- এক ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে দলের জয়ের নায়কদের একজন। পরের ম্যাচেই দর্শক! এভাবেই চলছে জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের। ছন্দে থাকার সময় মাঠের বাইরে থাকতে কার ভালো লাগে! অ্যান্ডারসনেরও মেনে নিতে কষ্ট হয়। তবে দিনশেষে এটিও বুঝতে পারেন, তাদের ভালোর জন্যই এতকিছু।
- ভারতের বিপক্ষে ব্যাটিং মাস্টারক্লাস মেলে ধরার পুরস্কার পেয়েছেন জো রুট। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি ও মার্নাস লাবুশেনকে টপকে ইংলিশ অধিনায়ক এখন তিনে।
- বর্নাঢ্য ক্যারিয়ারে আরও এক কীর্তি গড়লেন জেমস অ্যান্ডারসন। পেসারদের মধ্যে ৩০ বছর পেরিয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়াদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজ গ্রেট কোর্টনি ওয়ালশকে ছাড়িয়ে চূড়ায় উঠেছেন এই ইংলিশ বোলার।
- দিনের শুরুতে এক ওভারে দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দেন জেমস অ্যান্ডারসন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের অপরাজিত সেঞ্চুরি ও দিনেশ চান্দিমালের ফিফটিতে সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা, পেয়েছে শক্ত ভিত।
- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের ইংল্যান্ড একাদশে ফিরেছেন প্রথম ম্যাচে না খেলা জেমস অ্যান্ডারসন। স্টুয়ার্ট ব্রডকে বিশ্রাম দিয়ে অভিজ্ঞ এই পেসারকে খেলাচ্ছে সফরকারীরা।
- নিউ জিল্যান্ড দলে কোরি অ্যান্ডারসনের জায়গা মেলে না দীর্ঘ দুই বছর। নিজ দেশ ছেড়ে তাই নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন তিনি। যুক্তরাজ্যের টি-টোয়েন্টি আসর মেজর লিগ ক্রিকেটে তিন বছরের জন্য চুক্তি করেছেন এই ব্যাটিং অলরাউন্ডার।
- ইংল্যান্ডে দুইবারের সফরে দেখা গেছে বিরাট কোহলির দুই রকম চেহারা। একবার তিনি নাস্তানাবুদ হয়েছেন ইংলিশদের সুইং বোলিংয়ে। আরেকবার প্রমাণ রেখেছেন ব্যাটসম্যানশীপে উৎকর্ষতার। এবার কোহলির সঙ্গে আরেকদফা কঠিন লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন জেমস অ্যান্ডারসন।
- টেস্টে পেসার হিসেবে ৬০০ উইকেটের যে অসামান্য কীর্তি গড়েছেন জেমস অ্যান্ডারসন, আর কেউ তা ভাঙতে পারবে বলে মনে করেন না কুমার সাঙ্গাকারা। রেকর্ডটি ভাঙার স্বপ্ন নিশ্চয়ই অনেকে দেখবে। তবে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের মতে, অনন্য এই অর্জন ইংলিশ পেসারের একারই থাকবে।
- পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন জেমস অ্যান্ডারসন। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন ইংল্যান্ডের এই পেসার।
- টেস্ট ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার পর জেমস অ্যান্ডারসন তাকিয়ে পরবর্তী চ্যালেঞ্জের দিকে। ইংল্যান্ডকে তার এখনও অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করছেন ৩৮ বছর বয়সী এই পেসার। এমনকি তার মতে, ৭০০ উইকেটও অসম্ভব নয়।
- বৃষ্টি, আলোকস্বল্পতায় শঙ্কা জেগেছিল শেষ দিনে খেলা মাঠে গড়ানো নিয়ে। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে শুরু হয় খেলা। দ্রুতই জেমস অ্যান্ডারসন পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইলফলকে। টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে গড়েন ছয়শ উইকেটের কীর্তি। তার প্রাপ্তির ম্যাচটি হয়েছে ড্র।
- কিছুটা বাড়তি বাউন্স পাওয়া বলটা আজহার আলির ব্যাটের কানায় লেগে স্লিপে জমা পড়ল জো রুটের হাতে। জেমস অ্যান্ডারসনের নাম উঠে গেল রেকর্ড বইয়ে। এই উইকেট নিয়েই প্রথম পেসার হিসেবে স্পর্শ করলেন ৬০০ টেস্ট উইকেটের মাইলফলক।
- বৃষ্টি আর আলোকস্বল্পতায় অপেক্ষা বাড়ল জেমস অ্যান্ডারসনের। ছয়শ উইকেটের মাইলফলক থেকে স্রেফ ১ উইকেট দূরে দাঁড়িয়ে টেস্ট ইতিহাসের সফলতম পেসার। তার হতাশার দিনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছে ইংল্যান্ড।
- টেস্ট উইকেট সংখ্যায় বেশ আগেই গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেছেন জেমস অ্যান্ডারসন। এবার ৫ উইকেট শিকারির তালিকায় অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে স্পর্শ করলেন ইংলিশ গ্রেট। আরেকটি মাইলফলক থেকে এখন মাত্র দুই ধাপ পেছনে অ্যান্ডারসন। ৬০০ টেস্ট উইকেটের ইতিহাস গড়তে তার প্রয়োজন আর কেবল দুটি উইকেট।
- যে পিচে নির্বিষ মনে হলো পাকিস্তানের বোলিং আক্রমণ, সেখানেই সুইংয়ের জাদুতে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেললেন জেমস অ্যান্ডারসন। ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে ছয়শ উইকেটের দুয়ারে পৌঁছে গেলেন অভিজ্ঞ এই ইংলিশ পেসার। অপরাজিত সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ফলোঅন এড়াতে পারেননি আজহার আলি।
- বৃষ্টির বাধায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বোলিংয়ের সুযোগ পেয়েছেন কেবল এক ইনিংসে। সেখানেই দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন স্টুয়ার্ট ব্রড। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন এই ইংলিশ পেসার। তিনে নেমে গেছেন নিউ জিল্যান্ডের পেসার নেইল ওয়্যাগনার।
- সবশেষ তিন টেস্টে নিয়েছেন কেবল ৬ উইকেট। এতেই শুরু হয়ে গেছে জেমস অ্যান্ডারসনের অবসরের গুঞ্জন। অবশ্য তা গায়েই মাখছেন না টেস্ট ইতিহাসের সফলতম এই পেসার। জানালেন, এখনই টেস্ট ক্রিকেট ছাড়ার কোনো ইচ্ছে তার নেই। আগামী বছরের অ্যাশেজে এমনকি এরপরও যতদিন সম্ভব খেলা চালিয়ে যেতে চান তিনি।
- এই যাত্রায় কমের ওপর দিয়ে বেঁচে যাওয়া জফ্রা আর্চার অনুমিতভাবে জায়গা পেয়েছেন তৃতীয় টেস্টের দলে। বিশ্রাম কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচের দলে ফিরেছেন জেমস অ্যান্ডারসন ও মার্ক উড।
- একটি তালিকায় এরই মধ্যে বেন স্টোকসকে সবার উপরে রাখেন জেমস অ্যান্ডারসন। অভিজ্ঞ এই পেসার মনে করছেন, আরেকটি তালিকায় সতীর্থ অলরাউন্ডার দ্রুত ছুটছেন চূড়ার দিকে। অ্যান্ডারসনের বিশ্বাস, ইয়ান বোথাম, অ্যান্ড্রু ফ্লিন্টফদের মতো গ্রেটদের ছাপিয়ে ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার হয়ে উঠতে পারেন স্টোকস।
- কদিন পরই দুজন হবেন প্রবল প্রতিপক্ষ। দুই দলের পেস আক্রমণের মূল অস্ত্র তারা দুজন। তবে মাঠের লড়াই শুরুর আগে একজন কেবলই আরেকজনের ভক্ত। ক্যারিবিয়ান ফাস্ট বোলার কেমার রোচ বলছেন, ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসনের বোলিং মুগ্ধ হয়ে দেখেন তিনি।
- সাম্প্রতিক সময়ে চোট খুব ভোগাচ্ছিল জেমস অ্যান্ডারসনকে। বয়সও কম হয়নি। তবে এখনই ক্রিকেট ছাড়ার ইচ্ছে তার নেই। করোনাভাইরাসের কারণে পাওয়া লম্বা বিরতি তাই একরকম আশীর্বাদ হয়ে এসেছে টেস্ট ইতিহাসের সফলতম পেসারের জন্য। শারীরিক ও মানসিকভাবে চাঙা ইংলিশ পেস কিংবদন্তি বলছেন, এই বিশ্রাম তার ক্যারিয়ারকে দীর্ঘায়িত করবে আরও।
- নিজেদের দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি তারা। তবে জেমস অ্যান্ডারসনের সঙ্গে নিজের তুলনার কোনো সুযোগ দেখেন না ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকান এই পেসারের মতে, অ্যান্ডারসনের মতো স্কিল নেই তার।
- সতীর্থ জস বাটলারকে দেখে অনুপ্রাণিত হয়েছেন জিমি অ্যান্ডারসন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহের জন্য ক্রিকেট স্মারক অনলাইন নিলামে তুলবেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার।
- ক্যারিয়ারের প্রায় শেষ ধাপে চলে এসেছেন জেমস অ্যান্ডারসন। বয়সে চার বছরের ছোট হলেও ইংল্যান্ড টেস্ট দলের আরেক পেসার স্টুয়ার্ট ব্রডের ভাবনায়ও এসেছে অবসর প্রসঙ্গ। তবে এখনই নয়। থামার আগে আরেকটি অ্যাশেজ চাই অভিজ্ঞ এই দুই পেসারের।
- উইকেট সংখ্যায় ইয়ান বোথামকে অনেক আগেই ছাড়িয়েছেন জেমস অ্যান্ডারসন। ছাড়িয়ে গেছেন টেস্ট ইতিহাসের সব পেসারকেই। তবে একটা জায়গায় দুই ইংলিশ কিংবদন্তির নাম এতদিন ছিল পাশাপাশি; পেস বোলিংয়ে সবচেয়ে বেশি বার ৫ উইকেট। সেখানেও এবার বোথামকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন, এক ধাপ এগিয়ে গেলেন গ্লেন ম্যাকগ্রাকে স্পর্শ করার দিকে।
- বয়স পেরিয়েছে ৩৭। পিছু না ছাড়া চোটে এ বছর খেলতে পেরেছেন মোটে ৪টি টেস্ট। পায়ের পেশির চোটে ঘরের মাঠে অনেক প্রতীক্ষার অ্যাশেজ থেকে ছিটকে গিয়েছিলেন মাত্র ৪ ওভার বল করেই। তবু চোটের কাছে হার মানেননি জেমস অ্যান্ডারসন। টেস্ট ইতিহাসের সফলতম পেসার এই বয়সেও শুরু করছেন আরেকটি অধ্যায়। ফিরেছেন দক্ষিণ আফ্রিকা সফরের ইংল্যান্ডের টেস্ট দলে।
- পায়ের পেশির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের বাকি দুই টেস্টে আর খেলতে পারবেন না ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তার বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রেইগ ওভারটন।
- পায়ের পেশির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।
- কাফ মাসলের চোট থেকে সেরে না ওঠায় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ শুরুর টেস্টেও অভিজ্ঞ এই পেসারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
- বোল্ড করে শুরু। বোল্ড করেই চূড়ায়! ২০০৩ সালে অভিষেক টেস্টে লর্ডসে জিম্বাবুয়ের মার্ক ভারমিউলেনকে বোল্ড করে শুরু হয়েছিল উইকেট শিকার অভিযান। মঙ্গলবার ওভালে মোহাম্মদ শামিকে বোল্ড করে পা রাখলেন সর্বোচ্চ উচ্চতায়। গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সফলতম পেসার এখন জেমস অ্যান্ডারসন।
- আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে শাস্তি পেয়েছেন জেমস অ্যান্ডারসন। একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এই ইংলিশ পেসার।
- ইংল্যান্ডের ইনিংসের এক পর্যায়ে তেমন একটা সুইং পাচ্ছিলেন না ভারতের পেসাররা। মনে হচ্ছিল ব্যাটিংয়ের জন্য ভালোর দিকে লর্ডসের উইকেট। তবে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হতেই দেখা মিলল সুইংয়ের। তাতে উড়ে গেল অতিথিদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। অনায়াসে জিতল ইংলিশরা।
- লর্ডসে সেঞ্চুরি করলেই নাম উঠে যায় বিখ্যাত অনার্স বোর্ডে। কত কত ব্যাটসম্যানের নাম খোদাই হয়ে আছে সেই বোর্ডে! তবে একটা জায়গায় কোনো সেঞ্চুরি ছিল না লর্ডসের। অনেক ইতিহাসের সাক্ষী থাকা মাঠে সেই শূন্যতা মেটালেন জিমি অ্যান্ডারসন। প্রথম বোলার হিসেবে পূরণ করেছেন ক্রিকেট তীর্থে উইকেটের শতক।
- ইংলিশদের সুইং বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না ভারতীয় ব্যাটসম্যানরা। সহায়ক কন্ডিশনে শুরু থেকে ভীতি ছড়ালেন জেমস অ্যান্ডারসন। দলে ফেরা ক্রিস ওকস দিলেন যোগ্য সঙ্গ। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন দ্রুত গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস।
- শন মার্শের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণা। বোলারদের সৌজন্যে দুইশ ছাড়ানো লিড। এরপর আচমকাই ম্যাচে হাওয়া বদল। ইংলিশ বোলারদের দুর্দান্ত ফেরা। জো রুটের ভরসায় রান তাড়ায় এগিয়ে যাওয়া। উত্থান-পতনের নানা ধাপ পেরিয়ে অ্যাডিলেড টেস্ট দাঁড়িয়ে রোমাঞ্চকর এক মোড়ে।
- ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স এনে দিল ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। ফিরে পেলেন শীর্ষস্থান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের পারফরম্যান্সে আবার র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার জেমস অ্যান্ডারসন।
- ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছিলেন আগের দিনই। কিন্তু দলের জয় না এলে যে উপলক্ষ্যের মাহাত্ম্যই কমে যায়! মাইলফলক ছোঁয়ার ম্যাচ জেমস অ্যান্ডারসন স্মরণীয় করে রাখলেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে। অর্জনে পূর্ণতা দিল দলের জয়।
- প্রথম ইংলিশ পেসার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন আগের দিন। লর্ডস টেস্টের তৃতীয় দিনে জেমস অ্যান্ডারসন করলেন ক্যারিয়ার সেরা বোলিং। শুধু তার নিজের সেরা নয়, একটি জায়গায় শত বছরের সেরা!
- মাইলফলকের দুয়ারে দাঁড়িয়ে ছিলেন। সেটি খুলতে সময় নিলেন মাত্র দুই ওভার। দ্বিতীয় ওভারেই ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফিরিয়ে জেমস অ্যান্ডারসন ছুঁলেন কাঙ্ক্ষিত মাইলফলক। ৫০০ টেস্ট উইকেট!
- ব্যাটসম্যানদের চাপে ফেলতে ঠিক কী করতে হবে দিনের শুরুতে সেটাই যেন দক্ষিণ আফ্রিকার বোলারদের দেখিয়ে দিলেন জেমস অ্যান্ডারসন। সেই পথ ধরেই দুই সেশনের কম সময়ে ইংলিশদের গুটিয়ে দিল অতিথিরা। দ্বিতীয় টেস্টে ১৩০ রানের লিডের ওপর দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নিচ্ছেন হাশিম আমলা, ডিন এলগার।
- ডিন এলগারের ব্যাট থেকে উড়ে এলো বল। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নিলেন লিয়াম ডসন। রেকর্ড বইয়ে নাম লেখালেন জেমস অ্যান্ডারসন। প্রথম পেসার হিসেবে দেশের মাটিতে তিনশ টেস্ট উইকেট!
- আইপিএলে নিজেদের ফিটনেস প্রমাণ করে চ্যাম্পিয়ন্স ট্রফির নিউ জিল্যান্ড দলে ফিরেছেন দুই পেসার মিচেল ম্যাকক্লেনাগান ও অ্যাডাম মিল্ন এবং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন।
- কাঁধের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি জেমস অ্যান্ডারসন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডের মূল স্ট্রাইক বোলারের না আসা তাই অনেকটাই নিশ্চিত।
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- কেমন আছেন কিশোর
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- আবারও মাঠের বাইরে পিকে