নিউ জিল্যান্ডে ৬ মাঠে ৬ ম্যাচ ফারজানা-নিগারদের

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো নিউ জিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। আগামী ডিসেম্বরের এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2022, 11:24 AM
Updated : 28 June 2022, 11:24 AM

দুই সংস্করণে ছয় ম্যাচের প্রতিটি হবে আলাদা ছয়টি মাঠে।

২০২২–২৩ মৌসুমে ঘরের মাঠে পুরুষ ও নারী দলের ক্রিকেট সূচি মঙ্গলবার প্রকাশ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

নিগার সুলতানা, ফারজানা হকদের সিরিজ শুরু হবে ২০ ওভারের ক্রিকেট দিয়ে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২ ডিসেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি। ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ, কুইন্সটাউনের জন ডেভিস ওভালে ৭ ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ।

ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপের অংশ, যেখানে বাংলাদেশ খেলবে প্রথমবার।

১১ ডিসেম্বর প্রথম ম্যাচ হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ১৪ ডিসেম্বর নেপিয়ারের ম্যাকলিন পার্কে দ্বিতীয় ও ১৮ ডিসেম্বর হ্যামিল্টনের সেডন পার্কে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

‘হোয়াইট ফার্নস’ বলে পরিচিতি নিউ জিল্যান্ডের মেয়েদের দলের বিপক্ষে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সিরিজ। এখন পর্যন্ত দুই সংস্করণে দল দুটি খেলেছে কেবল একটি করে ম্যাচ।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে বাংলাদেশ হেরেছিল ১৭ রানে। এই বছরের শুরুতে নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের হার ছিল ৯ উইকেটে।