অসুস্থতায় ইংল্যান্ডের অনুশীলনে অনুপস্থিত স্টোকস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2022 09:12 PM BdST Updated: 21 Jun 2022 09:12 PM BdST
হেডিংলি টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ইংল্যান্ড, তবে অসুস্থতায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি বেন স্টোকস। তাতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ইংলিশ অধিনায়ককে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।
সপ্তাহান্ত থেকে অসুস্থ অনুভব করায় লিডসে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি স্টোকস। মঙ্গলবার প্রথম দিনের অনুশীলনে থাকার কথা ছিল তার।
ইসিবির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, করোনাভাইরাসে আক্রান্ত নন স্টোকস। মঙ্গলবার সকালে করানো কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে এই অলরাউন্ডারের।
ইংল্যান্ড দল আশাবাদী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে দলে যোগ দেবেন তিনি এবং খেলবেন বৃহস্পতিবার শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে। তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে স্টোকসের দল।
অধিনায়ককে নিয়ে কিছুটা অনিশ্চয়তা অবশ্য থেকেই যাচ্ছে। পরবর্তী কোভিড পরীক্ষায় তার পজিটিভ ফল আসার শঙ্কাও আছে। সেটি হলে সিরিজের শেষ ম্যাচের দল সাজানো নিয়ে ভাবনায় পড়ার কথা ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামের।
সিরিজে স্টোকসের কোনো সহকারী নিয়োগ দেওয়া হয়নি। তাই নতুন কাউকে ম্যাচটির নেতৃত্বের জন্য ভাবতে হবে ইংলিশদের। সেই দৌড়ে হয়তো এগিয়ে থাকবেন গত এপ্রিলে অধিনায়কের দায়িত্ব ছাড়া জো রুট।
স্টোকসের অনুপস্থিতিতে দলের ভারসাম্যেও প্রভাব পড়বে স্বাভাবিকভাবেই। তার মানের আর কোনো পেস বোলিং অলরাউন্ডার এই মুহূর্তে নেই ইংল্যান্ড দলে। বিবেচনায় আসতে পারেন ক্রেইগ ওভারটন।
-
রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
-
হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
-
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
-
বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে বাবর
-
মিচেলের দিকে বল ছুঁড়ে ব্রডের শাস্তি
-
পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
-
নিউ জিল্যান্ডে ৬ মাঠে ৬ ম্যাচ ফারজানা-নিগারদের
-
টেস্ট সংস্কৃতি না গড়লে উন্নতির সম্ভাবনা দেখেন না সাকিব
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?