মোসাদ্দেকের নৈপুণ্যে অনূর্ধ্ব-১৯ দলের জয়

সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2013, 01:12 PM
Updated : 6 Dec 2013, 01:12 PM

প্রথমে ৭৭ রান করে ও পরে ১৬ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান মোসাদ্দেক হোসেনের।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় স্বাগতিক দল।

তবে মোসাদ্দেক ও সাঈদ সরকারের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ পেয়ে যায় ৯ উইকেটে ২২২ রানের লড়াই করার মতো সংগ্রহ।

সপ্তম উইকেটে মাত্র ১০৪ বলে ১১৯ রানের জুটি গড়েন দুজনে। এর মধ্যে ৮৩ রানই এসেছে সাঈদের ব্যাট থেকে। তার ৬৬ বলের ঝড়ো ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা।

শেষ ওভারে আউট হওয়া মোসাদ্দেকের ১০৭ বল স্থায়ী দায়িত্বশীল ইনিংসটা সাজানো ৭টি চার ও দুটি ছক্কায়।

২৪ রানে ৩ উইকেট নিয়ে অধিনায়ক রামাল লুইস ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।

জবাবে ৪১ রানে ছয় উইকেট হারিয়ে দিগভ্রান্ত অতিথি দল একদমই লড়াই করতে পারেনি। ট্রিস্টান কোলম্যান (৪২) চেষ্টা করলেও ১১৮ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা।

৩০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার জুবায়ের হোসেন। মোসাদ্দেক ছাড়াও দুটি করে উইকেট নেন মেহেদি হাসান ও নিহাদউজ্জামান।

রোববার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২২২/৯ (সাদমান ২২, জয়রাজ ১১, জসিম ৫, মোসাদ্দেক ৭৭, নাজমুল ৫, মেহেদি ৮, ইয়াসির ২, সাঈদ ৮৩, নিহাদ ৩*, মুস্তাফিজ ০; লুইস ৩/২৪, মোতি-কানহাই ২/২৪, অ্যালেন ২/৩০, ড্রেকস ১/২১, জোন্স ১/৬৮)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.৫ ওভারে ১১৮ (হেটমায়ার ৬, সোলোজানো ৮, পুরান ৫, ড্রেকস ৩, কোলম্যান ৪২, কিং ৭, অ্যালেন ০, লুইস ১৩, মিন্ডলি ৪, মোতি-কানহাই ০, জোন্স ১৪*; জুবায়ের ৩/৩০, মেহেদি ২/১৬, মোসাদ্দেক ২/১৬, নিহাদ ২/১৮, মুস্তাফিজ ১/২৬)

ম্যাচ সেরা: মোসাদ্দেক হোসেন।