বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেই নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন গত এশিয়া কাপের দলে না থাকা সুরেশ রায়না।
Published : 28 May 2014, 05:59 PM
ধোনির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া অবশ্য নতুন নয় রায়নার জন্য। এর আগে ৯টি ওয়াডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
আইপিএলে ভালো খেলার পুরস্কার হিসেবে দলে ফিরেছেন রবিন উথাপ্পা।
একই টুর্নামেন্টে ভালো খেলে দলে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা কেদার যাদব ও অক্ষর প্যাটেল।
প্রায় দুই বছর পর দলে ফিরেছেন মনোজ তিওয়ারি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানের সতীর্থ আর বিনয় কুমার।
বিশ্রাম দেয়া হয়েছে শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাকে।
বাংলাদেশ সফরে ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ওয়ানডে খেলবে ভারত। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ভারত দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, অম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা, পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, আর বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।