আফগানিস্তানের কাছে হারের পর ক্রিকেটারদের কড়া সমালোচনা করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
Published : 24 Oct 2023, 01:10 PM
বিশ্বকাপে ভালো শুরুর পর বাজেভাবে হোঁচট খেয়েছে পাকিস্তান। ভারত, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছে হেরেছে তারা। টানা পরাজয়ে অনেকটাই ফিকে হয়ে এসেছে তাদের সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা। দলের এমন পারফরম্যান্সের পর একসঙ্গে তিন বিভাগে ভালো করতে না পারার আক্ষেপ শুনিয়েছেন বাবর আজম।
চেন্নাইয়ে সোমবার পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ২৮২ রানের পুঁজি নিয়েও কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি পাকিস্তান। উল্টো নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে আফগানরা।
রান তাড়ায় শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইনিংসই নিয়ন্ত্রণ করেছেন রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদিরা। এলোমেলো বোলিংয়ের সঙ্গে বাজে ফিল্ডিংয়ের মাশুল গুনেছে পাকিস্তান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই ক্রিকেটারদের সমালোচনা করতেও ছাড়েননি পাকিস্তান অধিনায়ক।
“এই পরাজয় অবশ্যই আমাদের কষ্ট দিচ্ছে। আমরা ২৮০-২৯০ রানের আশপাশে করতে চেয়েছিলাম। সেটি পাওয়ার পর বোলিং-ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারিনি। মাঝের ওভারে স্পিনাররা প্রত্যাশামতো বোলিং করতে পারেনি।”
“মাঝের ওভারগুলোতে আমরা শুরুটা ভালো করেছি কিন্তু উইকেট দরকার ছিল। দ্বিতীয় ইনিংসেও পিচে স্পিনারদের সাহায্য ছিল। কিন্তু আমাদের স্পিনাররা বিশেষ করে ভালো লেংথে বল করতে পারেইনি। প্রতি ওভারেই আমরা বাউন্ডারি হজম করেছি। তাই ব্যাটসম্যানদের ওপর কোনো চাপ ছিল না।”
চেন্নাইয়ের পিচে আফগানিস্তানের চার স্পিনার রাশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবি ও নুর আহমাদ মিলে ৩৮ ওভারে ১৭৬ রানে নেন ৪ উইকেট। বিপরীতে পাকিস্তানের তিন স্পিনার শাদাব খান, উসামা মির ও ইফতিখার আহমেদ ২১ ওভারে ১৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
এর পেছনে সঠিক জায়গায় বল করতে না পারার ব্যর্থতার কথা বলেন পাকিস্তান অধিনায়ক।
“বোলিংয়ে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আপনি যখন সঠিক লেংথে বল করতে পারবেন না এবং বাউন্ডারি দিতে থাকবেন, তখন আপনার মনোযোগ রান আটকানোর দিকে চলে যায়। এটি করতে গিয়ে ভুল হতেই থাকে যা আপনাকে চাপে ফেলে দেয়।”
“এখানে বোলারদের ভুল করার জায়গা খুবই কম। আপনি স্টাম্পের একটু বাইরে করলেই মার হজম করবেন। এদিকে আমাদের ঘাটতি আছে। আমরা স্টাম্প বরাবর বোলিং করতে পারিনি। স্পিনারদের জন্যও একই কথা। আমরা চারটি ভালো বলের পর দুইটি বলে বাউন্ডারি হজম করেছি। আপনি এক জায়গায় টানা বল করলে চাপ সৃষ্টি হয়। আমাদের এই জিনিসটিই নেই।”
এসময় বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের ব্যর্থতাও তুলে ধরেন বাবর।
“আমরা একসঙ্গে সব বিভাগে ভালো করতে পারছি না। আমরা যখন বোলিং ভালো করছি, তখন ব্যাটিং ভালো হয় না। যখন আমরা ব্যাটিং ভালো করি, তখন আমরা ফিল্ডিংয়ে ভালো করতে পারি না।”
“ফিল্ডিং পুরোটাই মনোভাবের বিষয়। আমি এই দলে সেই মনোভাব দেখি না। আপনাকে বাড়তি চেষ্টা করতে হবে, ফিট থাকতে হবে। যখন বল আপনার দিকে আসে, তখন বলের দিকেই নজর রাখতে হবে, অন্য কোনো চিন্তা করা যাবে না। ফিল্ডার হিসেবে আপনাকে চনমনে থাকতে হবে। আমার মনে হয় ফিল্ডিংয়ে এর অভাব দেখছি।”