সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 10:37 PM BdST Updated: 23 Jun 2022 10:37 PM BdST
-
সরফরাজ খান। ছবি: বিসিসিআই
চলতি রঞ্জি ট্রফিতে হেসেই চলেছে সরফরাজ খানের ব্যাট। উপহার দিয়ে চলেছেন একের পর এক দারুণ সব ইনিংস। এতে দারুণ এক কীর্তি গড়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড়ে স্যার ডন ব্র্যাডম্যানের পরেই জায়গা করে নিয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান।
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির এই টুর্নামেন্টের এবারের আসরে এখন পর্যন্ত ৮ ইনিংসে ১৩৩.৮৫ গড়ে সর্বোচ্চ ৯৩৭ রান করেছেন সরফরাজ। ৪ সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে দুটি। সব মিলিয়ে এই সংস্করণে এখন পর্যন্ত ৩৬ ইনিংসে ৮২.৮৩ গড় ও ৮ সেঞ্চুরিতে তার নামের পাশে রান ২ হাজার ৪৮৫।
প্রথম শ্রেণির ক্রিকেটে কমপক্ষে ২ হাজার রান করাদের মধ্যে সরফরাজের চেয়ে বেশি গড়ের রেকর্ড কেবল ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত সাবেক এই অস্ট্রেলিয়ানের ব্যাটিং গড় ৯৫.১৪। ২৩৪ ম্যাচে ১১৭ সেঞ্চুরিতে রান করেন তিনি ২৮ হাজার ৬৭।
এই তালিকায় তিনে এখন ভারতের বিজয় মার্চেন্ট। ১৫০ ম্যাচে ৭১.৬৪ গড়ে তার রান ১৩ হাজার ৪৭০।
রঞ্জিতে দুই আসরে ৯০০-এর বেশি রান করা তৃতীয় ব্যাটসম্যান সরফরাজ। এবারের আগে ২০১৯-২০ মৌসুমে করেছিলেন ৯২৮ রান। ১৯৯১-৯২ মৌসুমে ৯৩৩ রান করা অজয় শর্মা ১৯৯৬-৯৭ মৌসুমে করেছিলেন ৯৩৩ রান। ২০০৮-০৯ মৌসুমে ১ হাজার ২৬০ রান করা ওয়াসিম জাফরের ব্যাট থেকে ২০১৮-১৯ মৌসুমে এসেছিল ১ হাজার ৩৭ রান।
রঞ্জি ট্রফিতে কমপক্ষে ২ হাজার রান করাদের মধ্যে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ গড় সরফরাজের। ৩৪ ইনিংসে ৮ সেঞ্চুরি ও ৮২.৭৬ গড়ে তার রান ২ হাজার ৪০০। ৩২ ম্যাচ খেলে ৯৮.৩৫ গড়ে ৩ হাজার ৬৩৯ রান করে সবার ওপরে বিজয়। তালিকায় দুইয়ে থাকা শচিন টেন্ডুলকারের গড় ৮৭.৩৭। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির ৩৮ ম্যাচে রান ৪ হাজার ২৮১।
গত বুধবার শুরু হওয়া এবারে আসরের ফাইনালে মুম্বাইয়ের হয়ে মধ্যপ্রদেশের বিপক্ষে ১৩৪ রানের ইনিংস খেলেন ২৪ বছর বয়সী সরফরাজ। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম কোনো সেঞ্চুরিকে দেড়শ রানে নিয়ে যেতে ব্যর্থ হলেন তিনি। ২০২০ সালের শুরু থেকে ৬টি দেড়শ ছাড়ানো ইনিংস খেলেন তিনি। প্রথম শ্রেণিতে এই সময়ে যা জো রুটের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’