ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য জিপি-বিসিবি একাডেমি দলকে ৩৮৯ রানের লক্ষ্য দিয়েছে জাতীয় দল।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফীসের শতক, মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকের সুবাদে ৯০ ওভারে ৩৮৮ রান করে জাতীয় দল।
অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহীম।
জাতীয় দলকে দারুণ সূচনা এনে দেন নাফীস ও ইমরুল কায়েস। দলীয় ৯১ রানের মাথায় ইমরুল (৩০) বিদায় নিলে প্রথম উইকেট হারায় জাতীয় দল। ২ রান পরই বিদায় নেন প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাট করা জুনায়েদ সিদ্দিক (২)।
তৃতীয় উইকেট জুটিতে নাফীস ও আশরাফুল যোগ করেন ৮১ রান। দলীয় ১৭৪ রানে বিদায় নেয়ার আগে নাফীস করেন ১১৫ রান। তার ১৬৮ বলের ইনিংসে ১৭টি চার ও ৩টি ছয় রয়েছে। নাফীস বিদায় নেয়ার ২ রান পরই বিদায় নেন প্রথম প্রস্তুতি ম্যাচে অর্ধশতকের মুখ দেখা মুশফিক (২)।
১৭৬ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়া জাতীয় দলকে খেলায় ফেরান আশরাফুল ও রিয়াদ। ১৩০ রান যোগ করে দলীয় ৩০৬ রানের মাথায় সাজঘরে ফেরেন আশরাফুল (৭৭)। তার ১৬৭ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছয় রয়েছে।
আশরাফুলের বিদায়ের পর হাত খুলে খেলতে থাকেন রিয়াদ ও নাসির হোসেন। রান তোলার গতি এ সময় বেশ বেড়ে যায়। দলীয় ৩৫৬ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রিয়াদ (৭৫) বিদায় নিলেও রান তোলার গতি কমেনি।
রিয়াদ খেলেন একদিনের মেজাজে। তার ৭৮ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছয় রয়েছে।
অন্যদিকে নাসির ছিলেন টি-টোয়েন্টি মেজাজে। সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ২৩ বলে ৪০ রান করেন তিনি। দলের রান তখন ৩৭০। তার ইনিংসে ৮টি চার রয়েছে।
শেষ পর্যন্ত শুভাগত হোম চৌধুরী ১২ ও আব্দুর রাজ্জাক ১৭ রানে অপরাজিত থাকেন।
একাডেমি দলের পক্ষে মাহমুদুল হাসান ৫১ রানে ৪ উইকেট নেন । এছাড়া মুক্তার আলী ও সানজামুল ইসলাম একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১৫১ ঘ.