ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি খেলে রোববার সকাল নয়টায় দেশে ফিরেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল।
দেশে ফিরে দুই দিনের ছুটি নিয়েছেন সাকিব ও তামিম। তামিম বিমান বন্দর থেকে চট্টগ্রাম চলে গেলেও সাকিব প্রস্তুতি ম্যাচ দেখতে চলে যান শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে জাতীয় দল।
কাউন্টি ক্রিকেটে সাকিব উস্টারশায়ার ও তামিম নটিংহামশায়ারের পক্ষে খেলেন। কাউন্টির অভিজ্ঞতা জিম্বাবুয়ে সফরে বেশ কাজে আসবে বলে মত দিয়েছে দু'জনেই।
সাকিব বলেন, "সময়টা ভালো কেটেছে। তবে ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আরো কিছু রান পেলে ভালো হতো।"
মোট ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও উস্টারশায়ারের হয়ে কেবল একটি চারদিনের ম্যাচ খেলার সুযোগ পান সাকিব। তবে সে জন্য টেস্টে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন তিনি।
সাকিব বলেন, "আরো বেশি চারদিনের ম্যাচ খেলতে পারলে ভালো হত। তবে দেশে প্রস্তুতি ম্যাচ রয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।"
প্রায় একই বক্তব্য তামিমেরও। তিনি বলেন, "আশা করছি টেস্টে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না। দেশে তো একটি প্রস্তুতি ম্যাচ রয়েছেই।"
কাউন্টির অভিজ্ঞতা ভবিষ্যতে বেশ কাজে লাগবে বলে মনে করছেন তামিম। তিনি বলেন, "কাউন্টিতে খেলা একেবারেই নতুন এক অভিজ্ঞতা। অনেক কিছু শিখতে পেরেছি। ভবিষ্যতের জন্য এটা ভালো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৭৩৭ ঘ.