সেরে উঠছেন শহীদ, ফিট লিটন

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মোহাম্মদ শহীদ। আপাতত টানা ৬ ওভারের স্পেল করতে পারছেন বাংলাদেশের সর্বশেষ টেস্টে খেলা এই পেসার।

ক্রীড়া প্রতিবেদক<ecs_selection></ecs_selection>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 10:11 AM
Updated : 16 Oct 2016, 06:46 AM

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার সময় চোট পান শহীদ। সাইড স্ট্রেইন থেকে সেরে উঠতে বেশ সময় লাগছে টেস্টে লম্বা স্পেল করার সামর্থ্য রাখা এই ডানহাতি পেসারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, “এখনও তিন-চার দিন সময় আছে। আশা করছি ও সম্পূর্ণ ফিট হয়ে যাবে। গতকালও ৮০ শতাংশ এফোর্ট দিতে পেরেছে।”

আপাতত মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন শহীদ। এই পেসার জানান, ধীরে ধীরে লম্বা স্পেল করার ফিটনেস ফিরে পাচ্ছেন তিনি।

“গতকাল ৬ ওভার করেছি। কাল হয়তো ৯ ওভার বল করবো। এখন ভালো আছি।”

গত বছরের জুলাই-অগাস্টে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্টে খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের চোট নিয়ে কোনো দুর্ভাবনা নেই বলে জানান ডা. দেবাশীষ।

“কাঁধের চোট থেকে সম্পূর্ণ সেরে উঠেছে লিটন। ওর খেলতে কোনো সমস্যা হবে না।” 

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য এখনও দল ঘোষণা করেনি স্বাগতিকরা।