অশ্বিন-হোল্ডারকে টপকে জাদেজার কাছে সাকিব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 02:56 PM BdST Updated: 22 Jun 2022 03:41 PM BdST
টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে বড় এক পদক্ষেপ এগোলেন সাকিব আল হাসান। দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অলরাউন্ডার এখন দুইয়ে। তার ওপরে কেবল ভারতের রবীন্দ্র জাদেজা।
Related Stories
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টের পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে এই উন্নতি সাকিবের। অ্যান্টিগায় ওই ম্যাচে দুই ইনিংসে ৫১ ও ৬৩ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক, উইকেট নেন একটি। তাতে আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পেছনে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন ও জেসন হোল্ডারকে।
সহসাই জাদেজাকে পেছনে ফেলতে হলে অবশ্য শুক্রবার শুরু হতে যাওয়া সেন্ট লুসিয়া টেস্টে অসাধারণ কিছু করতে হবে সাকিবকে। কারণ পয়েন্টে জাদেজা এখনও বেশ কিছুটা এগিয়ে। সাকিবের রেটিং পয়েন্ট এখন ৩৪৬, জাদেজার ৩৮৫।
৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অশ্বিন, ৩২৯ পয়েন্ট নিয়ে চারে হোল্ডার, ৩০৭ পয়েন্ট নিয়ে পাঁচে বেন স্টোকস।
বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজে হোল্ডার আছেন বিশ্রামে।
২০১১ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন সাকিব। এরপর থেকে শীর্ষে ছিল তারই রাজত্ব। তবে চোট-নিষেধাজ্ঞা-ছুটি মিলিয়ে গত কয়েক বছরে টেস্ট কম খেলায় র্যাঙ্কিংয়েও পেছনে পড়ে যান কিছুটা।
অ্যান্টিগায় দুই ইনিংসে ফিফটি করে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিব এগিয়েছেন ১৪ ধাপ। এখন তার অবস্থান ৩২তম।
ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান আগের মতোই লিটন দাসের। অ্যান্টিগায় ভালো করতে না পারলেও দ্বাদশ স্থানে রয়ে গেছেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। এই সফর থেকে ছুটি পাওয়া মুশফিকুর রহিম এক ধাপ নেমে আছেন এখন ১৭ নম্বরে।
এই টেস্টে দুই ইনিংসেই ভালো শুরুর পর আউট হয়ে যাওয়া তামিম ইকবাল দুই ধাপ নেমে এখন আছেন ৩৬ নম্বরে। দুই ইনিংসে ব্যর্থ মুমিনুল হকের অবনতি হয়েছে ৭ ধাপ। এক সময় র্যাঙ্কিংয়ের ১৮ নম্বরে থাকা ব্যাটম্যানের এখনকার অবস্থান ৭৩।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট প্রথম ইনিংসে ৯৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে উঠেছেন ২৮ নম্বরে।
ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে আগের সপ্তাহের মতোই এক নম্বরে আছেন জো রুট।
বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে অ্যান্টিগায় ম্যান অব দা ম্যাচ হওয়া কেমার রোচ র্যাঙ্কিংয়েও পেয়েছেন পুরস্কার। এই টেস্টে ৭ উইকেট নেওয়া পেসার বোলারদের র্যাঙ্কিংয়ে দুই বছরের বেশি সময় পর ফিরেছেন শীর্ষ দশে। চার ধাপ এগিয়ে এখন তিনি আছেন আটে।
এই টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারি মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন ৬ ধাপ। বাংলাদেশের অফ স্পিনার এখন আছেন ত্রিশে।
বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান এই টেস্টে সুযোগ না পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের (২৬)। সাকিবও আছেন আগের জায়গাতেই (২৮)।
বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
-
রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
-
হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
-
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
-
বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে বাবর
-
মিচেলের দিকে বল ছুঁড়ে ব্রডের শাস্তি
-
পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
-
নিউ জিল্যান্ডে ৬ মাঠে ৬ ম্যাচ ফারজানা-নিগারদের
-
টেস্ট সংস্কৃতি না গড়লে উন্নতির সম্ভাবনা দেখেন না সাকিব
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?