ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের ব্যাটিং দেখে সন্তুষ্ট হয়েছেন অর্ন্তবর্তীকালীন কোচ সারোয়ার ইমরান। জিম্বাবুয়েতেও দলের এমন ব্যাটিং দেখতে চান তিনি।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার জাতীয় দলের ইনিংস শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইমরান বলেন, "ব্যাটিং ভালো হয়েছে। জিম্বাবুয়েতে এভাবেই খেলতে হবে।"
তবে জিম্বাবুয়ের পিচে মিরপুরের চেয়ে বেশি বাউন্স থাকবে বলে আশা করছেন তিনি, " জিম্বাবুয়ের পিচে আরও বাউন্স থাকবে। সেখানে বল এর চেয়ে দ্রুত আসবে।"
জাতীয় দলের ব্যাটিংয়ে সন্তুষ্ট হলেও একটু গলদ এখনো রয়ে গেছে বলে অভিযোগ ইমরানের, "আরও ভালো করার সুযোগ ছিল। ইমরুল পরপর তিনটি সুইপ খেলে আউট হয়ে গেল। এটা খুব ঝুঁকিপূর্ণ শট। না খেললেও পারতো।"
আশরাফুলের ইনিংসে মুগ্ধ ইমরান। তবে সমালোচনা করতেও ছাড়েননি। তিনি বলেন, "আশরাফুল ভালো খেলেছে। তবে প্রথম দিকে অনেক বেশি বল ছেড়েছে। এমন না করে মারার বল মারলেও হতো। ও একটু বেশি সতর্ক ছিল। আরেকটু ফ্রি থাকলে ভালো হতো। তবে বল সিলেকশন ভালো ছিল।"
তবে কোচের পুরো বাহবা পেয়েছেন শতক হাঁকানো শাহরিয়ার নাফীস। নাফীস সম্পর্কে তার মন্তব্য, " নাফীস দারুণ খেলেছে। যেভাবে ইনিংস সাজিয়েছে তা এক কথায় অনবদ্য। কোনো সুযোগই দেয়নি।"
এই খেলায় নাফীস ১১৫ রান করলেন্ আগের খেলায় জুনায়েদ সিদ্দিক ৯৮ রান করেছিলেন। । তিন নম্বরে কাকে খেলানো হবে তা নিয়ে যেন অম্ল মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ ।
ইমরান অবশ্য কাকে খেলানো হবে সে ব্যাপারে পরিষ্কার রে কিছু বললেন না, "ম্যানেজমেন্ট রয়েছে। প্রধান কোচ চলে আসছেন। নির্বাচকরা আছেন। দেখা যাক কী হয়।"
প্রধান কোচ চলে আসছেন জাতীয় দলে আপনি সহকারী কোচ না বোলিং কোচ হিসেবে থাকছেন? এ প্রশ্নের জবাবে বলেন, "বিসিবি এ ব্যাপারে কিছু জানায়নি।"
৪ দিনের ম্যাচ না খেলে ২ দিনের ম্যাচ খেললেও জিম্বাবুয়ের সফরের প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না বলে তিনি মনে করছেন। ইমরান বলেন, "আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। খুব গরম ছিল, খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ার শঙ্কা ছিল। তাছাড়া চোটের ঝুঁকিও বেশি। তবে একদিন করে ব্যাটিং ও বোলিং করলে প্রস্তুতি খারাপ হওয়ার কথা নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২২১৭ ঘ.