হাঁটুর অস্ত্রোপচারে টি-টোয়েন্টি ব্লাস্ট শেষ পোলার্ডের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 07:14 PM BdST Updated: 22 Jun 2022 07:14 PM BdST
-
চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কাইরন পোলার্ডকে। ছবি: সারে ক্রিকেট
১১ বছর পর কাইরন পোলার্ডের ইংলিশ ক্রিকেটে ফেরাটা খুব একটা সুখকর হলো না। হাঁটুর অস্ত্রোপচারে টি-টোয়েন্টি ব্লাস্টের বাকি অংশ থেকে ছিটকে গেলেন সারের এই অলরাউন্ডার।
চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে। তবে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট ‘দা হানড্রেড’-এ খেলার জন্য সময়মতো তিনি ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।
টি-টোয়েন্টি ব্লাস্টে সারের দুই বিদেশি খেলোয়াড় হলেন সুনিল নারাইন ও পোলার্ড। আসরের শুরুর দিকে হাঁটুতে চোট পান এই পেস বোলিং অলরাউন্ডার।
ক্লাবটি তাদের ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, চিকিৎসা সত্ত্বেও পোলার্ডের হাঁটুর সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকালে তার সফল অস্ত্রোপচার হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।
প্রথম ১০ ম্যাচের ৯টি জিতে সারে এরই মধ্যে টি-টোয়েন্টি ব্লাস্টের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। পোলার্ড ৫ ইনিংসে ১৪১.৪২ স্ট্রাইক রেটে রান করেন ৯৯। হাত ঘুরিয়ে উইকেট নেন একটি।
এভাবে ছিটকে পড়ায় হতাশ পোলার্ড। একই সঙ্গে আসরের বাকি অংশের জন্য দলকে শুভ কামনা জানান তিনি।
গত এপ্রিলে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া পোলার্ডকে ‘দা হানড্রেড’ এর ড্রাফট থেকে ১ লাখ ২৫ হাজার পাউন্ডে দলে টানে লন্ডন স্পিরিট। টুর্নামেন্টটি মাঠে গড়াবে অগাস্টের শুরুর দিকে।
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
-
ছিটকে গেলেন রোহিত, এজবাস্টনে ভারতের অধিনায়ক বুমরাহ
-
‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
-
অ্যান্ডারসন ফেরায় বাদ রেকর্ড গড়া ওভারটন
-
একই দলে খেলতে পারেন কোহলি-বাবররা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?