টেস্ট পাঁচ দিনে নিয়ে জয়ের আশায় বাংলাদেশ

ম্যাচের দুই দিন মোটে গড়িয়েছে। দুই ইনিংসের বেশি হয়ে গেছে এতেই। শেষ দিন এখনও অনেক দূরের পথ। প্রথম ইনিংসের যা বাস্তবতা, তাতে বাংলাদেশের সামনে ইনিংস পরাজয়ের চোখরাঙানি আছে এখনও। অথচ টেস্ট পাঁচ দিন পর্যন্ত টেনে নেওয়া এবং জয়ের আশাও করছে বাংলাদেশ। সৈয়দ খালেদ আহমেদের দাবি অন্তত এমনটিই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2022, 05:18 AM
Updated : 18 June 2022, 08:44 AM

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ২ উইকেটে ৫০। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন আরও ১১২ রান। ৮ উইকেট হাতে নিয়ে এই ব্যবধান ঘুচিয়ে দিতে পারারই কথা। তবে প্রথম ইনিংসের অভিজ্ঞতা তো এখনও তরতাজা!

প্রথম ইনিংসে প্রথম দিন প্রথম সেশনেই ৪৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। পরে অলআউট হয় ১০৩ রানে। উইকেটে যদিও শুরুর সেই আর্দ্রতা এখন আর নেই, সহজ হয়ে এসেছে অনেকটাই। তবে বাংলাদেশের ব্যাটিংয়েরও ভরসা নেই। সাম্প্রতিক সময়ে হুট করে ধস নেমেছে প্রায় প্রতি টেস্টেই।

দ্বিতীয় দিন শেষ বিকেলে তামিম ইকবাল (২২) ও তিনে ‘প্রমোশন’ পাওয়া মেহেদী হাসান মিরাজের (২) মিরাজের বিদায়ের পর অবশ্য বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দিয়েছেন মাহমুদুল হাসান জয় (৬০ বলে ১৮*) ও নাজমুল হোসেন শান্ত (২৩ বলে ৮*)।

প্রথম ইনিংসে ১৫ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এবার ২০ ওভারে স্রেফ ২ উইকেট হারানোয় হয়তো বড় কিছু আশা করার সাহস পাচ্ছে দল। দিনের খেলা শেষে সৈয়দ খালেদ আহমেদের কণ্ঠে সেই সাহসের প্রতিধ্বনি।

“আমরা খেলব জেতার জন্য, ইনশাল্লাহ। চেষ্টা থাকবে ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে যত রান দেবে… খেলাটা যেন পাঁচ দিনে গিয়ে শেষ হয়। এটাই থাকবে চাওয়া।”

এই সাহসটুকু বাংলাদেশ দেখাতে পারছে খালেদ ও অন্য বোলারদের সৌজন্যে। প্রথম ইনিংসে ১০৩ রানের পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করেছেন বোলাররা। খালেদ নিজে আউট করেছেন ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান করা দুই ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট (৯৪) ও জার্মেইন ব্ল্যাকউডকে (৬৩)। দুই উইকেট নিয়েছেন আরেক পেসার ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান একটি।

দলের সফলতম বোলার ছিলেন মিরাজ। দেশের বাইরে গত কয়েক টেস্টেই অসাধালন বোলিং করতে থাকা অফ স্পিনার এবারও নিয়েছেন ৫৯ রানে ৪ উইকেট। অধিনায়ক সাকিব আল হাসানের শিকার একটি। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ২৬৫ রানে।

টেস্টে কোনো দলকে প্রথম ইনিংস ২৬৫ রানে থামিয়ে দেওয়া যথেষ্ট বড় সাফল্যই বলা যায়। তবে বাংলাদেশের প্রথম ইনিংস এত কমে শেষ হয়েছে বলেই হয়তো বোলিং সাফল্যের পরও একটু আক্ষেপ করলেন খালেদ। দল এখন তাকিয়ে ব্যাটসম্যানদের দিকে।

“উনি (অধিনায়ক সাকিব) বলেছিলেন আরও কমে ওদের অলআউট করতে। আমরা চেষ্টা করেছি। হয়তো ১০-২০ রান বেশি হয়েছে। তবে যা হয়েছে, ভালো হয়েছে। উইকেট এখন খুবই ভালো। বোলারদের জন্য অতটা সহায়তা নেই। আমাদের ব্যাটসম্যানরা আশা করি ভালো খেলবে।”