- লাল আর সাদা, দুই রঙের বলেই এবারের মৌসুমে নিজেকে চেনালেন অমিত হাসান। উপহার দিলেন দারুণ সব ইনিংস। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেতেও দেরি হলো না ডানহাতি এই ব্যাটসম্যানের। ডাক পেয়ে গেলেন হাই পারফরম্যান্স ইউনিট দলে।
- চতুরঙ্গা ডি সিলভার শর্ট বল ছক্কায় ওড়ানোর চেষ্টায় লং অন বাউন্ডারিতে ধরা পড়লেন ইলিয়াস সানি। ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়রা মেতে উঠলেন উল্লাসে। যেন স্বস্তির নিঃশ্বাসও ফেললেন তারা। তাদের জয়ের পথে একমাত্র বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিলেন যে সানি!
- বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই খেলেছেন আমিনুল ইসলাম বিপ্লব। দুই ম্যাচে বেশ ভালো বোলিংও করেছেন। দেশের লেগ স্পিনারের আকালে জাতীয় দলের তিনিই সবেধন নীলমণি। অথচ বিপিএলের ড্রাফটে দলই পেলেন না তরুণ এই স্পিনার।
- লাঞ্চের পরপরই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় শের-ই-বাংলার সেন্টার উইকেটে ব্যাটিংয়ে নেমে গেলেন তামিম ইকবাল। চার বোলারের একজন ছিলেন জুবায়ের হোসেন। বিসিবি সভাপতি নাজমুল হাসানকে দেওয়া কথা ঠিক হয়ে থাকলে এই লেগ স্পিনারের নেটে বাঁহাতি ওপেনারকে বোলিং করার কথা নয়! কোনো একটা দলের হয়ে বিসিএলে খেলার কথা।
- বাংলাদেশের মূল বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে অতিরিক্ত হিসেবে সফরসঙ্গী হওয়া আমিনুল ইসলাম বিপ্লব দেশে ফিরে আসছেন ওমানে প্রস্তুতি পর্ব শেষেই। তবে বাড়তি হিসেবে সফরে যাওয়া আরেকজন, পেসার রুবেল হোসেন থেকে যাচ্ছেন দলের সঙ্গে।
- টি-টোয়েন্টি সংস্করণে লেগ স্পিনারদের বাড়তি কদর দুনিয়াজুড়ে। তবে বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা ভিন্ন। জাতীয় দল বা এর আশেপাশে থাকা একমাত্র লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে ম্যাচ পেতেই হাপিত্যেশ করতে হয়। বিশ্বকাপেও মূল স্কোয়াডে ঠাঁই হয়নি তার। দলের বিশ্বকাপ পরিকল্পনাতেই যে তিনি নেই!
- নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে অনুমিতভাবেই জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। এই দুজনের পাশাপাশি দলে ফিরেছেন আমিনুল ইসলাম বিপ্লবও। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন কেবল একজন-মোহাম্মদ মিঠুন।
- দলের সঙ্গে জিম্বাবুয়েতে থেকে বড় দুঃসংবাদ পেলেন আমিনুল ইসলাম বিপ্লব। বাবা হারালেন বাংলাদেশ দলের তরুণ এই লেগ স্পিনার। টি-টোয়েন্টি সিরিজের মাঝপথেই তাই দেশে ফিরতে হচ্ছে তাকে।
- সব ঠিক থাকলে এই সময়ে হয়তো নিউ জিল্যান্ডে থাকতেন আমিনুল ইসলাম বিপ্লব। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ব্যস্ত থাকতেন কিউইদের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে। ভারত-পাকিস্তানে খেলার অভিজ্ঞতা হয়েছে, এবার উপমহাদেশের বাইরের স্বাদও পেতেন। অথচ এখন তিনি দেশে, অপেক্ষায় আছেন বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ কখন মেলে!
- সাকিব আল হাসানের ছুটিই মোসাদ্দেক হোসেনকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশ দলে ফেরার। নিউ জিল্যান্ড সফরের এই দলে থাকতে পারতেন আমিনুল ইসলাম বিপ্লবও। তবে তরুণ এই লেগ স্পিনার যেতে পারছেন না অসুস্থতার কারণে।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেও শেষ হবে না সাইফ হাসানের ব্যস্ততা। টেস্ট দলে থাকা এই ওপেনারকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের প্রাথমিক স্কোয়াডে। উঠতি ক্রিকেটারদের এই দলে আছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও।
- তারকাদের নিয়ে বাড়তি আগ্রহ বরাবরই থাকে। প্রেসিডেন্ট’স কাপেও তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের পারফরম্যান্স নিয়ে থাকবে তুমুল কৌতূহল। তবে তরুণ ও উঠতি ক্রিকেটারদের জন্যও এই টুর্নামেন্ট হতে পারে আলো ছড়ানোর দারুণ মঞ্চ।
- লেগ স্পিন নিয়ে হাহাকারের বাংলাদেশে আমিনুল ইসলাম বিপ্লব এসেছেন আশার ঝিলিক হয়ে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই নজর কেড়েছেন। ভবিষ্যতের প্রশ্নটাও উঠতে শুরু করেছে, দীর্ঘদিন ধরে আলোর উৎস হয়ে থাকতে পারবেন তো? আমিনুল জানালেন, সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন তিনি। চেষ্টা করছেন গুগলি, ফ্লিপারের মতো বৈচিত্র যোগ করে নিজেকে আরও শাণিত করতে।
- আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই অধিনায়কত্ব করার সুযোগ পাননি নাসির হোসেন। অথচ আমিনুল ইসলামের মতে, নাসির অনেকবারই ছিলেন দলের নেতা! মাঠে যতটা প্রাণবন্ত ও চটপটে থাকতেন তিনি, যেভাবে উজ্জীবিত করতেন সবাইকে, তাতে তাকেই আমিনুলের মনে হতো ফিল্ডিংয়ের অধিনায়ক। বাংলাদেশের প্রথম বিশ্বকাপে অধিনায়ক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ানের মতে, দেশের সবসময়ের সেরা ফিল্ডার নাসিরই।
- “আমাদের একজন লেগ স্পিনার ছিল, কিন্তু সে তো বিবর্ণ হয়ে গেল…খুবই হতাশাজনক,” ২০১৬ সালে জুবায়ের হোসেনের ব্যাপারে আক্ষেপ নিয়ে বলেছিলেন তখনকার বাংলাদেশ কোচ চন্দিকা হাথুরুসিংহে। দেশের ক্রিকেটের দীর্ঘ সেই হাহাকার গত বছরের শেষ দিকে এসে কিছুটা ঘুচেছে। আমিনুল ইসলামকে পেয়ে বাংলাদেশ অন্তত বলতে পারছে, আমাদের একজন লেগ স্পিনার আছে। এই তরুণকে দেখে নতুন করে আশায় বুক বাঁধছেন নিজেকে হারিয়ে খোঁজা নূর হোসেন, হাথুরুসিংহের সেই হতাশা জুবায়ের আর সম্ভাবনাময় মিনহাজুল আবেদীন আফ্রিদি।
- সফরকারী দলগুলির জন্য বরাবরই বড় চ্যালেঞ্জ ওয়েলিংটনের বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়া। তারওপর সেখানে যদি সামলাতে হয় শেন বন্ডের গতি, সুইং আর বাউন্সের গোলা! ক্যারিয়ারের স্মরণীয় দ্বৈরথের কথা ভাবতে গিয়ে সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল ইসলামের মনে পড়ল সেই লড়াইয়ের স্মৃতি।
- বঙ্গবন্ধু বিপিএলের পারফরমারদের নিয়ে গড়া টি-টোয়েন্টি সিরিজের দল নিয়ে মাহমুদউল্লাহর অনেক আশা। আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলামের মতো তরুণদের সামর্থ্যে ভরসা করছেন বাংলাদেশ অধিনায়ক। দলে অভিজ্ঞতারও কোনো ঘাটতি নেই। পাকিস্তানে সিরিজ জিততে প্রয়োজন স্রেফ একটা দল হিসেবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলা।
- ভারত সফরের টি-টোয়েন্টি দলে থাকা ৫ ক্রিকেটার জায়গা পেয়েছেন বাংলাদেশ ইমার্জিং দলে। টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, অলরাউন্ডার আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব ও বাঁহাতি পেসার আবু হায়দার রনি দেশে ফিরে খেলবেন ইমার্জিং টিমস এশিয়া কাপে। টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
- একেকটি ম্যাচ যাচ্ছে আর বল হাতে আরও বেশি মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন আমিনুল ইসলাম বিপ্লব। তাতে তার আসল সত্তাই যেন চাপা পড়ে যাচ্ছে। সেটিই মনে করিয়ে দিলেন রাসেল ডমিঙ্গো। আমিনুলের মূল পরিচয় তো ব্যাটসম্যান! জাতীয় দলের কোচ অবশ্য মুগ্ধ তরুণ এই ক্রিকেটারের প্রাণশক্তি দেখে।
- ভারত ১০ উইকেটে জিতবে কি না, রোহিত শর্মা সেঞ্চুরি পাবেন কি না, দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক পর্যায়ে এটাই ছিল দেখার বিষয়। আমিনুল ইসলামের দারুণ বোলিংয়ে হয়নি তার কোনোটাই। তরুণ লেগ স্পিনার যে সাহস নিয়ে বোলিং করেছেন তাতে মুগ্ধ মাহমুদউল্লাহ। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে সতীর্থের কাছে একই ধরনের সাহসী বোলিং চান বাংলাদেশ অধিনায়ক।
- সীমিত সুযোগে নিজেদের সামর্থ্য দেখানো আফিফ হোসেন, আমিনুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে দারুণ আশাবাদী মাহমুদউল্লাহ। তরুণ সতীর্থদের আগ্রাসী ক্রিকেট খেলে যাওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশ অধিনায়ক।
- পরপর দুই ওভারে ছক্কা, তরুণ বোলারের জন্য হতে পারত বড় ধাক্কা। কিন্তু দুই ছক্কা হমজ করেও ভড়কে যাননি। এলোমেলো হয়নি ভাবনা। বোলিং করে গেছেন পরিকল্পনা অনুযায়ী। তাতে মিলেছে সাফল্য,থামিয়েছেন ঝড় তোলা শ্রেয়াস আয়ারকে। সাফল্যে উদ্বুদ্ধ আমিনুলের উপলব্ধি, ব্যাটসম্যান যাই করুক, নিজের বোলিংটাই করে যেতে হবে।
- আমিনুল ইসলাম সবে বল হাতে নিয়েছেন। ড্রেসিং রুম থেকে ছুটে মাঠে গেলেন ড্যানিয়েল ভেটোরি। আম্পায়ারের ঠিক পেছনে দাঁড়িয়ে বাংলাদেশের স্পিন কোচ কাছ থেকে দেখলেন আমিনুলের বোলিং। তরুণ লেগ স্পিনার যেভাবে বোলিং করলেন, মন ভরে যাওয়ার কথা ভেটোরির। তবে ভারত সফরের আগে দুর্ভাবনার অবকাশ জাগাল দলের ব্যাটিং।
- বাঁহাতে ব্যান্ডেজ আছে এখনও। বোলিংয়ে কোনো সমস্যা নেই। নেটে বোলিং করার পর মাঠে স্পিন কোচ সোহেল ইসলামের সঙ্গে বোলিং অনুশীলন করলেন অনেকক্ষণ। তারপরও ফাইনালে আমিনুল ইসলাম বিপ্লবের খেলার সম্ভাবনা ক্ষীণ। কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট একাদশ নিয়ে মাঠে নামা তার পছন্দ।
- মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর একটি ফোনকল পেলেন আমিনুল ইসলাম। যা শুনলেন, তারপর উত্তেজনায় আর ঘুম হলো না রাতে! পরদিন তার ঠিকানা হলো বাংলাদেশের টিম হোটেল। স্বপ্নের নায়করা তখন তার সতীর্থ। তাদের সঙ্গেই নামলেন মাঠে। পারফরম্যান্সও হলো নজর কাড়া। অভিষেক ম্যাচে হাতের চোট যদিও একটু ছন্দপতন ঘটিয়েছে। তবু কয়েক দিন ধরে যেন স্বপ্নের ঘোরে আছেন আমিনুল।
- আলোচিত অভিষেক ম্যাচে পারফরম্যান্স দিয়ে যথেষ্টই আলোড়ন তুলেছেন আমিনুল ইসলাম বিপ্লব। তবে ম্যাচটি শুধু আনন্দ নয়, যন্ত্রণাও দিয়েছে বাংলাদেশের তরুণ এই ক্রিকেটারকে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই উইকেট পাওয়ার ম্যাচে চোটও পেয়েছেন হাতে। ডানহাতি স্পিনারের বাঁ হাতে পড়েছে তিনটি সেলাই।
- এলেন, দেখলেন, জয় করলেন! শুধু খেলাধূলায় নয়, জীবনের বহু ক্ষেত্রে বহু জনের প্রসঙ্গে কথাটি ব্যবহৃত হয়েছে অসংখ্যবার। তারপরও যুগ যুগ ধরে এটিই কোনো বিস্ময় ছড়ানো নবীনের স্তুতিতে আদর্শ জয়গান। আমিনুল ইসলাম বিপ্লবের ক্ষেত্রেও বলা যায় একই কথা। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে তার জায়গা পাওয়া ছিল চমক জাগানিয়া। সেই চমক আমিনুল ধরে রাখলেন পারফরম্যান্সেও। অভিষেক হলো লেগ স্পিনের আলো ছড়িয়ে।
- কিছুদিন আগেও সিনিয়র ক্রিকেটারদের অনেকে তাকে চিনতেন না। বোলিং সম্পর্কে জানার তো প্রশ্নই আসে না। কিন্তু নেটে কয়েক দিনের দেখা আর অভিষেক ম্যাচের পারফরম্যান্স বদলে দিয়েছে চিত্র। আমিনুল ইসলাম বিপ্লবের বোলিংয়ে সম্ভাবনার ছাপ দেখছে গোটা দল। সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ দেখছেন এই তরুণ লেগ স্পিনারের উজ্জ্বল ভবিষ্যত।
- কিছুদিন আগেও জাতীয় দলের ধারেকাছে ছিলেন না আমিনুল ইসলাম বিপ্লব। ক্যারিয়ারে নাটকীয় পালাবদলে সেই আমিনুল পেলেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ। চমক হিসেবে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে আসা লেগ স্পিনিং অলরাউন্ডার টি-টোয়েন্টি ক্যাপও পেয়ে গেলেন দ্রুতই।
- শুরুতে একটু স্ট্রেচিং, গা গরমের হালকা ফুটবল খেলা। এরপর লম্বা ফিল্ডিং সেশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের ব্যাটিং-বোলিং সেশন শুরু হতে একটু সময় লাগল। নেট সেশনের জন্য তাই অপেক্ষা, জাতীয় দলের নেটে যে প্রথমবার খেলবেন মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লব।
- বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে ভারতে যাওয়ার কথা ছিল আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্তর। কিন্তু নাটকীয় পালাবদলে দুজনকেই যেতে হচ্ছে চট্টগ্রামে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন দুজনই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, মূলত কোচের আগ্রহে নেওয়া হয়েছে এই দুজনকে।
- আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারার পর পরিবর্তনের ছড়াছড়ি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে। চট্টগ্রাম পর্বের দুই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লবকে। প্রথমবার টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
- বাংলাদেশ ক্রিকেটের নতুন মৌসুম শুরুর আগে কন্ডিশনিং ক্যাম্পের দলে ডাক পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। তাদের মধ্যে আছেন আনকোরা বাঁহাতি পেসার শফিকুল ইসলাম ও ব্যাটসম্যান আমিনুল ইসলাম। এই দুজনসহ শ্রীলঙ্কার ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের বাংলাদেশ হাই পারফরম্যান্স দল থেকে কন্ডিশনিং ক্যাম্পের দলে আছেন মোট ১০ জন।
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
- টিভি সূচি (বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২)
- আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
- অবশেষে সরছেন জনসন
- রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ