বড় ম্যাচের বড় দল অস্ট্রেলিয়া
ফাইনাল মানেই যেন অস্ট্রেলিয়া ভিন্ন এক দল। আরও একবার তা প্রমাণ করল তারা। কেন উইলিয়ামসনের ব্যাটিং মাস্টারক্লাস যদিও লড়াই করার আশা দেখিয়েছিল নিউ জিল্যান্ডকে, কিন্তু ওয়ার্নার-মার্শরা লড়াই জমাতেই দিলেন না। নিউ জিল্যান্ডকে হতাশ করে টি-টোয়েন্টিতে প্রথম বিশ্ব শিরোপা পেল অস্ট্রেলিয়া।