রুবেলের বিষয়টি স্পর্শকাতর: বিসিবি

রুবেল হোসেনের বিরুদ্ধে করা চিত্রনায়িকা নাজনিন আকতার হ্যাপির মামলা নিয়ে এখনই কিছু বলতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী আগে সবকিছু ঠিকঠাকভাবে জানতে চান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2014, 02:55 PM
Updated : 13 Dec 2014, 03:57 PM

শনিবার সন্ধ্যায় মিরপুর থানার গিয়ে হ্যাপি নিজে নারী ও শিশু নির্যাতন আইনে বাংলাদেশের পেসার রুবেলের বিরুদ্ধে মামলা করেন। হ্যাপী নামের এই চলচ্চিত্র অভিনেত্রী তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ এনেছেন।

নিজামউদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে তাদের হাতে এখনো কোনো কাগজ-পত্র আসেনি। তাই আগে থেকে কোনো মন্তব্য করতে চান না।
“বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই না দেখে, আলোচনা না করে কিছু বলা ঠিক হবে না।”