ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির

আগের দিনের ত্রিশ ছাড়ানো অপরাজিত ইনিংসকে ফিফটিতে পরিণত করলেন ফজলে মাহমুদ রাব্বি। জাগালেন সেঞ্চুরির সম্ভাবনা। কিন্তু অল্পের জন্য তিন অঙ্ক ছুঁতে পারলেন না বাংলাদেশ টাইগার্সের বাঁহাতি ব্যাটসম্যান। দলটির হয়ে পরে বল হাতে আলো ছড়ালেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2022, 01:24 PM
Updated : 2 July 2022, 01:24 PM

রাজশাহীতে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচে ফজলে মাহমুদের দৃঢ়তায় প্রথম ইনিংসে লিড পেয়েছে বাংলাদেশ টাইগার্স। এইচপির ২২৭ রানের জবাবে তৃতীয় দিন তারা ৯ উইকেটে করেছে ৩১৮ রান।

তিনশ মিনিট উইকেটে থেকে ১৮০ বলে ১১ চারে ৮৯ রানের ইনিংস খেলেন ফজলে মাহমুদ। আগের দিন সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৮১ রান।

৯১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে শনিবার দিন শেষে এইচপির সংগ্রহ ৪ উইকেটে ১২৩ রান।

তানভির ১৪ ওভারে ৬ মেডেনে স্রেফ ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে তার প্রাপ্তি ছিল একটি।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্স তৃতীয় দিন শুরু করে ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে। আগের দিন ৩৫ রানে অপরাজিত ফজলে মাহমুদ দলের স্কোর তিনশ পার করে আউট হন অষ্টম ব্যাটসম্যান হিসেবে।

গত ঢাকা প্রিমিয়ার লিগে রানের বন্যা বইয়ে দেওয়া নাঈম ইসলাম আট নম্বরে নেমে অপরাজিত থাকেন ২৩ বলে ২১ রান করে। ৩৫ বলে ৩ চার ও একটি ছক্কায় অপরাজিত ২৩ রান করেন তানভির।

এইচপির পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি সর্বোচ্চ ৩ উইকেট নেন ৪৮ রান দিয়ে। আগের দিন মুকিদুল ইসলাম ও রিপন মণ্ডল নেন ২টি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে এইচপির শুরুটা হয় আশা জাগানিয়া। মাহফিজুল ইসলাম ও তানজিদ হাসান গড়েন ৫৩ রানের উদ্বোধনী জুটি। শুরুর জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারায় দলটি।

মাহফিজুল ৬৯ বলে করেন ২৭ রান, তানজিদ ৪৫ বলে ৩৩। অমিত হাসান ও তৌহিদ হৃদয় যেতে পারেননি দুই অঙ্কে।

শাহাদাত হোসেন ১০৭ বলে ৩০ ও আইচ মোল্লা ৩৮ বলে ৮ রানে অপরাজিত আছেন। 

তানভিরের ৩টি ছাড়া তানজিদের উইকেটটি নেন পেসার আবু হায়দার রনি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া অফ স্পিনার নাঈম হাসান দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৯ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য।

সংক্ষিপ্ত স্কোর:

এইচপি ১ম ইনিংস: ২২৭

বাংলাদেশ টাইগার্স ১ম ইনিংস: ৮৭.৫ ওভারে ৩১৮/৯ (আগের দিন ১৯৪/৬) (ফজলে মাহমুদ ৮৯, নাঈম ইসলাম ২১*, আবু হায়দার ৮, তানভির ২৩*, হালিম ৫; মুকিদুল ১৪-২-৩৯-২, এনামুল ১৪-১-৪৬-০, রিপন ১৩-২-৪৩-২, রিশাদ ২-০-১৫-০, মৃত্যুঞ্জয় ১৩.৫-১-৪৮-৩, মুশফিক ১৫-৩-৪২-১, মুরাদ ১২-০-৩৪-১, হৃদয় ২-০-৬-০)

এইচপি ২য় ইনিংস: ৪৮ ওভারে ১২৩/৪ (মাহফিজুল ২৭, তানজিদ ৩৩, অমিত ৪, শাহাদাত ৩০*, হৃদয় ৬, আইচ ৮*; আবু জায়েদ ৮-০-২১-০, আবু হায়দার ৭-১-১৬-১, হালিম ৫-০-১৯-০, নাঈম হাসান ৯-২-৩৬-০, তানভির ১৪-৬-১৪-৩, সৌম্য ৫-১-৬-০)