উইন্ডিজ সফর শেষ ইয়াসিরের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 12:13 AM BdST Updated: 23 Jun 2022 12:13 AM BdST
আরও দীর্ঘ হচ্ছে ইয়াসির আলি চৌধুরির মাঠে ফেরার অপেক্ষা। পিঠের চোট থেকে সেরে না ওঠায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাকে ফিরিয়ে আনা হচ্ছে দেশে।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন গত ১০ জুন পিঠে চোট পান ইয়াসির। এমআরআই স্ক্যানে তার মেরুদণ্ডে সমস্যা ধরা পড়ে। ছিটকে যান তিনি টেস্ট সিরিজ থেকে।
সীমিত ওভারের সিরিজে তাকে পাওয়ার আশা করা হয়েছিল। তবে বুধবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের ছিটকে পড়ার কথা জানায়।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, এখনও পুনর্বাসনই শুরু করতে পারেননি ইয়াসির।
“দুই সপ্তাহ বিশ্রামের পরও যেহেতু তার শারীরিক পরিশ্রমে মানা আছে, আমরা বলতে পারি, তার চোটের সময় দীর্ঘায়িত হবে। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাকি ম্যাচগুলোতে তিনি থাকবেন না।”
দেশে ফিরে বিসিবির চিকিৎসক দলের তত্ত্বাবধানে ইয়াসির সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাবেন।
ইয়াসিরের চোটে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছিলেন এনামুল হক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার বদলি হিসেবে এখনও কাউকে দলে নেওয়া হয়নি।
সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। সীমিত ওভারের সিরিজ শুরু হবে ২ জুলাই, টি-টোয়েন্টি দিয়ে।
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
-
ছিটকে গেলেন রোহিত, এজবাস্টনে ভারতের অধিনায়ক বুমরাহ
-
‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
-
অ্যান্ডারসন ফেরায় বাদ রেকর্ড গড়া ওভারটন
-
একই দলে খেলতে পারেন কোহলি-বাবররা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?