শঙ্কা কাটিয়ে প্রস্তুত মেন্ডিস, অনিশ্চিত গুনাথিলাকা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 06:48 PM BdST Updated: 20 Jun 2022 06:48 PM BdST
-
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করছেন কুসল মেন্ডিস (ডানে)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আহত অবসর নিয়ে মাঠ ছাড়া কুসল মেন্ডিস পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। পরের ম্যাচ খেলার জন্যও প্রস্তুত তিনি। তবে দানুশকা গুনাথিলাকার খেলার সম্ভাবনা এখনও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
আর কেবল প্রয়োজন পড়লেই সেরে ওঠার পথে থাকা ভানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে ঝুঁকি নেবে শ্রীলঙ্কা।
কলম্বোয় রোববার সফরকারীদের ৬ উইকেটে হারানোর ম্যাচে ব্যাট হাতে বড় অবদান রাখেন মেন্ডিস। রেকর্ড রান তাড়া করতে নেমে তিনি ৮৫ বলে ৮৭ রান করে মাঠ ছাড়েন ক্র্যাম্পের সমস্যায়। দ্বিতীয় উইকেটে সেঞ্চুরিয়ান পাথুম নিসানকার সঙ্গে তার ১৭০ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা।
পাঁচ ওয়ানডের সিরিজের পরের ম্যাচটি হবে আগামী মঙ্গলবার। আগের দিন ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে শ্রীলঙ্কা দলের প্রধান চিকিৎসক দামিন্দা আত্তানায়েকে জানান, ম্যাচটির জন্য ফিট আছেন মেন্ডিস।
ব্যাটিংয়ের সময় চিকিৎসা নিতে দেখা যায় নিসানকাকেও। ১৩৭ রানের ইনিংস খেলা এই ওপেনারও ঠিক আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
গুনাথিলাকা এখনও পর্যবেক্ষণে আছেন। হ্যামস্ট্রিং চোটে দলের সবশেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। পরের ম্যাচগুলোতেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। আত্তানায়েকে যদিও বলেছেন, গুনাথিলাকার চোট গুরুতর কিছু নয়। তবে আগে থেকেই পূর্বাভাস ছিল, লঙ্কা প্রিমিয়ার লিগ ও এশিয়া কাপে খেলা নিশ্চিত করতে এই সিরিজের বাকি অংশ মিস করতে পারেন তিনি।
তবে এখনও গুনাথিলাকার খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। মঙ্গলবারের ম্যাচের আগে তার ফিটনেস টেস্ট নেওয়া হবে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কুঁচকিতে চোট পান হাসারাঙ্গা। এরপর সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। তার অবস্থা আগের চেয়ে ভালো বলে জানালেন লঙ্কান চিকিৎসক। তবে তাকে খেলাতে হলে ঝুঁকি নিতে হবে দলকে।
লেগ স্পিনিং অলরাউন্ডার হাসারাঙ্গার অনুপস্থিতিতে লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে ও বাঁহাতি স্পিনার দুনিথ ওয়াল্লালাগে ভালোই বোলিং করেছেন। তিন ম্যাচ শেষে সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। তাই আরেকটি ম্যাচে হাসারাঙ্গাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবতেই পারে স্বাগতিকরা।
মঙ্গলবার চতুর্থ ওয়ানডের পর
সবশেষ ম্যাচটি হবে আগামী শুক্রবার।
-
রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
-
হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
-
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
-
বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে বাবর
-
মিচেলের দিকে বল ছুঁড়ে ব্রডের শাস্তি
-
পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
-
নিউ জিল্যান্ডে ৬ মাঠে ৬ ম্যাচ ফারজানা-নিগারদের
-
টেস্ট সংস্কৃতি না গড়লে উন্নতির সম্ভাবনা দেখেন না সাকিব
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ