অ্যান্ডারসনের জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে জেমি ওভারটনের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 07:32 PM BdST Updated: 22 Jun 2022 07:32 PM BdST
জেমস অ্যান্ডারসনের ফিটনেস সমস্যা কপাল খুলে দিয়েছে জেমি ওভারটনের। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট দিয়ে ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে অভিষেক হতে যাচ্ছে এই পেসারের।
হেডিংলিতে বৃহস্পতিবার শুরু হবে দুই দলের লড়াই। আগের দিন একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক বেন স্টোকস নিশ্চিত করেন অ্যান্ডরসনের জায়গায় জেমি ওভারটনের একাদশে আসার বিষয়টি।
প্রথম দুই টেস্টের দলে ছিলেন না জেমি ওভারটন। তৃতীয় টেস্টের দলে ডাক পেয়ে এবার একাদশেও জায়গা হয়ে গেল ক্রেইগ ওভারটনের যমজ ভাই জেমির।
টেস্টের প্রস্তুতিতে প্রথম দিনের অনুশীলনে স্টোকস না থাকায় তাকেও নিয়ে জেগেছিল শঙ্কা। তবে বুধবার দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনও করেন তিনি। তিন ম্যাচের সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তার নেতৃত্বেই খেলতে নামবে ইংলিশরা।
প্রথম দুই ম্যাচে ১৮.৬৩ গড়ে ১১ উইকেট নেন অ্যান্ডারসন। গোড়ালিতে হালকা চোট পাওয়ায় ৩৯ বছর বয়সী পেসারকে সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। নিউ জিল্যান্ড সিরিজ শেষ হতেই ভারতের বিপক্ষে আগামী ১ জুলাই টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। ওই ম্যাচের কথা মাথায় রেখেই মূলত দলের গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে এই সিদ্ধান্ত ইংল্যান্ডের।
ভারতের বিপক্ষে এজবাস্টনে হতে যাওয়া ম্যাচটি গত বছরের সিরিজের অংশ। পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্টটি সেবার স্থগিত হয়ে যায় ভারত দলে করোনাভাইরাসের হানায়।
ভাই ক্রেইগ ওভারটনের সাড়ে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে পা দিতে যাচ্ছেন জেমি। সারের হয়ে এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। প্রথম পাঁচ ম্যাচের ১০ ইনিংসে তিনি উইকেট নিয়েছেন ২১টি।
আগের টেস্ট থেকে একাদশে পরিবর্তন শুধু এই একটিই। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে প্রথমবার যমজ দুই ভাইয়ের একই ম্যাচে খেলা তাই হচ্ছে না এই দফায়। সিরিজে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি জেমির ভাই ক্রেইগ।
ইংল্যান্ড একাদশ: অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, অলিভার পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, জেমি ওভারটন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, জ্যাক লিচ।
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
-
ছিটকে গেলেন রোহিত, এজবাস্টনে ভারতের অধিনায়ক বুমরাহ
-
‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
-
অ্যান্ডারসন ফেরায় বাদ রেকর্ড গড়া ওভারটন
-
একই দলে খেলতে পারেন কোহলি-বাবররা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?