একটি উইকেট, তিনটি আক্ষেপ

আগের দিন যেখানে শেষ করেছিলেন, বাংলাদেশের বোলাররা শুরু করলেন যেন সেখান থেকেই। তবে এদিনও সফরকারীরা হাতছাড়া করল তিনটি সুযোগ। প্রতিপক্ষের ফিল্ডারদের ব‍্যর্থতায় ধীরে হলেও বড় লিডের পথেই এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2022, 04:38 PM
Updated : 17 June 2022, 07:45 PM

অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিনের লাঞ্চে যাওয়ার সময় স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৫৯ রান। বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ৫৬ রানে।

দুই দিন মিলিয়ে তিনবার বেঁচে যাওয়া অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ২৩৯ বলে ৮ চারে খেলছেন ৭৫ রানে। তার সঙ্গী জার্মেইন ব্ল‍্যাকউড ৪৩ বলে করেছেন ৯। তাদের জুটিতে ৯৬ বলে এসেছে কেবল ২৫ রান।

প্রথম সেশনে ৩১ ওভারে ক‍্যারিবিয়ানরা যোগ করেছে ৬৪ রান। বাংলাদেশ নিতে পেরেছে কেবল একটি উইকেট। সাকিব আল হাসানের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে গেছেন এনক্রুমা বনার।  

আগের দিনের মতো উইকেটে ততটা আর্দ্রতা ছিল না শুক্রবার সকালে। তবুও ব‍্যাটসম‍্যানদের বেশ ভুগিয়েছেন ইবাদত হোসেন। অনেকবারই একটুর জন‍্য ব‍্যাটের কানা নেয়নি তার চমৎকার সব ইনসুইঙ্গার। একবার যাও নিয়েছিল, বুঝতেই পারেননি বাংলাদেশের কেউ। বল গ্লাভসে জমিয়ে মৃদু আবেদনের মতো করেছিলেন কিপার নুরুল হাসান সোহান। তবে ব‍্যাটে বলের মৃদু স্পর্শ বুঝতে পারেননি কেউই।

সে সময় ১৪ রানে ছিলেন বনার।

মুস্তাফিজুর রহমানও দারুণ বোলিং করেন। আগের দিনের মতোই আঁটসাঁট বোলিংয়ে ব‍্যাটসম‍্যানদের জন‍্য প্রতিটি রান করে তুলেন কঠিন। সৈয়দ খালেদ আহমেদের বলে বনার ক‍্যাচ দেন উইকেটের পেছনে। কিন্তু কিপার সোহান কিংবা প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত কেউই ক‍্যাচ ধরার চেষ্টা করেননি। ২২ রানে বেঁচে যান বনার।

দিনের সপ্তম ওভারে লিড নিয়ে ধীর গতিতে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে ১৭৪ বলে ফিফটি স্পর্শ করেন ব্র‍্যাথওয়েট। জুটির রান পঞ্চাশে যায় ১৫১ বলে।

প্রথম ঘণ্টায় ১৪ ওভারে আসে কেবল ৩৮ রান। পানি পানের বিরতির পর প্রথম ওভারেই বনারকে ফিরিয়ে ১৭৫ বল স্থায়ী ৬২ রানের জুটি ভাঙেন সাকিব। সামনের পায়ে খেলার বদলে পিছিয়ে গিয়ে সাকিবের আর্ম বল খেলার চেষ্টায় সফল হননি বনার। ব‍্যাটের কানা ছুঁয়ে স্টাম্প এলেমেলো করে দেয় বল।

৯৬ বলে তিন চারে ৩৩ রান করেন দুইবার বেঁচে যাওয়া বনার।

আগের দিন শূন‍্য ও ১৬ রানে বেঁচে যাওয়া ব্র‍্যাথওয়েট ৬৩ রানে ক‍্যাচ দেন লেগ স্লিপে। কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে কঠিন সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মাহমুদুল হাসান জয়।

তিনবার বেঁচে গিয়ে এগিয়ে যাচ্ছেন ব্র‍্যাথওয়েট। তাকে সঙ্গী দিচ্ছেন ব্ল‍্যাকউড। তার ৪৩ বলের বলের ইনিংসে স্কোরিং শট কেবল তিনটি।

লাঞ্চের এক ওভার পরেই দ্বিতীয় নতুন বল নিতে পারবে বাংলাদেশ। উইকেট নিতে সেটাই সহায় হতে পারে সাকিবদের জন‍্য।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৩

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস (দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত): (আগের দিন ৯৫/২) ৭৯ ওভারে ১৫৯/৩ (ব্র‍্যাথওয়েট ৭৫*, বনার ৩৩, ব্ল‍্যাকউড ৯*; মুস্তাফিজ ১৪-৭-১১-১, খালেদ ১৪-৪-৩৭-০, ইবাদত ২০-৮-৩২৮-১, সাকিব ১৮-৫-৩৮-১, মিরাজ ১২-৪-৩৭-০, শান্ত ১-১-০-০)