খালেদের ক‍্যারিয়ার সেরা বোলিং, উইন্ডিজের ১৭৪ রানের লিড

মাথা খাটিয়ে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন সৈয়দ খালেদ আহমেদ। ক‍্যারিয়ারে প্রথমবারের মতো পেলেন পাঁচ উইকেটের স্বাদ। তারপরও কাইল মেয়ার্সের সেঞ্চুরিতে সেন্ট লুসিয়ার টেস্টে প্রথম ইনিংসে ১৭৪ রানের বড় লিড নিল ওয়েস্ট ইন্ডিজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2022, 06:09 PM
Updated : 26 June 2022, 06:10 PM

ড‍্যারেন স‍্যামি ইন্টারন‍্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার ৪০৮ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। ১০৬ রানে ৫ উইকেট নেন পেসার খালেদ।

টেস্টে দশমবারের মতো ৫ উইকেট পেলেন বাংলাদেশের কোনো পেসার। সবচেয়ে বেশি চারবার নিয়েছেন শাহাদাত হোসেন। রবিউল ইসলাম দুইবার। খালেদের আগে একবার করে নিয়েছেন মঞ্জুরুল ইসলাম, রুবেল হোসেন ও ইবাদত হোসেন।

বছরের শুরুতে নিউ জিল‍্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ৬ উইকেট নিয়ে ৯ বছরের দীর্ঘ খরা কাটিয়েছিলেন ইবাদত। পরের পাঁচ উইকেট এলো দ্রুতই।

খালেদের আগের সেরা ছিল ৯২ রানে ৪ উইকেট।

বৃষ্টির জন‍্য প্রথম সেশনে ৪৫ মিনিটের বেশি খেলা হতে পারেনি। সে সময় ২ উইকেট নিয়ে স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। লাঞ্চ বিরতির নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট পাঁচেক পর ফের মাঠে গড়ায় খেলা।

কেমার রোচকে নিয়ে এগিয়ে যেতে থাকেন মেয়ার্স। দারুণ এক স্লোয়ারে তাকে বিভ্রান্ত করে বিদায় করেন খালেদ। মিড অনে ক‍্যাচ নেন শরিফুল ইসলাম। ২০৮ বলে ১৮ চার ও দুই ছক্কায় ১৪৬ রান করেন মেয়ার্স।

এরপর বেশিদূর এগোয়নি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। লোয়ার অর্ডার ব‍্যাটসম‍্যানদের ছোট ছোট অবদানে চারশ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। শরিফুলের বলে কট বিহাইন্ডের সফল রিভিউ নিয়ে অভিষিক্ত অ‍্যান্ডারসন ফিলিপকে ফেরায় বাংলাদেশ। পরের ওভারেই জেডেন সিলসকে কট বিহাইন্ড করে পাঁচ উইকেট নেওয়ার উল্লাসে মাতেন খালেদ। থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ৩৪০/৫) ১২৬.৩ ওভারে ৪০৮ (মেয়ার্স ১৪৬, জশুয়া ২৯, জোসেফ ৬, রোচ ১৮*, ফিলিপ ৯, সিলস ৫; শরিফুল ১৯-৬-৭৬-২, খালেদ ৩১.৩-৩-১০৬-৫, সাকিব ১৮-৫-৪৬-০, ইবাদত ১৯-৬-৫৬-০, মিরাজ ৩৯-৮-৯১-৩)।