সাকিবের চোখে সুযোগ ও চ্যালেঞ্জ সেন্ট লুসিয়া টেস্ট
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2022 01:08 AM BdST Updated: 24 Jun 2022 01:08 AM BdST
ক্যারিবিয়ানে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সর্বনিম্ন তিনটি রান এসেছে সবশেষ তিন টেস্টে। ব্যাটসম্যানদের জন্য যেন অগ্নি পরীক্ষা হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজে খেলা। সে সব ভুলে সাকিব আল হাসান তাকাচ্ছেন সামনের দিকে। তার মতে, সেন্ট লুসিয়া টেস্ট বাংলাদেশের নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ এবং একই সঙ্গে চ্যালেঞ্জও।
ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন, কঠিন কন্ডিশনে ব্যর্থতার বন্দি দশা থেকে দলকে বের করে আনতে চান তিনি।
“পেস বোলিংয়ে বেশি সমস্যা হচ্ছে কি না? যদি সবশেষ তিন টেস্ট দেখেন, এই কথা আপনি বলতেই পারেন। এর আগের দুই টেস্ট দেখলে বলবেন স্পিন। আসলে কঠিন কন্ডিশনে আমরা কখনও সেভাবে টিকে থাকতে পারিনি। এটা আমাদের জন্য আরেকটা সুযোগ, চ্যালেঞ্জও যে, কীভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি।”
প্রাথমিক দেখায় সাকিবের মনে হয়েছে, রান আছে সেন্ট লুসিয়ার এই উইকেটে। তবে রান করার আগে পেস ও বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সামলাতে হবে বলে সতীর্থদের সতর্ক করে দিলেন তিনি।
“আমার মনে হয়, প্রথম দিন থেকেই অ্যান্টিগার চেয়ে অনেক ভালো উইকেট হবে ব্যাটিংয়ের জন্য। পেস ও বাউন্স একটু থাকবে হয়তো। তবে তেমন একটা সাইডওয়েজ মুভমেন্ট থাকবে বলে আমার মনে হয় না।”

২০১৮ সালের সফরে অ্যান্টিগায় প্রথম সেশনে কেবল ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এবার সেই একই মাঠে তারা থামে ১০৩ রানে। শুরুর সেই ধাক্কা আর সেভাবে সামাল দিতে পারেনি সফরকারীরা। ম্যাচ হারে ৭ উইকেটে।
এমন কিছুর পুনরাবৃত্তি এড়াতে প্রথম সেশনের দুটি ঘণ্টা বাড়তি গুরুত্ব পাচ্ছে অধিনায়কের কাছে।
“আমরা গতকাল একটা ভালো ট্রেনিং সেশন পার করেছি। আজ লক্ষ্য থাকবে ভালোভাবে ট্রেনিং সেশন শেষ করে কাল ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি। আমরা কেবল মনোযোগ দিতে পারি কালকের ম্যাচের প্রথম দুই ঘন্টায়, সেটা আমরা ব্যাটিং করি আর বোলিং করি। তারপর থেকে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী আমাদের খেলতে হবে। প্রথম দুইটা ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব।”
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- মুকুল বোস মারা গেছেন
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩