ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন এক চিত্রনায়িকা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2014, 01:44 PM
Updated : 14 Dec 2014, 10:52 AM

নাজনীন আক্তার হ্যাপী (২১) নামের এই চলচ্চিত্র অভিনেত্রী তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ এনেছেন।

শনিবার সন্ধ্যায় মিরপুর থানার গিয়ে তিনি এই মামলা করেন বলে থানার ওসি সালাহউদ্দিন জানান।

হ্যাপী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেইসবুকের মাধ্যমে ওর সাথে আমার প্রায় এক বছর আগে পরিচয় হয়। নয় মাস ধরে তার সাথে ঘনিষ্ঠতা।”

“বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে তোলে রুবেল। এ ব্যাপারে অভিযোগ করলে সে এড়িয়ে যায়।”

পরে রুবেল তাকেও এড়িয়ে চলতে শুরু করেন অভিযোগ করে এই অভিনেত্রী বলেন,“গতকালও সে (রুবেল) বলেছে বিয়ে করতে পারি। আজকে বলেছে, সে বিয়ে করতে পারবে না। তাই মামলা করেছি-মামলা চালিয়ে যাব।”

ওসি সালাহউদ্দিন বলেন, কমার্স কলেজের কাছে রুবেলের একটি ফ্লাট আছে। ওই ফ্লাটে হ্যাপীর যাওয়া-আসা ছিল।

“মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ আনা হয়েছে।”

রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী নাজনীন আক্তার হ্যাপী ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত আরো কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি।

আগামী মাসের প্রথম দিনে ২৫ বছর পূর্ণ হতে চলা রুবেলের জন্ম বাগেরহাটে। জাতীয় দলে নিয়মিত খেলতে থাকা এই পেসার ৫৩টি ওয়ানডেতে ৬৯ উইকেট নিয়েছেন। আর ২২ টেস্টে পেয়েছেন ৩২ উইকেট।

হ্যাপী অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এদিকে মামলার পরপরই নায়িকা হ্যাপীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে বলে মিরপুর থানার এসআই তানভীর হাসান জানিয়েছেন।

তার অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ডাক্তারি পরীক্ষার প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, “ডাক্তারি পরীক্ষার আগ পর্যন্ত তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হবে।”

রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য নেওয়া হবে বলে তানভীর জানিয়েছেন।