সহ-অধিনায়কের দায়িত্ব ছাড়ছেন তামিম

জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছেন তামিম ইকবাল। নির্ভার হয়ে খেলার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2014, 12:42 PM
Updated : 9 Feb 2014, 01:43 PM

রোববার তামিম ফোনে কয়েকজন সাংবাদিকদের জানান, শনিবার রাতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সভাপতি আকরাম খানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আগামী কয়েকটা মাস নির্ভার থাকতে চান তামিম।

“আগামী তিন মাস বাংলাদেশ এবং আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়ে আমাদের অনেকগুলো খেলা রয়েছে। ব্যাটসম্যান হিসেবে আমি নির্ভার থাকতে চেয়েছি। অন্য কোনো চাপ মাথায় নিতে চাইনি।”

আকরাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তামিমের চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও পদত্যাগ করতে চাওয়ার কারণ জানাননি।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটগ্রস্ত মুশফিকুর রহিমের জায়গায় সহ-অধিনায়ক তামিমকে বিবেচনা না করে মাশরাফি মুর্তজার নাম ঘোষণা করা হয়। আঙ্গুলের চোটের কারণে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই মুশফিক

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান তামিমকে নির্ভার হয়ে খেলার সুযোগ করতে দিতে অধিনায়কের দায়িত্ব দেননি।