৫ রান দিয়ে ইশমার ৪ উইকেট

অসাধারণ বোলিংয়ে নিজেকে মেলে ধরলেন ইশমা তানজিম। অফ স্পিনে ৬ মেডেনসহ স্রেফ ৫ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট। পরে ব্যাট হাতেও রাখলেন অবদান। তার অলরাউন্ড পারফরম্যান্সে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে উড়িয়ে দিল আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2022, 01:15 PM
Updated : 16 June 2022, 01:15 PM

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার আবাহনীর জয় ১০ উইকেটে। ইন্দিরা রোডকে মাত্র ৬৬ রানে গুটিয়ে দিয়ে তারা জয় তুলে নেয় ১২.৫ ওভারেই।

চোখধাঁধানো বোলিংয়ের পর ২ চারে ২৫ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন ইশমা। ম্যাচের সেরা তিনিই।

বিকেএসপির এক নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা ইন্দিরা রোডের কেবল দুই ওপেনারই যেতে পারেন দুই অঙ্কে। সর্বোচ্চ ৩ চারে ২৭ রান করেন হালিমাতুল সাদিয়া।

ইশমার সঙ্গে দারুণ বোলিং করেন ফাহিমা খাতুনও। তার শিকার ১১ রান দিয়ে দুটি।

রান তাড়ায় অনায়াসেই দলকেই লক্ষ‍্যে নিয়ে যান ইশমা ও শারমিন সুলতানা। আসরে দুটি সেঞ্চুরি করা শারমিন ৬ চারে ৩৫ রান নিয়ে থাকেন অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর:

ইন্দিরা রোড: ৪৫.৫ ওভারে ৬৬ (হালিমাতুল সাদিয়া ২৭, জামিলা ১০, মিম ৪, নুসরাত ৮, সুমাইয়া ৩, আলিফা ১, কনা ২, পুজা ১, পারভিন ১, শ্রাবণী ০, প্রজ্ঞা ০*; জাহানারা ৫-১-৮-১, হ্যাপি ৬-০-১১-০, আশা ৬.৫-৪-৫-১, শানু ৬-০-২১-০, ফাহিমা ১০-৬-১১-২, ইশমা ১০-৬-৫-৪, তাজ ২-০-৪-০)

আবাহনী লিমিটেড: ১২.৫ ওভারে ৬৭/০ (ইশমা ২৫*, শারমিন ৩৫*; পারভিন ৩-০-৫-০, হালিমাতুল সাদিয়া ৩-০-১০-০, মিম ১-০-৯-০, কনা ২-০-১৮-০, শ্রাবণী ১-০-৫-০, আলিফা ১.৫-০-১৮-০, নুসরাত ১-০-১-০)

ফল: আবাহনী লিমিটেড ১০ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: ইশমা তানজিম

কেরানীগঞ্জ-বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হাসল গজালা নাজের ব্যাট। তার বিধ্বংসী ফিফটিতে বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপিকে সহজেই হারিয়ে দিল কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি।

বিকেএসপির চার নম্বর মাঠে হওয়া ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৬ উইকেটে জিতেছে কেরানীগঞ্জ।

বোলারদের মিলিত চেষ্টায় বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপিকে ১৪৮ রানে আটকে রাখে কেরানীগঞ্জ। পরে বৃষ্টির হানায় দলটির সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৩২ রান। ৩২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

কেরানীগঞ্জের জয়ের কারিগর নাজ ৩ ছক্কা ও ৯ চারে ৪৫ বলে ৭০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপির দুই ওপেনারই করেন ২৪ করে রান। দুই অঙ্কে যেতে পারেন দলটির আরও চার ব্যাটার। কিন্তু কেউই পার করতে পারেননি ২০ রান। 

কেরানীগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ঝুমুর মিরা।

জবাব দিতে নামা কেরানীগঞ্জের হয়ে ২০ রানে অপরাজিত থাকেন তাহিন তাহেরা। তার সঙ্গে দলের জয় সঙ্গে নিয়ে মাঠে ছাড়েন ১৭ রান করা কামরুন নাহার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি: ৫০ ওভারে ১৪৮/৯ (আয়েশা ২৪, আফিয়া ২৪, ইসমত ০, মাহমুদা ৮, আতিকা ১২, তিথি ৪, পান্না ১৭, আয়েশা জুনি. ১৪, পূজা ১১, লিলি ৯*, রূপা ৫*; তৃষ্ণা ১০-০-২৩-১, পিংকি ১০-০-৩৫-১, ঝুমুর ১০-১-২৫-৩, তাহিন ৯-২-২১-১, মনিশা ৫-১-১৪-০)

কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি: ৩৫.৪ ওভারে ১৩২/৪ (সুমি ১৩, নাজ ৭০, তমালিকা ০, ইতি ৬, তাহিন ২০*, কামরুন ১৭*; তিথি ৮-৩-২৪-০, লিলি ৯-১-৩২-১, রূপা ১০-১-৫০-৩, আয়েশা ২-০-৮-০, পূজা ৩-০-১১-০, পান্না ৩.৪-১-৪-০)

ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ৬ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: গজালা নাজ

বিকেএসপি-সিটি ক্লাব

সুমাইয়া আক্তার ও মারুফা আক্তারের দারুণ দুটি পঞ্চাশ ছাড়ানো ইনিংসে বড় সংগ্রহ গড়ে বিকেএসপি। পরে বোলারদের মিলিত চেষ্টায় সিটি ক্লাবকে হারিয়ে দেয় তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪৬ রানে জিতেছে বিকেএসপি।

সুমিয়ার ৯ চারে ৭৬ রান এবং মারুফার ৪ ছক্কা ও ৬ চারে ঝড়ো ৬৩ রানের সুবাদে ২২৭ রান তোলে বিকেএসপি। পরে বৃষ্টির হানায় সিটি ক্লাবের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৮ ওভারে ১৮৯। কিন্তু তারা থেমে যায় ১৪২ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা বিকেএসপির হয়ে সুমাইয়া ও মারুফা ছাড়াও দুই অঙ্কে যান আরও তিনজন। কিন্তু ২৫ রানও ছুঁতে পারেননি তাদের কেউ।

সিটি ক্লাবের হয়ে ৩৮ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন মুরশিদা নাজনিন। ৪৯ রানে তিনটি প্রাপ্তি ফারজানা আক্তার কাকলির।

রান তাড়ায় সিটি ক্লাবকে একাই টানেন চারে নামা পারভিন খান। ১০ চারে ৬৭ রান নিয়ে তিনি ছিলেন অপরাজিত। বাকিদের মধ্যে দুই অঙ্কে যান কেবল লেকি চাকমা (২২) ও অচেনা জান্নাত (১১)।

বিকেএসপির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নিশিতা আক্তার।

সংক্ষিপ্ত স্কোর:

বিকেএসপি: ৪৮.৩ ওভারে ২২৭ (উন্নতি ২০, ইভা ৬, ফাহমিদা ৮, সুমাইয়া ৭৬, রাবেয়া ১, দিশা ১৪, অর্থি ২৩, মারুফা ৬৩, দিপা ১, ফারজানা ১, নিশিতা ৪*; সুরাইয়া ৯-৩-২৪-১, ফাতেমা ৯-১-২৩-০, মুরশিদা ৮.৩-২-৩৮-৪, ফারজানা ১০-১-৪৯-৩, পারভিন ৬-০-৪৬-১, লেকি ৬-০-৪৭-১)

সিটি ক্লাব: ৩৮ ওভারে ১৪২/৭ (অচেনা ১১, ঝিলিক ৮, সাদিয়া ৪, পারভিন ৬৭*, ফাতেমা ০, লেকি ২২, সুরাইয়া ২, শিবানি ১, কাকলি ১*; মারুফা ৬-০-২৮-০, ফাহমিদা ৬-১-১৫-১, নিশিতা ৮-৩-২০-৩, রাবেয়া ৮-২-১৮-০, দিশা ৭-০-৩০-১, ফারজানা ২-০-১৬-০, দিপা ১-০-৭-১)

ফল: বিকেএসপি ৪৬ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: মারুফা আক্তার