- চোট এখনও সারেনি পুরোপুরি। তাই শ্যানন গ্যাব্রিয়েলকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে রাখা হয়নি এই পেসারকে। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকেও।
- দ্বিতীয় টেস্টে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। চোট কাটিয়ে ফিরেছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো।
- ওয়েস্ট ইন্ডিজের ৮ নম্বর ব্যাটসম্যান আলজারি জোসেফের রান ৮২। সেই জোসেফ যখন নিজের আসল কাজেও সফল হলেন, বল হাতে ফেরালেন তামিম ইকবালকে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের সম্মিলিত রান তখন ৬৯! টপ অর্ডারের করুণ চিত্র ফুটে উঠছে এতেই।
- ইংল্যান্ড সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের মূল দলে ছিলেন না শ্যানন গ্যাব্রিয়েল। চোটের কারণে পুনর্বাসনে ছিলেন এই ফাস্ট বোলার। পরে ফিটনেসে নাটকীয়ভাবে উন্নতি হওয়ায় জায়গা পেয়ে যান দলে। সেই তিনিই প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়ের নায়ক! ম্যাচ সেরা গ্যাব্রিয়েলকে তাই স্তুতির জোয়ারে ভাসিয়েছেন জেসন হোল্ডার। এই জয়টিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলছেন বিশেষ কিছু।
- শুরুতে দলকে টানলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। পরে পথ দেখালেন শেন ডাওরিচ। তাদের দুই ফিফটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে শত রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে সাবধানী ব্যাটিংয়ে দিনের শেষ বেলা পার করে দিয়েছেন ইংল্যান্ডের দুই ওপেনার।
- দুর্দান্ত একটি দিন কাটল ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের। নিলেন তিনটি সফল রিভিউ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে পেলেন ছয় উইকেট। এই অলরাউন্ডারের আলো ঝলমলে দিনে সাউথ্যাম্পটন টেস্টে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।
- চোট থেকে সেরে ওঠা শ্যানন গ্যাব্রিয়েল ভালো করেছেন প্রস্তুতি ম্যাচে। ফিটনেসের প্রমাণ দিয়ে অভিজ্ঞ এই পেসার রিজার্ভ থেকে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে।
- চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় জায়গা পাননি মূল দলে। তবে এখন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন শ্যানন গ্যাব্রিয়েল। ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে যুক্ত করা হতে পারে অভিজ্ঞ এই পেসারকে।
- গত নভেম্বরেই বাংলাদেশ সফরে মিরপুর টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শ্যানন গ্যাব্রিয়েল। ক্যারিবিয়ান ফাস্ট বোলার এবার নিষিদ্ধ হলেন চারটি ওয়ানডের জন্য। আনুষ্ঠানিকভাবে বিশদ ব্যাখ্যা না দিয়ে আইসিসি শুধু জানিয়েছে, আচরণবিধি ভাঙার শাস্তি এটি। তবে শাস্তিটি যে সমকামিতা নিয়ে মন্তব্যে, সেটি পরিস্কার।
- চট্টগ্রাম টেস্টের মাঝপথেই ওয়েস্ট ইন্ডিজ পেল একটি দুঃসংবাদ। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে তারা পাচ্ছে না ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েলকে। ইমরুল কায়েসকে ধাক্কা দিয়ে ডিমেরিট পয়েন্ট পেয়ে নিষিদ্ধ হয়েছেন তিনি এক টেস্ট।
- পেসারদের দারুণ বোলিংয়ে আশা জাগিয়েছিল শ্রীলঙ্কা। ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটে লড়ছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ সেশনে জমে উঠেছিল ম্যাচ। কিন্তু বৃষ্টি আর আলোক স্বল্পতার জন্য নষ্ট হয়ে গেল অনেকটা সময়। রোমাঞ্চ জাগিয়ে ড্র হল সেন্ট লুসিয়া টেস্ট।
- টস জিতে কেন ব্যাটিং নিয়েছিলেন তা প্রমাণের দায় যেন চেপেছিল দিনেশ চান্দিমালের কাঁধে। বুক চিতিয়ে লড়াই করেছেন লঙ্কান অধিনায়ক। দলকে টেনেছেন অপরাজিত সেঞ্চুরিতে। তবে দুই পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচের দারুণ বোলিংয়ে সেন্ট লুসিয়া টেস্টে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
- ভাঙা উইকেটে অসমান বাউন্সের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে অতিথিদের গুঁড়িয়ে দিয়ে বার্বাডোজ টেস্টে শতরানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ঈদে বাইক আটকাতে গেলেই দুর্ঘটনার ঝুঁকি বাড়বে: যাত্রী কল্যাণ সমিতি
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়