হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং

বল হাতে আলো ছড়ালেন হাসান মাহমুদ। সঙ্গে নাঈম হাসানও রাখলেন গুরুত্বপূর্ণ অবদান। তাদের নৈপুণ্যে হাই পারফরম্যান্স (এইচপি) দলকে চেপে ধরেছে বাংলাদেশ টাইগার্স।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2022, 04:23 PM
Updated : 2 July 2022, 07:44 AM

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চার দিনের ম্যাচের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে এইচপি দল। আকবর আলি খেলছেন ১৪ রানে। তার সঙ্গে ৩০ রান নিয়ে অপরাজিত মৃত্যুঞ্জয় চৌধুরি।

জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা পেসার হাসান মাহমুদ ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। অফ স্পিনে নাঈমের শিকার ২ উইকেট। ১৩ টেস্ট খেলা পেসার আবু জায়েদ রাহির প্রাপ্তি একটি।

চোটের কারণে, ফর্ম হারিয়ে কিংবা কেবল এক সংস্করণে খেলা ক্রিকেটাররা যখন জাতীয় দলের বাইরে থাকেন তখন তাদের দেখভালের জন্য ‘বাংলাদেশ টাইগার্স’ নামের ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করেছে বিসিবি। সেটার অংশ হিসেবেই এইচপি দলের সঙ্গে হচ্ছে এই ম্যাচ।

বৃষ্টি বাধায় বৃহস্পতিবার খেলা হয়েছে ৫৩ ওভার।

টস হেরে ব্যাটিংয়ে নামা এইচপি দলের পঞ্চাশ ছুঁতে পারেননি কেউ। ৭ চারে সর্বোচ্চ ৪৭ রান আসে ওপেনার মাহফিজুল ইসলামের ব্যাট থেকে। ২০২০ সালের যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য শাহাদাত হোসেন দিপু করেন ৪ চারে ২১। সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আইচ মোল্লা খেলেন ৫ চারে ২৯ রানের ইনিংস।

ঘরোয়া ক্রিকেটের সবশেষ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে এইচপি দলে ডাক পাওয়া অমিত হাসান প্রথম ধাপে হলে একবারেই ব্যর্থ। রানের খাতাই খুলতে পারেননি তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

এইচপি ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৭৬/৬ (মাহফিজুল ৪৭, তানজিদ ১১, অমিত ০, শাহাদাত ২১, হৃদয় ৭, আইচ ২৯, আকবর ১৪*, মৃত্যুঞ্জয় ৩০*; আবু জায়েদ ৯-০-৪০-১, নাঈম ৯-১-৩৮-২, আবু হায়দার ৮-৩-২৩-০, হালিম ৬-২-১৫-০, মাহমুদ ১১-৩-২৯-৩, তানভির ৯-২-১৫-০, সৌম্য ১-০-৪-০)