ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিপি-বিসিবি একাডেমি দলের বিপক্ষে শতক পাওয়ার পর টেস্ট দলে খেলার ব্যাপারে আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করছেন শাহরিয়ার নাফীস।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববারের প্রস্তুতি ম্যাচে ১১৫ রান করার পর নাফীস বলেন, "প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো করিনি। আজ বড় ইনিংস খেলায় আত্মবিশ্বাস বেড়েছে।"
২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন নাফীস। অনেক দিন পর আবারো টেস্ট খেলার সম্ভাবনা তৈরি হওয়ায় শিহরিত তিনি। নাফীস বলেন, "অনেক দিন পর টেস্ট খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের বিপক্ষে শেষ খেলেছিলাম। টেস্ট খেলাই ক্রিকেটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
'পারফরম্যান্স' বিবেচনা করেই দল নির্বাচন করা হবে বলে আশা করছেন তিনি," দল কেমন হবে সেটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপার। তারাই ঠিক করবেন দল কেমন হবে। কে কোথায় খেলবে। তবে দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাট করতে আমি প্রস্তুত।"
নাফীস বলেন, "দলে থাকা না থাকা নিয়ে ভাবছি না। খেললে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।"
বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ভালো হয়নি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ফিরে পেয়েছেন বলে দাবি করলেন নাফীস। তিনি বলেন, "বিশ্বকাপে আমরা খুব ভালো ব্যাট করিনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করেছি। আশা করি জিম্বাবুয়েতেও কোনো সমস্যা হবে না।"
১৪ মাস পর টেস্ট খেললেও বাংলাদেশকেই এগিয়ে রাখছেন নাফীস। তিনি বলেন, "আমরা ১৪ মাস পর টেস্ট খেললেও জিম্বাবুয়ে খেলছে প্রায় ৬ বছর পরে। চাপ ওদের উপরই থাকবে।"
এ পর্যন্ত ১৬ টেস্টে ২৬.০৯ গড়ে এক শতক ও চার অর্ধশতকসহ ৮৩৫ রান করেছেন নাফীস। সর্বোচ্চ ১৩৮। এছাড়া ৬৯টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। এতে চার শতক ও তেরো অর্ধশতকসহ ৩৩.৩৪ গড়ে ২১৩৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ১২৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১৫৫ ঘ.