নির্দোষ হলে বিসিবির সহায়তা পাবেন রুবেল

নির্দোষ হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুরো সহযোগিতা পাবেন রুবেল হোসেন। তবে দোষী হলে এই পেসার তাদের কোনো সাহায্য পাবেন না বলে জানিয়েছেন বিসিবি প্রধান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2014, 02:17 PM
Updated : 16 Dec 2014, 02:17 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, তিনি মোটেও বিশৃঙ্খলা পছন্দ করেন না। এটি রুবেলের ব্যক্তিগত ব্যাপার।

“সে যদি অন্যায় করে থাকে, তার শাস্তি হবে। বোর্ড থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।”

গত শনিবার নারী ও শিশু নির্যাতন আইনে রুবেলের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী।

এই মামলা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেটের প্রধান বলেন, “বাংলাদেশের আইন তার নিজস্ব গতিতেই চলবে। যা শাস্তি হবে তা তাকে পেতেই হবে।”

গত সোমবার হাই কোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন রুবেল।

বিসিবি সভাপতি বলেন, “সে নির্দোষ হলে আমাদের কাছ থেকে পুরো সহযোগিতা পাবে। কিন্তু কোনো দোষী ব্যক্তি আমাদের কাছ থেকে কোনো সাহায্য পাবে না।”

জানুয়ারির প্রথম সপ্তাহে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। সেই দলে রুবেলের থাকা নিয়ে এখন অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

“(সে থাকবে কি না) এখন বলা কঠিন। এটা আগামী ১০-১৫ দিনের মধ্যে বলা যাবে। পরিস্থিতির ওপর নির্ভর করবে তার স্কোয়াডে থাকা না থাকা।”