মিচেলের দিকে বল ছুঁড়ে ব্রডের শাস্তি

হেডিংলি টেস্টে প্রতিপক্ষ ব্যাটসম্যানের দিকে বল ছুঁড়ে মারায় শাস্তি পেয়েছেন স্টুয়ার্ড ব্রড। ইংল্যান্ডের এই পেসারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2022, 04:38 PM
Updated : 28 June 2022, 04:38 PM

ম্যাচের চতুর্থ দিন গত রোববার নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮৯তম ওভারের ঘটনা এটি। ব্রড নিজের বলে ফিল্ডিংয়ের পর ব্যাটসম্যান ড্যারিল মিচেলকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারেন। মিচেল তখন পপিং ক্রিজের ভেতরেই ছিলেন। রান নেওয়ার কোনো উদ্দেশ্যেও তার ছিল না।

এমন কাণ্ডে ব্রডের বিরুদ্ধে আচরণবিধি লেভেল-১ ভাঙার অভিযোগ করেন ম্যাচের চার আম্পায়ার। আইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে শাস্তির দেওয়ার কথা জানায়।

ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে ব্রড অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

২৪ মাস সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন ব্রড। তাই তার নামের পাশে এখন মোট দুটি ডিমেরিট পয়েন্ট।

হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া ব্রড দ্বিতীয় ইনিংসে পাননি কোনো উইকেট। ২৯৬ রান তাড়ায় ৭ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড।