টি-টোয়েন্টি বিশ্বকাপ
আনরিক নরকিয়ার একই ধরনের ডেলিভারিতে একইভাবে আউট হন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত; তাদের পক্ষে ব্যাট ধরে তাওহিদ হৃদয় বললেন বলের গতি কাজে লাগিয়ে শট খেলার পরিকল্পনার কথা।
Published : 11 Jun 2024, 10:52 AM
শুরুতেই তানজিদ হাসানের বিদায়ের পর দেখেশুনে পাওয়ার প্লে কাটিয়ে দেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। কিন্তু পরপর দুই ওভারে লিটন ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। বিপদ আরও বাড়িয়ে এক ওভার পর সাকিবের মতো প্রায় একই শটে ফেরেন শান্তও।
ছোট লক্ষ্যে পঞ্চাশ রানে ৪ উইকেট হারানো দলকে জয়ের আশা দেখান তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত তিনিও পারেননি। তবে ম্যাচ শেষে ওপরের দিকের ব্যাটসম্যানদের দায় দিতে নারাজ হৃদয়। উল্টো একই ধরনের ডেলিভারিতে একইভাবে আউট হওয়া শান্ত ও সাকিবের পক্ষেই ব্যাট ধরেন তরুণ ব্যাটসম্যান।
দশম ওভারে আনরিক নরকিয়ার বুক বরাবর ধেয়ে আসা বলের গতি টিভি পর্দায় দেখা ১৪৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাউন্সে চড়ে গতি কাজে লাগিয়ে পুল বা হুক করার চেষ্টা করলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সেই গতিতেই যেন পরাস্ত হলেন। ব্যাটের ওপরের দিকে লেগে ক্যাচ দিলেন শর্ট স্কয়ার লেগে।
নরকিয়ার আগের ওভারে প্রায় একই গতির একই ধরনের ডেলিভারিতে পুল খেলার চেষ্টা করেন সাকিব আল হাসান। তিনিও পারেননি গতির বিরুদ্ধে লড়াই জিততে। শেষ মুহূর্তে কোনোমতে ব্যাট চালিয়ে ক্যাচ দেন শর্ট মিড উইকেটে। পরপর দুই ওভারে দুই বাঁহাতি ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
অথচ বাংলাদেশের বিপক্ষে নরকিয়ার আগের পারফরম্যান্স মাথায় রেখে হলেও তার বিপক্ষে দেখেশুনে খেলাই হতে পারত সম্ভাব্য পথ। এছাড়া চলতি আসরের প্রথম দুই ম্যাচেও অসাধারণ বোলিং করেন দক্ষিণ আফ্রিকার গতিময় পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ রানে ৪ উইকেটের পর নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি নেন ২ উইকেট।
এছাড়া গত দুই বিশ্বকাপে বাংলাদেশকে হারানো ম্যাচে নরকিয়ার শিকার ৭ উইকেট। এর সঙ্গে যুক্ত হলো আরও ২টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে এর চেয়ে বেশি উইকেট আছে শুধু অজান্থা মেন্ডিসের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩টি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নরকিয়ার ওভারে সাবধানী ব্যাটিংয়ের বদলে শান্ত-সাকিবের বড় শটের চেষ্টার পেছনে সম্ভাব্য পরিকল্পনার কথা জানান হৃদয়।
"আমার কাছে মনে হয় যে, খুব ভালো শট ছিল। কারণ বেশিরভাগ বলই সে (নরকিয়া) ব্যাক অব লেংথে করে)। তো ওর বলে রান করতে গেলে পুল শট বা গতিটাই ব্যবহার করতে হবে। শটের বাস্তবায়নটা আজকে ঠিক হয়নি বা ভালো হয়নি। আমার মনে হয়, পরেরবার যখন (নরকিয়ার) মুখোমুখি হবে, একই শটে ছয় বা চার হবে।"