিকেটে কোন ঘরানার ক্রিকেট খেলবে বাংলাদেশ? উত্তর মিলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি। তামিম ইকবালের মতে, এটিই হতে পারে টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্র্যান্ড।
- তামিম ইকবালের সঙ্গে লিটন দাসকে দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই। প্রেমাদাসা স্টেডিয়ামের প্রেসবক্সে অফিসিয়াল স্কোরারও ভুল করে ফেলেছিলেন। ঘোষণা করেছিলেন, তামিমের সঙ্গে ওপেন করছেন সৌম্য সরকার। পরে শুধরে নেন। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছিল বুঝি লঙ্কানরা। সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল আসলে লঙ্কানদের চমকে দিতেই।
- বিস্ফোরক শুরু। একটু পা হড়কানো। আবার শক্ত পায়ে ছুটে চলা। শেষে খানিকটা শঙ্কা। আনন্দময় সমাপ্তি। শ্রীলঙ্কার বিপক্ষে দারুল এই জয়ের পথচলার বাঁকে বাঁকে কেমন ছিল বাংলাদেশের ড্রেসিং রুমের পরিবেশ? সেই গল্প শোনাচ্ছেন তামিম ইকবাল।
- একটি জয় মরিয়া হয়ে চাইছিল দল, যে করেই হোক। কিন্তু প্রতিপক্ষ ২১৪ রান করলে তো জয়ের আশা এমনিতেই উড়ে যাওয়ার কথা। বিশেষ করে বাংলাদেশ দলের, যে দল কখনোই ১৬৪ রানের বেশি তাড়া করেনি। কিন্তু তামিম ইকবালের দাবি, দলের সবার বিশ্বাস ছিল যে জেতা সম্ভব।
- একজন পারফরমারের পরিপূর্ণ তৃপ্তি আসে কম সময়ই। একদম নিখুঁত কিছুর দেখাও সচরাচর মেলে না। তবে মুশফিকুর রহিম যে ইনিংস খেলে হারিয়ে দিলেন শ্রীলঙ্কাকে, সেই ইনিংসে সামান্যতম খুঁত দেখছেন না তামিম ইকবাল।
- দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের শেষভাগ থেকে যে হতাশার শুরু, সেটির বলয় ছিঁড়ে বের হতে পারেনি দল শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজেও শুরুতেও। মানসিক বাধার দেয়াল গুঁড়িয়ে দিতে প্রয়োজন ছিল একটি জয়। তামিম ইকবাল জানালেন, এজন্যই একটি জয় তীব্রভাবে চাইছিল বাংলাদেশ দল।
- চন্দিকা হাথুরুসিংহের চলে যাওয়ার প্রসঙ্গ এখনও যেন শেষ হওয়ার নয়। সঙ্গে যোগ হয়েছে সাকিব আল হাসানের না থাকা। বারবার ঘুরেফিরে আসছে দুজনের প্রসঙ্গ। কিন্তু এই আলোচনা আর কাছেই ঘেঁষতে দিতে চান না তামিম ইকবাল। বাস্তবতাকে আলিঙ্গন করে জিততে চান চ্যালেঞ্জ।
- দলকে দেখে মনে হয় সুখী পরিবার। একসঙ্গে অনুশীলন, তার ফাঁকে হাসি-ঠাট্টা-মজা চলছে। তবে চোখের সামনে ফুটে ওঠা টুকরো টুকরো দৃশ্যগুলোই সত্যিকারের ছবি নয়। একটা ভয়, এক ধরনের আতঙ্ক বইছে দলে। আতঙ্কের সেই চোরাস্রোতকে দূরে ঠেলতে চান তামিম ইকবাল। এই ওপেনারের বিশ্বাস, দারুণ একটি জয়ই পাল্টে দিতে পারে বাংলাদেশকে।
- মাত্রই পিএসএল খেলে এসেছেন বলে সোমবার অনুশীলন থেকে ছিল তামিম ইকবালের ছুটি। এরপরও দলের সঙ্গে এসেছিলেন, নামলেন মাঠেও। ছুঁয়ে দেখলেন উইকেট, ঘুরে দেখলেন মাঠের নানা প্রান্ত। বছরখানেক আগে এই পি সারা ওভালেই স্মরণীয় এক জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। জয়ের নায়ক তামিমকে সেই সুখস্মৃতি ছুঁয়ে যাওয়াই স্বাভাবিক।
- ত্রিদেশীয় টুর্নামেন্টের আগে শেষ প্রস্তুতিটা বেশ ভালোই হলো তামিম ইকবালের। উমর আকমলের সঙ্গে শতরানের উদ্ধোধনী জুটিতে মুস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্সকে হারিয়েছে তামিমের পেশাওয়ার জালমি।
- তামিম ইকবালের ভূমিকা ছিল এক প্রান্ত আগলে রাখার। অনেকটা পারলেও শেষ করে আসতে পারলেন না কাজ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকে সাব্বির রহমান পারলেন না শেষের দাবি মেটাতে। তার পরও জিতেছে তাদের দল। পায়ে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে নেমে পেশাওয়ার জালমিকে জিতিয়েছেন অধিনায়ক ড্যারেন স্যামি।
- এক ম্যাচ পর আবার ব্যর্থ হলেন তামিম ইকবাল। পিএসএলে দ্বিতীয় হারের স্বাদ পেল তার দল পেশাওয়ার জালমি।
- প্রথম ম্যাচে ব্যর্থ তামিম ইকবাল পিএসএলে নিজের দ্বিতীয় ম্যাচে রান পেলেন। পেশাওয়ার জালমির হয়ে বাঁহাতি এই ওপেনার প্রথম দুই উইকেটে গড়েন দুটি পঞ্চাশ ছোঁয়া জুটি।
- ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না তামিম ইকবাল। জয় পেল না তার দল পেশাওয়ার জালমি। হার দিয়ে পিএসএল শুরু করেছে দলটি।
- অধিনায়ক শুনিয়েছিলেন আশাবাদ। এরপরও শঙ্কা যদি কিছু থাকে, সেটিও অনেকটা উড়িয়ে দিল তামিম ইকবালের নেট সেশন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নেটে শনিবার ব্যাট করলেন ৪৫ মিনিট। একেকটি শটে দূরে ঠেললেন শঙ্কাকেও। নতুন করে কিছু না হলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ফিরছেন তামিম।
- আগের দিন সংবাদমাধ্যমকে একহাত নিয়েছেন খালেদ মাহমুদ। টেকনিক্যাল ডিরেক্টরের সেই মন্তব্যের প্রসঙ্গে যেতে চাইলেন না তামিম ইকবাল। তবে দলের সিনিয়র এই ক্রিকেটারের মতে, সংবাদমাধ্যমও ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ।
- রঙিন পোশাকের দুই সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স দুই রকম। ওয়ানডেতে যতটা উজ্জ্বল, টি-টোয়েন্টিতে ততটাই বিবর্ণ। তবে আগামী ২-৩ বছরে অনেক বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তামিম ইকবালের মতে, এই সংস্করণে পোক্ত হয়ে ওঠার উপযুক্ত সময় এটিই।
- ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পাওয়া। আবু জায়েদ চৌধুরী, আরিফুল হকদের সেই আলো স্পর্শ করেছে তামিম ইকবালকেও। দলের এই সিনিয়র ক্রিকেটারের চাওয়া, নতুন ক্রিকেটারদের যেন পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় নিজেদের প্রমাণের।
- কোথায় স্টাম্প তা যেন ভুলে গেছেন লিটন দাস। টানা তিন টেস্টে আউট হয়েছেন বল ছেড়ে দিয়ে। তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তার বিশ্বাস, নিজের ভুল থেকে শিখবেন লিটন।
- সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের ব্যাটিং দেখে বোঝাও যাচ্ছিল। প্রথম দিনের খেলা শেষে নিশ্চিত করলেন, প্রথম বল থেকে চড়াও হয়ে লঙ্কান বোলিং এলোমেলো করার পরিকল্পনা নিয়ে নেমেছিলেন। তা সফল হওয়ায় তৃপ্ত তামিম।
- চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন থেকে রান করা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন তামিম ইকবাল। তাই নিজেদের প্রথম ইনিংস যতটা সম্ভব বড় করার তাগিদ দিলেন এই বাঁহাতি ওপেনার।
- প্রথম বল থেকে শেষ পর্যন্ত এতটা ইতিবাচক ব্যাটিং খুব কম দেখেছেন তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন বাঁহাতি ওপেনারের কাছে, ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশের সুন্দর দিন। দিনটি আরও সুন্দর হতে পারত যদি শেষ বেলায় দুটি উইকেট না হারাতেন তারা।
- সেঞ্চুরির পর মুমিনুল হকের অমন খ্যাপাটে উদযাপনের কারণ বুঝতে একটুও অসুবিধা হয়নি তামিম ইকবালের। তবে বাঁহাতি ওপেনার উদযাপনের পেছনের প্রেক্ষাপট সবার সামনে আনেননি। তবে কাকে লক্ষ্য করে অমন উদযাপন তার ইঙ্গিত মিলেছে তামিমের কথায়।
- পরপর দুই ম্যাচে ব্যর্থ মিডল অর্ডার। ধসে বাধ দিতে পারেননি মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেনরা। তাদের ব্যর্থতায় হতাশা আছে মাশরাফি বিন মুর্তজার। তবে সতীর্থদের ওপর আস্থা রেখে অধিনায়ক আশাবাদী, আবার কঠিন সময় এলে ঠিক উদ্ধার করবে মিডল অর্ডার।
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- মামুনুল গ্রেপ্তার
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- কী ঘটেছে বাঁশখালীতে?
- ইলিয়াসকে ‘গুমের পেছনে বিএনপির কেউ’, ইঙ্গিত মির্জা আব্বাসের
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- হেফাজত নেতা জুনায়েদ ও জালাল গ্রেপ্তার
- কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন
- রিয়ালের বাকি রইলো মাত্র ১৩ খেলোয়াড়!
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- ব্যাটিং অনুশীলন ভালোই হলো তামিম-মুশফিকদের
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু